আজ সারাদিন আমরা দুজন পুরানো বাড়িতে কাটালাম! Sundarban Diary

  Рет қаралды 41,016

Sundarban Diary

Sundarban Diary

6 күн бұрын

আজ সারাদিন আমরা দুজন পুরানো বাড়িতে কাটালাম! Sundarban Diary
#sundarbandiary
#sundarban
#bengalivlog
#villagelife
#survivallife
#sundarbanlife
#happyvillagelife
#villagevlog
#happyfamily
#myfamily
#village
#সুন্দরবন
#family
#villagefamily
আমাদের ফেসবুক পেজ লিঙ্ক
👇👇👇👇👇👇👇👇 sundarbandia...
Friends,
আমি পলাশ মণ্ডল। Sundarban Diary তে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিন বিভিন্ন ধরনের বাংলার গ্রামীণ জীবন যাপন তথা সুন্দরবনের চিত্র তুলে ধরার চেষ্টা করি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমাদের সাথে যোগাযোগ/M- +91 8346055166(রাত্রি ৭ টা থেকে ৯টা)
আমাদের Postal address_
Palash Mondal
Village -- Dayapur
Post--Dayapur
Police station-- Sundarban Coastal (Chhota Mollakhali)
PIN -- 743370
District-- South 24 Parganas
West Bengal /India
(Near Abir Para/Anjali bhandar)
Thank you🙏
Thank you
Sundarban Diary.

Пікірлер: 498
@pratickkumarsaha5504
@pratickkumarsaha5504 4 күн бұрын
Excellent, অসাধারন, পলাশ আজ ২-৩ মিনিটের বক্তব্যে মাতিয়ে দিলে। বুঝিয়ে দিলে যে তোমার সাথে কারো তুলনা চলে না। অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো তোমরা।❤❤❤❤❤❤❤❤
@rossytarafdar9731
@rossytarafdar9731 4 күн бұрын
Ekdom,sotti tulona chole na onnoder sathe
@sorajdatta2266
@sorajdatta2266 4 күн бұрын
পলাশ ও সুস্মিতা, আশা করি তোমরা ভালো আছ। তোমাদের ভিডিও সময়াভাবে সবসময় না হলেও মাঝে মাঝে দেখি। ভিডিও দেখে কখনো খুশি হ‌ই, কখনো ব্যথা পাই। আমরা যারা দর্শক,তাঁদের মধ্যে নানা শ্রেণী আছে। সবাইর দৃষ্টিভঙ্গি এক নয়। ভিডিওর মধ্যে আমরা আমাদের সেই মনের মতনকে খুঁজে বেড়াই। ব্যক্তিগতভাবে আমি তোমাদের ভিডিওতে সুন্দরবনের চরিত্র বৈশিষ্ট্যকে খুঁজি, তোমাদের নিজস্বতাকে খুঁজি, তোমাদের কথাবার্তা, চলন বলন থেকে আমাকে আনন্দ দেয় যে অংশটা, তাকে খুঁজি। যেদিন থেকে তোমাদের ভিডিও দেখছি, সেদিন থেকেই দেখে আসছি কী পরিশ্রম, কী নিষ্ঠা, কী ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ। নিন্দা অপবাদ ছাড়া কি জীবন আছে? বিবেকানন্দের মৃত্যুর পর অমৃত বাজার পত্রিকায় বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল,,,,, বেলুড় মঠের মাংস ভক্ষণকারী সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। নোবেল পুরস্কার পাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর মনের দুঃখে লিখেছিলেন,,, এ মনিহার আমায় নাহি সাজে,,,। নিন্দা এবং অপবাদের প্রখরতা কী ভয়ঙ্কর রূপেই না তাদের জীবনে এসেছিল। কিন্তু একদিন তো আকাশ মেঘমুক্ত হয়ে সত্যের আলোকে উদ্ভাসিত হয়েছিল। আজ তো সেই নিন্দুকেরা কোথায় গেল। একদিন দেখবে তোমাদের নিন্দুকেরাও অপসৃত হয়ে কোথায় হারিয়ে যাবে। সেদিন বিজয়ীর হাসি তোমরাই হাসবে । এটাই বাস্তবতা। সবাইকে নিয়ে কুশলে থেকো
@user-fm3ln4ey1b
@user-fm3ln4ey1b 4 күн бұрын
বড় দামী কথা বলেছেন শ্রদ্ধেয়জন। খুবই ভালো লাগলো আপনার বক্তব্য। আমার নমস্কার জানবেন। 🙏
@manishanath7372
@manishanath7372 4 күн бұрын
খুব সংস্কৃতিবান মানুষ আপনি ।বাবা মা কে যথাযথ শ্রদ্ধা দিয়েও আপনার ভারাক্রান্ত হৃদয়ের ব্যথা প্রকাশ পেল।ভালো উদ্দেশ্য থাকলে সফলতা আসবেই।
@protapmondal8362
@protapmondal8362 4 күн бұрын
খুব ভালো সিদ্ধান্ত, উপরে থু থু ফেললে নিজের উপরে পরে, সবাই একধরনের হয় না, যে যেমন সে তেমন মন্তব্য করবে
@shrabaniray799
@shrabaniray799 4 күн бұрын
কিছু বলার নেই । শুধু একটাই কথা বলবো , " বাহ, পলাশ বাহ " দারুন কথা বলেছো । ভালো থাকো তোমরা ।
@kakolighatak1255
@kakolighatak1255 4 күн бұрын
অপূর্ব আজকের পর্বটি....ভাই পলাশ কিছু না বলেই সব বলে দিলে.... সত্যি তুমি বাবা মায়ের জেষ্ঠ্য সন্তান। পরিবার নিয়ে ভালো থেকো এই ঈশ্বরের কাছে প্রার্থনা
@saumendas802
@saumendas802 4 күн бұрын
Dada & Didi "jodi tor dak na sune na ase tabe ekla cholte hoy" egie cholo bondhu.amra achi.👍👍🌹🌹♥️♥️
@simapatra223
@simapatra223 4 күн бұрын
খুব সুন্দর উত্তর দিয়েছো। আমি প্রথম থেকেই তোমার চ্যানেলের দর্শক। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে অপেক্ষা করে থাকি। এই পারিবারিক কলহ একদম ভালো লাগেনা।কিছু মানুষের জন্য ভিডিও দেখার ইচ্ছা চলে যাচ্ছে।ভাই তুমি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সামনের দিকে এগিয়ে যাও।দেখো সব একদিন থেমে যাবে।
@meerabhattacharya5345
@meerabhattacharya5345 4 күн бұрын
Khub sundar bhabe apni bojhalen bhalo laglo apon janer janno man kharap hoy tai na sonata khub khub bhalo thakben sourav sona baba ke bhalo rakhben thakuma ke kintu khub bhalo lage ta ta
@mrxtreme4405
@mrxtreme4405 4 күн бұрын
তোমাদের যতো দেখছি ভালোবেসে ফেলছি গো, আমি রোজ vlog দেখি এবং প্রায় কমেন্ট করি, জানি না নজরে পড়ে কিনা, যাইহোক, পলাশ, অনেক কান্না গলার কাছে জমে ছিল, কথা বলার সময় বেশ বুঝতে পারা যাচ্ছিল... আর সুস্মিতা কে দেখে বিধ্বস্ত লাগছিল, শারীরিক ও মানসিক লড়াই লড়ছে, পলাশ কে সামলে আগলে রাখছে... আহা, তোমাদের যন্ত্রণা বুঝতে পারছি ভাই... ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের অনেক অনেক উন্নতি হোক, ভালো হোক, আর, আরেকটা প্রার্থনা ও করি, সব আসতে আসতে আগের মত হয়ে যাক, জানি দাগ থেকে যাবে, তবু মনে শান্তি আসবে... ভালো থেকো সব ভালো হবে ই
@BanditaBanerjee
@BanditaBanerjee 4 күн бұрын
কিছু গোপন ব্যথা কান্না হয়ে মিশুক গোমরের জলে, সুখ-স্মৃতি কিছু পথ আগলে দাঁড়াক ভালোবাসার বুনন ছেঁড়া শিকলে !
@ratanmondal2350
@ratanmondal2350 4 күн бұрын
খুব ভালো সিধান্ত। আপনার থেকে আমার এটাই কাম্য ছিল।ভালো থাকবেন💗💗
@atasibhattacharyya1272
@atasibhattacharyya1272 4 күн бұрын
Asadharon !! Ei jonyoi sundarban cooking and diary the best❤❤❤
@atanuchakraborty208
@atanuchakraborty208 4 күн бұрын
বিচক্ষন সিদ্ধান্ত ।কিছু না বলার। ভীষন খুশি হলাম। এটাই আশা করেছিলাম। কাকিমাও তার vlog এ বলেছেন তোমাদের নিয়ে যেন কেউ কিছু না বলেন। এটাই স্বাভাবিক। এটাই প্রত্যাশিত ।কিন্তু আমরা খুশি হলে কি হবে। না-মানুষেরা চিরকালই বলে যাবে। তারা যে সত্যিকারের না-মানুষ ।অনেক অনেক শুভেচ্ছা জেনো 🌹🌹
@TapasiMaitra
@TapasiMaitra 3 күн бұрын
খুব সুন্দর ভাবে নিজের কথা প্রকাশ করেছ। খুব ভালো লাগলো। পলাশ তোমার কথার মধ্যে খুব গভীরতা আছে যেটা মন ছুয়ে যায়।
@satarupaskitchen2369
@satarupaskitchen2369 4 күн бұрын
পলাশ বাবু আমি আপনাদের অনেক পুরোনো সাবস্ক্রাইবার। প্রতিটা ভিডিও দেখি।আজ আপনি কিছু না বলেও যে কত কিছু বুঝিয়ে দিলেন সত্যি আপনার প্রতি আমার শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন ছিল, তা আজ বহুগুণ বেড়ে গেলো। আপনাদের ভিডিও যারা প্রথম থেকে দেখে আসছি আমরা সবাই জানি আপনি ও সুস্মিতা সব কর্তব্য পালন করেছেন। সুস্মিতা প্রচুর কাজ করত, শশুর মশাই বা শাশুড়ি কি খাবে,এমনকি তাদের শরীর খারাপ হলে একটা কাজ তাদের করতে দিত না। তা আমরা ভিডিও তে দেখেছি। এত কিছুর পরেও যখন মন পেলো না তাকে কিছু বলার নেই। শশুর মশাই বলতে পারত অন্তত ন্যার্য কথা কিন্তু তিনিও ওই রকমই, নাহলে ভিডিও তে অন্য বাচ্চাদের মধ্যেও সৌরভ এর নাম টুকু নেওয়াই যায়। তোমাদের ভিডিও তে যেমন দেখা যেতো সকালে ভাত খাবার পরও দুপুরে একটু দেরি হলেই ও বৌমা আর কত দেরি খিদে পেয়ে গেলো তো,আর সুস্মিতা বলতো তার শশুর শাশুড়ি সৌরভ এর বাচ্চার দলে।