হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে : পেশাদারী জীবনের গল্প / Hemanta Mukhopadhyay Manna Dey Story

  Рет қаралды 113,925

The Galposalpo

The Galposalpo

3 жыл бұрын

This video is about the story ( গল্প )of the professional life ( পেশাদারী জীবন )of Hemanta Mukhopadhyay and Manna Dey ( হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে ).
গত বছর ছিল হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে'র জন্মশতবর্ষ। আর আজ ১৬ই জুন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। এই দুই প্রবাদপ্রতিম শিল্পীকে নিয়েই আমার এই ভিডিওর উপস্থাপনা।
তা, গানের সুর সম্পর্কে যাদের তেমন কোন ধারণা নেই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মজা করে বলতেন 'অ-সুর' , কখনো বলেছেন 'সুরকালা' । সেই হিসেবে আমি হলাম একজন 'অ-সুর' বা 'সুরকালা' । অর্থাৎ আমি বলতে চাইছি, গানের জগতের লোক আমি নই। তাই আজকের এই এপিসোডে আমি ধ্রুপদী দুই শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দের গান নিয়ে আলোচনা করব না, সেই আলোচনা করার যোগ্যতা বা স্পর্ধা --- কোনটাই আমার নেই । বরং এই দুই শিল্পীর পেশাদারিত্বের কয়েকটি গল্প আপনাদেরকে শোনাবো ।
একথা বললে খুব একটা ভুল বলা হবে না যে, বাংলা গানের স্বর্ণযুগ নামে যদি কোন কয়েন , কোন মুদ্রা থাকে , তবে সেই মুদ্রার বিপরীত দুই পিঠ হল হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে। দশকের পর দশক ধরে তাদের অসাধারণ সব গানে বাঙালি বিভোর।
পেশাদারী জীবনে এই দুই মহান শিল্পী ছিলেন অনেকটাই পরস্পরের বিপরীত। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন একজন সময়ানুবর্তি শিল্পী, কিন্তু মান্না দে কখনোই সময়ের শাসন মেনে চলতেন না। আবার পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রেও তাঁরা ছিলেন ভিন্ন চরিত্রের মানুষ। কে শ্রেষ্ঠ গায়ক --- এই নিয়ে ভক্তদের মধ্যে তুমুল বিতর্ক হলেও তাদের ব্যক্তিগত জীবনে ছিল না কোনো সংঘাত। বরং তারা ছিলেন পরস্পরের পরিপূরক।
ভিডিওতে কন্ঠসংগীত : বন্ধুবর মদন দাস ( আমার বন্ধুটির গানের কোন প্রথাগত তালিম নেই।)
এইসব বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে ভিডিওতে প্রাসঙ্গিক কয়েকটি গল্পের অবতারণা করেছি মাত্র।
ভিডিও তৈরি করার জন্য আমি ঋনী (তথ্যসূত্র ):
১) দেশ ( ১৭ই জুলাই, ২০১৯)
২) আনন্দলোক ( ২৭ শে জুলাই, ২০১৯)
৩) আনন্দবাজার পত্রিকা
৪) উইকিপিডিয়া
বি:দ্র: ছবির সাথে ভিডিওর ঘটনাসমূহের সবক্ষেত্রে কোন মিল নেই।
#হেমন্তমান্না #হেমন্তমুখোপাধ্যায় #মান্নাদে #HemantaManna #HemantaMukhopadhyay #MannaDey
Now please watch the video and express your views by commenting below.
If you like this humble presentation, please hit the like button. It will be a great encouragement to me. Please , subscribe my channel that is dedicated for you.
SUBSCRIBE✔ ….LIKE✔…..COMMENT✔…. SHARE✔
Thanks a lot.
…………………
Yours faithfully
The Galposalpo
Background Music Credit:
©Kinemaster Music Asset Store
Declaration:
Photos all are taken from Google Images. All images were used for educational purposes. I am really grateful to all the image creators.
Please don’t give copyright strike as the video is made only for educational purposes under Section 107 of the Copyright Act 1976. If any objection you want to raise against this video, please inform me. I must edit or delete this video.

Пікірлер: 268
@goutamsamanta148
@goutamsamanta148 3 жыл бұрын
হেমন্ত বাবু তাঁর উপার্জিত অর্থের একটা অংশ দিতেন বেশ কিছু মানুষকে নিয়ম করে। অনেক বড় মাপের শিল্পী তো তিঁনি ছিলেনই, ছিলেন বড় মনের মানুষ।
@sumanbarai8372
@sumanbarai8372 Жыл бұрын
আমার প্রিয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়,,,,, একটা কথা বলতেই হয়, হেমন্ত বাবু যতটা সম্মান পেয়েছিলেন, মান্না দে ততটা সম্মান কিন্তু পাইনি শেষ জীবনে, কিন্তু দুজনেই অসাধারণ গাইতেন
@anup770
@anup770 3 жыл бұрын
খুব সুন্দর উপস্থাপনা। অনেক মজার গল্প শুনলাম আমার দুই প্রিয় শিল্পী সম্পর্কে।♥️
@dinabandhubiswas2258
@dinabandhubiswas2258 2 жыл бұрын
1966 সালের 10 ই ফেব্রুয়ারি রানাঘাটের একটি জলসার জন্য হেমন্ত মুখোপাধ্যায় এর পারিশ্রমিক ঠিক হয়েছিল 4100/- টাকা । অনুষ্ঠানটি ছিল ক্লাবের উন্নতির জন্য তহবিল সংগ্রহ । আমার বয়স তখন 17 বছর । রেডিও এবং শীতের জলসা-ই তখন প্রধান আকর্ষণ । সেবার, অন্যান্য অনেক জলসা-আসরের মতো তিনিই ছিলেন শেষতম শিল্পী ।এবং যতদূর নয়নে পড়ে , তৎকালীন কলকাতার প্রায় সব নামী গায়ক-গায়িকারাই সেখানে গেয়েছিলেন । মোট 19 জন । মান্না-সন্ধ্যা সহ । একসময়ে হেমন্ত ক্লাবের প্রোগ্রাম/ কর্মসূচি ( অনুষ্ঠানের কর্মসূচি নয় ), চেয়ে নিলেন । দু'বার পড়লেন । 11 ই সকাল 5 টাতে অনুষ্ঠান শেষে বাকি দু'হাজার তিনি নেননি । মঞ্চে ওঠার আগেও চাননি । ক্লাবকে দান করে এসেছিলেন ! তার পরেও হেমন্ত মুখোপাধ্যায় কয়েকবার রানাঘাট এসেছিল জলসা অনুষ্ঠানে । অসাধারণ কন্ঠ । সুরকার , সংগীত পরিচালক । অনেক শিল্পীর-ই বেড়ে ওঠা এবং বিখ্যাত হওয়ার পিছনে তাঁর অবদান কল্পনাতীত । পরিচালক- প্রযোজক , কি ছিলেন না তিনি !! 🎂
@devdasghosh5215
@devdasghosh5215 2 жыл бұрын
রবীন্দ্র সংগীতকে জনপ্রিয় করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। একটি ভিডিও ফুটেজে দেখেছি, শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাস নিজে এইকথা বলেছেন।
@souravdev8825
@souravdev8825 3 жыл бұрын
Hemanta Mukherjee, the greatest singer ever ❤️!
@piyalbanerjee9557
@piyalbanerjee9557 2 жыл бұрын
I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you for uploading this beautiful presentation. Amar baba bolten, "Amar gitikar jibaner dui stambha Hemanta Mukherjee ar Manna Dey". Video te amar babar chhabi dekhe khub bhalo laglo.
@amitmondal8237
@amitmondal8237 Жыл бұрын
❤ আপনার কমেন্ট দেখে খুব ভালো লাগলো, নমস্কার নেবেন 🙏 সে যুগে আপনার বাবার অবদানও গানের জগতে কম নয়!গানে তিনার কথা না থাকলে মান্না হেমন্তের সহ সকল শিল্পীদের গান এত মধুরময় হত কিনা সন্ধ্যেয় আছে! একের পর এক -"কতদিন পরে এলে একটু বসো ..","কে প্রথম কাছে এসেছি কে প্রথম ..","নিঝুম ও সন্ধ্যায় ..","সব খেলার সেরা বাঙালি ফুটবল..","আমার একটু জায়গা দাও মায়ের বসি.." ইত্যাদি । -আপনি গান করেন? দুখ্যিত যদি কিছু না মনে করেন,আপনার পিতার অকালপ্রয়াণ রহস্যটা কি আমরা জানতে পারি? 🙏
@piyalbanerjee9557
@piyalbanerjee9557 Жыл бұрын
@@amitmondal8237 🙏🙏🙏
@syedabedin2141
@syedabedin2141 Жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে তো শুধুমাত্র গায়ক ও সুরকারই ছিলেননা, বরং তাঁরা দুজনেই ছিলেন দুটি ইন্সটিটিউশন।
@gamereviewandfoodvlogs8491
@gamereviewandfoodvlogs8491 3 жыл бұрын
Hemanta mukherjee, owner of the golden voice!!!!🙏🙏🙏
@AlanGoswami-nz9lg
@AlanGoswami-nz9lg 8 ай бұрын
In other words, according to your comment, Manna Dey is Platinum voice as well as Diamond Mine !!
@debprosadchatterjee4410
@debprosadchatterjee4410 3 жыл бұрын
এত ভালো উপস্থাপনা খুব কম দেখা যায়। আপনার চ্যানেলের আরো শ্রী বৃদ্ধি কামনা করি।
@dipakiamfromindia9861
@dipakiamfromindia9861 3 жыл бұрын
Dho gony khub ashadanor silpi
@kalyanmaity4985
@kalyanmaity4985 3 жыл бұрын
Khub Sundar upasthapana.mugdha holam.
@sumanagasti-philosophyandp47
@sumanagasti-philosophyandp47 3 жыл бұрын
শ্রদ্ধেয় দুই শিল্পীর চরণে অনন্ত শ্রদ্ধা!
@anjanabiswas7688
@anjanabiswas7688 3 жыл бұрын
We
@asitkumarsasmal5347
@asitkumarsasmal5347 3 жыл бұрын
অসাধারণ....❤️! লাইক দিয়ে আপনার ভিডিও দেখা শুরু করি।
@subrataindra5053
@subrataindra5053 Жыл бұрын
আমি এই দুই শিল্পী কে জানাই অসংখ্য প্রণাম 🙏🙏
@indranimandal7905
@indranimandal7905 2 жыл бұрын
Hemanta is Hemanta . Excellent Singer & Musician. Manna Dey is also good.
@sujoyaich4883
@sujoyaich4883 3 жыл бұрын
আমি বারবার ফিরতে চাই ঐ সোনালি দিনে । খুব ভালো লাগলো দাদার উপস্থাপনা।
@alokeghosh5661
@alokeghosh5661 3 жыл бұрын
ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো, অনেক সমৃদ্ধ হোলাম।
@meenakshimitra7033
@meenakshimitra7033 Жыл бұрын
আমার ভীষণ প্রিয় শিল্পী মান্না দে। তিনি মানুষ হিসাবে ও ভালো ছিলেন। তার জন্য শেষ জীবন বড়ই কষ্টের মধ্যে গেছে।
@sikhapandey4503
@sikhapandey4503 3 жыл бұрын
খুব সুন্দর। ধন্যবাদ শেয়ার করার জন্য।
@sonalysarkar2737
@sonalysarkar2737 3 жыл бұрын
Khub bhalo laglo,share korlam.
@devdasghosh5215
@devdasghosh5215 2 жыл бұрын
আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেন। খুব ভালো লাগে শুনতে। শ্রদ্ধেয় মান্না দে এবং শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় দুই কিংবদন্তি শিল্পী। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন ঈশ্বর দত্ত প্রতিভার অধিকারী। আর মান্না দে ছিলেন সাধক শিল্পী।
@anantachowdhury8030
@anantachowdhury8030 3 жыл бұрын
খুব ভালো লাগলো অপূর্ব
@subratasiddhanta7234
@subratasiddhanta7234 3 жыл бұрын
ভালো লাগলো, ভালো তো লাগেই। অপূর্ব উপ স্থাপনা।
@kitchenofjamuna
@kitchenofjamuna 3 жыл бұрын
Excellent sharing.
@kajaldutta9096
@kajaldutta9096 3 жыл бұрын
সংগীত জগতের দুই মহাতারকার সম্বন্ধে সঠিক বিশ্লেষণের জন্য অশেষ ধন্যবাদ।সত্যি বিশ্লেষণটি আমার কাছে মনোজ্ঞ লেগেছে। বিষয়টির উপস্থাপনাটিও খুব ভালো হয়েছে।একটি জায়গায় আপনার কথা কেটেগেছে। তাছাড়া সম্পূর্ণ উপস্থাপনা দুর্দান্ত হয়েছে।
@sukritisarkar8516
@sukritisarkar8516 2 жыл бұрын
খুব খুব খুব ভালো লাগলো।মুগ্ধ হয়ে গেলাম। আরো শুনতে ইচ্ছে করছিল। ধন্যবাদ।
@manabmazumdar287
@manabmazumdar287 3 жыл бұрын
খুব ভালো লাগলো আপনার অসাধারণ উপস্থাপনায়।আরো অনেক কিছু শোনার অপেক্ষায় রইলাম 😘😘
@avisarika
@avisarika 3 жыл бұрын
দুই জনই বাংলা তথা ভারতীয় সংগীতকে সম্বৃদ্ধ করেছেন
@amaleshpathak976
@amaleshpathak976 2 жыл бұрын
দুই কিংবদন্তি শিল্পী। বাঙ্গালী হিসাবে খুব গর্বঅনুভব করি।।
@sumitray1772
@sumitray1772 3 жыл бұрын
অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ।
@rinachatterjee2514
@rinachatterjee2514 3 жыл бұрын
দারুণ লাগল অতুলনীয়।
@mozaffarrahaman3945
@mozaffarrahaman3945 3 жыл бұрын
শক্তিশালী অনুষ্ঠান পরিচালক ও স্বতঃস্ফূর্ত এাংকর।
@subhajit0
@subhajit0 Жыл бұрын
চমৎকার ! খুবই ভাল লাগল। আপনি ও আমার অনুমান এ একজন ভাল শিল্পি । অনেক অনেক ধন্যবাদ। নমস্কার ।
@amitavabhattacharjee06
@amitavabhattacharjee06 3 жыл бұрын
খুব ভালো আলোচনা। ৮০ র দশকে আমার এই দুই কিংবদন্তি গায়কেরই লাইভ অনুষ্ঠান শোনার সৌভাগ্য হয়েছিল পৃথকভাবে। আপনি ঠিকই বলেছেন। আমার মনে আছে, মান্না দে উপর্যুপরি ২৬ টি বাংলা ও হিন্দী গান গেয়েছিলেন। তার মধ্যে শ্রোতাদের অনুরোধের অনেক গান ছিল। হেমন্তবাবু অত গান একসাথে গাইতেন না।
@sankarbose5928
@sankarbose5928 2 жыл бұрын
ও দাদা প্রোগ্রামটি অনবদ্য, অনেক ধন্যবাদ
@deepansbmw9965
@deepansbmw9965 3 жыл бұрын
সেইসব দিন কোথায় গেল!? ছোটবেলা থেকেই পুরানো গান শোনার অভ্যাস। চব্বিশ টা বসন্ত পার করে, কথাটি বারবার মনে হয়, দু-একজন ছাড়া, বাংলা, হিন্দি সব চলচ্চিত্র সঙ্গীতেরই কৃষ্টি লোপ পাচ্ছে। এখন অধিকাংশই "হাত পা ছোঁড়া বাজারে" গান। হায় রে! যদি কোনভাবে সেই স্বর্ণযুগে যেতে পারতাম 😢
@subhankarmitra5922
@subhankarmitra5922 10 ай бұрын
কেন তোমাদের ওঙ্কিতা তো হাত পা ছুড়ে ভালো গায়।
@ratnapanja4622
@ratnapanja4622 3 жыл бұрын
খুব ভালো লাগল ।মন ভরে গেল ।
@debasisdas6831
@debasisdas6831 Жыл бұрын
এই দুই মহান শিল্পীর নাম ভারতবর্ষের ইতিহাসে ও বাঙালির হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে 🙏❤️🙏❤️🙏
@kalloldhank6224
@kalloldhank6224 3 жыл бұрын
Manna de amar priyo... Hemanta aneker priyo..
@manjiramitter496
@manjiramitter496 3 жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ।
@triptidas4731
@triptidas4731 3 жыл бұрын
অসাধারণ দাদা।
@subhasmondal3704
@subhasmondal3704 3 жыл бұрын
Excellent bolechen Dada👍👍👍
@rajibhazra5653
@rajibhazra5653 3 жыл бұрын
খুব ভালো লাগলো।👌 চিত্র পরিচালক দীনেন গুপ্ত কে নিয়ে একটা এপিসোড বানালে ভালো লাগবে । ধন্যবাদ
@scrutiny1000
@scrutiny1000 2 жыл бұрын
অসাধারণ , পুরণ দিনের অবিস্মরণীয় সব ঘটনা
@shuvosen1005
@shuvosen1005 2 жыл бұрын
ধন্যবাদ। আপনি ভাল থাকবেন ❣️
@ramenchakrabarti4028
@ramenchakrabarti4028 3 жыл бұрын
Nice and enjoyable story.
@Muhib_recitation
@Muhib_recitation Жыл бұрын
আপনার প্রতিটি আলোচনা খুবই তথ্যবহুল। ভালো থাকবেন সবসময়। আপনার জন্য শুভকামনা থাকলো।
@sibrambhattacharya7247
@sibrambhattacharya7247 2 жыл бұрын
Hemanta, The God of Indian Song.
@mansurakhatun4020
@mansurakhatun4020 3 жыл бұрын
Khub valo laglo
@kutubuddinahmed6523
@kutubuddinahmed6523 2 жыл бұрын
খুবই সুন্দর উপসহাপনা
@abhi_mukherji
@abhi_mukherji Ай бұрын
সুন্দর প্রতিবেদন। আর সুন্দর গাইলেন দাদা।
@kpbiswas3238
@kpbiswas3238 3 жыл бұрын
খুব খুব আনন্দ পেলাম আপনার তথ্যের জন্য আমি ধন্য
@mnislam9501
@mnislam9501 Жыл бұрын
Excellent Dada.Opare tomra bhalo theko.
@padmanabhaghosh6620
@padmanabhaghosh6620 3 жыл бұрын
অপূর্ব ❤❤
@darksoul422
@darksoul422 2 жыл бұрын
Eternal Voices 🌸🙏
@bibhascreations
@bibhascreations 3 жыл бұрын
Khub sundor presentation.
@sudip4734
@sudip4734 2 жыл бұрын
চরণ ধরিতে গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় শুনতে পেলে ভালো হতো!
@sharmilabandopadhay7720
@sharmilabandopadhay7720 3 жыл бұрын
Khub bhalo laglo. Onek suvechha neben. Sandhya Mukherjee ke niye emoni monograhi kichhu shunte chai.
@tutorialmaster6774
@tutorialmaster6774 3 жыл бұрын
darun alochona
@duniyanizamahmeddina6534
@duniyanizamahmeddina6534 2 жыл бұрын
অসাধারণ ওয়াও ওয়াওওওওও দারুণ 🙏🙏 🇧🇩🇧🇩
@hirakgupta4024
@hirakgupta4024 2 жыл бұрын
Manna Dey anek besi versatile singer chilen. Anek kathin ragpradhan gan tini anaeshei geyechen. Hemanta Mukhopadhayer God gifted voice thakleo sab tharaner gan gaoer khetre tini Manna Deyer theke pichie chilen.
@amitsanyal3524
@amitsanyal3524 2 жыл бұрын
Hirak gupta আপনি সঠিক কথা বলেছেন আপনার সাথে আমি একমত । এইজন্য তো কিংবদন্তী লতা মঙ্গেশকর বলেছিলেন কিশোর দা বা রফি সাহেব এর গান মান্না দা অনায়াসে গাইতে পারবে । কিন্তু এই দুই শিল্পী মান্না দের গাওয়া গান গাইতে পারবে না ।
@grk5524
@grk5524 2 жыл бұрын
মান্না দে সব ধরনের গান সমান দক্ষতায় গাইতে পারেন নি। যেমন রবীন্দ্র সঙ্গীত, বাউল বা কীর্তন , ইত্যাদি। আর হেমন্ত মুখোপাধ্যায় সব ধরনের গান না গাইলেও সুর দিয়েছেন প্রায় সব ধরনের গানে। তবে যে কোনো ধরনের গান গাওয়ার চেষ্টাও করেন নি হেমন্ত বাবু। কারণ হেমন্ত মুখোপাধ্যায় বেশিরভাগ ফিল্মের গানে সুর দিয়েছেন। সেখানে সিচুয়েশন অনুযায়ী সুর এবং কণ্ঠ দিতে হয়। আর একটা বিষয় আপনি হয়ত জানেন না যে মান্না দে কাকার হাত ধরে ১৯৪২ সালে বম্বে যান এবং শচীন দেব বর্মণ সাহেবের এ্যাসিস্ট্যন্ট হয়ে সঙ্গীত জীবন শুরু করেন কাকার সাহায্যে। ওঁর কাজ ছিল রেকর্ডিং এ্যারেঞ্জ করা। এর অনেক পরে ১৯৫১ সালে একা বম্বে গিয়ে হেমন্ত মুখোপাধ্যায় শচীন দেব বর্মন সাহেবের সুরে একের পর এক হিট গান রেকর্ড করেন যার মধ্যে বেশ কিছু গানের রেকর্ডিং এ্যারেঞ্জ করেছেন স্বয়ং মান্না দে। কাজেই, তুলনা করার আগে অনেক কিছু জেনে নিতে হয়। হেমন্ত মুখোপাধ্যায় কে সঙ্গীত জগতের অনেক মানুষ যে ঈর্ষা করতেন ওঁর আকাশচুম্বী জনপ্রিয়তার জন্য এটা অনেকেই স্বীকার করেছেন।
@osayanda2098
@osayanda2098 Жыл бұрын
সত্যিই হেমন্তবাবুর এক ব্যাপক ধরনের আকাশচুম্বী জনপ্রিয়তার জন্য কিছু কিছু লোকের মাথা খারাপ হয়ে যায়। আর হেমন্তবাবু প্রায় সব ধরনের গান গেয়েছেন অনায়াসে। আমরা বহু লোকই শুনেছি। ইউটিউবেই সহজে পাওয়া যায়। তাই যে কীটগুলো মিথ্যার আশ্রয় নিয়ে লেখে 'সব গাইতে পারেন না', 'পিছিয়ে আছেন'; তাঁরা হেমন্তবাবুর কথা না ভেবে নিজেরা জীবনে কী পারছে না সেসব দেখুক।
@supportingfromhemantkumar4278
@supportingfromhemantkumar4278 Жыл бұрын
Ajo bishesh kore Hemanta Mukherjeer Janmadine Akashbani dinbhar tanr bibidho bohu dharar nijer gaoya o suraropito gaan samprochar kare. Ei itihas ar kar achhe?
@supportingfromhemantkumar4278
@supportingfromhemantkumar4278 Жыл бұрын
Je bolbe Hemanta Babu sob dharoner gaan gaite parten na se ek bachhor mon diye Hemanta Babuke shune jeno montobyo kare. Karon Hemanta Babur mato bohu dharar o gaayakir gaan Banglar itihase ar karo nei. Tabe Manna Deyo sob dharoner gaane dakkho chhilen.
@pratapsingharoy3472
@pratapsingharoy3472 3 жыл бұрын
অপূর্ব অপূর্ব অপূর্ব অপূর্ব অপূর্ব।❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@binodbyapari4957
@binodbyapari4957 3 жыл бұрын
Very good information and discuss... Md Aziz sab ke niye akta video banan
@amitabhachatterjee2636
@amitabhachatterjee2636 2 жыл бұрын
Beautiful presentation.
@kaushikmitra9430
@kaushikmitra9430 3 жыл бұрын
Sir excellent
@md.enamulquaderkhan7929
@md.enamulquaderkhan7929 3 жыл бұрын
অসাধারণ।
@happyprithibi6722
@happyprithibi6722 3 жыл бұрын
Khub sondar
@advayatales
@advayatales 3 жыл бұрын
Darun
@sanjaychatterjee252
@sanjaychatterjee252 3 жыл бұрын
খুব ভালো লাগলো
@gopaldutta7118
@gopaldutta7118 3 жыл бұрын
This type of programme should be made more and more to show the present generation what the Bengalis were.
@kabyashreemukherjee6836
@kabyashreemukherjee6836 3 жыл бұрын
Ajana kotha jena valo laglo. Dui janka pronam
@aniruddhabagchi3528
@aniruddhabagchi3528 2 жыл бұрын
Bi-polar জুটি হিসাবে উত্তম - সুচিত্রা নয়, হবে উত্তম - সৌমিত্র!
@shachinchakraborty3762
@shachinchakraborty3762 2 жыл бұрын
ANIRUDDHA BAGCHI আপনি ১০০% সঠিক ও সত্য কথা বলেছেন। উত্তম সুচিত্রা Bi polar নয়, - বরং ( একে অন্যের) পরিপূরক, - অনুঘটক ,- একাকার ।
@subratabhattacharjee8641
@subratabhattacharjee8641 3 жыл бұрын
Both singer was great versatile and extraoradnery
@mithudey1879
@mithudey1879 3 жыл бұрын
অসাধারণ
@pradyotraha2852
@pradyotraha2852 3 жыл бұрын
Excellent expression.
@nirmalbhattacharya3905
@nirmalbhattacharya3905 Жыл бұрын
Excellent video . Never seen before . Nirmal bhattacharya
@avijitchakraborty5503
@avijitchakraborty5503 2 жыл бұрын
Khub sundor janar valo bashar kahey ni donobad apnake thunku so mach dada
@parthibgoswami1102
@parthibgoswami1102 3 жыл бұрын
Duijon e bhogoban 🙏🙏🙏
@kalloldhank6224
@kalloldhank6224 3 жыл бұрын
Asadharn..
@gopalroy5103
@gopalroy5103 3 жыл бұрын
Good presentation
@TANMOY-fs9jn
@TANMOY-fs9jn 2 жыл бұрын
Osadharan
@subratabhattacharya795
@subratabhattacharya795 Жыл бұрын
Dasant like that your story
@radhakantaganguly1334
@radhakantaganguly1334 3 жыл бұрын
Asadharan
@tahsinzaman7417
@tahsinzaman7417 2 жыл бұрын
তাদের গান বাজনা, শিল্পী জীবন বাদেও আরেকটি বড় কথা হলো তাঁরা দুজনেই অনেক বড় মনের মানুষ এবং সহজ-সরল মানুষ ছিলেন । একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন ।
@mottakinurrahmanwasek4096
@mottakinurrahmanwasek4096 Жыл бұрын
খুবই ভালো লাগলো, অনেক অজানা তথ্য জানলাম। তবে তাদেরকে বার বার শুধুই বাংলার বা বাংগালীর প্রিয় মানুষ হিসেবে বলছিলেন। কিন্তু তাঁরা দুজনেই তো ছিলেন সর্ব ভারতীয় তথা দক্ষিণ এশিয়ার সংগীতাংগনের পাইওনিয়ার। হিন্দি চলচ্চিত্রের গানকে এঁরাই এগিয়ে নিয়েছিলেন অনন্য উচ্চতায়।
@deepansbmw9965
@deepansbmw9965 3 жыл бұрын
এনাদের গান শুনেই মনে হয় কি বলবো আমরা!?--"কিংবদন্তি!?" অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ভিডিও বানানোর জন্য। তবে "উৎকর্ষের সীমা নাই" আর সঙ্গীত সম্পর্কিত অনুষ্ঠানে বাচনভঙ্গি আরো একটু "শিল্পীসুলভ" চাই।
@tulipfilms9285
@tulipfilms9285 3 жыл бұрын
🙏🙏
@pratanukumarlahiri9929
@pratanukumarlahiri9929 3 жыл бұрын
খুব সুন্দর উপস্থাপনা. ভালো লাগলো.
@ashokhalder9618
@ashokhalder9618 3 жыл бұрын
শিল্পী মান্না দে বিখ্যাত সন্দেহের অবকাশ নেই! তবে মদিরার নেশাতে তিনি পিছিয়ে পড়তেন না।
@debamitabhatta7822
@debamitabhatta7822 Жыл бұрын
As a man hemat Kumar my most favourite artist is and was unparelalal we never forget him. My pronam
@dhrubajyotibhattacharya9765
@dhrubajyotibhattacharya9765 3 жыл бұрын
Asadharon...Hoyeche..
@asimsehanobis2094
@asimsehanobis2094 2 жыл бұрын
It was Dhananjoy Bhattacharya who along with Hemanta Babu ruled the roost of Bengali songs during late '40s and early '50s.Manna De got his recognition much later.In fact it was Anthony Firingi which catapulted Manna De to the pride of place.Hemanta babu also lost his voice.There are many things for the rise of Manna De.I don't want to dwell on it.
@scenicexplorer
@scenicexplorer Жыл бұрын
Hemant Kumar was the emperor of voice, Manna Dey was the God of singing
@osayanda2098
@osayanda2098 Жыл бұрын
হেমন্তবাবু তাঁর কণ্ঠ কখনোই হারাননি। যা খুশী তাই লেখেন কেন? তাঁকে বলা হয় বাংলা সঙ্গীতের ঈশ্বর তথা ভয়েস অফ গড।
@osayanda2098
@osayanda2098 Жыл бұрын
অ্যান্টনি ফিরিঙ্গির সময়ে হেমন্তবাবু তাঁর কণ্ঠ হারিয়েছিলেন একথাটা এক প্রোথিতযশা উন্মাদকেও লজ্জা দেবে
@namitamukherjee7345
@namitamukherjee7345 2 жыл бұрын
ওনারা সংগীত। জগতের মণি ও মাণিক।সুর,তাল, ছন্দ তাদের অন্তরে র ধন যা ঈশ্বর তাদের দান করে তাদের ধন্য করেছেন তেমনই আমাদের ও। তাদের প্রণাম।
@prasantamukherjee4256
@prasantamukherjee4256 Жыл бұрын
Whẩt Á nice story you. you told us. Really thế two.talents though walk on different path bút none ís less than other.
@mihirbasu5019
@mihirbasu5019 2 жыл бұрын
Dada leave Hemanta and Manna aside but frankly speaking I am greatly amazed by your way of delever with a never ending smiling facial look during the entire show I bid my heartfelt thanks plz accept.
@kothopokothon_by_sudipta
@kothopokothon_by_sudipta Жыл бұрын
হাসি কান্না মান্না ❤ আমার জীবনের সবচেয়ে স্মরনীয় ঘটনা গুলোর সাথে মান্না দে র গান গুলি জড়িয়ে আছে ❤
@tahsinzaman7417
@tahsinzaman7417 2 жыл бұрын
হেমন্তের কন্ঠ সত্যিই অপূর্ব, অসাধারণ । খুবই মিষ্টি, খোলা আর দরাজ । আমার নিজেরও খুবই ভালো লাগে হেমন্তের গান । হেমন্তের সত্যিই ঈশ্বর কন্ঠ ছিল । হেমন্তের ওরকম কন্ঠ সরাসরি ছিল বলে সে গাইতে পারতো । কিন্তু এটাও একটা ব্যাপার যে হেমন্ত গলা খেলিয়ে গান করতে পারতেন না যা মান্না দে পারতেন । মান্না দের হয়তো হেমন্তের মতো ঈশ্বর কন্ঠ সরাসরি ছিল না । তাই সে সরাসরি ওই কন্ঠে গাইতে পারতো না । কিন্তু তার উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম থাকায় সে তার classical based গলাকে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে খেলিয়ে একটা কঠিন গানকেও অনেকটা সুরেলা, melodious, সহজ করতে পারতেন । যা হেমন্ত মোটেই পারতেন না । মান্না দের গানের ভাব, অনুভূতিই হেমন্তের থেকে সম্পূর্ণ আলাদা, উচ্চ স্তরের । মান্না দেই সব রকমের গান করতে পারতেন । মান্না দেই সব চেয়ে বেশি গান stage এ করতে পারতেন । তাই Manna Dey is the greatest singer ever ♥!
@thegalposalpo
@thegalposalpo 2 жыл бұрын
Thanks for the comment
@osayanda2098
@osayanda2098 Жыл бұрын
আপনি হেমন্তবাবুর গলা খেলিয়ে গান শোনেননি সেটা স্বীকার করুন, অযথা বাজে না বকে।
@amitabhan97
@amitabhan97 4 ай бұрын
Hemanta Mukherjee is unparallel as a singer as well as a music composer in Bengal
@saikatsengupta5022
@saikatsengupta5022 3 жыл бұрын
চরণ ধরিতে ,,,, কার গলা ? এই মহীরুহ দের সমন্ধে আলোচনায় পুরো চোনা পড়ে গেল 😭
@thegalposalpo
@thegalposalpo 3 жыл бұрын
ভিডিওতে গানটি যে গেয়েছে, সে আমার বন্ধু। ভিডিওর descriptionএ বলেছি, আমার এই বন্ধুটি জীবনে কোনদিন গান শেখেনি। কিন্তু শুনে শুনেই অসাধারণ গান করতে পারে। ভিডিওতে সে ভাল করেই গানটি তুলতে পেরেছে। আপনার মন্তব্যটি খুবই দুঃখজনক।
@jhumakansabanik7234
@jhumakansabanik7234 3 жыл бұрын
Mr. Saikat sengupta- We don't entertain your slum -dictum. You have no basic sense of music and civility.
@ranjitbarua9526
@ranjitbarua9526 2 жыл бұрын
১০০% সঠিক কথা। তাঁদের গান যতই শুনি খুবই ভাল লাগে। তাঁদের তুলনা একমাত্র তাঁরাই।
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
30.06.1988 Rabindra Sadan
21:29
Tochan Ghosh
Рет қаралды 134 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН