ব্রেস্টের যে লক্ষণ বা সমস্যা গুলো দেখলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন - Signs of Breast Cancer

  Рет қаралды 70,025

MediTalk Digital

MediTalk Digital

10 ай бұрын

👩‍⚕️ ডা. আলী নাফিসা
সহযোগী অধ্যাপক ,সার্জারি,
অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন
ট্রেইন্ড ইন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি (ইউকে)
কনসালট্যান্ট, ব্রেস্ট সেন্টার
🏥 চেম্বারঃ ল্যাবএইড ক্যান্সার ও সুপার স্পেসিয়ালিটি হাসপাতাল, ঢাকা
🎯 ঠিকানাঃ ২৬ গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৫
⏰ সময়ঃ প্রতিদিন বিকাল ৩টা- ৭টা পর্যন্ত ( শুক্র বার এবং সরকারি ছুটির দিন ব্যতীত)
📞 এপয়েন্টমেন্ট এর জন্য কল করুনঃ 017 6341 0945
ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার: কী লক্ষণ দেখে বোঝা যাবে? কিভাবে সাবধান হবেন?
স্তন ক্যান্সার কি?
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি বছর বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্তের হারও।
চিকিৎসকেরা বলছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়।
সেটি রক্তনালীর লসিকা (কোষ-রস) ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার।
কেমন লক্ষণ নিয়ে আসেন রোগীরা?
জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের হিসাব অনুযায়ী দেশে প্রতি বছর দেড় লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন।
বাংলাদেশে নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে স্তন ক্যান্সার শীর্ষে রয়েছে।
সামাজিক রক্ষণশীলতার কারণে বাংলাদেশের নারীরা যেখানে প্রকাশ্যে স্তন শব্দটি উচ্চারণ পর্যন্ত করতে চান না, সেখানে শরীরে প্রাথমিক কোন লক্ষণ দেখা গেলেও তারা গোপন রাখেন সেসব, যে কারণে বেশিরভাগ রোগী চিকিৎসকের শরণাপন্ন হন একেবারে শেষ পর্যায়ে।
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নাজনীন নাহার বলেন, স্তন ক্যান্সারে শুধু নারীরা নন, পুরুষেরাও আক্রান্ত হতে পারেন। তবে নারীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে।
তিনি বলছে, নানা কারণে স্তন ক্যান্সার হতে পারে।
"আমাদের জীবনাচরণে এবং খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে, সেটি একটি কারণ। এছাড়া কারো পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে হতে পারে। কারো যদি বারো বছরের আগে ঋতুস্রাব হয় এবং দেরিতে মেনোপজ বা ঋতু বন্ধ হয়, তারাও ঝুঁকিতে থাকে। সেই সঙ্গে তেজস্ক্রিয় স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।"
অধ্যাপক নাজনীন নাহার বলেন, দেরিতে সন্তান গ্রহণ, আবার যাদের সন্তান নেই, বা সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, খাদ্যাভ্যাসে শাকসবজি বা ফলমূলের চাইতে চর্বি ও প্রাণীজ আমিষ বেশি থাকলে এবং প্রসেসড ফুড বেশি খেলে, এবং অতিরিক্ত ওজন যাদের তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে।
এছাড়া দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছেন বা হরমোনের ইনজেকশন নিচ্ছেন, তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন।
একই সঙ্গে বয়স বাড়ার সাথে স্তন ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়ে। বিশেষ করে ৫০ বছর বয়সের পর এই ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তখন আর করার কিছু থাকে না।
তিনি বলছেন, প্রাথমিক অবস্থায় সনাক্ত হলে স্তন ক্যান্সার ১০০ ভাগ নিরাময়যোগ্য।
কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে?
Presentational grey line
• স্তনে চাকা বা পিণ্ড দেখা দিলে
• স্তনের বোঁটার কোন ধরনের পরিবর্তন, যেমন ভেতরে ঢুকে গেলে, অসমান বা বাঁকা হয়ে গেলে
• স্তনের বোঁটা দিয়ে অস্বাভাবিক রস বের হলে
• স্তনের চামড়ার রং বা চেহারায় পরিবর্তন হলে
• বাহুমূলে পিণ্ড বা চাকা দেখা গেলে
তিনি বলেছেন, "যেহেতু বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতার অভাব আছে, দেখা যায় যারা চিকিৎসা নিতে আসেন, তাদের বেশির ভাগই আসেন প্রায় শেষ পর্যায়ে।
অধিকাংশ সময় তারা স্তনে একটি চাকা নিয়ে আসেন। অনেকে স্তনের বোঁটায় ঘা বা ক্ষত বা বোঁটার চারপাশে কালো অংশে চুলকানির লক্ষণ নিয়ে আসেন।"
"কারো স্তনের বোঁটা দিয়ে দুধের মত সাদা রস নিঃসৃত হতে থাকে। ব্যথা বা স্তন লাল রং হয়ে গেছে এমন লক্ষণ নিয়ে খুব কমই আসেন।"
স্তন ক্যানসার কেন হয়?
অধ্যাপক নাজনীন নাহার বলছেন, বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, তবে সেই সঙ্গে কিছুটা সচেতনতা বাড়ার কারণে এখন মানুষ চিকিৎসকের কাছেও আগের তুলনায় বেশি যায় এবং সেজন্য আমরা জানতেও পারি বেশি আগের চেয়ে।
তবে অধ্যাপক নাজনীন নাহার বলছেন, বয়স ৩০ বা ৩৫ হবার পর সব নারীর উচিত নিয়মিত নিজের স্তন পরীক্ষা করে দেখা। এজন্য মূলত তিনটি পদ্ধতি প্রচলিত আছে।
• ম্যামোগ্রাম বা বিশেষ ধরনের এক্স রে, যার সাহায্যে স্তনের অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়ে।
• সুনির্দিষ্ট নিয়মে চাকা বা পিণ্ড আছে কিনা, চিকিৎসকের মাধ্যমে সে পরীক্ষা করানো।
• নিজে নিজে নির্দিষ্ট নিয়মানুযায়ী স্তন পরীক্ষা করা।
বাংলাদেশে স্তন ক্যানসারের চিকিৎসা
বাংলাদেশে ক্যান্সার বিশেষায়িত চিকিৎসার জন্য হাসপাতাল আছে চারটি।
বাংলাদেশ ক্যান্সার ইন্সটিটিউটসহ সরকারি বেসরকারি অনেক হাসপাতালে স্তন ক্যানসারের চিকিৎসা চলছে।
তবে, কয়েকটি বেসরকারি ও কিছু বড় সরকারি হাসপাতালে একটি করে ক্যান্সার ইউনিট থাকলেও বাংলাদেশে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা দেড়শ'র কম।
অন্যদিকে, বাংলাদেশে ক্যান্সারের যেসব চিকিৎসা ব্যবস্থা আছে, তা একদিকে অপ্রতুল এবং অন্যদিকে দীর্ঘ মেয়াদে বেশ ব্যয়বহুল।
ফলে পরিবারে কারো ক্যান্সার হলে, সেটি ঐ পরিবারের ওপর এক ধরণের দুর্যোগ ডেকে আনে।
এ সময় পরিবার এবং বন্ধুবান্ধবসহ আশেপাশের মানুষের মানসিক সহায়তা একজন রোগীকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে, যা পাওযার সুযোগ নারীদের কম।
সরকারিভাবে স্তনের ক্যান্সার নির্ণয় ও নিরাময়ে রোগীর পরিস্থিতি ভেদে খরচ পঞ্চাশ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা।
বেসরকারি হাসপাতালে এ খরচ আরও বেশি।
তবে, অধ্যাপক নাহার বলেন, চিকিৎসা ব্যয় রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সনাক্ত হলে ব্যয় পরিকল্পনা করা যায়।

Пікірлер: 285
@mahbubamaria4399
@mahbubamaria4399
আমার স্তন এর চারপাশে লোম হইতছে ভালো বড় বড়ো... + চুলকায় কি করব প্লিজ বলেন😔😔 বয়স ১৮...অবিবাহিত
@mahmudaaktermunni6861
@mahmudaaktermunni6861
মেডাম, আমার বয়স ২২ বছর আমার হঠাৎ পিরিয়ডের মধ্যে একদিন ব্যাথা করছে আবার চলে গেছে এটা কি কোন সমস্যা। আমার বাচ্চা বেস্ট ফিটিং করে।
@suhanaparvin9150
@suhanaparvin9150
ম্যাডাম আমি ১৭+ অবিবাহিত আমার নিপল খুব শুষ্ক রুক্ষ হয়ে গেছে নিপল এর উপরের স্কিন উঠে যাচ্ছে আর স্নান আর সময় নিপল ফ্যাকাসে হয়ে যায় এই সম্মসা আমার ৩ বছর ধরে কি হইছে কিছু বুঝতে পারছি না আর সমাধান কি? 😢 কি করবো ম্যাডাম একটু বলবেন 🙏
@MdRuhanIslam-co7rk
@MdRuhanIslam-co7rk
ম্যাম এছাড়াও আমার ব্রেস্টের নিপিলের পাশে যে কালো অংশ সেখানে ফুসকুড়িটা হয়েছে আর নিপিলের আশপাশসহ ব্যাথা এটা কি ভয়ের লক্ষণ। আগে কখনো এমন হয়নি হঠাৎ দেখছি ফুসকুড়ি আর ব্যাথা
@user-kl5zq5he5f
@user-kl5zq5he5f
মেডাম,আমি অবিবাহিত ,আমার স্তনের বোটার উপর ছোট একটা বিচির মতো হয়েছিলো, প্রচুর চুলকাতো,পানি বের হতো,,২,মাস এর মতো,,একটা মলম লাগানির পর, ঘা টা এক পর্যায় শুকায়,,কিন্তু এখন ওখানে চাকার মতো হয়ে থাকে চুলকায়,,প্রচুর,একটু ছিদ্র করে দিছি,এখন পানি বের হচ্চে আর চুলকাতে আছে প্রচুর,,😭প্লিজ মেডাম আমার মেছেজ এর রিপ্লাই দিবেন🙏🙏কি করবো এখন?
@urmirahman6580
@urmirahman6580
ম্যাডাম আশা করি কমেন্টের রিপ্লাই করবেন, আমার বেস্টে ১৫-২০ দিন পর পর বাম বেস্টে পুরাটাই চিরিক পারে, একটু পর পর আবার কয়েক দিন পরেই ঠিক হয়ে যায় কোন গুটি বা চাকা নেই এটা কিসের লক্ষন বলেন প্লিজ
@shahalomsarkar9999
@shahalomsarkar9999 7 сағат бұрын
ম্যাম আমার পাঁচ মাসের প্রেগন্যান্সি চলছে আমার স্তনের বোটা ফেটে গেছে এবং স্তনের বোটায় ছোট ছোট গুটি ও হচ্ছে একটু একটু ব্যাথা করে কি করবো কিছুই বুঝতে পারছি না প্লিজ আমায় একটু ভালো পরামর্শ দেন,
@user-ej1ii1zc1q
@user-ej1ii1zc1q
আসসালামু আলাইকুম ম্যাম আমার বেবির বয়স দশ মাস আমি ওকে নিয়মিত ব্রেস্টফিডিং করাই কাল রাতে ও ঘুমিয়ে ছিল তখন আমার বুকে অনেক দুধ আসছিল আমি সময় মত খাওয়াতে পারিনি আমিও ঘুমিয়ে ছিলাম তাই কিন্তু হঠাৎ করে দেখি বুকের পাশের ছোট একটু লম্বা চাকার মত এটা আগেও ওকে দুধ না খাওয়ালে হত পরে দুধ খাওয়ালে কমে যেত কিন্তু কালকে রাত থেকে দুধ খাওয়াচ্ছি। দুধ ফেলে দিচ্ছি ব্যথা কিছুতেই কমছে না আমি নড়াচাড়াও করতে পারছি না এটা কেন হচ্ছে ম্যাম প্লিজ জানাবেন আমাকে একটু।আর এটার জন্য করণীয় কি ?
@hhakhi7392
@hhakhi7392 14 сағат бұрын
আসসালামু আলাইকুম, আমার বয়স ৩২ রানিং গত দুই দিন যাব আমি লক্ষ করছি যে আমার নিফল দিয়ে আংশিক সাদা রশ বা পানির মত আসে বিন্দু বিন্দু মত। এখন আমার প্রশ্ন আমার কি কেন্সারের কোন আশংকা আছে, একটু জানাবেন প্লিজ।
@nigarsultana2816
@nigarsultana2816
Mam amr baby k jokon dod kawaise tokon tokon doder bate dod jome jai ak daktar bolselo bassa dod charar 6 mash porjonto dakta but akn ata choto hoia ashse but ake bare chole jai ni jore chap dila shada doder moto ba pani ber hoi
@nahidaakter7497
@nahidaakter7497
Mam amr 1 years er baby ache beast fiddling kore. Aj k 1 months holo botar moddhe choto akta infection er moto sada hoye thakei betha o kore bujtechi na ki aita.. ai ta ki kono problem
@mstsuraiyaakter817
@mstsuraiyaakter817
Mam,amr brester niple a akta soto fora asa,bacca k jkn kawai tkn batha besi lga,r oi fora thaka halka moyla
@aayatmoni
@aayatmoni
Assalamualikum mam ..amr 2 breast e childhood thayke choto goti chilo ..bayta o hoy ..
@user-sj1lq2kl7b
@user-sj1lq2kl7b
Amr boyosh 17
@RumaBegum-sk9vp
@RumaBegum-sk9vp
Mem amr ma r bathrom khob kosa hoy ar tar bok chak hoye ache 4.5 din dore but jokhn tar bathrum hoy tkhn abr tar betha ta ohh kome jay tu ki korbu plz mem ektu bollle vlo hoy
@nusratjahanisha4204
@nusratjahanisha4204
mam cbc test kore ki bujha jay shorir a cancer ache ki na?? amar 2 pasher axilla tei lymph node fhulese. golar side eo fhulese. breast er doctor er kache jaoar por cbc ar ultrasound test korte diesilo. ultrasound a lymph node fhulese onek gulo eta dheka geche ar cbc report a lymphocyte 55% eseche, lymphocyte 4.12 , hemoglobin 11.20 ar HCT 34.50 ar MPV 10.70 ar ESR 33% eseche. amar ki cancer er kono lokkhon ba jhuki ache?? amar age 21 year. amar 11 masher babu ache. please amake ektu janabeb mam.
@sultanakhatunsultanakhatun6523
@sultanakhatunsultanakhatun6523 28 күн бұрын
Assalamualaikum madam amr dan dike brester akta gutli moto hoyeache amr akta 2maser baccha ache amr bacchak jokhoni dudh khaway tokhni majhe majhe betha kore ki korbo madam pls janaben
@TujanRuma
@TujanRuma
mam plz reply,,amar breast e fibroadenoma ache,,kintu doctor setake non cancerous boleche,,,kintu khub betha o kore,,,prolactin hormone o high,,,ami ki korbo mam?
@MdSaifulislamMdSaifulisl-wo4nw
@MdSaifulislamMdSaifulisl-wo4nw
Madam amar stone diye dudh porce amar biye hoini amar boiyos 15 bosor ami ki korbo
@MdKamran-q7y
@MdKamran-q7y 14 сағат бұрын
Mem amr boyes 25 amr duit best a nipol ar vitor hat dile betha lage ata maser potita sumoy e hoye thake amr koronio bolben plz
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 135 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 18 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Breast Cancer: Symptoms, Stages, Types and Treatment | Dr Arghya Basu
17:29
Health Impact Bangla
Рет қаралды 367 М.