কর্ণ আর পরশুরাম || Story of Karna and Parashurama || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

  Рет қаралды 109,024

Nrisingha Prasad Bhaduri

Nrisingha Prasad Bhaduri

Жыл бұрын

.
.
.
.
.
.
#karna #bramhastra #parashurama #parashuram #nrisingha_prasad_bhaduri #puran #dasavatar #avatar #mahabharat #mahabharatham #mythology #indianmythology #Indianhistory #vedas #shastras #hindu #parshuram

Пікірлер: 237
@arnabbarman9090
@arnabbarman9090 Жыл бұрын
প্রণাম নেবেন 🙏। মহাভারতের এত জীবন্ত উপস্থাপনা সত্যি অনবদ্য! আমার মতে কর্ণের চেয়েও বেশি বঞ্চিত ও ব্যবহৃত হয়েছেন,বেশি ত্যাগ স্বীকার করেছেন ভীম পত্নী হিড়িম্বা। না পেয়েছিলেন স্ত্রীর যোগ্য সম্মান আর না পেয়েছিলেন রাজবাড়ির ন্যায্য অধিকার ও সম্মান অথচ ধর্মস্থাপনা হেতু যুদ্ধক্ষেত্রে নিজের মহান পুত্র ঘটোৎকচ ও পৌত্র বীর বারবারিকের বলিদান স্বীকার করতে হয়েছিল।।
@sovaranidas4853
@sovaranidas4853 4 ай бұрын
ঝর্ণাধারার মতো জ্ঞান যেন ঝরে পড়ছে , আমাদের মতো মানুষের অনেক সৌভাগ্য যে তা শোনার সুযোগ পাচ্ছি ।
@deepanjanachakraborty2756
@deepanjanachakraborty2756 Жыл бұрын
এত বড় মহান বীর অথচ কি বিষাদগ্রস্ত জীবন।মনটা ভারি হয়ে যায়।সারা মহাভারতে এনার জীবন আর অভিমন্যু র জীবন বড়ো কষ্টের।
@sribaschowdhury3741
@sribaschowdhury3741 Жыл бұрын
আমার মনে হয় কর্ণের জীবন ট্র্যাজিক কিন্তু খুব একটা কষ্টের নয়। কারণ কর্ণ সারাজীবন সুখ ভোগ করেছেন, যতদিন তিনি নিজের আসল পিতৃ পরিচয় জানেনি। অন্য দিকে শ্রীকৃষ্ণ আর পাণ্ডব দের জীবন ভেবে দেখুন। কতটা চড়াই উতরাই এসেছে ওনাদের জীবনে। তাহলে জীবনে কারা বেশি কষ্ট করেছে?
@toolnerdtechie
@toolnerdtechie Жыл бұрын
@@sribaschowdhury3741 কী বলছেন , কোনো সুখ ই কর্ণ ভোগ করে নি , শুধু রাজার মুকুট পরে নিলেই কি সুখ আসে নাকি
@sribaschowdhury3741
@sribaschowdhury3741 Жыл бұрын
@@toolnerdtechie তাহলে সুখ কী ভাবে আসে? ত্যাগ করে?
@spendcuber1199
@spendcuber1199 Жыл бұрын
@@sribaschowdhury3741 Pratyek ta character-e tragic. Mahamati Bidur theke Pitamaha Visma ke sukhi? Morality maintain korte giye sakolei dukhi. Manob jeebon bodh hoy emoni hoy ! Jader neeti nei tarai sukhi - sekal theke ekale, sob kalei. Shudhu parinoti ba climaxe ta aalada hoy karmo anusare .
@debdipsarkar9897
@debdipsarkar9897 Жыл бұрын
চিরদিন শুধু বঞ্চিতই হয়েছেন কর্ণ।
@sanjuktamondal6511
@sanjuktamondal6511 Жыл бұрын
আমাদের প্রাচীন কাব্য কতো সমৃদ্ধ ছিল। খুব ভালো লাগে শুনতে। কর্নের জীবন খুব ট্রাজিক। কেন এরকম একটা চরিত্র সৃষ্টি হলো? পরশুরামের চরিত্র ও ট্রাজিক। মনকে নাড়া দেয়। ভালো থাকবেন। শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই🌹🌹
@indranichakraborti4169
@indranichakraborti4169 Жыл бұрын
বহুদিন ধরেই কর্ণ প্রসঙ্গ আপনার কাছে শোনার ইচ্ছা ছিল । আজ ধন্য হলাম। প্রণাম গ্রহণ করবেন 🙏
@muktimaity7646
@muktimaity7646 Жыл бұрын
মন ভরে গেছে, মনে মনে মন ভারাক্রান্তও ।বহু চর্চিত ট্র্যাজিক নায়ক কর্ণ ,আপনার মুখে শুনতে শুনতে মনে হচ্ছিল আমরা যেন ধৃতরাষ্ট্র ও সঞ্জয় সংবাদের মত চোখের সামনে দেখতে পাচ্ছি।সশ্রদ্ধ প্রনাম নেবেন স্যার।খুব ভালো থাকুন।
@drbananisur497
@drbananisur497 Жыл бұрын
ভীষন ভাল লাগল আপনার বক্তব্য
@sudeshnapal5183
@sudeshnapal5183 Жыл бұрын
খুব ভালো লাগছে। প্রণাম জানাই শ্রীচরণকমলে। অনেক অনেক দিন আপনার আলোচনা শুনতে চাই। মহাকবি ভাসের নাটক গুলি ক্রমান্বয়ে আপনার আলোচনায় আলোচিত হবার জন্য বিনম্র-আবেদন জানাই। সবশেষে আপনার শারীরিক সুস্থতা কামনা করি।।
@tonmaychakroborty5431
@tonmaychakroborty5431 Жыл бұрын
সম্পুর্ন মহাভারত আপনার কাছে শোনার ইচ্ছে রাখি
@ajantabhattacharjee5356
@ajantabhattacharjee5356 29 күн бұрын
আমি আজ প্রথম আপনা কে শুনলাম, আমি ধন্য,আপনাকে প্রসংশা করবার যোগ্যতা আমার নেই শুধু বলবো আপনি সুস্থ থাকুন আর এ ভাবে আমাদের ঋদ্ধ করুন ।প্রণাম
@pathikrupokaar4593
@pathikrupokaar4593 Жыл бұрын
Thumbnail এ কর্ণ এবং পরশুরামের যে চিত্রটি ব্যবহৃত হয়েছে, সেটি ভারতীয় চিত্রকলার বিখ্যাত শিল্পী স্বর্গত অজয় ঘোষ(অজয়'দা) মহাশয়ের সৃজন। উনি কলকাতার সরকারী আর্ট কলেজে আমাদের মাস্টারমশাই ছিলেন। 🙏💖🌿
@dr.prasenjitbhattacharya2338
@dr.prasenjitbhattacharya2338 Жыл бұрын
Jj
@ranjanadhar9345
@ranjanadhar9345 Жыл бұрын
যেমন বলেছিলেন সেদিন, মধুরভাবে বলতে চান। ঠিক তেমন ভাবেই আজ আপনার নাটক টি শুনলাম। কর্ণের বঞ্চনাময় জীবন টা খুব ভাবায়। এখনো যে এমন মানুষ জন্মায় না, তা কিন্তু নয়। এই বঞ্চনার স্বীকার যে সমস্ত মানুষরা আছেন তারা কোথাও যেন কর্ণের ওই দান স্বভাব টি প্রাপ্ত হন। তারা নিজের কথা না ভেবেই মুক্ত হস্তে দান করেন এবং অন্যের দেওয়া কষ্টগুলো ও হাসি মুখে মেনে নেন। দুর্যোধনের থেকে যে বন্ধুত্বপূর্ণ সম্মান পেয়েছিলেন কর্ণ সেটাও তিনি ভুলতে পারেন নি। আপনারই লেখা কর্ণের চরিত্র বিশ্লেষণটি পড়ে বোঝার চেষ্টা করেছি কর্ণকে। আজকের বিশ্লেষণ ও নাটকটি খুব সুন্দর ভাবে অনুধাবন করেছি। প্রণাম রইলো। শুভ রাত্রি।
@creative_pittu
@creative_pittu Жыл бұрын
অনেক নেতা মন্ত্রী আজ ঠিক কর্ণ যেন ,,😜
@ranjanadhar9345
@ranjanadhar9345 Жыл бұрын
@@creative_pittu আমার মনে এখানে বর্তমানে রাজনৈতিক নেতাদের নিয়ে কোনো কমেন্ট না করাই ভালো। কিছু মনে করবেন না প্লিজ।
@sarmisthaacharya697
@sarmisthaacharya697 Жыл бұрын
আহা হা !!! অপূর্ব অপূর্ব !!! প্রণাম নেবেন স্যার 🙏🙏🙏দারুণ দারুণ পড়া শুনলাম স্যার 🙏🙏🙏মন ভরে গেল 🙏🙏🙏
@openbookish
@openbookish Жыл бұрын
আপনার মত জ্ঞানবৃদ্ধ প্রনম্য মানুষ এর থেকে এই আলোচনার রস আস্বাদন করতে পেরে বড়ই তৃপ্ত। আমি আপনারই মত একজন বৈষ্ণব, কৃষ্ণভক্ত, মহাপ্রভু শ্রী চৈতন্য আমার আরাধ্য। মহাভারতে অর্জুন ও কৃষ্ণের সম্পর্ক নিয়ে বড়ই কৌতুহল হয়, শ্রীকৃষ্ণ অর্জুন কেই কেন বেছে নিয়েছিলেন একথা বড় জানতে ইচ্ছা করে, তিনি সর্বদাই অর্জুন এর শুভাকাঙ্ক্ষী, তাকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ সদা তৎপর, এর কি কোনো বিশেষ কারণ ছিল? মিত্রধর্ম কি শুধু একা শ্রীকৃষ্ণই রক্ষা করেছিলেন নাকি অর্জুনও তার সাধ্যমত সময় বিশেষে শ্রীকৃষ্ণ কে সাহায্য করেছিলেন? শ্রীকৃষ্ণ কি অর্জুন কেই শ্রেষ্ঠ বলে মেনেছিলেন নাকি এই তৃতীয় পাণ্ডব ও তাঁর রোষের শিকার হয়েছিলেন কখনো? এই সম্পর্কে আপনার মতামত, মূল্যায়ন এবং বিশ্লেষণ জানালে বড়ই উপকৃত হব।
@sarkarpratul6043
@sarkarpratul6043 7 ай бұрын
অনবদ্য বিশ্লেষন।
@bubulbanarjee5081
@bubulbanarjee5081 Жыл бұрын
আজ আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম কর্ণ ও পরশুরাম। আপনাকে শতকোটি প্রণাম জানাই
@indiradasgupta
@indiradasgupta Жыл бұрын
আপনার গলায় কর্ণ ও পরশুরাম এই episode শুনতে শুনতে অভিভূত হয়ে গেলাম। অপূর্ব। অনেক ধন্যবাদ আপনাকে এই ভাবে আমাদের সমৃদ্ধ করার জন্য।
@nabanitamajumdar8848
@nabanitamajumdar8848 Жыл бұрын
অনবদ্য ব্যাখ্যা। মন ভরে গেল।🙏⚘️
@subhaschandrabhattacharyya86
@subhaschandrabhattacharyya86 Жыл бұрын
অসাধারণ বর্ননা।
@ln.stotadasgupta4403
@ln.stotadasgupta4403 Жыл бұрын
অপূর্ব সুন্দর বিশ্লেষণ। মহাভারতের কথা নতুন করে জানলাম।
@rajarshichakrabarti
@rajarshichakrabarti 8 ай бұрын
Ami Sanskrit janina kintu Mahabharat er bangla translation porechi ebong amar choto belar mon bisshito hoeche. Amar shantan keo paranor cheshta korbo.. Mahabharat ei juge r shange akhono prashongik. Keno prashongik shei uttor khojata nijossho baper.. Pronam janai onake erom ashadharon akta uposthapona r jonno.
@Dissolvingself
@Dissolvingself Жыл бұрын
Asadharon! Anyone whoever enjoys the original version would love it! It is very difficult to get such narration keeping the original as it is without any distortion! We are grateful to you for doing such a monumental work. Such efforts will definitely contribute a lot for restoration of our cultural heritage. 💐💐💐🙏🏼
@ramchandrade2826
@ramchandrade2826 Жыл бұрын
খুব ভালো লাগলো,অনেক শ্রদ্ধা জানাই স্যার আপনাকে🙏🙏
@sharmisthaghatak6501
@sharmisthaghatak6501 10 ай бұрын
Asadharan apnar alochana khub sundor mon bhore gelo 🙏🙏
@madhukapoor1327
@madhukapoor1327 Жыл бұрын
প্রতিবারই মুগ্ধ হই আর মনে হয়ে এর থেকে বেশি ভালো হতে পারে না । কিন্তু এইটা অনুত্তম। প্রণাম নেবেন দাদা ।
@soumenmahapatra1340
@soumenmahapatra1340 Жыл бұрын
Very much interesting and helpful 😊
@somachakraborty8646
@somachakraborty8646 Жыл бұрын
স্যার, যেমন আপনার বাগ্মিতা, তেমন অপূর্ব উচ্চারণ, চৌম্বকীয় আকর্ষণে একেবারে নিমজ্জিত হয়ে থাকি। প্রতিবার শেষ হয়ে গেলে, মনে হয়, আরও একটু শুনতে পেলে ভালো হোতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন 🙏
@namashiva1
@namashiva1 Жыл бұрын
অসাধারণ বর্ননা। প্রণাম জানাই ।
@swagatabanerjee5118
@swagatabanerjee5118 Жыл бұрын
খুব ভালো লাগলো স্যার۔۔۔প্রণাম নেবেন 🙏
@dhruba
@dhruba Жыл бұрын
দারুন 👍 প্রকৃত তথ্য ও সিরিয়ালে দেখানো তথ্যে অনেক পার্থক্য।
@surupasaha6124
@surupasaha6124 Жыл бұрын
অপূর্ব ব্যাখ্যা, সমৃদ্ধ হলাম। আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই।🙏🙏🙏
@tabunbose637
@tabunbose637 Жыл бұрын
Thanks to describe the tale of a tragic hero..
@mitrachaudhury6359
@mitrachaudhury6359 Жыл бұрын
্অনবদ্য বলব না, অসাধারন স্যার।
@djgh1234
@djgh1234 Жыл бұрын
অসাধারণ, খুব ভাল লাগল।
@Your_real_dad
@Your_real_dad Жыл бұрын
Ashadharon ❤
@sanjuktamondal6511
@sanjuktamondal6511 11 ай бұрын
কন্যা দান শুনলাম, খুব ভালো লাগলো। কন্যারা সত্যি রত্ন। এক একটি সংসার দাঁড় করিয়ে দেয়। বৈদিক যুগে বিয়ে ব্যাপার টা এতো রোমান্টিক ছিল ধারণা ছিল না, আবার চালু হলে ভালো হতো। কন্যাদের সম্মান পাওয়া উচিত। স্বশ্রদ্ধ প্রণাম জানাই।
@chandraaditya2873
@chandraaditya2873 Жыл бұрын
নমস্কার জানবেন। অসাধারণ স্যার। আপনি থামলে মন খারাপ হয়ে যায়। এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আবার নতুন এপিসোড র অপেক্ষা করবো।
@smritirekhamaji4223
@smritirekhamaji4223 Жыл бұрын
No baby birth case present at all.thieves intrusion,cheating by them. is running on.
@smritirekhamaji4223
@smritirekhamaji4223 Жыл бұрын
No baby birth case present at all.thieves intrusion,cheating by them. is running on.
@asimthakur2748
@asimthakur2748 Жыл бұрын
Khub bhalo laglo sir.
@biplabchakraborty7984
@biplabchakraborty7984 Жыл бұрын
অপুর্ব অসাধারণ ।
@anitamukhopadhyay7317
@anitamukhopadhyay7317 Жыл бұрын
Apurbo, asadharon byakhya. Pronaam sir.
@indrani2810
@indrani2810 Жыл бұрын
Grateful for your teaching 🙏
@chandrimachattopadhyay8611
@chandrimachattopadhyay8611 Жыл бұрын
অপূর্ব। আমার প্রণাম নেবেন স‍্যার।
@jhumurbanerjee8109
@jhumurbanerjee8109 Жыл бұрын
Apurbo. 🙏🙏🙏
@swapanray2301
@swapanray2301 Жыл бұрын
অপূর্ব।অনেক কিছু জানতে পারলাম।
@ranjanmukherjee7038
@ranjanmukherjee7038 11 ай бұрын
অসাধারণ -
@shyamalchatterjee5279
@shyamalchatterjee5279 Жыл бұрын
Apurbo 🙏
@bharatiyasushilsamajayanbh4158
@bharatiyasushilsamajayanbh4158 6 ай бұрын
অসাধারণ।
@jhumpapaul481
@jhumpapaul481 Жыл бұрын
Asadharon
@indrajitmukhopadhyay....lo9953
@indrajitmukhopadhyay....lo9953 Жыл бұрын
Opurbo sir...bhaggish apnar ei video guli dekhar o sonar sujog pelam ❤️❤️❤️🙏🙏🙏🙏
@gouridas2275
@gouridas2275 Жыл бұрын
ওম্।
@diliproy340
@diliproy340 Жыл бұрын
🙏প্রনাম জানাই স্যার। 🕉🙏💥💕💕💕
@baishalipurkayastha3359
@baishalipurkayastha3359 Жыл бұрын
অনেক কিছু জানতে পারলাম অশেষ ধন্যবাদ 🙏
@gourpal5158
@gourpal5158 10 ай бұрын
আসাধারণ স্যার
@lahirisomankar
@lahirisomankar Жыл бұрын
অমৃত শ্রবণ। প্রণাম জানাই।
@debeshbhadra1859
@debeshbhadra1859 Жыл бұрын
অনবদ্য পরিবেশন,,,
@ashokkumarmondal967
@ashokkumarmondal967 Жыл бұрын
After long days, listening ur sound voice describing the Warriors attempt to war in the battlefield in the dramatic attitude. Gratitude and good evening sir. Aum shanti
@RHONSON100
@RHONSON100 Жыл бұрын
Opurbo Sir.................apnar osim gyan jeno amader alokito kore erom vabei
@madhumitamitra5882
@madhumitamitra5882 Жыл бұрын
প্রনাম নেবেন। অসাধারণ ব‍্যাখা।
@mrinaldutta3883
@mrinaldutta3883 Жыл бұрын
Darun
@dibyendupanda4742
@dibyendupanda4742 Жыл бұрын
LOOK and Listen the essence of the personality. I can see the voice and personality of GREAT SATYAJIT ROY. We miss this type of personality whom people can put as an EXAMPLE
@Ahon-Hriddhi_Diary
@Ahon-Hriddhi_Diary 3 ай бұрын
Sir, i always listen to your all videos from Pabna, Bangladesh. I read many books on Mahabharata.
@debimandal4915
@debimandal4915 Жыл бұрын
Lot of obeisance 🙏 to You sir
@samratdutta7630
@samratdutta7630 Жыл бұрын
🙏🙏🙏
@gouridas2275
@gouridas2275 Жыл бұрын
ওম্
@ALPANAGIRI7689
@ALPANAGIRI7689 Жыл бұрын
অসাধারণ ছাড়া আর কোনও উপমা খুঁজে পেলাম না।
@uttamkumarroy7337
@uttamkumarroy7337 Жыл бұрын
Excellent 🙏
@bishwajitdas9488
@bishwajitdas9488 7 ай бұрын
You are really a great scholar.I am impressed on your discussion.
@sangitasaha2433
@sangitasaha2433 6 ай бұрын
❤🙏🙏
@drmainuddinhak1542
@drmainuddinhak1542 6 ай бұрын
তৃপ্ত!
@rinkumukherjee1
@rinkumukherjee1 7 ай бұрын
🙏🏻
@Parichay_Bose
@Parichay_Bose Жыл бұрын
কি মহান অতি-বীর ও মহান দানবীর! কিন্তু দুর্ঝোধনের পাল্লায় পড়ে অধর্মের সাথী হলেন ও তাঁর পতন হলো।। কিন্তু উনি একজন পকৃতই বীর ও মহান দানবীর পুরুষ ছিলেন।। জেষ্ঠ কৌনতেয় কিন্তু দুর্ভাগ্য তাঁর সাথী ছিলো।।
@Your_real_dad
@Your_real_dad Жыл бұрын
Ager jonmer paaper fol
@tapaskumarbhowmick5600
@tapaskumarbhowmick5600 7 ай бұрын
Very very delightful
@sacharya5691
@sacharya5691 Жыл бұрын
অসাধারন
@kasturipaul7549
@kasturipaul7549 Жыл бұрын
আপনি প্রণম্য। বিশ্লেষণ শুনে সমৃদ্ধ হলাম। metaphor অসাধারণ লাগল। কর্ণের জন্য মন সব সময় বিষন্ন হয়। আপনার কাছ থেকে কৃষ্ণ চরিত্রের বিশ্লেষন শোনার আশা রাখী। 🙏
@suryanathroy8137
@suryanathroy8137 Жыл бұрын
প্রণাম প্রণাম প্রণাম 🙏🙏🙏
@reet217
@reet217 Жыл бұрын
আপনার মত পণ্ডিত এর কাছ থেকে এত information পাওয়া যায় সুলভে আপনি যতো দৈর্ঘ্যই episode গুলো করুন না কেন, মনে হয় আরো একটু হলে বেশ লাগত, মন এর পিপাসা কিছুতেই মিটে না, অপেক্ষায় থাকি আপনার next episode এর জন্য । প্রণাম নেবেন বিদ্যমান। 🙏🙏🙏
@mirrorup
@mirrorup Жыл бұрын
অভাবনীয়
@arafatahmed5017
@arafatahmed5017 Жыл бұрын
এতো সুন্দর করে কথা কিভাবে বলেন অসাধারণ সুন্দর আপনার বাচনভঙ্গি।
@sumanmukherjee7474
@sumanmukherjee7474 Жыл бұрын
অসাধারণ স্যার🙏 কিন্তু ভীষ্ম ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও পরশুরাম তাঁকে অস্ত্রশস্ত্র শিক্ষা দিয়েছিলেন। আমার মনে হয় ভীষ্মর যোগ্যতা দেখেই তিনি তাঁকে অস্ত্র শিক্ষা দান করেছিলেন। সেই ক্ষেত্রে কর্ণ যদি সত্যি বলতেন, তাহলে তিনি হয়তো এমন অভিশাপের শিকার হতেন না। কারণ কর্ণের যোগ্যতাও কোনো অংশে কম ছিল না।
@sudipto9844
@sudipto9844 Жыл бұрын
গঙ্গার আদেশে ভীষ্মকে শিক্ষা দেন পরশুরাম। যোগ্যতা দেখে নয়।
@ujjwalchowdhury5287
@ujjwalchowdhury5287 Жыл бұрын
Mone hoi bole itihase kono katha hoina Sab krishner maya
@nishusaha7503
@nishusaha7503 Жыл бұрын
স্যার, কর্ন যখন অস্ত্র শিক্ষা লাভ করছিলো তখন কি কর্ন জানতো সে অর্জুনের ভাই বা কুন্তির পুত্র????
@sibaramchatterjee9500
@sibaramchatterjee9500 6 ай бұрын
পণ্ডিত জী আমার প্রণাম 🙏 নিবেন, ইতি sibaram
@sumantrabid714
@sumantrabid714 Жыл бұрын
স্যার আপনার জিহ্বায় স্বয়ং বাগ্ দেবীর বাস! যেভাবে আপনি শ্লোকগুলো বলে গেলেন, অবিভূত না হয়ে পারলাম না...আর আপনার কথনের, লেখার ভক্ত তো আমি বরাবর । জীবনে একবার অন্ততঃ আপনার সঙ্গে দেখা করবার খুব ইচ্ছে আছে । পুত্রবৎ অনুরাগীর প্রণাম নেবেন.....😊
@gopasarkar3683
@gopasarkar3683 Жыл бұрын
প্রণাম নিবেন ।খুব ভালো লাগছে
@chhabichakraborti1581
@chhabichakraborti1581 Жыл бұрын
প্রণাম গ্রহণ করবেন।আমরা গর্বিত আপনার মত সমৃদ্ধ ব্যাক্তির মহাভারতের বিশ্লেষনে।
@saroni9473
@saroni9473 Жыл бұрын
Amar pronam neben🙏 Apnar kache shekhar amader onek kichu ache.. Apnar eyi channel ta amader jonno bishal prapti..🙏
@hk56r
@hk56r Жыл бұрын
আপনাকে অনেক অনেক,ধন্যবাদ।বিসিএস-তথ্য-প্রকৌশলী, হিরন কুমার,রায়।(৭০)।।জীবনে শোনার কিছু,বাকী ছিল কবি, নাট্যকার ভাস,এর,কথা।
@maxx666mayhem
@maxx666mayhem Жыл бұрын
Amazing explanation with supporting sanskrit shlokas... Can you also make another video about Lord Parshurama and Lord Dattatreya 🙏
@paragchaudhuri5075
@paragchaudhuri5075 Жыл бұрын
🙏
@tapatisensarma1452
@tapatisensarma1452 Жыл бұрын
অসাধারণ বর্ণনা।🙏🙏🙏🙏পবর্টি অংশ o পূর্ববর্তী পথগুলি পেলে ভালো হয়।
@SurjoSheel
@SurjoSheel Жыл бұрын
প্রনাম নেবেন স্যর। আচ্ছা যদি পরশুরাম ক্ষত্রিয়দের বিদ্যা দিতেনই না তবে মহামহীম ভীষ্ম বিদ্যা নিলেন কি ভাবে?
@krishnendumukherjee2764
@krishnendumukherjee2764 6 ай бұрын
Ajker asar sera asar holo mone holo apnar drawing room e bosey galpo shunchi ..... Just like Galpo Dadu jeno Bharater Garbo jukto itihas shunchi
@subratanandi5720
@subratanandi5720 Жыл бұрын
আপনাকে প্রনিপাত! আপনার "মহাভারতের প্রতিনায়ক" বইটির pdf পাচ্ছি না যদি একটু দয়া করেন!
@familyvlog9194
@familyvlog9194 Жыл бұрын
অভিমন্যু নিয়ে একটা ভিডিও দেবেন স্যার।
@srimayidan2639
@srimayidan2639 Жыл бұрын
Amar pronaam...ami dhonyo...
@VishmayanBanerjee
@VishmayanBanerjee Жыл бұрын
পরশুরাম ক্ষত্রীয়দের অস্ত্রশিক্ষা দিতেন না, কারণ তার ক্ষত্রীয় বিদ্বেষ ছিল। কিন্তু গঙ্গাপুত্র দেবব্রত, পিতামহ ভীষ্ম ক্ষত্রীয় বংশোদ্ভূত ছিলেন। সেই পিতামহ ভীষ্মের গুরু কীভাবে হয়ে উঠলেন পরশুরাম, সেই বিষয়ে জানার আগ্রহ বোধ করি। আমার প্রনাম নেবেন।।
@prosenjitremosingha4811
@prosenjitremosingha4811 Жыл бұрын
মা গংগা র আদেশে
@mrinmoy723
@mrinmoy723 Жыл бұрын
গঙ্গা ভীষ্মের মা। পরশুরামকে আদেশ দেওয়ার কে? মনে হয়না পরশুরাম ততটা বাধ্য ছিলেন।
@prosenjitremosingha4811
@prosenjitremosingha4811 Жыл бұрын
আপনাকে মহাভারত পড়তে অনুরোধ করছি। মা গংার আদেশ পরশুরাম কেনো শুনবেন না, উনি জগত মাতার এক রুপ,।
@mrinmoy723
@mrinmoy723 Жыл бұрын
@@prosenjitremosingha4811 মহাভারত সমুদ্রের মতো। এই তথ্য মহাভারতের কোথায় আছে জানিয়ে দিন। পড়ে নেব। নাহয় একদিন সময় বের করে চলে আসুন। আপনার সাথে আলোচনা করব। আসলে এমন গাঁজা অনেক চলছে তো এখন। সবই ব্যাদে আছে টাইপের৷ আমি জানতে চেয়েই প্রশ্নটা রেখেছি। সুনির্দিষ্টভাবে জানলে বলুন। নাহলে চেপে যান।
@anikhazra4016
@anikhazra4016 Жыл бұрын
Valo proshno...amio jante chai..
@pratikdasgupta5263
@pratikdasgupta5263 Жыл бұрын
Teleprompter e korun, Sir ar ektu close up bhalo lagbe ... bas ei tukui ... darun content.. egiye cholun, onyanno dhormabolombi der kachheo jate pouchhote pare ... all the best 🙏😊
@mandiraguchait6402
@mandiraguchait6402 Жыл бұрын
🙏🙏🙏🙏
@tkr1145
@tkr1145 Жыл бұрын
You are really unique in interpreting scriptures and most revered as an outstanding Scholar. We get enriched by your such invaluable talks. But only one humble request.... Kindly don't venture in Politics or deal with any issue having Political overtones. Marked deprivation in previous regime can't be made good by the present regime . Remain illuminated in own field rather getting shadowed by Politicians. REGARDS 🙏
@nrkn7962
@nrkn7962 Жыл бұрын
resopctfully remember that you stillcommand respect
@suvomoymukherjee2998
@suvomoymukherjee2998 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jagannathsutradhar8175
@jagannathsutradhar8175 Жыл бұрын
আপনি সমুদ্র। প্রণাম
@debojitsen6250
@debojitsen6250 Жыл бұрын
♥️
@avikmallick7674
@avikmallick7674 Жыл бұрын
মৃত্যু নিয়ে একটি পর্ব করুন
@TheJoyfuljn
@TheJoyfuljn Жыл бұрын
What is the purpose of Karna's life? Such a high potential character, systematically brought down by circumstances and people. Why was he brought back to Hastinapur when he could have been a no one elsewhere. Request you to please elaborate and help us understand. Thanks in advance. ~ Subhaashini
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 4,5 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 58 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Bhagwan Parashuram Ki Katha | Manoj Muntashir | Live Latest
17:07
Manoj Muntashir Shukla
Рет қаралды 1,2 МЛН
EP-58 | Sanatana Dharma and Indian Spirituality with Sadhguru
1:39:55
বিষ্ণুর নখ || Lion's nail of Vishnu || Nrisingha Prasad Bhaduri
49:00
দুগ্গা দুগ্গা || Goddess Durga || Nrisingha Prasad Bhaduri
1:06:26
[Urdu] Last Episode: The Actual Miracle of The Quran | Akhri Moujza with Nouman Ali Khan
1:51:45
Nouman Ali Khan - Official - Bayyinah
Рет қаралды 796 М.
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 4,5 МЛН