মিশ্র খামার করে মাসে ২লক্ষ টাকা আয়,বর্তমানে খামারে ভেড়া, টার্কি, গরু, হাঁস, মাছ চাষ ও সবজি সহ

  Рет қаралды 18,392

DM Tv News

DM Tv News

5 жыл бұрын

#মিশ্র_খামার #সফল_খামারি #স্বাবলম্বী_হওয়ার_গল্প
Thank's for Watching....
Subscribe link : / @dmtvnews
একক খামারে আর আশানুরূপ লাভ না হওয়ায় মিশ্র খামারের দিকে ঝুঁকছেন দিনাজপুরের খামারিরা। এ ধরনের খামার করে জেলার দেড় শতাধিক বেকার যুবক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পাঁচ শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। মেহেরপুরের পার্বতীপুর, বিরামপুর ও দিনাজপুর সদর উপজেলায় গড়ে উঠেছে এসব খামার। এমনই একজন সমন্বিত খামার মালিক মোহাম্মদ রবিউল ইসলাম---
বর্তমানে তার খামাড়ে টার্কি মুরগি, দেশীয় হাঁস-মুরগি, দেশী এবং বিদেশী জাতের ছাগল, ভেড়া , গরু, পুকুরে মাছ চাষসহ এবং জমিতে সবজি চাষ করছেন।
গত চারবছর র্পূবে ১০০ আয়লেসবারি হাঁস দিয়ে খামাড় শুরু করেন। এই হাঁস গুলো একধরণের গৃহপালিত হাঁস, মাংস এবং এদের সুন্দর চেহারার জন্যেই এদের পালন করা শুরু করেন। কিন্তু এই হাসঁসের খামাড় দিয়ে তেমন সুবিধা করতে পারেনি । সখের বশে এখনও কিছু হাঁস লালন-পালন করছেন।
পরবর্তীতে তিনি ভেড়ার খামারিদের সঙ্গে কথা বলে ভেড়া পালনে আগ্রহী হন। রবিউল প্রথমে ৮টি ভেড়া কুষ্টিয়া থেকে এনে খামার শুরু করেন। প্রতি বছর একটি ভেড়া একাধিক বার বাচ্ছা দিতে শুরু করলে তিনি খামারের পরিধি আরো বৃদ্ধি করেন। বর্তমানে তার খামারে ৫0টি ভেড়া রয়েছে।
ভেড়া পালন অত্যন্ত লাভজনক হলেও তাদের পেছনে প্রচুর শ্রম দিতে হয়। কারণ ভেড়া আরাম প্রিয় পশু। এরা যেখানে খায় সেখানেই মলত্যাগ করে। এ জন্য প্রতিদিন দুই থেকে তিন বার মল পরিষ্কার করতে হয়। ভেড়ার উন্নত কোনো খাবার দেয়ার প্রয়োজন হয় না। অল্প ঘাস লতা-পাতা দিলেই হয়।
রাস্তার পাশে জমির ধারে এদের কিছু সময়ের জন্য ছেড়ে দিলে তাদের অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হয় না। বর্তমানে তার খামাড়ে ২১টি ভেড়া গর্ভধারণ করেছে। গর্ভধারণ করা উন্নত জাতের এসব ভেড়া ৪০ থেকে ৫০টির মতো বাচ্ছা দিতে পারে। আসা করছি আগামী দু’এক মাসের মধ্যে ৮০ থেকে ১ লাখ টাকার ভেড়া বিক্রি করা যাবে।
রবিউল দ্রুত সফলতা পেয়েছেন টার্কি মুরগী পালন করে। ২০ শতক জায়গার উপর ১০০ আমেরিকান টার্কি মুরগীর বাচ্চা দিয়ে শুরু করে বর্তমানে তার খামাড়ে রয়েছে ৪০০শত টার্কি মুরগির । টার্কি মুরগী, ডিম ও বাচ্চা উৎপাদন করে বিক্রি করে মাসে প্রচুর টাকা আয় করছেন তিনি।
তার খামাড়ের প্রতিটি টার্কি মুরগী একটানা ২২টি পর্যন্ত ডিম দেয়। টার্কি মুরগী দানাদার খাদ্য ছাড়াও কলমি শাক, বাঁধাকপি ও সবজি জাতীয় খাবার দিয়ে থাকেন। ৪ মাস পর থেকে খাওয়ার উপযোগী হয় এটি। একটি টার্কি মুরগীর ওজন ৩০ কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রতি কেজি টার্কি মুরগীর মাংস বিক্রি হয় ৬’শ থেকে ৭’শ টাকায়। সুস্বাদু এই মুরগীর রোগ বালাই তেমন হয়না। এর মাংসে অধিক পরিমাণে প্রোটিন ও কম পরিমাণে চর্বি রয়েছে। অনেকটা খাসির মাংসের মতই স্বাদ হওয়ায় এর মাংসও বাজারে একই দামে বিক্রি করা হচ্ছে।
পাশাপাশি তিনি স্বাস্থ্য সম্মত ও বৈজ্ঞানিক ভাবে করছেন গরু মোটাতাজাকরণ । এগুলো কোরবানি সময় বিক্রয় করে থাকেন। বর্তমানে তার খামাড়ে ৩০টি গরু লালন-পালন করা হচ্ছে। গরুগুলো যখন তিনি কিনেছিলেন তখন সেগুলো ছিল ছোট ও লিকলিকে চিকন, হাড় জিরজিরে। সম্পূর্ণ দেশীয় খাদ্য দেওয়া হচ্ছে গরুগুলোকে। খাদ্য প্রয়োগের নিয়ম, হজমের সুবিধা-অসুবিধাসহ সব দিক খেয়াল রাখার কারণে গরুগুলো অত্যন্ত সুস্থ এবং দর্শনদারি।
পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে গিয়ে দেখেন সেখানে ঘুষের কারবার। একসময় হতাশ হয়ে বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে মিশ্র খামার সম্পর্কে জানতে পারেন। নিজে থেকে সংগৃহীত জ্ঞান নিয়ে নেমে পড়েন খামার গড়তে। আর প্রথম থেকেই পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের আর্থিক সহযোগিতায় গ্রাম বিকাশ কেন্দ্র সমিদ্ধ কর্মসূচীর আওতায় আর্থিক সহ যাবতিয় সহযোগিতা করে আসছে ------
ঋন কর্মসূচীর বড় খাত হচ্ছে তরুন অগ্রগামি উদ্দ্যেক্তারা । এসব উদ্দ্যেক্তারা যখন ঋনের জন্য আবেদন করে তখন তাদের সম্ভাবনা ও ঝুকি দেখে গ্রাম বিকাশ কেন্দ্র। তারপর তাদেরকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে ---------
DM Tv News হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় শ্রেনীর জনপ্রিয় ইউটিউব চ্যানেল. বর্তমানে আমরা ইউটিউব ফেসবুকসহ বিভিন্ন মাধ্যেমে জন্য সংবাদ, বিনোদন, রিভিউ, শিক্ষা বিষয়ক অনুষ্ঠান, ভ্রমন ইত্যাদি বিষয়ে ভিডিও তৈরি করে থাকি। ভবিষৎতে আমরা এই চ্যানেটিকে আইপি টিভিতে রুপান্তর করা জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আমাদের এই চ্যানেলেন মাধ্যেমে দেশে এবং প্রবাসী জীবনের সুখ-দুঃখ, হাসিকান্না ও সাফল্যগাঁথার গল্প ও তথ্য চিত্র তুলে আনাই হবে মূল লক্ষ্য। এছাড়াও সম-সাময়িক যে কোন বিষয়কে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সম্প্রচার করে থাকব। এইজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
আপনাদের আসে-পাশের যে কোন প্রকার সংবাদ বা প্রতিবেদন মোবাইলে ধারন করে আমাদের পাঠাতে পারেন। আপনার তথ্য সঠিক হলে আমার আপনাদের প্রতিবেদনটি সম্প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
Please Share This video :
Like our Facebook Page : / dmtv-news-100565871661857
Follow me on Twitter : / dmtvnews1
Warning:
This audio-visual element is copyrighted content of DM TV NEWS. Any unauthorized publishing is strongly prohibited.
Please Like | Comment | Share and Don't forget to SUBSCRIBE Me!
Thank You :)

Пікірлер: 7
@sifatmolla475
@sifatmolla475 5 жыл бұрын
Thank you from to UAE
@AbdurRazzak-fh3wi
@AbdurRazzak-fh3wi 5 жыл бұрын
molla saheb,,, apni to dekhi sob khamarer video e dekhen,,, khamar korar ichcha ace naki apnar?????
@sifatmolla475
@sifatmolla475 5 жыл бұрын
@@AbdurRazzak-fh3wi জি ভাইয়া
@akashahmadanis680
@akashahmadanis680 Жыл бұрын
সব মিলিয়ে কত শতকের ভিতরে খামার টা
@user-pd9jj6ei3p
@user-pd9jj6ei3p 5 жыл бұрын
মাগগো মা। এই ছেমড়ীরেনা ঐ দিন ব্যাডারা মা কইয়া ডাক দিলে বেডী চেতত্যা গেল। আর অহন দেহি বেডী খববোর পরে।
@rajjabali1092
@rajjabali1092 4 жыл бұрын
balis misti ka
@tofajjolhossain89
@tofajjolhossain89 5 жыл бұрын
Vai kamarir number deya jabe
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 84 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 7 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 84 МЛН