Kalpana Mondal Bus Driver: বাসচালক কল্পনা মণ্ডল

  Рет қаралды 2,607,686

Anandabazar Patrika

Anandabazar Patrika

2 жыл бұрын

বাসচালক কল্পনা
থার্টিফোর-সি রুটের বাসে চারবছর ধরে বাস চালাচ্ছেন কল্পনা। সংসারের স্টিয়ারিং নিজের হাতে তুলে নিতে বাস চালানোকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন কল্পনা।
#AnandabazarPatrika #Anandabazar #ABP

Пікірлер: 881
@jyotsnadutta9091
@jyotsnadutta9091 2 жыл бұрын
তোমাকে অনেক অভিনন্দন শুভেচ্ছা ও ভালবাসা জানাই ।চাকা প্রগতির প্রতীক , তুমি তোমার সব স্বপ্নই পুরণ করো এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ।❤❤❤❤❤❤❤❤❤❤
@tubaisarkar3448
@tubaisarkar3448 2 жыл бұрын
আমার মাতৃদেবীর নামো কল্পনা, উনিও প্রচন্ড সংগ্রাম করে আমার মত প্রতিবন্ধী ছেলেকে বড় করেছেন।
@dipayonghosh705
@dipayonghosh705 Жыл бұрын
নারী সবার ওপর ...নারী পারে না এমন কিছু নাই স্যালুট বোন তোকে ভালো থাকিস ।।।
@sunirmaldebroy3049
@sunirmaldebroy3049 Жыл бұрын
"কল্পনা" # কখনোই কল্পনা করতে পারিনি যে তোমার মতো একটি মেয়ে এতো ভালো বাস চালাতে পারে । অজস্র অভিনন্দন ও ধন্যবাদ তোমাকে । অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো । ভালো থেকো ।
@parthasarathibanerjee70
@parthasarathibanerjee70 Жыл бұрын
বাঙ্গালীর গর্ব। সন্মানের সাথে বেচেঁ থাকা। আমি একজন সিনিয়র সিটিজেন তোমায় আশীর্বাদ করি ভালো থেকো দশজনের প্রেরণা হয়ে বেচেঁ থাকো।👍
@arpitabasu9149
@arpitabasu9149 2 жыл бұрын
এগিয়ে যাও কল্পনা।তুমি অনুপ্রেরণা
@ashrafulalam5657
@ashrafulalam5657 Жыл бұрын
এইটুকুন মেয়ে সংসারের হাল ধরেছে সত্যি অকল্পনীয় । আল্লাহ পাক মহান তিনিই একমাত্র ভরসা এবং হেফাজত কারী ।
@uttamsarkar9704
@uttamsarkar9704 Жыл бұрын
যুগ যুগ জীও কল্পনা, তোমার বাবা মাকেও আনতরিক ‌অভিননদন।
@saikatbhattacharjee5756
@saikatbhattacharjee5756 Жыл бұрын
অসাধারণ একটি পর্ব। এখন বাংলার প্রতিটি ঘরে ঘরে দরকার এইরকম একেকজ কল্পনার। আমি খুবই গর্বিত যে, আমাদের কলকাতার বুকেই আছে আমার এইরকম বেশ কয়েকজন বোন, আজ যারা সম্পূর্ণ নিজের চেষ্টায় ও গরজেই গড়ে তুলেছে নিজেকে। খুঁজলে হয়তো সারা বিশ্বেই পাওয়া যাবে এইরকম অনেক কল্পনার সন্ধান।
@RealitywithSM
@RealitywithSM 2 жыл бұрын
গর্বিত বোধ করছি একজন নারী হিসেবে। আমি নিজেও একজন সংগ্ৰামী নারী, আমার বাবা ছিলেন আমার পুরোপুরি সমর্থক। নারী এভাবেই মাথা উঁচু করে এগিয়ে চলুক।
@samsuddingazi7281
@samsuddingazi7281 Жыл бұрын
বাঃ কল্পনা ধন্যবাদ
@pompigayay7633
@pompigayay7633 11 ай бұрын
O
@keyanaskar5938
@keyanaskar5938 Жыл бұрын
খুব ভালো লাগল এবং গর্ববোধ হলো এই ভাবে এগিয়ে যাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থেকো সুস্থ থেকো বাবা মা কে নিয়ে
@sudhanbasak8240
@sudhanbasak8240 11 ай бұрын
কল্পনা মন্ডলকে অনেক ধন্যবাদ বাস গাড়ি চালানোর জন্য,মেয়েরা এভাবে কাজের নজীর গড়লে সেটা আমাদের সমাজের কাছে গর্বের বিষয়
@jayaroy9236
@jayaroy9236 2 жыл бұрын
বা বা !!বুকটা খুব গর্বে ভরে গেলো। এগিয়ে যাও।
@rashbeharisen3700
@rashbeharisen3700 2 жыл бұрын
হাজার কল্পনার জন্ম এইটুকু প্রর্থনা করি। 🙏🙏🙏 salute
@supravatdas9613
@supravatdas9613 Жыл бұрын
Many many thanks for your dream
@Kaushik-ly3ho
@Kaushik-ly3ho 5 күн бұрын
Jail👮🚓👮🚓👮🚓👮🚓👮🚓👮🚓👮🚓👮🚓 police lokap😊😊😊😊
@AshrafShifat
@AshrafShifat 2 жыл бұрын
কল্পনারা বাস্তবতায় ভাল থাকুক 😊
@mdemdadhossain3800
@mdemdadhossain3800 5 ай бұрын
কল্পনার জীবনের সাফল্য কামনা করছি!! বাস্তবতা অনেক কঠিন!! জীবন যুদ্ধে লড়াকু সৈনিক আমাদের তথা কথিত মানবিক ও সামাজিক সংস্থা পুলির কাজ কি জাতি জানতে চায় 😂😂😂
@Saifulislam-og1cu
@Saifulislam-og1cu Жыл бұрын
এমন মা বাবাকে সেলুট জানাই সন্তান কে সব সময় সাহস দেয়
@pa591
@pa591 Жыл бұрын
যেমন হাঁসি খুশি , তেমন সাহসী, এগিয়ে যাও,
@mohammadtushar1524
@mohammadtushar1524 Жыл бұрын
সাহস আর মনোবল দুটোই আছে মেয়েটার মাঝে । একদিন বিশ্ব জয় করবে কল্পনা 💖
@arupdutta9815
@arupdutta9815 Жыл бұрын
llllll,
@tupsimalakar7837
@tupsimalakar7837 Жыл бұрын
কল্পনা বোন এগিয়ে চলো । তুমাকে দেখে অনেক বোনের আত্মবিশ্বাস চলে আসবে ।আর তুমার মা ও বাবাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা মেয়েকে জন্ম দেওয়ার জন্য।
@sudipdey8103
@sudipdey8103 Жыл бұрын
Beautiful story. অনেক শুভেচ্ছা রইল কল্পনা 👍
@ilasamaddar821
@ilasamaddar821 11 ай бұрын
আরো অনেক কল্পনা তৈরী হোক দেশে। অনেক অনেক শুভেচ্ছা কল্পনা!
@mdaminur-lm1df
@mdaminur-lm1df 9 ай бұрын
মা কল্পনা আমি বাংলাদেশ থেকে তোমাকে আশীর্বাদ করি তুমি অদম্য সাহস নিয়ে এগিয়ে যাও।তুমি ও তোমার পরিবারের মণ্গল কামনা করছি।আল্লাহর দয়ায় তুমি অনেক দূর এগিয়ে যাও।শুভে্চছান্তে আমিনুর
@finally2kill_X_FF
@finally2kill_X_FF 5 ай бұрын
@goahead4592
@goahead4592 Жыл бұрын
প্রতিবেশী , সমাজ কি বলে পরোযা করো না বোন এগিয়ে চলো
@shyamaprosadadhikari8631
@shyamaprosadadhikari8631 Жыл бұрын
মেয়েটাকে সবাই আশীর্বাদ করুন এবং সাধ্য মত সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
@shyamalchatterjee6803
@shyamalchatterjee6803 Жыл бұрын
Mamta didi ke request karchi Kalpana mandal ke state Bus a Driver pade nijukta karte .
@shyamalchatterjee6803
@shyamalchatterjee6803 Жыл бұрын
CM ke sabaichap din jate Kalpana state bus ae job pain.
@joydebroy3124
@joydebroy3124 Жыл бұрын
nari sakti
@h.k.banerjee4400
@h.k.banerjee4400 Жыл бұрын
@@shyamalchatterjee6803 কল্পনা কে কি দিদি নিজের কাজে লাগানোর কথা কল্পনা করতে পারবে ? কারণ দেশের পাল্লা তো রাজনীতির বাটখারা দিয়ে মাপা হয়
@rinkuroy927
@rinkuroy927 Жыл бұрын
...
@haimontigupta4182
@haimontigupta4182 Жыл бұрын
Lots of love for Kalpana. She has made her family proud..... Chitta jetha bhoisunyo Uchha jetha shir.....
@anandobisal7830
@anandobisal7830 Жыл бұрын
আমি বাংলাদেশ থেকে বলছি কল্পনা দি তুমি এক জলন্তো উদাহরণ হয়ে থাকবে
@arunsarkar9987
@arunsarkar9987 Жыл бұрын
খুব সুন্দর একটি প্রতিবেদন,মন ভরে গেলো, এই ছোট্ট মেয়েটির অদম্য ইচ্ছা শক্তি ওকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে, ঈশ্বরের কাছে প্রার্থনা ও যেন আরও এগিয়ে যেতে পারে।
@user-hz6go8ec6h
@user-hz6go8ec6h 5 ай бұрын
Very good
@dipankarchakraborty8874
@dipankarchakraborty8874 Жыл бұрын
সাবাস ভারতীয় নারী সেলুট তোমায এগিয়ে চলো।
@runarunkumar5173
@runarunkumar5173 Жыл бұрын
খুবই ভাল লাগল কল্পনার জীবন যুদ্ধের কথা জেনে।
@rrpoddar
@rrpoddar Жыл бұрын
খুব ভালো লাগলো সাহসী মেয়ে কে দেখে, আশীর্বাদ রইলো.
@srirupdas5455
@srirupdas5455 Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে ভাইঝি। ভালো থেকো।চোখ কান সজাগ রেখে গাড়ি চালান।
@prabesh5339
@prabesh5339 Жыл бұрын
যেভাবে বাবাকে 'বাবা ই আমার গুরু' বলে ওঁর সম্মান বজায় রাখছো সেই সম্মানটাই তুমি ফিরে পাবে মা। তোমাকে আমি মা বলেই ডাকলাম
@anamikadutta8117
@anamikadutta8117 Жыл бұрын
8
@jyotisen4994
@jyotisen4994 Жыл бұрын
তোমাকে দেখে মেয়েরা শিখুক। তুমি একটা Institution. জয় হোক জননী।
@Chendwnbabo.Chendwn
@Chendwnbabo.Chendwn 8 ай бұрын
শুভ কামনা রইলো কল্পনার প্রতি এবং অশেষ ভালো বাসা রহিল,সাহস আর মনো বল নিয়ে এগিয়ে যাও, কল্পনা আশীর্বাদ করি, চিটাগাং বাংলাদেশ,❤
@tsamanta7063
@tsamanta7063 Жыл бұрын
তোমাদের মতো মেয়েরা বাংলার গর্ব ,ঈশ্বরের কাছে তোমার জন্য আর্শীবাদ কামনা করি। 👍👍
@rimpasarkar1806
@rimpasarkar1806 Жыл бұрын
অসাধারণ প্রতিবেদন। শুভেচ্ছা রইল কল্পনা।
@apalasarkar3579
@apalasarkar3579 2 жыл бұрын
কল্পনা এগিয়ে চলো মা 👍।
@susmoypal3436
@susmoypal3436 Жыл бұрын
ঈশ্বর তোমার মঙ্গল করুক জীবনে এগিয়ে যাও সফলতার চূড়ায় ❤❤
@subhrabasu7320
@subhrabasu7320 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rubinayeasmin2033
@rubinayeasmin2033 Жыл бұрын
আমি মনে করেছিলাম আমিই প্রথম বাস চালক হবো, এখন দেখি আমার আগেই হয়ে গিয়েছে দোয়া রাখি আরও বড় হোক
@lakshmikantahansda3235
@lakshmikantahansda3235 Жыл бұрын
খুব ভালো লাগলো কিন্তু পড়াশুনা graduation পর্যন্ত করলে খুব ভালো হতো।
@hariroy4277
@hariroy4277 Жыл бұрын
🙏🙏🙏 ধন্য মা তোর জীবন, বাংলার ঘরে ঘরে এরকম মে জন্মাকl
@mdnurulislamkhan568
@mdnurulislamkhan568 11 ай бұрын
বাংলাদেশ থেকে কল্পনার গাড়ী চালানো দেখে অভিভূত হলাম। আমি ৩/৪ মাস পরে একবার কলকাতা বেড়াতে আসি। ওর পরিবারের সঙ্গে দেখা করতে চাই।
@skhalimtutul4016
@skhalimtutul4016 Жыл бұрын
ভালোলাগায় মন ভরলো,,কল্পনার জন্য স্যালুট।।
@shankarbaidya5855
@shankarbaidya5855 Жыл бұрын
তোমাকে অনেক ধন্যবাদ, এগিয়ে যাও
@bikahsroy-km7dl
@bikahsroy-km7dl Жыл бұрын
তোমাকে সেলূট বোন। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার ভবিষ্যৎ যেনো উজ্জ্বল হয়।
@user-jl5qw7fe6z
@user-jl5qw7fe6z 11 ай бұрын
আবার যখন কোলকাতায় আসবো তখন কিন্তু কল্পনার বাসে উঠব। স্যালুট কল্পনা তোমাকে।
@s.m.teducation5253
@s.m.teducation5253 Жыл бұрын
বোন দারুন লাগলো, নারীরা যে পারে এটা তোমার মাধ্যমে ছড়িয়ে যাক। সুস্থ থেকো ভালো থেকো।
@baidyanathhansda426
@baidyanathhansda426 Жыл бұрын
এই রকম কল্পনার জন্ম আরো অনেক হোক। খুলে ফেলুক যতো পাবন্দী। এগিয়ে চলুক এই কল্পনার মতো বোনরা। দেখে গর্বে ভরে গেল মনটা যে আমাদের মেয়েরাও পারে।
@sukdevsardar8649
@sukdevsardar8649 Жыл бұрын
Thanks...agia jao...( Go ahead )..safal hbei...asirbad railo..god bless you
@debasishsarkar501
@debasishsarkar501 Жыл бұрын
আমি একটু বেশি আবেপ্রবণ,তাই হয়তো ভিডিওটা দেখতে দেখতে চোখে জল এসে গেল...... আর কি বলবো...... Be careful..….. Lot's of love 💕......
@dulaldasofficial902
@dulaldasofficial902 Жыл бұрын
ভিডিওটি দেখতে গিয়ে চোখে। জল চলে এল এগিয়ে যাও আমরা সবাই পাশে আছি
@thekatulykingdom9794
@thekatulykingdom9794 Жыл бұрын
ড্রাইভার ম্যাম এর হাসিটা দারুণ।
@SSCESMARTEDUCATION
@SSCESMARTEDUCATION 2 жыл бұрын
বাংলার কন‍্যা সন্তানরা আজ প্রতিটি ক্ষেত্রে স্বমহিমায় কাজ করে চলেছেন।।💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@sarmisthamookherjee1835
@sarmisthamookherjee1835 Жыл бұрын
অসাধারণ ভিডিও। খুব ভাল লাগল। অনেক শুভেচ্ছা রইল ওর জন্য!!
@probirbiswas3065
@probirbiswas3065 2 жыл бұрын
কল্পনা তুমি সরকারি ড্রাইভার পোষ্ট এ পরীক্ষা দিতে পারো
@xyz..2065
@xyz..2065 2 жыл бұрын
Power of a women..we need many more strong girl like her in our society..salutes her
@subhrabasu7320
@subhrabasu7320 Жыл бұрын
May God Bless you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹All Time stay safe, stay safe 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Take care 😭😭😭😭😭😭🌹😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌹🌹 Arup Ratan Addvoket Arambagh Court Addvoket, Sangita MonDal Arambagh, Out Of Alok Roy V. I. S.A.
@debabrataghosh6366
@debabrataghosh6366 Жыл бұрын
বোন সব সময় সৎ পথে থাকবে, ভগবান তোমার সঙ্গে থাকবেন। তোমার এই হাঁসি মুখ সব সময় বজায় রাখবে। এমন বাবা মা কে প্রণাম। কোন কাজ ছোট না।
@rameswar1972
@rameswar1972 Жыл бұрын
অসাধারণ.... অনেক অনেক শুভেচ্ছা.. মা.. এগিয়ে যা
@noelchakrobartty1604
@noelchakrobartty1604 Жыл бұрын
Great job ❤ u r the best… God bless you all…. 🇺🇸 🇧🇩 ❤
@Tourism69537
@Tourism69537 Жыл бұрын
Very good excellent driving skills 👍👍
@purnamoyeekabiraj9590
@purnamoyeekabiraj9590 2 жыл бұрын
Many many congratulations Kalpana. May you prosper in your life. God bless you❤
@mdrabbani7089
@mdrabbani7089 Жыл бұрын
সকল মানুষের জন্য মহান সৃষ্টি করতার কাছে শুভ কামনা রইল,
@justanotherperson2576
@justanotherperson2576 Жыл бұрын
পাওয়ার স্টিয়ারিং ছাড়া ওই গাড়ি ও কাটায় কি করে? আমি তো পুরোই অবাক!! 😮😯
@mr.unique_editor
@mr.unique_editor Жыл бұрын
তোমার মত সাহসী, কর্মঠ মেয়ের জীবনে সবসময় সফলতা জরিয়ে থাকবে। আমি আশীর্বাদ করি, তুমি তোমার মা, বাবাকে পাশে রেখে এভাবে এগিয়ে যাও। তুমি সফল হবে।
@manobichatterjee6316
@manobichatterjee6316 Жыл бұрын
সব সময় সাবধানে গাড়ি চালাবে।ঈশ্বর তোমার পাশে আছেন।
@tapasikala8667
@tapasikala8667 Жыл бұрын
কল্পনা চাওলার কথা মনে পড়ে গেল 💙💙
@user-vq7yn9hw4n
@user-vq7yn9hw4n 2 ай бұрын
দিদি,,তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বাংলাদেশ।
@nabinmondal8069
@nabinmondal8069 Жыл бұрын
খুব ই গর্বিত হলাম। কল্পনাকে গাড়ি চালাতে দেখে।
@rajujamadarjamadar5891
@rajujamadarjamadar5891 11 ай бұрын
ভালো রাখ আল্লাহু মেয়েটাকে
@rajibchakrabarti9050
@rajibchakrabarti9050 2 жыл бұрын
Excellent Kalpana. I strongly believe that women are equally good to men at work field.
@somchatterjee7102
@somchatterjee7102 Жыл бұрын
এগিয়ে চল। অনেক অনেক আশীর্বাদ করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি আরও সাহসী হও।
@chandrabanerjee4253
@chandrabanerjee4253 Жыл бұрын
Congratulations dearest "Kalpona".You r great dear.
@srikntadas9383
@srikntadas9383 Жыл бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranadhirbanerjee8568
@ranadhirbanerjee8568 Жыл бұрын
কুর্ণিশ জানাই এই কণ্যাশ্রীকে। মনটা ভরে গেল। ওইটুকু একটা মেয়ে যেভাবে অতবড় একটা বাসকে চালিয়ে নিয়ে যাচ্ছে, দেখে সত্যিই খুব ভালো লাগলো।
@pradipbhattacharjee8365
@pradipbhattacharjee8365 Жыл бұрын
Bravo Kalpana. Try to complete madhyamic and then try for Rly Diesel /EMU Driver .Our best wishes with you.
@syamalbhattacharya3104
@syamalbhattacharya3104 Жыл бұрын
ভগবান তোমার মঙ্গল করুন। তুমি নিজের জন্য, বাবা মার জন্য করছ,এটাই তো তোমাকে অনেক উপকৃত করবে।আশীর্বাদ করি তোমার নিশ্চয়ই ভাল হবে। ।🙌🙌🙌
@user-hk1sy9rm4f
@user-hk1sy9rm4f 11 ай бұрын
কল্পনা, তুমি এয়ারলাইন পাইলটের চেয়ে কোনো অংশে কম নও। অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো।
@ashokkumarganguly4982
@ashokkumarganguly4982 Жыл бұрын
খুব ভালো লাগলো তোমার গাড়ি চালানোর পারদর্শিতা দেখে অবাক হয়ে গেলাম। ভালো থেকো সুস্থ থেকো।
@pujamondal8672
@pujamondal8672 Жыл бұрын
As a woman I'm very glad to see this.... Proud of you... Just go ahead sister... I pray to God for your better future... ❤️ ❤️ ❤️
@swapankarmakar1628
@swapankarmakar1628 Жыл бұрын
খুব ভালো এগিয়ে যাও 👍🏻
@bipulroy1459
@bipulroy1459 Жыл бұрын
তাই বলতে চাই হে বাবা মায়েরা তোমাদের নারী সন্তানদের কর্ম করার সুযোগ দাও। আমি আর চোখে জল ধরে রাখতে পারলাম না। আবারো বলতে চাই সফল নারীদের ফলো করো।
@Tiku-Ka-Tick-Talk
@Tiku-Ka-Tick-Talk Жыл бұрын
কল্পনা তোমাকে সাহস দেখে খুব গর্ব হয় তুমি সুখী হও জীবনে আরো কিছু কোরো....
@subhrajyotighosh6714
@subhrajyotighosh6714 Жыл бұрын
Salute sister... You are indeed a great inspiration the way you are holding the stiring of your household
@rajdeepkar4111
@rajdeepkar4111 2 жыл бұрын
Best of luck Kalpana. Trully inspirational. In case, this msg can reach Mamata Didi, requesting you to give a job to Kalpana in CST or SBSTC.
@AzizurRahman-zc3jz
@AzizurRahman-zc3jz Жыл бұрын
বীরাঙ্গনা কল্পনা মন্ডলকে অভিনন্দন মহতী উদ্যোগে! জীবনের কত রুপ, রস, রঙ সবকিছুর উর্ধ্বে তার মননশীল আত্মনিয়োগ সত্যিসত্যিই প্রশংসার দাবিদার! জীবনকে বাস্তবের কাছাকাছি নিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেছে!
@bimalsahis620
@bimalsahis620 Жыл бұрын
তুমি গর্ব , তুমি অনু প্রেরনা ।এই ভাবে এগিয়ে যাও ,ঈশ্বর সব্বাইকে ভাল রাখুন ।
@habiburrhman302
@habiburrhman302 Жыл бұрын
আমার অন্তর ইস্তলথেকে ভালবাসা ও ধন্যবাদ জানাচ্চী।
@uzzalmia2865
@uzzalmia2865 Жыл бұрын
এই মেয়ে পরিবারের হালধরতে বাস চালায় , এর জন্য তাকে অভিনন্দন
@debarajmurmu6681
@debarajmurmu6681 Жыл бұрын
You are great inspiration of young stars....@Kalpana Ji🙏
@sonjoydas4342
@sonjoydas4342 Жыл бұрын
Very powerful girl, all the wish for her even she doesn't need that because she's masterclass........ Well done👍👍👍👍
@rajibroy2220
@rajibroy2220 Жыл бұрын
সাবাস কল্পনা বোন তুমি এভাবেই এগিয়ে যাও
@user-vz3ku2qr1e
@user-vz3ku2qr1e Жыл бұрын
সাহস অনেক- কল্পনারও অতীত! শুভেচ্ছা রইলো
@souvikbiswas3119
@souvikbiswas3119 Жыл бұрын
Kuddos to u girl Keep it up Drive safe and stay healthy
@studioindia6966
@studioindia6966 Жыл бұрын
খুব ভালো লাগলো। বর্তমানে এটাই চাই।।
@bdvoice9066
@bdvoice9066 Жыл бұрын
দোয়া রইল আপু মণি তোমার জন্য ধন্যবাদ দাদা এবং দিদিকে মেয়ের সাথে সব সময় থাকেন আপনারা।
@sfxtutorial5377
@sfxtutorial5377 Жыл бұрын
She is our brave sister. Go on sister. May God bless lots of happiness and prosperity in your life. We are proud of you sister.
@Writwij
@Writwij Жыл бұрын
Salute Sister, অদম্য ইচ্ছা শক্তি তোমায় এগিয়ে নিয়ে যাবেই।
@BongHindGaming
@BongHindGaming Жыл бұрын
eta ami ki dekhe nilam...😮 m amazed ... more power to her 💪 this is insane 😍🙏
@zakirzakir3102
@zakirzakir3102 Жыл бұрын
মাশাআল্লাহ ছেলে মেয়ে বলে কথা নয় ইচ্চা সবাই সব কাজ করতে পারে।
@ShakilKhan-dq3zi
@ShakilKhan-dq3zi Жыл бұрын
ধন্যবাদ জানাই আললাহ আপনাকে ভালো রাখে যেনো।
@sukumarpalai4041
@sukumarpalai4041 Жыл бұрын
চালিয়ে যাও বোন ভালো থেকো , হরেকৃষ্ণ
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 65 МЛН
UFC 302 : Махачев VS Порье
02:54
Setanta Sports UFC
Рет қаралды 929 М.
Когда на улице Маябрь 😈 #марьяна #шортс
00:17
Lok Sabha Election 2024। Goutam Deb। অকপট গৌতম দেব
7:00
EXTREMELY HIGHSPEED & SKILLED SCANIA BUS DRIVING At NH 19 | VOLVO BUS Driving
13:14
Travel with Subhajit 2.0
Рет қаралды 17 МЛН
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 65 МЛН