Jaflong Sylhet Bangladesh || জাফলং ভ্রমণ || jaflong tour || Sylhet Tour || volagonj sada pathor

  Рет қаралды 412

Sk Rayhan Akash

Sk Rayhan Akash

Жыл бұрын

Jaflong Sylhet Bangladesh || জাফলং ভ্রমণ || jaflong tour || Sylhet Tour || volagonj sada pathor
Jaflong is a scenic destination located in Sylhet district of Bangladesh. It is famous for its beautiful rolling hills, crystal-clear rivers, and natural stone collections. The place is also known as the land of stones as it has numerous stone collections in the riverbeds.
One of the major attractions of Jaflong is the Jaflong Zero Point, where one can witness the confluence of two rivers, namely the Piyan and the Sari. The area is also renowned for its beautiful tea gardens, which add to the natural beauty of the place.
🔰 অপরূপ জাফলং
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন এলাকা জাফলং। সারা বছরই পর্যটকদের ভিড় থাকে এখানে। জাফলংয়ের প্রধান আকর্ষণ মেঘালয় পাহাড়ের কোলে পিয়াইন নদ। ষড়ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে জাফলং।
স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণপিপাসুরা নিতে পারেন প্রকৃতির অপরূপ স্বাদ।
সীমান্তের ওপারে ভারতীয় পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু পাহাড়ে গহিন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করতে সক্ষম।
এখানে রং-বেরঙের পাথর পর্যটকদের বিশেষভাবে নজর কাড়ে। তাছাড়া দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের উপস্থিতিও লক্ষ করার মতো। সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের কাছে জাফলং আদর্শ স্থান।
🔰 কীভাবে জাফলং যাবেন
জাফলং যেতে হলে প্রথমে আসতে হবে সিলেটে। জাফলং সিলেট থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগবে দেড় থেকে দু’ঘন্টা। সিলেট থেকে বাস বা মাইক্রোবাস অথবা সিএনজি করে যেতে পারেন জাফলং-এ। জাফলং যাওয়ার বাস ভাড়া জনপ্রতি ৮০-১০০ টাকা পড়বে এবং গেইটলক বিরতিহীন বাস ভাড়া ১০০-১৩০ টাকা।
আর রিজার্ভ গাড়িতে যেতে চাইলে সিলেটের বন্দরবাজার শিশুপার্কের সামনে মাইক্রোবাস, সিএনজি বা লেগুনা পাওয়া যাবে। যাওয়া-আসার জন্য মাইক্রোবাস ভাড়া ৩৫০০-৪০০০ টাকা। লেগুনা ভাড়া লাগবে ২০০০-২৫০০ টাকা। সিএনজি ভাড়া পড়বে ১৫০০-১৮০০ টাকা। লেগুনায় ১০ জন করে, সিএনজিতে ৫ জন করে আর মাইক্রোবাসে আসন অনুযায়ী বসে যেতে পারেন।
বর্তমানে জাফলং যাওয়ার রাস্তা বেশ ভালো। গুচ্ছগ্রাম বিজিবি ক্যাম্প হয়ে জাফলং এর জিরো পয়েন্টে যাওয়ার রাস্তাটি খুব জনপ্রিয়।
🔰 কোথায় থাকবেন
সাধারণত জাফলং ভ্রমণকারীরা রাতে থাকার জন্য সিলেটে ফিরে আসে। সিলেট শহরে মানসম্মত অনেক রেস্ট হাউজ ও হোটেল রয়েছে। দরগা গেট এলাকায় কম খরচে থাকতে পারবেন। ৪০০ থেকে ৩০০০টাকার মধ্যে রুম পাবেন এই এরিয়াতে।
🔰 কোথায় খাবেন
জাফলং-এ এখন কিছু রেস্টুরেন্টে রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য জাফলং ভিউ রেস্টুরেন্টে, সীমান্ত ভিউ রেস্টুরেন্টে ও পর্যটক রেস্টুরেন্টে। এছাড়া আপনি সিলেট শহরে খেতে পারবেন। এখানে সকালে নাস্তা জনপ্রতি ৫০-১০০ টাকা আর দুপুরের ও রাতের খাবারে জনপ্রতি ১৫০-৩০০ টাকা।
Bholaganj Sada Pathor Sylhet ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ গাইড : ভোলাগঞ্জ যাওয়ার উপায়, হোটেল রিসোর্ট, খাবেন কোথায়, কি কি দেখবেন, কোথায় কত খরচ হবে, ট্যুর প্ল্যান ও কম খরচের ভ্রমণ টিপস।
সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল। ভ্রমণ গাইডের এই ভিডিওতে আছে ভোলাগঞ্জ ট্যুর প্ল্যান সহ একটি পরিপূর্ণ ভ্রমণ নির্দেশনা।
◼️ সিলেট হোটেল ও রিসোর্ট | SYLHET HOTEL RESORT COST
সিলেট শহরের দরগা গেট হতে আম্বরখানা, তালতলা, লামাবাজার, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় ৫০০-১০০০ টাকা মানের অনেক হোটেল পাবেন। ভালো সার্ভিসের হোটেল গুলোর মধ্যে আছে হোটেল হলি গেইট, হলি ইন, লা ভিস্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল, নিরভানা ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড ইত্যাদি। এসব হোটেলে থাকতে খরচ হবে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। লাক্সারী হোটেল ও রিসোর্টের মধ্যে আছে রোজ ভিউ হোটেল, নাজিমগর রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস সহ আরও কিছু হোটেল। প্রতি রাতের জন্যে খরচ হবে ৮,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত।
◼️ ঢাকা থেকে সিলেট | DHAKA TO SYLHET
ঢাকার থেকে গ্রীন লাইন, সৌদিয়া, ইউনিক, এস আলম, শ্যামলি, এনা ও লন্ডন এক্সপ্রেস বাস ঢাকা সিলেট রুটে চলাচল করে। এসি বাসের ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে এবং নন-এসি বাস ভাড়া ৪৭০ থেকে ৬০০ টাকা।
◼️ সিলেট থেকে ভোলাগঞ্জ | SYLHET TO BHOLAGANJ
সিলেটের আম্বরখানা থেকে কিছুটা সামনে মজুমদারী এলাকা থেকে ডাবল ডেকার বিআরটিসি ও সাদা পাথর পরিবহনের টুরিস্ট বাস চলাচল করে। জনপ্রতি বাস ভাড়া ৬০-৭০ টাকা। লোকাল সিএনজির জনপ্রতি ভাড়া ১৩০ থেকে ১৫০ টাকা। আর সিএনজি রিজার্ভ নিলে যাওয়া ও আসা সহ সারাদিনের জন্যে ভাড়া লাগবে ১২০০ থেকে ১৪০০ টাকা। সারাদিনের জন্য লেগুনা রিজার্ভ নিলে ভাড়া লাগবে ২০০০-২৫০০ টাকা এবং মাইক্রো বা প্রাইভেট কার রিজার্ভ নিতে খরচ হবে ২৫০০-৩৫০০ টাকা।
সিলেট লেগুনা ড্রাইভারঃ সাজু - ০১৭৩৮ ৪৭৭০৪০ (ভ্রমণ গাইড রেফারেন্সে পাবেন কম খরচে ঘুরার সুবিধা)
◼️ ভোলাগঞ্জ বাজেট ট্যুর ও পরামর্শ | VOLAGANJ BUDGET TOUR TIPS
যদি ৪-৫ জন বা ৮-১০ জন মিলে গ্রুপ করে বেড়াতে যান গাড়ি ভাড়ার ক্ষেত্রে সুবিধা হবে। শুধু ভোলাগঞ্জ ঘুরার উদ্দেশ্য থাকলে রিজার্ভ গাড়ি নেওয়ার বদলে ভোলাগঞ্জে বাসে যাতায়াত করুন। হোটেলে থাকার ক্ষেত্রে দরদাম করে মোটামুটি মানের হোটেলে শেয়ার করে থাকুন। খাওয়া দাওয়া সবাই মিলে শেয়ার করে করুন। নন এসি বাস অথবা ট্রেনের শোভন চেয়ারে গেলে যাতায়াত খরচ কমে যাবে। আর ছুটির দিন বা পিক সিজন ছাড়া গেলে অনেক কিছুতেই ছাড় পাওয়া যায়। নূন্যতম খরচের হিসেব করলে ঢাকা থেকে ১ দিনের প্ল্যানে ৪-৫ জন মিলে ভ্রমণে গেলে জনপ্রতি ১৫০০-২০০০ টাকাতেই ভোলাগঞ্জ ঘুরে দেখতে পারবেন।

Пікірлер: 6
@tawsifrahman785
@tawsifrahman785 Жыл бұрын
😍😍
@nihadhasan8440
@nihadhasan8440 Жыл бұрын
🖤🥀
@Saif886
@Saif886 Жыл бұрын
জায়গাটা ছবির মতো সুন্দর। ❤আপনার ভিডিও উপস্থাপনা অনেক সুন্দর ছিল। এগিয়ে যান একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ। পাশে আছি। আশা করি আপনিও থাকবেন। ধন্যবাদ
@SkRayhanAkash
@SkRayhanAkash Жыл бұрын
Thank you vai
@RayhanVlogsOfficial
@RayhanVlogsOfficial Жыл бұрын
Nice vlog👍🥰🥰🌹
@SkRayhanAkash
@SkRayhanAkash Жыл бұрын
Thank you
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН