হেভিওয়েটদের হার, আসন্ন নগর নিগম নির্বাচনে হেভিওয়েটদের বাদ দেওয়ার সাহস দেখাবে তৃণমুল ? জল্পনা

  Рет қаралды 211

Durgapur Barta

Durgapur Barta

5 күн бұрын

মহুয়া ঘোষাল দুর্গাপুর
সদ্য সমাপ্ত লোকসভা ভোটে একের পর এক হেভিওয়েট হার মেনেছেন বিজেপির কাছে নিজের নিজের ওয়ার্ডে । কেউ মেয়র ছিলেন , এখন রয়েছেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান , কেউ বোরো চেয়ারম্যান আবার কেউ মেয়র পারিষদ ছিলেন । সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে দুর্গাপুরে এসে তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে এসে জনসভা থেকে পদযাত্রায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রাক্তন বিধায়ক তথা মেয়র অপুর্ব মুখোপাধ্যায়কে কাছে ডেকে নিয়েছিলেন । দুর্গাপুর নগর নিগমে আচমকাই মেয়র দিলীপ অগস্তিকে বদল করে নিয়ে আসা হয় অপুর্ব পত্নি অনিন্দিতা মুখোপাধ্যায়কে ।প্রশাসক বোর্ডের হাতে চলে যায় নগর নিগম । প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে থেকে যান অনিন্দিতা মুখোপাধ্যায় । প্রাক্তন মেয়র তথা প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়ের ওয়ার্ড হচ্ছে ২২ নম্বর ওয়ার্ড । এখানে বিজেপি লিড পেয়েছে । তৃণমুল ভোট পেয়েছে ৩৪৬৪ ভোট আর বিজেপি ভোট পেয়েছে ৪৮১৫ টি । সিপিএম এখানে ভোট পেয়েছে ২১০৯টি ভোট । সিপিএমের ভোট বৃদ্ধি হতেই হার হয়েছে প্রাক্তন মেয়রের বলে মত রাজনৈতিক মহলের ।
আর এক হেভিওয়েট , তৃণমুল মহিলা জেলা কংগ্রেসের সভাপতি অসীমা চক্রবর্তী । তার ওয়ার্ড ১৫ নম্বর ওয়ার্ড । লক্ষীর ভাণ্ডার যেখানে মাত করেছে সেখানে মহিলা জেলা তৃণমুলের সভাপতি নিজের ওয়ার্ডে বিজেপির কাছে হেরেছেন । ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি ভোট পেয়েছে ৪৪৪৬ ভোট সেখানে তৃণমুল ভোট পেয়েছে ৩৩২৫ ভোট । সিপিএম মাত্র ৪৩৫ ভোট পেয়েছে ।
আর এক হেভিওয়েট রুমা পারিয়াল , বিশ্বনাথ পারিয়ালের স্ত্রী । লোকসভা ভোটের আগে দলনেত্রী নাকি বিশ্বনাথ পারিয়ালকে দায়িত্ব দিয়েছিলেন পশ্চিম আসনের জন্য । কিন্তু আচমকাই গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে যেতেই কিছুটা লাগাম টেনে দেন দলনেত্রী । রুমা পারিয়ালের ওয়ার্ড নম্বর ৩০ নম্বর এবং তিনি মেয়র পারিষদ ছিলেন । এই ওয়ার্ডে বিজেপি লিড পায় । বিজেপি ভোট পায় ৫২৮৭ ভোট আর তৃণমুল ভোট পায় ৫১০৭ ভোট ।সিপিএম ভোট পায় ৫২৫ ভোট ।
মেয়র পারিষদ তথা প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব আর একজন হেভিওয়েট নেতা । ধর্মেন্দ্র যাদবের ওয়ার্ড ১৩ নম্বর ওয়ার্ড । লোকসভা ভোটের আগে পারিয়াল এবং ধর্মেন্দ্র বনাম আই এন টি টি ইউ সি নেতা দীপঙ্কর লাহার প্রকাশ্যে বাকযুদ্ধ একে অপরের বিরুদ্ধে বেশ নজর কেড়েছিল । সেই ধর্মেন্দ্র যাদব , তৃণমূলের হিন্দিভাষী মুখ কিন্তু লিড দিতে পারেন নি দলকে । ধর্মেন্দ্র যাদবের ওয়ার্ডে বিজেপি ভোট পেয়েছে ৪৬২৭ ভোট আর তৃণমুল ভোট পেয়েছে ২৭৩৫ ভোট । কিন্তু দীপঙ্কর লাহা [ প্রশাসক বোর্ডের সদস্য ] তার ওয়ার্ড ২৫ নম্বর ওয়ার্ডে লিড দিতে পেরেছেন তৃণমুলকে । তৃণমুল ২৫ নম্বর ওয়ার্ডে ভোট পেয়েছে ৩৩০১ ভোট আর বিজেপি ভোট পেয়েছে ২৯১০ ভোট এবং সিপিএম ভোট পেয়েছে ৬৯০ ভোট । শুধু দিপু লাহা নন , আর এক হেভিওয়েট তৃণমূল নেতা দেবব্রত সাঁই [ দেবু সাঁই ] নিজের ওয়ার্ডে লিড দিয়েছেন । ২৩ নম্বর ওয়ার্ডে [ দেবু সাঁই এর ওয়ার্ড] তৃণমুল ভোট পেয়েছে ৩৯৬১ ভোট আর বিজেপি ভোট পেয়েছে ৩৩২৬ ভোট । সিপিএম এখানে পেয়েছে ৭০২ ভোট ।
২৪ ও ২৬ থেকে ৩০ নম্বর ওয়ার্ড বিজেপিকে লিড দিয়েছে । ২৮ নম্বর ওয়ার্ডে মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী লিড দিতে পারেন নি দলকে ।
দুর্গাপুর নগর নিগমে একসময় সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার শিপুল সাহার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন । তাবড় তাবড় সিপিএম নেতাদের এনে শিপুল সাহাকে কার্যত কোণঠাসা করার চেষ্টা চালান সিপিএমের পঙ্কজ রায় সরকার । বিতর্ক হয়েছিল এক ফুচকাওয়ালার মৃত্যুকে নিয়ে । কিন্তু সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে পারিয়াল পন্থী শিপুল সাহা তার ৪১নম্বর ওয়ার্ডে লিড দিতে পেরেছেন দলকে । এই ৪১ নম্বর ওয়ার্ডে তৃণমুল পেয়েছে ২৩৩৪ ভোট সেখানে বিজেপি পেয়েছে ২২০১ ভোট । সিপিএম এই ওয়ার্ডে ভোট পেয়েছে মাত্র ৪৬৩ ভোট । প্রশাসক বোর্ডের সদস্য রাখী তেওয়ারি তার নিজের ওয়ার্ড ১৪ নম্বর ওয়ার্ডে এক হাজারের বেশি ভোটে লিড দিতে পেরেছেন তৃণমুলকে । কিন্তু আরও একাধিক হেভিওয়েট নেতা হেরেছেন নিজের নিজের ওয়ার্ডে । ডেপুটি মেয়র তথা প্রশাসক বোর্ডের সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় তার নিজের ওয়ার্ড ৫ নম্বর ওয়ার্ডে হেরেছেন ৯০০ ভোটে । আর এক হেভিওয়েট শ্রমিক নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় তার ওয়ার্ড ১৯ নম্বর ওয়ার্ডে হাজারের বেশি ভোটে হেরেছেন বিজেপির কাছে । নগর নিগমের প্রথম তিন ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড ,দুই নম্বর ওয়ার্ড , তিন নম্বর ওয়ার্ড তৃণমুল নিজেদের দখলে রাখতে পেরেছে । মনি দাশগুপ্ত জনপ্রিয় কাউন্সিলর , হেভিওয়েট কাউন্সিলর , সর্বদাই তাকে হেভিওয়েট নেতাদের পাশেই দেখা যায় , তার ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ডে মাত্র ২০০ ভোটে হেরেছেন বিজেপির কাছে ।প্রাক্তন বোরো চেয়ারম্যান রিনা চৌধুরী তার ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ডে হেরেছেন বিজেপির কাছে । ইস্পাত নগরীর সাতটি ওয়ার্ডেই হেরেছে তৃণমুল , জয় পেয়েছে বিজেপি । এই দশটি ওয়ার্ড পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা আসনের মধ্যেই রয়েছে । তৃণমুল ব্লক সভাপতি রাজীব ঘোষ মাত্র ৩৯ ভোটে হেরেছেন নিজের ওয়ার্ড ১০ নম্বর ওয়ার্ডে । প্রাক্তন মেয়র দিলীপ অগস্তির ওয়ার্ড ১১ নম্বর ওয়ার্ডে হার হয়েছে তৃণমুলের । ২০ নম্বর ওয়ার্ড আর এক হেভিওয়েট নেতা রমাপ্রসাদ হালদারের ওয়ার্ড । এই ওয়ার্ডে রমাপ্রসাদ হালদার হাজার ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির থেকে । ২০ এবং ২১ নম্বর ওয়ার্ডের দুই বোরো চেয়ারম্যান দলকে লিড দিতে পারেন নি । রমাপ্রসাদ হালদার এবং সুস্মিতা ভুঁই দুজনেই পিছিয়ে বিজেপির থেকে ।
তৃণমূলের অন্দরে জল্পনা এত হেভিওয়েট নেতা নেত্রীকে কি নগর নির্বাচনে বাদ দিতে পারবে দুর্গাপুরের অভিভাবক মন্ত্রী নাকি এরাই আবার টিকিট পাবেন ? । মেয়র , ডেপুটি মেয়র , বোরো চেয়ারম্যান , মেয়র পারিষদ যারা দলকে নিজের নিজের ওয়ার্ডে দলকে লিড দিতে পারেন নি তাদের বাদ দেওয়া হবে কি প্রার্থী তালিকা থেকে ? বাদ দিলে এরা কি গোঁজ হয়ে যাবেন ? এমন সম্ভাবনা অনেকের মধ্যেই রয়েছে । বাদ দেওয়ার নামে কিছু উলুখাগড়াকে বাদ দেওয়া হবে কিন্তু হেভিওয়েটদের টিকি ছুঁতে পারবে না জেলা নেতৃত্ব বলেই মত দলের একাংশের ।
জেলা নেতৃত্ব মুখ খুলতে নারাজ এ বিষয়ে ।

Пікірлер
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,1 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 8 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,1 МЛН