ডাটা আর সবজি খাবার পর্ব আমরা সবাই দেখেছি,সেটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু খেয়ে যারা বলে আমি খেতেই পারি না এটা একটু অদ্ভুত লাগে।ঠিক এখন এটা ছোট বউয়ের সঙ্গে হচ্ছে,আর কিছু দিন যাক আরও ব্যাপার টা সামনে আসবে,, উনি সত্যি খুব বুদ্ধিমান,বড় ছেলে আর বউ কে যা করেছে তাই ছোট বউ আর ছোট ছেলের সাথেও হবে,জানেন তো পলাশ বাবু এখন মিথ্যা যারা বলে অভিনয় করে তারা ভালো হয়, আর যারা না পারে বলতে না পারে সইতে তারা একা একা কাদে,সেই চোখের জলের মূল্য কেউ দেয় না, আপনারা নিজেদের লক্ষে চলতে থাকুন,ওই যে বললেন যারা আপনাদের বোঝার তারা আগেও বুঝেছেন আর পরেও বুঝবেন। আমরা সবাই আপনার সঙ্গে আছি। অনেক অনেক শুকামনা ও শুভেচ্ছা রইলো।
@sansanaye4457
@sansanaye4457 4 күн бұрын
ছোট বউয়ের সাথে নাও হতে পারে। কারণ এখানে তৃতীয় পক্ষের লাভই বেশি। ঐ তৃতীয় পক্ষের কারণেই আজ এই অবস্থা বলে আমার ব্যাক্তিগত অভিমত।
@BabliTyagi-mg9fp
@BabliTyagi-mg9fp 4 күн бұрын
​​​@@sansanaye4457amio sohomot poson kori. 'Pradip' ulte geche agun to chorabei. Kotota chorabe tar na ache kono 'sima' .
@labonibiswas9221
@labonibiswas9221 3 күн бұрын
পলাশ দা সুস্মিতা দিদি তোমাদের প্ৰতি অনেক অনেক ভালোবাসা❤️❤️❤️❤️ তোমরা ভালো থেকো সুস্ত থেকো আর এই ভাবে এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি থাকবো❤❤❤
@ishanighoshmajumdar6327
@ishanighoshmajumdar6327 4 күн бұрын
গতকাল SD'r ভিডিও তে কমেন্ট করেছিলাম যে অন্যরা যতই ভিডিও করুক, সুস্মিতা ও পলাশ এর মধ্যে যে শিক্ষা ও রুচিবোধের পরিচয় পাই, সেটা ওদের পরিবারের অন্য সদস্যদের মধ্যে পেলাম নাহ্। পলাশ তুমি আরও একবার সেটা প্রমাণ করে দিলে। শাবাশ্। তোমরা এগিয়ে যাও....তোমরা জিতবেই।
@swapanmukherjee2242
@swapanmukherjee2242 4 күн бұрын
বাহ্ , এই জন্যই তুমি ভাই পলাশ, কথায় আছে , বন্ধ দরজার ভিতরে চোখের জল ফেল্লে ও দরজা খুলো হাসি মুখে, কালকেই বলেছিলাম, যার কাছে যা থাকে সে তা ই দেবে ..... ধন্যবাদ ভালো থাকবে সবাই
@somadas5501
@somadas5501 3 күн бұрын
অসাধারণ মনুষ্যত্ব বোধ আপনার পলাশ দা।যা কোন ভাষা দিয়ে প্রকাশ করা যায় না।
@rakaburman7816
@rakaburman7816 4 күн бұрын
পলাশ ভাই এটা একদম ঠিক কথা বলেছো যে মুখের কথায় কিছু যাবে আসবে না। যে যা বোঝার বুঝতে পারছে। কতো বড়ো মনের মানুষ হলে তবেই এতো কিছুর পরেও এইভাবে কথা বলা যায়। সবাই আশা করি এটা বুঝবেন। বোন ঠাকুরের কৃপায় সবাই মিলে ভালো থেকো। অনেক ভালোবাসা রইলো। ❤❤😊😊
@rinadas3846
@rinadas3846 4 күн бұрын
Somoye sob tik hoye jabe 👍
@kakalichatterjee3117
@kakalichatterjee3117 4 күн бұрын
পলাশ দা নমস্কার। আপনি একদম ঠিক কথা বলেছেন।আপনি যতক্ষণ না বলছেন উনারা কান্না কটি করে আপনাদের বদনাম করে বেরোবে। সকালের তো আসলে তা জানা দরকার ।আমার মা সুস্মিতা বৌদি কে খুব ভালোবাসে ।মা খুব রেগে গিয়েছে ওদের উপর ।
@daliadas8544
@daliadas8544 4 күн бұрын
Palash babu go ahead with our blessings khub bhalo decesion
@meherunnessa8676
@meherunnessa8676 4 күн бұрын
Thanks to you many many thanks you are right
@sutapadasgupta4674
@sutapadasgupta4674 4 күн бұрын
Sabas right decision ❤
@sukumarbag2719
@sukumarbag2719 4 күн бұрын
একদমই সঠিক সিদ্ধান্ত পলাশ দা , একদিন ঝড় থেমে যাবে.......
@kanikamodak-fm1wl
@kanikamodak-fm1wl 2 күн бұрын
Darun
@chhayamondal9898
@chhayamondal9898 4 күн бұрын
Bah very good bhai tumar khatha maa baba paribar ersob katha sune khub khub bhalo laglo tumader sob video ami dekhi balo lage..👌👌❤❤❤
@lizabaroi6591
@lizabaroi6591 4 күн бұрын
দাদাও দিদি ভাই । আমি বাংলাদেশ থেকে প্রতিদিন লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি কিন্তু কমেনট তেমন করিনা। আজ না করে পারলাম না। সত্যি দাদার কথা গুলো শুনে চোখ দিয়ে পানি চলে এলো। যত বাধাঁ আসুখ সেগুলোকে দূরে ফেলে সামনের দিকে এগিয়ে চলুন।
@SamirMalik-o9m
@SamirMalik-o9m 23 сағат бұрын
Great
@pragatiroy1949
@pragatiroy1949 4 күн бұрын
পলাশবাবু আপনার কথাগুলি আজ আমার খুব ভালো লেগেছে । বুদ্ধিমানের মত সকলের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন ।আর আশা করিকরি সুস্মিতা আর পলাশবাবুকে কেউ বিরক্ত করবেন না ।
@lutfunneshakhatun7275
@lutfunneshakhatun7275 4 күн бұрын
👌👌👌
@user-cc8kj6lx4r
@user-cc8kj6lx4r 4 күн бұрын
Palash apnar kothe gulo chokhe jol end dilo valo theko sustho theko ❤❤❤❤❤❤❤❤
@tanujaghosh8940
@tanujaghosh8940 18 сағат бұрын
খুব ভাল লাগল দাদা ভাই
@Sundarbandiary
@Sundarbandiary 12 сағат бұрын
♥️♥️♥️♥️
@sukladey4023
@sukladey4023 4 күн бұрын
দাদা গো আজকের কেন চোখে জল।।। ভরসা রেখো ইস্সর নিশ্চই সহায় হবেন।।। অনেক ভালোবাসা দাদা দিদি তোমাদের জন্য।।।
@subhrasadananda431
@subhrasadananda431 4 күн бұрын
Khub sundor bolle polash ❤❤❤
@tanusreekundushortsvideo7102
@tanusreekundushortsvideo7102 4 күн бұрын
খুব সুন্দর লাগলো ❤❤
@ashitmandal1443
@ashitmandal1443 4 күн бұрын
Very good decision. আর একটা কথা, KZfaqr হিসাবে আপনাদের দুইজনের সফলতা আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের কাছে যথেষ্ট ঈর্ষণীয় । অতীতে যা ঘটেছে এবং বর্তমানে যা ঘটছে তা সবই এই ঈর্ষার কারণে। সুতরাং কোন দিকে না তাকিয়ে মন দিয়ে নিজের কাজ করে যান, একদিন সবাই চুপ হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন।❤
@lutfunneshakhatun7275
@lutfunneshakhatun7275 4 күн бұрын
👍👍👍
@shikhaalam612
@shikhaalam612 4 күн бұрын
1dom r8
@ranudasranudas4898
@ranudasranudas4898 4 күн бұрын
Thik kotha akdom
@madhumitamaiti8703
@madhumitamaiti8703 4 күн бұрын
Thik kothe
@sansanaye4457
@sansanaye4457 4 күн бұрын
একদমই তাই।
@Selinakhatun-py9fu
@Selinakhatun-py9fu 3 күн бұрын
পলাশ দাদা খুব সুন্দর কথা বলেছেন। সত্যি অসাধারণ মানুষ আপনি ও সুষ্মিতাদি। আপনাদের ব্যাথাটা কোথায় সে একটু হলে ও বুঝি। যাই হোক, আল্লাহ আপনাদের আরো সহনশীল করে তুলুক।আপনাদের ভদ্রতা থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি। দোয়া রইলো আপনারা সামনের দিগে এগিয়ে যান। বাস্তবতা তো এমনই.......
@bharatijodder9425
@bharatijodder9425 3 күн бұрын
Palash..tumi akdom thik decision nieacho..tumi anek boro moner manush..jibone valo mondo jai ashuk sattyo re lou sahoje..❤❤❤❤❤❤❤❤❤
@user-hh4zk7pq9o
@user-hh4zk7pq9o 4 күн бұрын
Khub bhalo laglo tomar kotha gulu sune... Bhalo theko... Pase chilam.. Achi.. R thakbo.. Kono din sujog pele asbo tomader akhane
@manatoshkarmakar7079
@manatoshkarmakar7079 4 күн бұрын
Beautiful vlog dada 🎉, may God bless you both.
@silviahalder9631
@silviahalder9631 4 күн бұрын
Darun bolay daduvai God bless you and Bowdi valo theko tomra protidin tomader thekhi notun kichu Shikhi ❤️❤️❤️
@mousumichakraborty2739
@mousumichakraborty2739 4 күн бұрын
এটাই বড়র পরিচয় মনটা ছুয়ে গেলো ভালো থাকুন ভগবানের উপর সব ছেড়ে দিন
@bashirahmed1972
@bashirahmed1972 4 күн бұрын
খুব ভালো go ahead
@somachakraborty916
@somachakraborty916 4 күн бұрын
Khub sundor bolecho......
@astomisantra6128
@astomisantra6128 4 күн бұрын
Dada wow very good disition ❤
@adrijaacharya9641
@adrijaacharya9641 4 күн бұрын
Khub vlo luglo
@Joyaacharjeej
@Joyaacharjeej 3 күн бұрын
Nice video
@pintubhuiyan1653
@pintubhuiyan1653 16 сағат бұрын
So good dada tumi sob somoy sobar opore❤❤❤❤❤
@Sundarbandiary
@Sundarbandiary 12 сағат бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@mousumidutta9425
@mousumidutta9425 4 күн бұрын
Polas susmita tomra valo acho khub valo thekho polas tume thek khotha bolecho khub valo luglo khotha sune tomra valo thekho ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dollychakroborty9863
@dollychakroborty9863 4 күн бұрын
Khub valo tomra
@chandanmukherjee9845
@chandanmukherjee9845 4 күн бұрын
Polash tomar tulona hoe na.tume anak boro hoba.❤❤❤❤
@dhritimanchatterjee3221
@dhritimanchatterjee3221 4 күн бұрын
Bhalo sidhanta, apnake purno samorthon kari
@mistibose4219
@mistibose4219 4 күн бұрын
পলাশ বাবু 👏👏। মন ছুঁয়ে যাওয়া কথা। পাশে আছি থাকবো ও। প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি কবিতা শুনতে চাই। আপনার কথা বলার ধরন অনবদ্য।
@chaitalinayak7672
@chaitalinayak7672 4 күн бұрын
আমি মেদিনীপুরের বিদ্যাসাগরের বীরসিংহ থেকে, ব্লগ দেখি কিন্তু কমেন্ট এই প্রথম, আজকের শেষের বক্তব্য ভাই পলাশ অনবদ্য, এটা চাইছিলাম, শেষ ভাল যার সব ভাল তার, প্রকৃত ছেলের মত বিবৃতি দিয়েছো, ভাল থেকো, পারলে বীরসিংহ ঘুরে যাও
@bithikachakravorty9060
@bithikachakravorty9060 4 күн бұрын
Whatever happened PARENT'S BLESSINGS r always God Gifted...I myself miss my DAD every sec...I talk to him everyday looking at the sky.. 😢..Soooooo please it's your decision...Better late than never..😊
@ShibaniPaik-pk9yy
@ShibaniPaik-pk9yy 4 күн бұрын
First comments karlam mon shuye gelo na bala anek katha bala haye gelo❤❤❤
@msinha447
@msinha447 4 күн бұрын
Tomra bangla serial chalachcho...jabrdasti family drama tairi korcho.... sundarban, recipe eguloi to bhalo...tabe aaj Palash khub sundar kati kotha bolechen...erpar aar na...
@keyasarkar9687
@keyasarkar9687 4 күн бұрын
I am crying Dada... GOD bless you Dada
@UrmiTangila
@UrmiTangila 4 күн бұрын
Tomader pase achi..khub valo lage kotha gulo..
@nandinisingha4657
@nandinisingha4657 4 күн бұрын
khub sundor ❤
@UmaRavidas-yr5bz
@UmaRavidas-yr5bz 3 күн бұрын
Sotti Polash Da Tumader Video Te Eto Sundor Prokritir Drisho ❤❤
@sintumondal3252
@sintumondal3252 4 күн бұрын
দাদা ভাই তোমার কথা শুনে চোখ জল এসে গেলো ঠিক কথা বলেছেন বাবা মা কে খারাপ কথা না বলে ভালো তারা জন্ম দিয়েছে 😂😂😂❤❤❤❤❤❤❤
@sadhanbhattacharjee1130
@sadhanbhattacharjee1130 4 күн бұрын
Palash khub bhalo Katha bolecho atai bastob tomra sabai khub bhalo theko
@pareshsafui5706
@pareshsafui5706 4 күн бұрын
প্রতিটা কথা একদম 👌💯💯
@akhiadhikary3814
@akhiadhikary3814 4 күн бұрын
Palash+Susmita❤❤Salut ❤❤❤Anek Boro Hou❤Valobasa tomader jonno❤God bless you❤❤
@sewalibarman8222
@sewalibarman8222 4 күн бұрын
Yes, poriba rer kotha ghorei thanka uchit
@sephaliranisheth7327
@sephaliranisheth7327 4 күн бұрын
পলাশ তুমি খুব বুদ্ধিমানের পরিচয় দিলে আজকের এই কথাগুলোর মাধ্যামে । আশা করি আর তোমাদের কেউ পারিবারিক সমস্যার কথা জানতে চাইবে না।খুব ভালো লাগলো আজকের পর্বটি।ভালো থেকো
@alauddin7605
@alauddin7605 Күн бұрын
Really bastid u and pal
@lutfunneshakhatun7275
@lutfunneshakhatun7275 4 күн бұрын
আহারে আমার প্রিয় বাড়ি এই বাড়ির ভিডিও আমাকে এত ভালো লাগতো বাড়িটার জন্য আমার মায়া লাগছে এই বাড়িতে ভিডিও দেখলে আমার মনটা প্রাণটা ভরে ওঠে😢😢😢
@sabarisarkar5964
@sabarisarkar5964 4 күн бұрын
দাদা স্যালুট আপনাকে।ভগবান যেন আপনাকে ও সুস্মিতা কে সুস্থ রাখুন শক্তি দেন।কোনোকথা হবে না।
@shikhachatterjee199
@shikhachatterjee199 3 күн бұрын
Prochondo nyaka aapnara.
@mitalisen6424
@mitalisen6424 3 күн бұрын
পলাশ তোমার বলা কথাগুলো শুনেবুঝলাম তুমি কতো বড়ো মনের মানুষ.তোমার হৃদয় টা অনেক বড়ো.কিছু না বলেই তুমি বুঝিয়ে দিয়েছো তোমার ভেতরের কষ্ট টা.তোমার মা বাবার কথা বাদ দিলাম,তোমার বোন ও ভাই তারাতো তোমারথেকে ছোট তারা কীকরে এই সমস্ত কথা বলে.তোমার বোন ও বোনের বর তোমার কাছ থেকেই তো ইউটিউবে চ্যানেল খোলার পথটা জেনেছে.তোমাদের দ্বারাই লোকে ওদের চিনেছে,তারা কী করে এই রকম করলো. মন খারাপ কোরো না,উপরে ভগবান আছেন তিনি তো সব দেখছেন.ওনার উপর বিশ্বাস রাখো.আর একটা কথা সৎ পথে চলতে গেলে অনেক বাধা আসে,অনেক কিছু সইতে হয়.সৎ পথে থেকে সব কিছু জয় করা যায়.আমরা সবাই তোমাদের সাথে আছি ও থাকবো.তোমাদের ছেলে সৌরভ সোনা খুব ভাল ছেলে.ওকে সুন্দর করে মানুষ কোরো.সৌরভ সোনা এখন থেকেই মা বাবার মনের কষ্ট টা বুঝতে শিখে গেছে. সৌরভ সোনাকে নিয়ে ভাল থেকো তোমরা.
@dakshinbankuradarpan8881
@dakshinbankuradarpan8881 4 күн бұрын
এক দিন সব ঠিক হয়ে যাবে। সাথে আছি, পাশে আছি...
@lutfunneshakhatun7275
@lutfunneshakhatun7275 4 күн бұрын
দাদা একটা কথা না বলে আমি থাকতে পারছি না এই মুহূর্তে আপনার কথাগুলো শুনে আমার ভিতর থেকে কান্না চলে আসলো😢😢😢 কারণ আপনি আজকে বললেন আমার মাকে বোনকে ভাইকে কেউ কিছু বলিয়েন না কিন্তু আপনার মা কালকে তার ছোট ছেলে এবং তার মেয়ে এবং নিজের জন্য বলল আমাদেরকে কেউ খারাপ কমেন্ট করবেন না , কিন্তু তিনি একবার ও বলল না যে আমার বড় ছেলে এবং আমার সুস্মিতাকে কেউ খারাপ কমেন্ট করবেন না এটাতো উনি বললেন না কিন্তু কেন বললেন না??? আমার প্রশ্ন ওখানে আপনি ছেলে হয়ে যেটা বলতে পারলেন উনি গর্ভধারিনী মা হয়ে কেন বলতে পারলেন না ??? আপনি চিন্তা করবেন না দাদা আপনার পাশে আমরা আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আছি থাকবো❤❤❤ আজকে মনটা খুব খারাপ হয়ে গেল আপনার কথা গুলো শুনে কতটা আঘাত কতটা কষ্ট পেয়ে আপনার মুখ দিয়ে কথা‌ গুলো ভিতর থেকে বেরিয়ে আসলো 😢😢😢😢😢
@user-ei2er3gy8l
@user-ei2er3gy8l 4 күн бұрын
আপনারা সবই বোঝে ন তা হলে দেখেন কেন। যাদের কথা বার্তা ভালো লাগে না।❤
@apornasfamilyvlogusa5891
@apornasfamilyvlogusa5891 4 күн бұрын
@@user-ei2er3gy8lআমিও দেখি না একদম আমি negativity নিতে পারি না
@user-do9py3ub4n
@user-do9py3ub4n 4 күн бұрын
তোরা মনে হচ্ছে ফাটছে​@@user-ei2er3gy8l
@user-ig8ts3fq7e
@user-ig8ts3fq7e 4 күн бұрын
আহা গো কি ভালবাসা,,,,পারি না পারি না
@lipikasarkar9224
@lipikasarkar9224 4 күн бұрын
​@@user-ei2er3gy8lএই আর এক মন্ডল। তুই কেরে ? পলাশের হিংসা য় মরে যাচ্ছিস ? পলাশ কি তো বাড়া ভাতে ছাই দিয়েছে ?
@barnalikhan6562
@barnalikhan6562 4 күн бұрын
পলাশ এই কথা গুলো আগেই বলেছিলাম.........social media te পারিবারিক ঝামেলা নিয়ে khono মুখ খুল না ....যাইহোক সময়ে কালে ধীরে ধীরে সব ঠিক হবে.....তবে এই পারিবারিক তাপ উত্তাপ মন আক্রান্ত হলেও ভারাক্রান্ত হতে দেবে না.........সব কিছুই সামলে নিতে হবে......কারণ তুমি বড়ো......ভালো থেকো ❤
@GopaRoy-xc4tx
@GopaRoy-xc4tx 4 күн бұрын
😢অপূর্ব সুন্দর একটি কবিতা পলাশ দার মুখে শুনলাম।খুব ভালো লাগলো ।উনি কবিতাটির মাধ্যমে উনার পারিবারিক সুখ দুঃখের কথা আকার ইঙ্গিতে বুঝিয়েছেন ।সুখ দুঃখ সকলের পরিবারেই কম বেশি আছে ।এটাকে মানিয়ে নিয়েই আমাদের চলতে হবে ।পলাশ দার কথা গুলো আজ শুনতে খুব ভালো লাগলো ।উনার প্রতি আমার শ্রদ্ধা আর ও বেড়ে গেলো ।আমি গোপা রায় আগরতলা ত্রিপুরা রাজ্যে থেকে বলছি ।আমি আপনাদের ভিডিও নিয়মিত দেখি
@lutfunneshakhatun7275
@lutfunneshakhatun7275 4 күн бұрын
❤❤❤❤❤❤❤
@lily.bhattacharya4886
@lily.bhattacharya4886 4 күн бұрын
Palash bhai matha thanda rekhe chlben . Aamader moton bondhura e besi oottejito korchhen aapnader.. Exited hoben na r kichhu reply dewar o proyojone nai. Sob family te hoy taarao aapnar nijer aasa kori sob thik hoye jaabe but ai kathagulo e theke jaabe.
@rossytarafdar9731
@rossytarafdar9731 4 күн бұрын
❤❤❤❤❤❤❤
@rumasengupta9013
@rumasengupta9013 4 күн бұрын
❤❤❤❤❤
@barketullahhussain3479
@barketullahhussain3479 4 күн бұрын
Polash i appreciate & salute you for your last comment about parents.God bless you. Hussain from Montreal,Canada.
@Shrabantissong
@Shrabantissong 4 күн бұрын
Very good decision❤
@joygurudevdas1558
@joygurudevdas1558 4 күн бұрын
Dada, khub valo bollen, apnara khub valo thakun
@ayandipmondal
@ayandipmondal 4 күн бұрын
প্রথমতঃ ভিডিও টি খুব ভালো হয়েছে। পুরানো বাড়ির দৃশ্য খুব ভালো লাগে আমার।ওখানেই তো গড়ে উঠেছিল স্বপ্নের আপ্যায়নের ভিত।।আর দ্বিতীয়তঃ আমি আগেই বলেছি কোনো কথা না ভেবে না বলে শুধু ভিডিও দিয়ে যাও তোমার মতো করে দাদা এটাই হবে তোমাদের শক্তি আর জয়!আজ সত্যিই বড়ো ছেলের মতো কথা বলেছো এটাই চিরন্তন সত্য ।। এগিয়ে চলো বড়োদের আর্শীবাদ আর ছোটোদের ভালোবাসা তোমাদের সাথেই আছে আমি নিশ্চিত,, আমি সব জানি সবই প্রকৃতির নিয়ম অনুযায়ী হচ্ছে,তাই প্রকৃতির উপর ছেড়ে দাও আগামীর ভবিষ্যত্!! তুমি আর দিদি দুজনে মিলে একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাও আর সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাও আমরা সাথে আছি। আমি তোমাদের ভিডিও ছাড়া কারোর ভিডিও দেখি না আর দেখবোও না আমি জানি কে কেমন!
@Sundarbandiary
@Sundarbandiary 4 күн бұрын
ভাই ♥️♥️♥️♥️♥️♥️
@shikhaalam612
@shikhaalam612 4 күн бұрын
Amio dada ❤
@mitaliprajapati6738
@mitaliprajapati6738 4 күн бұрын
Khub sundor vabe moner koshto byatha bujie dilen.. er opore karor kichu bolar thakena.. God bless you
@Rumpi.Sharmavlog693
@Rumpi.Sharmavlog693 4 күн бұрын
Good ❤❤
@user-ml9te8lb8w
@user-ml9te8lb8w 4 күн бұрын
Polash da apna kotha gulo khoob bhalo r govire
@madhumitaroy5632
@madhumitaroy5632 4 күн бұрын
পলাশ , কি বলবো আর কি ই বা লিখব চোখ দুটো তো ঝাপসা হয়ে গেল। এতো সুন্দর কথাগুলো বললে , এটাই তোমার শিক্ষার আসল পরিচয়। প্রথম থেকেই দেখছি তোমাদের প্রতিটা পর্ব রাত দেড়টা হলে ও দেখি। নাহলে শান্তি পাইনা। আসলে কি জান ? আমার মনে হয় হয়তো বা পূর্বজন্মের কোন ও সম্পর্ক ছিল নাহলে এতো প্রতিকুলতার মধ্যে ও কি করে দেখি। ভেবেছিলাম সোস্যাল মিডিয়াতে কিছু লিখব না তা ও না লিখে পারলাম না। আমি blood cancer survivor . তা প্রায় ন'বছর আগে আমার ট্রান্সপ্লান্ট হয়েছে। আর কিছু লিখছি না। তোমরা সবাই ভাল থেকো সুস্থ থেকো ❤️ এই প্রার্থনা করি ভোলানাথের শ্রীচরণে। তোমরা অনেক অনেক দূর এগিয়ে যাবে। ❤❤❤❤
@madhumitaroy5632
@madhumitaroy5632 4 күн бұрын
সোশ্যাল (social media) মিডিয়া হবে
@Sundarbandiary
@Sundarbandiary 4 күн бұрын
আপনার সুস্বাস্থ্য কামনা করি। শ্রদ্ধা ও ভালোবাসা রইলো 🙏
@madhumitaroy5632
@madhumitaroy5632 4 күн бұрын
@@Sundarbandiary ❤️
@rakhichatterjee6028
@rakhichatterjee6028 4 күн бұрын
Polash er moto sontan jeno proti ta ghore hoe❤❤ khub valo theko tomra.
@1009sm
@1009sm 4 күн бұрын
দারুন! দারুন! আপনাদের vdo দেখতে দেখতে সময়ের সাথে হারিয়ে জাই! কিভাবে যে সময় কেটে জায় বুঝতেও পারিনা! ✌️ এই ভাবেই আগামি দিনে এগিয়ে চোলুন! 👍
@user-fm3ln4ey1b
@user-fm3ln4ey1b 4 күн бұрын
পলাশ তোমাকে Hat's off জানালাম ভাই। তুমি বাবা মায়ের সুযোগ্য সন্তানের পরিচয় দিলে। আমি চেয়েও ছিলাম, তোমার মুখের থেকে এমন কথা বের হোক যাতে তোমার উপর মানুষের ভুল ধারণা দূর হয়। মনের মধ্যে তোমার কত ঝড়! সেই ঝড় বুকে চেপে কথা কটি বললে। মনের কথা বলবে বৈকি, কোনও বিশ্বস্ত মানুষের কাছে, যে তোমাকে খুব কাছের থেকে চেনে।Open platform এ এক্কেবারেই নয়। আজ তোমার মান কতখানি বেড়ে গেল, সবার মন্তব্যে সেটা বুঝতে পারছো। প্রতিটি সংসারেই কমবেশি অশান্তি হয়ই কিন্তু জনসাধারণ যেভাবে হামলে পড়েছিল তোমাদের দুজনের ওপর যেটা Untoralable!! তোমাকে, সুস্মিতাকে আর সৌরভ সোনাকে অনেক অনেক ভালোবাসা দিলাম। আমি যখন যা বলি সব মন থেকে বলি, নিজের দিদি মনে করে বিশ্বাস রেখো। ফোন করে দুটো কথা বলতে ইচ্ছে করে কিন্তু তোমাদের ব্যস্ততার কারণে বলতে পারিনা। তোমরা সময় পেলে কোরো।
@soumenchakraborty513
@soumenchakraborty513 4 күн бұрын
Thats good
@prabhasjana3838
@prabhasjana3838 3 күн бұрын
Amra Sob Bughi Agiea Jan Pasha Achi
@soumenchakraborty513
@soumenchakraborty513 4 күн бұрын
That's good ❤❤
@latikaSarkar-bm5yb
@latikaSarkar-bm5yb 4 күн бұрын
Khub valo laglo tumi khub valo
@kshamabanerjee7465
@kshamabanerjee7465 4 күн бұрын
খুব ভালো বলেছো পলাশ ॥সব কথা মুখে বলা যায়না ।বোঝা যায় মনের ব্যাথা ।তুমিও সুস্মিতা তোমরা এগিয়ে যাও ,সফলতা অবশ্যই আসবে ।মন খারাপ কোরনা ।আমরা তোমার পাশে আছি ।
@sampachakraborty1382
@sampachakraborty1382 4 күн бұрын
ধন্যবাদ পলাশ কিছু না বলে ও অনেক কিছু বললে । এটাই ভালো ছেলের পরিচয় । তোমার কথা শুনে ভালো যেমন লেগেছে তেমনি অবাক হয়ে ছি গুরুজনের কাছে সবাই সমান হোয় । কিছু কিছু মানুষ কি করে সুবিধা বাদী এবং মিথ্যা বাদী হয় । তুমি আমার কাছে দৈত্য কুলের প্রহ্লাদ । ভালো থেকো ঈশ্বরের ওপর বিশ্বাস রেখো পাপ করলে গুরুজনদের ও ছাড়েন না । ওনার কাছে সবাই সমান। দুঃখ করোনা পলাশ তোমাদের আশির্বাদ করি তোমরা ভালো থেকো আর সব সময় মনে রাখবে শকুনের শাপে গরু মরে না । ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@namitasarkar2213
@namitasarkar2213 2 күн бұрын
You are right❤❤❤❤❤❤❤
@tapasghoroi7159
@tapasghoroi7159 4 күн бұрын
পলাশ বাবু আপনি যে কথাটা বলেছেন আর আপনার কবিতা সেইটা শুনে বুঝে গেছি কি হয়েছেন আর কি থেকে বলছেন পলাশ বাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ
@gayatrichatterjee4297
@gayatrichatterjee4297 4 күн бұрын
thank you Palash Babu. এই blog এ সুম্দরবন নিয়ে ই আলোচনা করলে ভালো হয়।
@bosedola
@bosedola 3 күн бұрын
Polash amr khub astha tomar upor vai,, sotti tumi khub bichokkhon,, onek onek valo basa r asirbad roilo
@lailymishra5671
@lailymishra5671 4 күн бұрын
Thik bolecho polash
@manasichakraborty-yj3ie
@manasichakraborty-yj3ie 4 күн бұрын
পলাশ দা সুস্মিতা দিদিভাই তোমাদের একটা কথা বলবো তোমাদের হৃদয় অনেক বড়ো তাই পলাশ দাদা এই কথা গুলো বলতে পারলেন। যাক তোমরা ভালো থাকো❤❤❤❤❤নিয়ে।
@ilabarman2886
@ilabarman2886 4 күн бұрын
আমরা সুন্দর বনের প্রকৃতি দেখার জন্য আপনার সঙ্গে আছি । কোনও পারিবারিক কলহ দেখার বা শোনার ইচ্ছে নেই । তাই আপনার আজকের সিদ্ধান্ত আমার খুব ভাল লাগল ।
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 86 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН