আবারো কুরআনের বিপরীত হাদিস দেখালেন- মাওলানা মোজাম্মেল হক বরিশাল || Allama Mozammel Haque

  Рет қаралды 122,719

Tahjib Center

Жыл бұрын

সূরা সফফাত এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৭ শেষপর্ব, আয়াত : ১৫৬-১৮২ || Sura Soffat tafsir : 156-182 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Principle Mau. Mozammel Haque || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
#সুরা_সাফফাত
أَمْ لَكُمْ سُلْطَانٌ مُّبِينٌ
না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে? [সুরা সাফফাত - ৩৭:১৫৬]
فَأْتُوا بِكِتَابِكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ
তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন। [সুরা সাফফাত - ৩৭:১৫৭]
وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ
তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে। [সুরা সাফফাত - ৩৭:১৫৮]
سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ
তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। [সুরা সাফফাত - ৩৭:১৫৯]
إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না। [সুরা সাফফাত - ৩৭:১৬০]
فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর, [সুরা সাফফাত - ৩৭:১৬১]
مَا أَنتُمْ عَلَيْهِ بِفَاتِنِينَ
তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। [সুরা সাফফাত - ৩৭:১৬২]
إِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ
শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে। [সুরা সাফফাত - ৩৭:১৬৩]
وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَّعْلُومٌ
আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান। [সুরা সাফফাত - ৩৭:১৬৪]
وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ
এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি। [সুরা সাফফাত - ৩৭:১৬৫]
وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ
এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। [সুরা সাফফাত - ৩৭:১৬৬]
وَإِنْ كَانُوا لَيَقُولُونَ
তারা তো বলতঃ [সুরা সাফফাত - ৩৭:১৬৭]
لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنْ الْأَوَّلِينَ
যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত, [সুরা সাফফাত - ৩৭:১৬৮]
لَكُنَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম। [সুরা সাফফাত - ৩৭:১৬৯]
فَكَفَرُوا بِهِ فَسَوْفَ يَعْلَمُونَ
বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে, [সুরা সাফফাত - ৩৭:১৭০]
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ
আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে, [সুরা সাফফাত - ৩৭:১৭১]
إِنَّهُمْ لَهُمُ الْمَنصُورُونَ
অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়। [সুরা সাফফাত - ৩৭:১৭২]
وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ
আর আমার বাহিনীই হয় বিজয়ী। [সুরা সাফফাত - ৩৭:১৭৩]
فَتَوَلَّ عَنْهُمْ حَتَّى حِينٍ
অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন। [সুরা সাফফাত - ৩৭:১৭৪]
وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ
এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে। [সুরা সাফফাত - ৩৭:১৭৫]
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
আমার আযাব কি তারা দ্রুত কামনা করে? [সুরা সাফফাত - ৩৭:১৭৬]
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاء صَبَاحُ الْمُنذَرِينَ
অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ। [সুরা সাফফাত - ৩৭:১৭৭]
وَتَوَلَّ عَنْهُمْ حَتَّى حِينٍ
আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন। [সুরা সাফফাত - ৩৭:১৭৮]
وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ
এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে। [সুরা সাফফাত - ৩৭:১৭৯]
سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে। [সুরা সাফফাত - ৩৭:১৮০]
وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ
পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক। [সুরা সাফফাত - ৩৭:১৮১]
وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত। [সুরা সাফফাত - ৩৭:১৮২]

Пікірлер: 444
@KhandakerRubel
@KhandakerRubel Ай бұрын
আমার মনে হয় হুজুরের মত এতটা, কোরআনুল কারীম গবেষণা বাংলাদেশে আর কেউ করেনি। হুজুরকে আল্লাহ নেক হায়াত দান করুক।
@mdazger4947
@mdazger4947 19 күн бұрын
আলহামদুলিল্লাহ।হুজুরের কুরআন ভিত্তিক আলোচনা খুবই অসাধারন।আল্লাহপাক হুজুরকে নেক হায়াত দান করুন।
@shakhawathossain608
@shakhawathossain608 Ай бұрын
দ্বীন ইসলামের খিলাফতের পুনঃ প্রতিষ্ঠা করার জন্যে জনাব প্রফেসর মোজাম্মেল হকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, যেমনটি হয়েছিলো ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর তাঁর পূরা জীবন দর্শনের ইতিহাস এবং তাফসীর সম্রাট দেলোয়ার হোসেন সাইদি এবং লুতফর ররহমানের মোজাহেদা সমূহ দ্বারা। আল্লাহ রাব্বুল উনাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
@english8940
@english8940 3 ай бұрын
যারা কুরআনের জ্ঞান রাখে না তাদের জন্যএই হুজুর সহীহ হুজুর।
@hillandriverhunting110
@hillandriverhunting110 3 ай бұрын
এই হুজুরের মতো যদি আলেমগন আলোচনা করতো তাহলে ইসলামের অনেক উন্নতি হতো।
@ahsanhabib-jw6gv
@ahsanhabib-jw6gv 3 ай бұрын
প্লিজ এই বক্তার সম্পর্কে ঘাটেন যারা আলেম তারা বলে দিবে এর সমস্যাকি, তারপর এর প্রসংশা করেন, আমি বল্লামনা যদি সঠিক মনে না হয় তাই।
@sababsarah321
@sababsarah321 Ай бұрын
@@ahsanhabib-jw6gvright
@monalisaqueen728
@monalisaqueen728 3 ай бұрын
আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাদের প্রার্থনা আপনি আমাদের এই প্রিয় হুজুরের দীর্ঘায়ু দান করুন। যাতে আমরা সবাই কুরআনের সঠিক কথা আরও কিছু দিন শুনতে পারি।। আমিন।।
@malekakhatun192
@malekakhatun192 18 күн бұрын
সুন্দর তাফসির আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ
@abulbasarserneabat4285
@abulbasarserneabat4285 11 ай бұрын
হুজুরের কথাগুলো এত স্পষ্ট যুক্তিবাদী এবং দলিল প্রমাণ ভিত্তিক যা কোনক্রমেই অস্বীকার করা যায় না। দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থ রাখুন এবং হেফাজত করুন এবং আজীবন ইসলামের অকৃত্রিম খেদমত করার তৌফিক দান করুন। আমীন। ছুম্মা আমীন ।😢
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
উনার কথা শুনলে পথভ্রষ্ট হতে হবে কারণ উনার ব্যাখ্যা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর ব্যাখ্যার সাথে মিলে না। এমনকি উনি পুর্বের ইমামদের মতও গ্রহণ করে না আর হাদিস তো মানেই না আরও বলে হাদিস নাকি আবর্জনা। kzfaq.info/get/bejne/Zql1iLWbprOYmmg.htmlsi=adWaVaByCs5g56nM
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ
@abdurrazzaque7576
@abdurrazzaque7576 3 ай бұрын
লোকটার ঙাণ তবে বুঝা পন্চাশ ষাট নম্বর পেলে তার আরা চল্লিল পন্চাশ কম শত থেকে বেআকুফ। কুরআন ও অন্কে কোনো পাঁচ ছয় নয় দশদশ ঠিক হতে হয় মাশাআল্লাহ।। কাদিয়ানি গোলাম মুহম্মদ প্রথম দিকে তার ইসলামের অনেক কাজ করেছিলো যুক্তি দিয়ে। পরবর্তীতে তার ঙাণের মস্তিস্কে বিকট ভাবে বড় শয়তান ঢুকে পড়ে তা বুঝতেও আমাদের ওয়াহিদাৎ রিসালাত ও আখিরাতের সন্মবয়ের ঙাণ থাকতে হয় ইনশাআল্লাহ।। বিশেষ করে শিয়া সুন্নি কিছু আলেমদের বয়ান শুনলে কষ্ট লাগে তৌহিদের নূর হীন বিভ্রান্তিকর কথা।এমনকি সহি নবুয়তি ও পরবর্তিতে ইমামতি ধারায় আমলি বুজর্গানে দ্বীণ অলি দরবেশদের প্রতি অবঙার কারনেই বেনামাজি বেপর্দা বেহায়াপনা বেপাকেদের কিছু জাহেলদের দখলে মাজারগুলো নাউযুবিল্লাহ।।অথচ আব্দুল কাদীর জিলানী রহ খাজা মহিউদ্দিন আলহিন্দি রহ ছিলেন কুরআন ও হাদীসের সহি বুঝদার ইমাম আলী ইমাম হসান হোসেঈন ইমাম জাফর রাদিআল্লাহুদের কর্মধারায় মাশাআল্লাহ। বৃটিশ ও চানৈকদের অপকুশিষে মৌলভীদের বাজার দখলে সাধারণ মুসলমানদের অবস্থা করুন।। আল্লাহ পাকের বিশেষ রহমতে কিছু কিছু নূর জাগ্রত রহমত হয়ে আছে জমিন আসমান। সুবহানাল্লাহিল হামদ আল্লাহু আকবার লাইলাহা ইল্লাল্লাহ।
@ashazulislammondal6417
@ashazulislammondal6417 3 ай бұрын
এই টনটনে হাদিসটিকেই কাল্পনিক কারন নবীর নামে বুখারি সাহেব বানাই দেছেন । নবী অপ্রাসঙ্গিক কিছু বলতে পারেন না । ​@@mirzarahman9832
@mdatiqurrahmankhan8420
@mdatiqurrahmankhan8420 Ай бұрын
2wh 😮​@@mirzarahman9832
@golamrasulsardar9706
@golamrasulsardar9706 Ай бұрын
আলহামদুলিল্লাহ
@rafiqulislam8966
@rafiqulislam8966 Жыл бұрын
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান হুজুরের তাফসীর শুনে ইসলাম সম্পর্কে অনেক অজানা জ্ঞান অর্জন করতে পারছি ইনশাআল্লাহ আল্লাহ হুজুরকে নেক ও দীর্ঘ জীবন দান করুন আমিন
@mdnuralom6823
@mdnuralom6823 Жыл бұрын
00
@shabnammostaripapri1840
@shabnammostaripapri1840 Жыл бұрын
আলহামদুলিল্লাহ। অসাধারণ তাফসির।
@sarrinahzaman9334
@sarrinahzaman9334 Жыл бұрын
@@shabnammostaripapri1840 the
@ishtiaquekhan1148
@ishtiaquekhan1148 Жыл бұрын
Mutazila!
@ishtiaquekhan1148
@ishtiaquekhan1148 Жыл бұрын
বুখারীর হাদীস। ওনার অকলে না আসলেই হাদীস অস্বীকার করবে? এটা মুতাজিলাদের অভ্যাস। ওনার বুঝে ভুল আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ভুল নাই। ওনার প্রতিটা কথা আওয়ামী লীগের পক্ষে যায় আর আলেমদের বিপক্ষে যায়। হাদীস অস্বীকারকারী কাফের।
@md.hanifrj3266
@md.hanifrj3266 3 ай бұрын
হুজুরের তাফসির খুবই সহজ ভাষায় লেখা আমি কিনেছি এবং পড়েছি আপনারা কে কে কিনেছেন
@rosinullah9096
@rosinullah9096 2 ай бұрын
Aassalamuaalaikum vaijan Address plz vaijan
@Rafiq981
@Rafiq981 Ай бұрын
মুত্তাকী, তাসবিহ, হেদায়েত, সালাত, যাকাত, হ্জ, রুকু, সিজদা এসব আরবি শব্দগুলোর অর্থ কি বাংলায় করেছে, নাকি তাফসীর এ এই শব্দগুলোই রেখে দিয়েছে?
@abulbashar4206
@abulbashar4206 21 күн бұрын
আমি ১ম ও ১০ম খন্ড কিনেছি। অনেক সহজ ভাষায় লেখা। ভালো লেগেছে।
@RazBDMedia24
@RazBDMedia24 Жыл бұрын
আলহামদুলিল্লাহ্,, কতো ভাগ্যবান তারা যারা হেদায়াত পেয়ে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে //////??????,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@nilufaayub5505
@nilufaayub5505 Жыл бұрын
AMEEN IN'SHAALLAH 👍🤲🤲
@mdanowarulhaque6216
@mdanowarulhaque6216 27 күн бұрын
আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে হুজুরের তাফসির।
@afzalwazed2354
@afzalwazed2354 Жыл бұрын
খুব সুন্দর আলোচনা। আল্লাহ হুজুরকে হায়াত দান করুন । কোরানের আরো তরজমা চাই। আল্লাহ সকল আলেমদেরকে এক হওয়ার তৌফিক দিন। আমিন।
@ishtiaquekhan1148
@ishtiaquekhan1148 Жыл бұрын
বুখারীর হাদীস। ওনার অকলে না আসলেই হাদীস অস্বীকার করবে? এটা মুতাজিলাদের অভ্যাস। ওনার বুঝে ভুল আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ভুল নাই। ওনার প্রতিটা কথা আওয়ামী লীগের পক্ষে যায় আর আলেমদের বিপক্ষে যায়। হাদীস অস্বীকারকারী কাফের।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@nafizahamed202
@nafizahamed202 Жыл бұрын
সুবহানা রব্বিকা রব্বিল ইযযাতি আম্মা ইয়া সিফুন ওয়া সালামুন আলাল মূরসালীন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন,, আমিন ।
@janonielectronics
@janonielectronics Жыл бұрын
আমিন 🤲🤲
@ABDULLAH-dg4ir
@ABDULLAH-dg4ir Жыл бұрын
সুবহানা রব্বিকা রব্বিল ইযযাতি আম্মা ইয়া সিফুন ওয়া সালামুন আলাল মূরসালীন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
@nafizahamed202
@nafizahamed202 Жыл бұрын
@@ABDULLAH-dg4ir ধন্যবাদ ভাই
@mdjuwel-ck3in
@mdjuwel-ck3in Жыл бұрын
@sohrabhossainrtdforester8628
@sohrabhossainrtdforester8628 4 ай бұрын
আমিন আমিন।
@shamsulislam5684
@shamsulislam5684 Ай бұрын
Sir always running to knowledge base.
@kafimedia64
@kafimedia64 7 ай бұрын
হুজুর বর্তমান যুগের মুস্তাহিদ আলেম।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@Shanto.1122
@Shanto.1122 Ай бұрын
@@mirzarahman9832 Hadis sothik..Hujuri pothvrosto
@user-xw4ed6nx4v
@user-xw4ed6nx4v 3 ай бұрын
Alhamdulliah/subhanallah/amin.
@abdurrazzaque7576
@abdurrazzaque7576 Жыл бұрын
আল্লাহ পাক তাকে সহি বুঝ দিয়েছেন তবে যতটুকু তিনি ধারণ করতে ও বয়ান দিতে পারছেন। যাযাকাল্লাহ মাশাআল্লাহ।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@nurulansar7327
@nurulansar7327 Жыл бұрын
আলহামদুলিল্লাহ ভাল জ্ঞান অর্জন করতে পারছি
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@shofiqkarim5363
@shofiqkarim5363 3 ай бұрын
The Quran ebong Hadis niye dunia chole,cholteche ebong cholbei In saa Allah
@abdussalam-vd6qt
@abdussalam-vd6qt Жыл бұрын
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@mdmahfujarrahman52
@mdmahfujarrahman52 Жыл бұрын
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@sanwar6487
@sanwar6487 11 ай бұрын
আল্লাহ আমাদের বুজবার তৌফিক দিন আমিন
@identityofallah
@identityofallah 4 ай бұрын
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ অ- অস্বীকার করি সকল তাগুত, আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি। ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে, ঋষিত্বের স্থান নেই ইসলামে। এ - এবাদত করি শুধু এক আল্লাহর, ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর । ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন, ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন। কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...//////////////////
@user-ok8ds2ni5v
@user-ok8ds2ni5v 2 ай бұрын
Right imeen.
@md.shamimnipu8101
@md.shamimnipu8101 3 ай бұрын
হুজুর অনেক অনেক ধন্যবাদ ওয়াজ মাহফিল প্রমাণ ভিত্তিক হওয়া উচিৎ।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@RaselAhmed-uq6kh
@RaselAhmed-uq6kh Жыл бұрын
Alhamdulillah
@greeneyes8450
@greeneyes8450 Жыл бұрын
রাসূল স এর হাদিস হলো কুরআনের সঠিক ব্যখ্যা --শুধু কুরআন জনলে ইসলামের পরিপূর্ন জ্ঞান কেউ পাবেনা --তাই ওহী পাঠানোরপর তার অর্থ মানুষের কাছে পৌঁছানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন আর তাদের কাজ কুরআন মানুষের কাছে সঠিকভাবে বুঝানো সেইটা ই হলো হাদিস ---আলহামদুলিল্লাহ
@theguy4084
@theguy4084 Жыл бұрын
আর সেই সকল হাদিস যদি সেই আমলে লিপিবদ্ধ করা হত তাহলে মুসলমানদের এই করুন দিন আসত না
@greeneyes8450
@greeneyes8450 Жыл бұрын
@@theguy4084 সেই আমলে লিপিব্ধ হয়নি অল্প কিছূ হয়েছিল কেননা সাহাবীরা তো রাসূলের সবকিছই কাছ থেকে জেনেছেন। তাছাড়া আয়েশারাদিযাল্লাহু থেকে ও অনেক সহাবী অনেক মাসালা জেনে নিতেন,, হাদিস তো রাসূলকে যারা পাইনি তাদের প্রয়োজনে সংকলিত হয়েছিল --!কিয়ামতের আগে একশ্রেণী হাদিসের বিরুধীতা করবে তারা হবে মুসলিম -!মুসলিম ৭৩দলে ভাগ হবে -!!
@abdulhannan-xf8ns
@abdulhannan-xf8ns Жыл бұрын
Green Eyes ভাইয়া, প্রতিদিন যে সালাম বিনিময় করেন আসসালামুয়ালাইকুম এবং আলাইকুম সালাম এটা কোথা থেকে আসল? আল্লাহ বলতে বললেন কি আর আমরা বলছি কি? আল্লাহ বলতে বললেন, সালামুন আলাইকুম এবং উত্তরে বলতে বললেন, অনুরূপ বা তা থেকে উত্তম ভাবে সালাম দাও। উত্তরে, সালামুন আলাইকুম ( তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক) বা সালামুন আলাইকুম তিবতুম ( তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ও চির সুখী হ‌ও)বলতে হবে। ৪:৮৬ এবং ৫:৫৪, ১৩:২৪, ১৬:৩২, ২৮:৫৫, ৩৯:৭৩ আর ও অনেক আয়াত আছে।
@mohammadmohiuddinal-omar9545
@mohammadmohiuddinal-omar9545 Жыл бұрын
@@abdulhannan-xf8ns এগুলোতে কি আমাদেরকে এরূপ বলা হয়েছে যে, তোমরা এটা বলো বা মুমিনরা একজন অপরজনকে এটা বলবে? বা তোমরা এরূপ পদ্ধতিতে সালাম দিবে? আর সালাম অনুরূপ কিংবা বাড়িয়ে বলার কথা তো হাদিসেও আছে ভাই। সাংঘর্ষিক কোথায় দেখলেন আপনারা? আরো প্রচুর পড়াশোনা করা উচিত আপনাদের, কারো কথায় না নেচে পড়াশোনা করেন নিজে নিজে। ইলমুল রিজাল, ইলালুল হাদিস এগুলো নিয়ে একটু পড়াশোনা করেন ভাই। আল্লাহ আমাদেরকে মুর্খদের অন্তর্ভুক্ত হওয়া হতে হিফাযত করুন। আমিন।
@NurulAmin-gm8qi
@NurulAmin-gm8qi Жыл бұрын
Right.
@user-hx4iy5ql6r
@user-hx4iy5ql6r 5 ай бұрын
Best discussion ever.May Allah grant him more hayat.
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@abdurrazzaque7576
@abdurrazzaque7576 3 ай бұрын
মুজাম্মেল বরিশালি আলেমের কথাগুলো শুনে তৃপ্তি পাই আমার মতো ধর্মনিরপেক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ইসলাম অধ্যয়নের দেশ-বিদেশের ঙানিদের সহব্বতে এসে মহান রাব্বুল আলামিন বহু পরিস্কার করে দেন। মৌলোভীদের অপ দুর্বল ব্যাখায় কষ্ট লাগতো অপরদিকে তথাকথিত বাম ছাত্রদের দৌরাত্ম ধর্ম নিয়ে।। যার ফলে হুজুরের অনেক কথার আমার চিন্তার মিল পাই। কিন্তু কিছু ব্যপারের ব্যখ্যায়তিনার সাথে একমত হতে পারলাম না।। ঐ তিরিশজন ফিরিস্তাদের দায়িত্ব আল্লাহ পাকেরই দেয়, আমলাকারীদের নেকির কথা লিপিবদ্ধ করার জন্য, গুরুত্ব বুঝাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিস্তাদের আগে লিখে প্রতিযোগিতার কথা উল্লেখ করেন আলহাদুলিল্লাহ।
@abdurrazzaque7576
@abdurrazzaque7576 3 ай бұрын
আমার পেরাটা পড়ো। বাঙালি কিছু জানলেই সব জানি বেআকুফ বুঝতছ অনেক দূর যেতে হয়। আমার অল্প কথায় দেয় পেরাটা পড়ো সত্য জানতে আল্লাহ পাকের সন্তষ্ঠিতেই ইনশাআল্লাহ্।
@bestofislam980
@bestofislam980 4 ай бұрын
আল্লাহ হুজুরকে হেদায়েত এবং সহি বুঝ দান করুন। লক্ষ লক্ষ কোটি জনতা যেন ওনার কথায় পথভ্রষ্ট না হয়।
@rabbirandco1963
@rabbirandco1963 4 ай бұрын
আপনি আর আবু জেহেলের মাঝে কোন পার্থক্য খুঁজে পাই না
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
​@@rabbirandco1963 একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@sumiaislammithila266
@sumiaislammithila266 2 ай бұрын
YOU ARE A LAYER
@user-wt8om9xh1i
@user-wt8om9xh1i 4 ай бұрын
বাচ্চা ফুটফুটে সুন্দর কেয়ামতের আলামত এগুনের মুনাফেক কত প্রকার ও কি কি থেকে শুনি হইতেছে
@AbulKalam-ff4qb
@AbulKalam-ff4qb Ай бұрын
আপনি কি বুঝাইতে চাইছেন
@KamalHushen123
@KamalHushen123 Жыл бұрын
Alhumdulillah
@sagorhossain5234
@sagorhossain5234 Жыл бұрын
কাতেবীন শব্দটি বহুবচন। এর দ্বারা তো একাধিক ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। হতে পারে ওই 30 জন ফেরেশতা , একাধিক ফেরেশতা গুলোর মধ্যে আমল লেখক।
@mdsofir9176
@mdsofir9176 Ай бұрын
একাধিক বলতে দুইজনও তো হতে পারে যেমন কিরামান ও কাতিবিন
@md.mostafizurrahman9834
@md.mostafizurrahman9834 9 ай бұрын
Alhamdulillah…❤❤
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@MirajulMolla-tj5iy
@MirajulMolla-tj5iy 17 күн бұрын
Ilovou
@alamgirkazi1037
@alamgirkazi1037 4 ай бұрын
হুজুরের বক্তব্য তাফসির সুন্দর অবশ্য উপদেশ মূলক আমিন ।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@alamgirkazi1037
@alamgirkazi1037 3 ай бұрын
হযরত এর এডিটিং করার আর কোন জায়গা মিল না , টনটনে সহিহ হাদীস ফাউন্ডেশন দেখতে , ও মাই গড , আপনি শরন করে এডিট করার জন্য আপনা কে ধন্যবাদ ।
@ihsan622
@ihsan622 Жыл бұрын
মিথ্যাবাদীদের উপর আল্লাহর আজাব আসবে
@simonbashar
@simonbashar Жыл бұрын
আলহামদুলিল্লাহ 💖💖💖
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@user-xf8im4ph1x
@user-xf8im4ph1x 29 күн бұрын
Mashallah
@user-sj8rv3hq6o
@user-sj8rv3hq6o 4 ай бұрын
আলহামদু লিল্লাহ্! আল্লাহ্ Sir এঁর দীর্ঘ জীবন দান করুন। আমীন!
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@user-nm7dg3mp1f
@user-nm7dg3mp1f 5 ай бұрын
মাসাআললাহ সুনদর ওয়াজ
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@mohiuddinahmadkhan9874
@mohiuddinahmadkhan9874 Жыл бұрын
হযরতের সমীপে আমার একটা আরজিঃ হযরত দয়া করে কুরআন ও সহীহ হাদিসের ভিত্তিতে আমাদের প্রাণ প্রিয় নবী ও রাসুল জনাব মুহাম্মাদ সঃ কে আল্লাহ পাকের দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যকে বাস্তবায়নে উনার (সঃ) দেখানো কাজ ও সেই কাজের সুন্নাত তরীকা বিস্তারিত ভাবে আলোচনা করে সকল আলেম ও সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে তুলে ধরুন, যাতে সমভাবে সকল ঈমান ওয়ালা একই কাজ জানার, বুঝার ও বাস্তবায়ন করতে উদ্বুদ্ধ হয়।
@amirhossain-oq4kv
@amirhossain-oq4kv Жыл бұрын
সালাতে কি অন্য কোন ফেরেস্তা উপস্থিত থাকে না শুধু কিরামান কাতেবিনরাই থাকেন।
@nazirahmed4443
@nazirahmed4443 Жыл бұрын
ভূয়া/কথিত আহলে হাদিসরা, দয়ীফ হাদিসকে আবার কেউ কেউ এখন সবগুলো হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে, ডি গ্রেড(৩৩-৩৯ মার্ক) পাওয়া ছাত্র/ছাত্রী এবং এপ্লাস(৮০-১০০মার্ক) পাওয়া ছাত্র ছাত্রীরা যেমন একই বিদ্যালের শিক্ষার্তী তেমন সহীহ দয়ীফ সব হাদিসই রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বর্ণনাকারীর গুণগত মানের কারণে দয়ীপ গুলোকে কমে গুরুত্ব দেওয়া হয়, ডি গ্রেড পাওয়া ছাত্রদের বেলায় হয়। নাছির উদ্দীন আলবানী ইলমী খিয়ানতের মাধ্যমে জাল ও দয়ীফ হাদিসকে তালগোল পাকিয়ে বিরাট ফেতনা সৃষ্টি করেছে। অথচ জাল মানেই মিথ্যা বানোয়াট।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@mohiuddinahmadkhan9874
@mohiuddinahmadkhan9874 3 ай бұрын
উনি কোন আয়াতের রেফারেন্স দিয়ে উক্ত সহীহ হাদিসকে পবিত্র কুরআনের সাথে সাংঘর্ষিক বলেছেন?
@jhgjkhjkn1627
@jhgjkhjkn1627 Жыл бұрын
আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@mohammednazmulhasan6993
@mohammednazmulhasan6993 Жыл бұрын
Thanks for your new lecture
@md.imdadulhaquehimumedical8918
@md.imdadulhaquehimumedical8918 Жыл бұрын
১২ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، حَدَّثَنِي الْحَسَنُ بْنُ جَابِرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ الْكِنْدِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ يُوشِكُ الرَّجُلُ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يُحَدَّثُ بِحَدِيثٍ مِنْ حَدِيثِي فَيَقُولُ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَمَا وَجَدْنَا فِيهِ مِنْ حَلاَلٍ اسْتَحْلَلْنَاهُ وَمَا وَجَدْنَا فِيهِ مِنْ حَرَامٍ حَرَّمْنَاهُ ‏.‏ أَلاَ وَإِنَّ مَا حَرَّمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِثْلُ مَا حَرَّمَ اللَّهُ ‏"‏ ‏.‏ আল-মিকদাম বিন মা’দীকারিব আল-কিনদী (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, অচিরেই কোন ব্যক্তি তার আসনে হেলান দেয়া অবস্থায় বসে থাকবে এবং তার সামনে আমার হাদীস থেকে বর্ণনা করা হবে, তখন সে বলবে, আমাদের ও তোমাদের মাঝে মহামহিম আল্লাহ্‌র কিতাবই যথেষ্ট। আমরা তাতে যা হালাল পাব তাকেই হালাল মানবো এবং তাতে যা হারাম পাবো তাকেই হারাম মানবো। (মহানবী বলেন) সাবধান! নিশ্চয়ই রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যা হারাম করেছেন তা আল্লাহ্‌ যা হারাম করেছেন তার অনুরূপ। [১২] [১২] তিরমিযী ২৬৬৪, আবূ দাঊদ ৪৬০৪, দারিমী ৫৮৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: তাখরীজুল মিশকাত ১৬৩। হাদিসের মানঃসহিহ হাদিস
@sohrabhossainrtdforester8628
@sohrabhossainrtdforester8628 4 ай бұрын
এই কথা দিয়ে কি বোঝাতে চাইছেন?
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
​@@sohrabhossainrtdforester8628 বুঝানো হচ্ছে মোজাম্মেল পথভ্রষ্ট।। একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@nilufaayub5505
@nilufaayub5505 Жыл бұрын
SUBHAAALLAH JAJAK ALLAH KHAIRAN 👍🤲🤲🤲🌺💐💓😊AMEEN IN'SHAALLAH
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@NoorAlam-ok4fj
@NoorAlam-ok4fj Жыл бұрын
Subhan Allah 🕋
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@user-pu3ib6zh4h
@user-pu3ib6zh4h Жыл бұрын
জাযাকাল্লাহু খাইরান
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@aktersuriya7792
@aktersuriya7792 Ай бұрын
হুজুর ১ম, ২য় ও ৩য় মিম্বরে উঠে আল্লাহর রাসুল আমিন আমিন আমিন বলছিলেন এই হাদিস সম্পর্কে জানতে চাই।
@jalalmollik1712
@jalalmollik1712 Жыл бұрын
subhanallah
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@TafsirulQuranbangla
@TafsirulQuranbangla Жыл бұрын
অনেক সুন্দর আলোচনা, মাশাআল্লাহ
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@mdmostafigurrahaman8842
@mdmostafigurrahaman8842 Жыл бұрын
An ideal educated person.I like and love you.
@ishtiaquekhan1148
@ishtiaquekhan1148 Жыл бұрын
বুখারীর হাদীস। ওনার অকলে না আসলেই হাদীস অস্বীকার করবে? এটা মুতাজিলাদের অভ্যাস। ওনার বুঝে ভুল আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ভুল নাই। ওনার প্রতিটা কথা আওয়ামী লীগের পক্ষে যায় আর আলেমদের বিপক্ষে যায়। হাদীস অস্বীকারকারী কাফের।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@ahmobaidurrahman6160
@ahmobaidurrahman6160 Жыл бұрын
কিছু হুজুর সামনে ভয়াবহ বিপদে পরবে, বিশেষ করে ভুল হাদিস নিজের নাম চালানো, আর ইঊ টিঊবে সব ডোকোমেন্ট রয়ে গেছে, পালাবার পথ পাবে না
@Habiburrahman-gt4vm
@Habiburrahman-gt4vm Жыл бұрын
Assalamoalikum wa
@MohsinKhan-ow9ee
@MohsinKhan-ow9ee Ай бұрын
হুজুর আমার দাদায় এই আমলটা সারা জিবন করচে আমিও করি এটাকি করা জাবেনা সয়াব হবে না
@MohsinKhan-ow9ee
@MohsinKhan-ow9ee Ай бұрын
রবা লাকাল হাম হামদান কাসিরন তইবান এটা পরা জাবে কিনা
@Habiburrahman-gt4vm
@Habiburrahman-gt4vm Жыл бұрын
Alhamdolillah
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@mineofmystry3914
@mineofmystry3914 2 ай бұрын
তাহলে রুকু থেকে উঠার পর কি "হামদান কাছিরন..........." এই টা পড়া যাবে? পরলে কি নেকি হবে?
@muhammadhaq7773
@muhammadhaq7773 2 ай бұрын
যদি পরতেই চান কোরানের আয়াত পরেন । ২ঃ২৮৫ '... সামিয়ানা, ওয়াতাআনা, গুফ্রানাকা, রাব্বানা ওয়াইলাইকাল মাসির' । আমরা শুনলাম, বিশ্বাস করলাম, আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন ।
@nishaakter4877
@nishaakter4877 Жыл бұрын
13:45 হাদিস গুলো কোন কিতাবের(সহি বুখারি, মুসলিম, তিরিমিদি ইত্যাদি) সেগুলো দয়া করে উল্লেখ করবেন.. তাহলে আরো ভালো হবে আমাদের জন্য।
@ishtiaquekhan1148
@ishtiaquekhan1148 Жыл бұрын
বুখারীর হাদীস। ওনার অকলে না আসলেই হাদীস অস্বীকার করবে? এটা মুতাজিলাদের অভ্যাস। ওনার বুঝে ভুল আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ভুল নাই। ওনার প্রতিটা কথা আওয়ামী লীগের পক্ষে যায় আর আলেমদের বিপক্ষে যায়। হাদীস অস্বীকারকারী কাফের।
@zahangiralam319
@zahangiralam319 Жыл бұрын
বলে কোরআনের কথা আর এ ব্যক্কেল বলে হাদিসের রেফারেন্স দেন। ব্যটা ছাগল
@nishaakter4877
@nishaakter4877 Жыл бұрын
@@zahangiralam319 প্রোফাইল পিকচার দেখে অাপনাকে বয়স্ক মনে হচ্ছে তাই সম্মান দিয়েই বলছি, ব্যাটা পাঠা, ভিডিওর থাম্বনেইলে দেখেন কি লেখা এবং কোন বিষয়ে ভিডিও টা করা। তারপর আমার কমেন্ট পুনরায় পড়েন। তারপর বুঝবেন অাশা করি।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
​@@zahangiralam319 সহিহ হাদিস আল কোর'আনের ব্যাখ্যা যা কিনা রাসুল সাল্লাল্লাহু আলাইহিসসালাম আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@moazzamkhanmhk6664
@moazzamkhanmhk6664 Жыл бұрын
Is our AZAN is have similarity with Quran ?!
@mizanurrahman5427
@mizanurrahman5427 9 ай бұрын
যারা হাদিস হাদিস করেন তারাতো হাদিস মানে না কারন বুখারির কিতাবে আছে নবিজী একটা কিতাব মানতে বলেছেন তা হলো আল্লাহ্ কিতাব কোরান
@Shakilchy-yb9to
@Shakilchy-yb9to 11 ай бұрын
Apne bhol bolachan likhar daetto keramonkateden thar toba amal neya sroshtha ar nikot shodho 2jon ar kon ayat a acha?
@abcde277
@abcde277 Жыл бұрын
Masaalah
@Amirhossain-mi1xc
@Amirhossain-mi1xc Жыл бұрын
AE.ROKTEKOTHA.KE.KORANE.ACHE?
@yahmed4274
@yahmed4274 Жыл бұрын
আসসালামুআলাইকুম। হুজুর কেমন আছেন?
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@rafikulislam3880
@rafikulislam3880 Жыл бұрын
আলহামদুলিল্লাহু
@nilufaayub5505
@nilufaayub5505 Жыл бұрын
AMEEN IN'SHAALLAH 🤲🤲👍
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
​@@nilufaayub5505একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@srs8395
@srs8395 Жыл бұрын
হুজুর আমার ছালাম নিবেন আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আম্মাজান খাদিজা রাযিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর প্রিয় নবীজী কেন তার কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন । কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। যদিও আমি শূনেছি তখন আল্লাহ নিজেই আম্মাজানের প্রশ্নের উত্তর দিয়েছেন। হুজুর আমার এই প্রশ্নের উত্তর দিলে আমি আপনার কাছে চিরোক্তঙ্গ থাকবো।
@delowerhussain3153
@delowerhussain3153 10 ай бұрын
আল্লাহ কোরআনে বলেছেন একজনের অপরাধ অন্য কেউ ভাগিদার হবে না। হাশরের মাঠে আল্লাহর আদেশ ছাড়া কেউ সুপারিশ করতে পারবেন না। আয়াত নম্বর মনে নেই।
@uddinkabir6810
@uddinkabir6810 4 ай бұрын
​@@delowerhussain3153আয়াতুল কুরসি। সুরা বাকার ২৫৫ নং আয়াত।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
আপনি ভুল শুনেছেন বা ভুল জানেন।
@abilasker4318
@abilasker4318 Жыл бұрын
কোরআনকে সুন্দর ভাবে জানি।আল্লাহ সাহায্য করুন।
@abcde277
@abcde277 Жыл бұрын
আলহমদুলিল্লাহ
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@sefatmirdha5084
@sefatmirdha5084 Жыл бұрын
❤❤❤❤
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু পথভ্রষ্টটা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@salamgazi2938
@salamgazi2938 Жыл бұрын
যারা দীনের কাজ করে তারা সত‍্যি এমন ঘ‍্যানি হ ওয়া উচিত হুজুরের প্রতেক টা কোরআন হাদিস সমমত জাজাকাললা খায়ের
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@mohammadomarfaruk825
@mohammadomarfaruk825 Жыл бұрын
আসসালামু আলাইকুম মাশাল্লাহ এত সুন্দর করে ভেঙে ভেঙে কোন আলেম আজ পর্যন্ত বুঝিয়ে দেয়নি
@ishtiaquekhan1148
@ishtiaquekhan1148 Жыл бұрын
বুখারীর হাদীস। ওনার অকলে না আসলেই হাদীস অস্বীকার করবে? এটা মুতাজিলাদের অভ্যাস। ওনার বুঝে ভুল আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ভুল নাই। ওনার প্রতিটা কথা আওয়ামী লীগের পক্ষে যায় আর আলেমদের বিপক্ষে যায়। হাদীস অস্বীকারকারী কাফের।
@mohammadomarfaruk825
@mohammadomarfaruk825 Жыл бұрын
@@ishtiaquekhan1148 vaijan, hujur Jodi kafer na hoy, tahole toh apni kafer Hoye gesen,,,
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@longlife7554
@longlife7554 Жыл бұрын
AMAR KHOB POSONDO MOULANA MOZAMMEL HOJURKAY.
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@rahenachowdhury7101
@rahenachowdhury7101 Жыл бұрын
মাশাল্লাহ একদম ঠিক মনে হয়।
@ishtiaquekhan1148
@ishtiaquekhan1148 Жыл бұрын
বুখারীর হাদীস। ওনার অকলে না আসলেই হাদীস অস্বীকার করবে? এটা মুতাজিলাদের অভ্যাস। ওনার বুঝে ভুল আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ভুল নাই। ওনার প্রতিটা কথা আওয়ামী লীগের পক্ষে যায় আর আলেমদের বিপক্ষে যায়। হাদীস অস্বীকারকারী কাফের।
@user-wi7sh9jd2y
@user-wi7sh9jd2y Жыл бұрын
সুরা মায়েদা ১১৭ দেখে, বলবেন ঈসা আঃ আবার কিভাবে আসবে?
@sohrabhossainrtdforester8628
@sohrabhossainrtdforester8628 4 ай бұрын
মহাপন্ডিত
@Shakilchy-yb9to
@Shakilchy-yb9to 7 ай бұрын
Bishoy ta jokhon amon tahola akoe bhaba keramankateben ar bishoy o ja prosno boddho hoy jodeo ta okatto daleel acha .ta ai bhaba okto doe farashta jokhon a'mal neya Jan tokhon prithebe ta kara ai daetta thakan ? Tahola to keraman kateben 2jon e non .
@motiurroman9846
@motiurroman9846 11 ай бұрын
মুহতারাম শায়েখ " রুহ এবং নাফস " এর মধ্যে পার্থক্য কী জানালে কৃতজ্ঞ হব ৷
@AbulKalam-ff4qb
@AbulKalam-ff4qb Ай бұрын
এই প্রশ্নটা আমারও
@frchowdhury5093
@frchowdhury5093 Жыл бұрын
@rokeyabegum8424
@rokeyabegum8424 Жыл бұрын
Thanks huzur from u.s.a
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@NazrulIslam-xj8do
@NazrulIslam-xj8do 2 ай бұрын
আল্লার অস্তিত্বের কোন প্রমাননেই তবু মানুষ শোনে
@nishaakter4877
@nishaakter4877 Жыл бұрын
হাদিস গুলো কোন কিতাবের(সহি বুখারি, মুসলিম, তিরিমিদি ইত্যাদি) নাকি এর বাহিরর কোনো হাদিসে, সেগুলো দয়া করে উল্লেখ করবেন.. তাহলে আরো ভালো হবে আমাদের জন্য।
@Importexportbd
@Importexportbd Жыл бұрын
বোখারীতে বেশি। ভূয়া হাদিস আছে।
@nishaakter4877
@nishaakter4877 Жыл бұрын
@@Importexportbd সারা পৃথিবীর আলেম ওলামারা বুখারী হাদিস ব্যবহার করে। এবং পরীক্ষা নিরিক্ষা করে সহী বুখারি শরীফের হাদিস গুলোর মধ্যে *একটাও জাল হাদিস পায়নি* এবং এর মধ্যে *শুধু মাত্র* একটা হাদিস নিয়ে কিছু প্রক্ষাত আলেম ওলামাদের *মত পার্থক্য* রয়েছে যে হাদিসটি জয়িব নাকি সহি সেটা নিয়ে। তাহলে সেই হাদিসের বইটাকে কীভাবে অস্বীকার করবেন.? হাদিস কখনোই কুরআনের থেকে বেশি প্রাধান্য দেয়া তো দূরের কথা হাদিসকে কুরআনের সমতুল্যও কোনো মুহাদ্দিস বা ৪ ইমামগনের কেউই বলেনি। তবে কুরআনের পর হাদিসের গুরুত্ব অবশ্যই অপরিসীম.. সুন্নাহ গুলো লিপিবদ্ধ না হলে আনরা সুন্নাহ বা নবী রাসুল সম্পর্কে জানতে পেতাম না, জান্নাত- জাহান্নামের গুরুত্ব বুঝতাম না। নামাজ, রোজা, হজ, জাকাত এসব ফরজ আমলের নিয়ম কানুন জানতাম না। সুতরাং সহি হাদিসকে অস্বীকার করার কোনো মানেই হয়না।। .
@Importexportbd
@Importexportbd Жыл бұрын
@@nishaakter4877 হাদীসের কোন প্রয়োজন নেই তাই নবীয়হাদিস সংকলন করতে নিষেধ করেছেন।আব্বাসী উমাইয়ারা তাদের রাজনৈতিক স্বার্থে লক্ষ লক্ষ হাদিস বানিয়েছে তা বিমানে মোল্লারা সাধারন মুসলমানদের জীবন নস্ট করছে।তাই এখন ঘরে ঘরে মুতাজিলাদের মত ঞান ভিত্তিক মুসলিম সমাজ গড়তে হবে এবং মোল্লাদের বিলুপ্ত করতে হবে
@nishaakter4877
@nishaakter4877 Жыл бұрын
@@Importexportbd হুম ঠিকই বলছেন ভাই, মোল্লারা না থাকলেই তো শয়তানের পুজারিরা নির্ভয়ে জিনা,চুরি, ঘুষ লেনদেন করতে, সুধ খেতে পারবে, ধর্ষন করতে পারবে। উলঙ্গপনা বাড়াতে পারবে, নারী পরুষ অবাদ মেলামেশা, লিভ টু গেদার, সমকামিতা, উভকামিতা, নাচ-গান ইত্যাদি নির্ভয়ে করতে পারবে। এখন ইসলামিক স্কলাররা যদি থাকে আর মানুষ যদি নবীজির সুন্নাহ, হালাল হারাম মেনে চলে তাহলে তো আর উপরোল্লিখিত হারাম ও পাপের কাজ গুলো শয়তানের পুজারি এবং অনুশারিরা অবাধে তা করতে পারবে না। আর যারা নামাজ পড়ে না বা সপ্তাহে এক ওয়াক্ত(জুম্মাহ) অথবা বছরে দুইবার(দুই ঈদ) নামাজ পরে তারা তো আরো বেশি খুশি হবে হাদিস+ইসলামিক বিশেষজ্ঞরা/আলেম রা না থাকলে তাইনা.? 🤣🤣 মিয়া আপনারা যে বোকা তার প্রমাণ কমেন্টে দিতাছেন। নবী মুহাম্মাদ যে বলছে হাদীস না লিখতে সেটা কি আপনাকে বা আপনার এই হুজুরকে নবী নিজে বলে গেছে.? যদি না বলে থাকে তাহলে এই কথা কই পাইলেন.? আপনি বা আপনার হুজুর যদি সকল হাদিসকেই জাল বা অসত্য বলে গন্য করেন তাহলেতো কিছুদিন পর নামাজও পড়া বাদ দিবেন বলবেন কুরআনে নামাজের নিয়ম বলে নাই সরাসরি নামাজের কথা বলেনি। কত রাকাত তাও বলেনি। এগুলো তো আমরা নবীর সুন্নাহ থেকে জানতে পারছি। আর সুন্নাহ তো আপনাকে আমাকে বা আপনার হুজুরকে নবীজি বলে যায়নি বা আমরা তো নবীজির সময় ছিলাম না তাই না..? যতটুকু মনে হচ্ছে আপনর এবং আপনাদের মনভাব যদি হাদিস বিরোধী হয় তাহলে একটা সময় আপনারা ইসলামই মানবেন না। ফরজ মানবেন না। আপনার লেখা দেখে মনে হচ্ছে, *"হয় আপনি না বুঝে বা প্ররোচনায় এমন মনভাব পোষণ করছেন না হয় আপনি ইচ্ছা করেই মুসলিমদের ঈমাণ দূর্বল করতে বা শয়তানের পুজারিদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।"* *আল্লাহু আলিম* আলাহ যেনো আপনাকে এবং আপনার গুরুদের হেদায়েত দান করেন এবং সঠিকটা বুঝার তৌফিক দান করেন। *আমিন*
@ishtiaquekhan1148
@ishtiaquekhan1148 Жыл бұрын
বুখারীর হাদীস। ওনার অকলে না আসলেই হাদীস অস্বীকার করবে? এটা মুতাজিলাদের অভ্যাস। ওনার বুঝে ভুল আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ভুল নাই। ওনার প্রতিটা কথা আওয়ামী লীগের পক্ষে যায় আর আলেমদের বিপক্ষে যায়। হাদীস অস্বীকারকারী কাফের।
@mshowkatosman6397
@mshowkatosman6397 3 ай бұрын
তিনি সহীহ হাদিসের বিরুদ্ধে সন্দেহের বীজ রোপন করে যাচ্ছেন।
@daliamithila4144
@daliamithila4144 3 ай бұрын
এটা যে সহি হাদিস আপনি কি ভাবে বুঝলেন।
@rafiqulIslam-dx3vx
@rafiqulIslam-dx3vx 3 ай бұрын
আ, রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, লক্ষাধিক জাল হাদিস রয়েছে,কোনটি জাল আর কোনটি সহি এটা নির্ধরনের কোন বৈজ্ঞানিক ক্রাইটেরিয়া নাই। কাজেই কুরআনের আয়াতের সাথে মিল না হলে সে হাদিসের গ্রহনযোগ্যতা নাই,এটাই জাল হাদিস থেকে বাঁচার উত্তম পথ
@404errorallow7
@404errorallow7 Жыл бұрын
পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মানুষের ভাগ্য লিখেছেন, তাহলে এখানে শয়তান কি করবে? এটা তো স্ববিরোধী কথা।
@abulbasharbashar9899
@abulbasharbashar9899 Жыл бұрын
একজন দারোয়ানকে দিয়ে বাজার করানো যায় গাড়ি ধোয়ানো যায় আরো কত কিছু করানো যায় এটা ডিপেন্ড করে মালিকের উপর।আল্লাহ কি এই ছোট কাজটুকু করাতে পারেন না????তুমি বুঝ না তাই তোমার মত করে বুঝাও
@SultanNasirUddin-ee5cj
@SultanNasirUddin-ee5cj Ай бұрын
উনি ২২ মিনিটের জায়গায় যে রক্তের গল্প বলেছে সেটা তো মিথ্যা গল্প বলেছে। উনি রসূলের(সাঃ) হাদীসের উপর আস্থা রাখতে পারে না, ঐ রক্তের গল্পের উপর আস্থা আনে কিভাবে? এই গল্প তো কোরআনে নেই!
@eyakubhaze8536
@eyakubhaze8536 Жыл бұрын
হুজুরের কথা গুলি সঠিক।কোন হাদীস কোরআনের সাথে সাংঘোর্ষিত হতে পারেনা,হয়তো রাসুল বলেন নি,হাদীস নামে চালিয়ে দিছে।
@ishtiaquekhan1148
@ishtiaquekhan1148 Жыл бұрын
ওনার মনে হলেই তো আর সাংঘর্ষিক হবে না, ওনার আকলে ভুল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথায় ভুল নাই।
@sohrabhossainrtdforester8628
@sohrabhossainrtdforester8628 4 ай бұрын
​@@ishtiaquekhan1148তবে রাসুল সাঃ এর কথা জাল,জয়িপ, দুর্বল হয় কি ভাবে? ওনার কথা গুলো আপনি ভালো করে বুঝতে শেখেন। ওনার আকল ঠিকই আছে। ওনার মত কোরআন তাফসির করে আপনি দেখাতে পারেন না?
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
​@@sohrabhossainrtdforester8628 একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর হাদিসের নামে জালিয়াতি বইটি পড়লে বুঝতে পারবেন কিভাবে হাদিস সহিহ, দূর্বল ও জাল হয়। এই বিষয়ে ড. ইমাম হোসাইন এর খুতবা আছে ভিডিও টা দেখে নিবেন।
@user-nd3sq4vo6v
@user-nd3sq4vo6v 2 ай бұрын
আপনি তবলিক জামাত সম্প'কে যা বলেন এটা সঠিক নয় তবে দাওয়াতের কাজ কি ভাবে করতে হবে যানাবেন
@mdsayemmia5424
@mdsayemmia5424 18 күн бұрын
সহীহ বুখারী ৭৬৩ নং হাদিস। কেমনে সুন্দরভাবে মানুষকে পথভ্রষ্ঠ করতেছে। জাহেল
@shamsunnahar2593
@shamsunnahar2593 Жыл бұрын
This is not a big deal
@user-qw2ke3tc9h
@user-qw2ke3tc9h 7 ай бұрын
রাসুল কে কোরআন এর কোন আয়াতে দআয়ইত্ব দিয়াছেন নামাজের ।
@user-gw3uf2lu8z
@user-gw3uf2lu8z 3 ай бұрын
Apnar owaz shunle manusher iman durbol hoyejabe. Ora bolte apni kader ke bujassen
@ishtiaquekhan1148
@ishtiaquekhan1148 Жыл бұрын
Mutazila!
@MirMdFaridtuddin
@MirMdFaridtuddin Жыл бұрын
আপনি কি মনে করেন যে ওই হাদিসটি জাল যেখানে ফেরেস্তারা নিয়ে যাওয়ার কথা রয়েছে?পরিষ্কার করে বলবেন আশা রাখি।আপনি কি দয়া করে বলবেন যে সূরা ফাতিহা নাবীর(স) কাছে কোন ফেরেস্তা এনেছিলেন?
@sagorhossain5234
@sagorhossain5234 Жыл бұрын
আসসালামু আলাইকুম হুজুর। কাতিবিন শব্দটি দ্বি বচন, না বহুবচন। এই শব্দ দ্বারা কয়জন ফেরেশতাকে বোঝানো হয়েছে। দুইজন ,না দুইয়ের অধিক দয়া করে জানাবেন।
@ishtiaquekhan1148
@ishtiaquekhan1148 Жыл бұрын
বুখারীর হাদীস। ওনার অকলে না আসলেই হাদীস অস্বীকার করবে? এটা মুতাজিলাদের অভ্যাস। ওনার বুঝে ভুল আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ভুল নাই। ওনার প্রতিটা কথা আওয়ামী লীগের পক্ষে যায় আর আলেমদের বিপক্ষে যায়। হাদীস অস্বীকারকারী কাফের।
@edrishossain5856
@edrishossain5856 Жыл бұрын
Koraner tafsir nijar moto kore bujhle hobena sahabira jevabe bujhesan amadero Shei vabei bujhte hobe
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@MDRAFIQULISLAM-bp4lq
@MDRAFIQULISLAM-bp4lq Жыл бұрын
Hujur , Aajke ekjon bolse India Hindu majority country na hoye jodi Muslim majority country hoyto tu kokhono eto boro jukta rastra hoyto na. Kotha ta ki mithya bolse ?
@mohd.tajulislam5337
@mohd.tajulislam5337 Жыл бұрын
বানোয়াট ও বিরুধীগুলো বর্জন করা উচিত।
@rafiqulIslam-dx3vx
@rafiqulIslam-dx3vx Жыл бұрын
ঠিক বলেছেন,। সকল হুজুর স্বীকার করেন যে হাজার হাজার জাল হাদিস আছে। কাজেই ইসলামকে জানতে হলে হাদিস জানতেই হবে এধারনা করলে করলে সে ভুলের চক্করে থেকে যাবে। বরং হাদিস থেকে জানবো তবে কুরআনের সাথে যে হাদিস সাংঘর্ষিক তা ছেড়ে দিতে হবে । হুজুরের এ সিদ্ধান্তই সঠিক। রসুল সঃ এর মৃত্যুর ২৩৩ বছর পর বুখারী রচিত হয়েছে, কাজেই মানব রচিত এ বইতে অনেক অসংগতি থাকতেই পারে।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@longtimefurniture
@longtimefurniture Жыл бұрын
Youhidi ar emam
@mdsaifulislamislam8964
@mdsaifulislamislam8964 Жыл бұрын
উনি হাদিসের ব্যাপারে অনেক ফেতনা ছড়াচ্ছে। আপনারা সবাই সতর্ক থাকুন।ফেরেশতাদের বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন। শুধু সারিবদ্ধভাবে ডিউটি দেননি। সূরা ফুসসিলাত ৩০-৩৬ আয়াত।
@sohrabhossainrtdforester8628
@sohrabhossainrtdforester8628 4 ай бұрын
উনার কথা গুলো ভালো করে বুঝে তারপর কমেন্ট করুন।
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
​@@sohrabhossainrtdforester8628 একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
@masudurrahman2522
@masudurrahman2522 Жыл бұрын
মতিউর রহমান হিন্দি ওনার কাছে ছাএ হিসাবে এসে পড়াশোনা করা জরুরী,
@mirzarahman9832
@mirzarahman9832 3 ай бұрын
একেবারে টনটনে সহিহ হাদিস কিন্তু প*থ*ভ্র*ষ্ট*টা বলতেছে এটা নাকি কোর'আনের সাথে সাংঘর্ষিক ! ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَنِ الْمُتَكَلِّمُ ‏"‏‏.‏ قَالَ أَنَا‏.‏ قَالَ ‏"‏ رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ ‏"‏‏.‏ রিফা‘আ ইব্‌নু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে ' سَمِعَ اللهُ لِمَن حَمِدَه ' বললেন, তখন পিছন থেকে এক সাহাবী ' رَبَّناَ وَلَكَ الحَمدُ حَمداً كَثيراً طَيِّباً مُبارَكاً فيِهِ ' বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। [১] ফুটনোট: [১] রুকূর পর পঠিতব্য দু‘আর মর্যাদার কারণে এর সওয়াব লেখার জন্য মালাকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই রুকূ‘ হতে উঠে এই দু‘আটি পাঠ করা অধিক মর্যাদাপূর্ণ যা অনেকেই ইচ্ছাকৃতভাবে অনেকে না জানার কারণে পড়েন না । সহিহ বুখারী, হাদিস নং ৭৯৯ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 22 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 494 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 35 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 61 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 22 МЛН