No video

tumi rabe nirobe Esraj Instrumental By Shubhayu Sen Majumdar

  Рет қаралды 934,306

Batu Ghosh

Batu Ghosh

12 жыл бұрын

esraj by subhayu sen majumdar

Пікірлер: 628
@kakalikarmakar7451
@kakalikarmakar7451 6 жыл бұрын
প্রতি দিনের জীবন টাকে যখন অসহ্য লাগে , এই এস্রাজের সুর শুনলে মনে হয় বাকি সব মিথ্যে শুধু এই সুর সত্য
@sudishamondal1999
@sudishamondal1999 4 жыл бұрын
Thik bolechen
@koushikdas-hi8nu
@koushikdas-hi8nu 4 жыл бұрын
Sotti moner kotha bole fele6en kharap samoyeo chup chap sunle onek santi lage
@arunjana8446
@arunjana8446 4 жыл бұрын
Thik bolechen
@goutamghosh8809
@goutamghosh8809 4 жыл бұрын
Rabindrasangeet is such a creation that gives us calmness by taking us out of our busy lives in a new world...it's the power of Rabindrasangeet only...love it👏🏻❤
@tchkbty7489
@tchkbty7489 3 жыл бұрын
@@goutamghosh8809 yes
@jithubarua1303
@jithubarua1303 6 жыл бұрын
পাথুরে হৃদয়ের মানুষটির চোখেও জল আনতে বাধ্য করবে এই সুর. রবী ঠাকুরের এমন দূর্লব সকল সৃষ্টি অমরত্বে পূর্ণতা পাক!!!
@carefreelover6427
@carefreelover6427 2 жыл бұрын
Na ta anbena... Je pathor se pathori thkbe. 😊
@kaustavbanerjee9654
@kaustavbanerjee9654 Жыл бұрын
এই সুর তোহ পাথুরে হৃদয়কে নির্মল করবে। সেও এই সুরে লুপ্ত হয়ে হারিয়ে যাবে এক অন্য জগতে।
@anamikadutta6501
@anamikadutta6501 Жыл бұрын
একদমই তাই🙂❤
@MiLaN8o96
@MiLaN8o96 11 ай бұрын
"দুর্লভ"
@moupaul5485
@moupaul5485 4 жыл бұрын
যখন নিজেকে সবচেয়ে বেশি অসহায় লাগে তখন এই সুর প্রাণ ফিরিয়ে দেয় ❤
@polibiswas1569
@polibiswas1569 2 ай бұрын
Thik bolechen
@subhambose149
@subhambose149 2 жыл бұрын
ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা - প্রত্যেক জন্মে যেন আমাকে বাঙালি করে পৃথিবীতে পাঠান। এরকম সুখ আর অন্য কোনো জাতিতে নেই ❤❤
@somudro1
@somudro1 2 жыл бұрын
ekdom thik bolechen. Ki je bishal prapti ei bangali hoye jonme! jeno lotaryr ticket pwa! gato janmer asim punyer folei nirghat ei bangli hoye janmo! aha! prithibite eto dukhyo kaster modhyeo, ei sangit murchonay abogahon kara, er cheye baro souvagyo aar ki hote pare!
@ritwikadey235
@ritwikadey235 Жыл бұрын
আমি একদম কাঁদতে জানি না , সহজেই চোখে জল চলে আসা মানুষ গুলোর মধ্যে আমি পড়ি না । আবার শুনেছি কাঁদলে নাকি মন হালকা হয়ে যায়। তাই আমায় কষ্টটা মুখ বুজে সহ্য করেই নিতে হয় । আবার কখনো মনে হয় নিজেকে ভালো রাখার জন্য কান্নাটা ভীষণ দরকার। এই সুর আমাকে সাহায্য করে ভিতরে চেপে রাখা কষ্ট টা অশ্রুর মাধ্যমে বাহিত করতে। যন্ত্র বাদককে আমার শত কোটি প্রণাম ❤️
@user-mp6dc3fj7f
@user-mp6dc3fj7f 5 ай бұрын
FB te aso aktu kotha bolbo tumar songa
@sharmilesetu8192
@sharmilesetu8192 2 ай бұрын
Sotti 😢
@ripondebnath7696
@ripondebnath7696 3 жыл бұрын
কিভাবে কোনো সুর এতটা হৃদয়গ্রাহী হতে পারে!?
@manasinaskardas865
@manasinaskardas865 3 жыл бұрын
নিজের একাকিত্ব কে ভুলিয়ে দেয়। নিজের ক্লান্তি , অবসন্নতা কে ঘুচিয়ে দেয় এই সুর... রবি ঠাকুর তুমি রবে নীরবে 🙏
@subayubagani7757
@subayubagani7757 3 ай бұрын
এ রবির উদয় আছে অস্ত নাই এ রবি মানুষ হয়েও ঠাকুর তাই। ♥️
@mdmonirhossain5163
@mdmonirhossain5163 8 жыл бұрын
যখন চারপাশের কঠিন বাস্তবগুলো সামনে এসে দাঁড়ায়, মনটা ভারাক্রান্ত হয়ে পরে... প্রতিদিন যন্ত্রের মতো রুটিন মেনে চলতে চলতে, শরীর ক্লান্ত হয়ে আসে... তখন শুভায়ু সেন মজুমদার -এর এস্রাজের তারে "তুমি রবে নীরবে" এই গানটাকে শুনে মনে হয় যেন... এই সুর শোনার জন্যই তো বেঁচেথাকা... বার বার শুনি আর তৃপ্ত হই... সুরের চলন কোথায় যেন চোখের কোণে জল এনে দেয়... সবমিলিয়ে যেন এক বিশুদ্ধ অনুভুতির সৃষ্টি হয়... এইখানেই তো কবিগুরুর সার্থকতা.
@subhashisdutta1554
@subhashisdutta1554 7 жыл бұрын
কি ভালো লিখেছেন ...
@parimaldas3363
@parimaldas3363 7 жыл бұрын
Really very touching!
@arnabdas7019
@arnabdas7019 7 жыл бұрын
bah
@YouTuberSata
@YouTuberSata 6 жыл бұрын
Md Monir Hossain ki bhalo likhechen....
@debojyotiadhikary1285
@debojyotiadhikary1285 6 жыл бұрын
Osadharon bole6en
@protikbiswas2426
@protikbiswas2426 8 жыл бұрын
কিভাবে সুর এতো সুন্দর হয় জানা নেই। প্রাণ ভরিয়ে মন খারাপ করে দেয়।
@shubhammandal7963
@shubhammandal7963 6 жыл бұрын
একদমই
@ParthasarathiMondal154
@ParthasarathiMondal154 6 жыл бұрын
akdom sottu ki j modhur a sur ki boli
@moshiurrahman4596
@moshiurrahman4596 5 жыл бұрын
Moner govire chuye dei!!!!
@khukumoni5129
@khukumoni5129 2 жыл бұрын
সুর ই তো সুন্দর হয়। সুরের থেকে সুন্দর কিছু আছে নাকি?
@avijitdutta3522
@avijitdutta3522 Жыл бұрын
যে মানুষটি সকলের সুখ -দুঃখে নিজের গান দিয়ে সকলের পাশে থেকেছেন, শুধু তাই নয় আজও থাকেন। কিন্তু তাঁর দুঃখে তাঁর পাশে কেউ ছিলো না। কবিগুরু ব্যক্তিগত জীবনে খুব দুঃখী একজন মানুষ ছিলেন। ভাগ্যের কি কঠিন পরিহাস।😢
@khetrahalder2497
@khetrahalder2497 3 ай бұрын
সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্রষ্টা দার্শনিক ও মণীষী। এই গ্ৰহে মানব সভ্যতার অস্তিত্ব যতোদিন পর্যন্ত থাকবে ততদিন তিনি অপরিহার্য। ১৬৪ তম জন্মদিনে তাঁকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও প্রণাম।। 🌻🌻🌻🌻🌻🌻🙏🌻🌻🌻🌻🌻🌻
@musicroom6404
@musicroom6404 2 жыл бұрын
😌🖤 রবীন্দ্রনাথের মাহাত্ম্য যে কতোটা তা প্রতি পদে প্রকাশিত ... 🙏🏻🌻আমি একজন বাংলা বিভাগের ছাত্রী... ওনাকে জানার ইচ্ছা যেনো শেষ হতে চায় না, যতোই জানি ততোই বিষ্মিত হয়ে যাই। এতোটা প্রতিভাবান কেউ হতে পারেন ... উনি তার প্রমাণ।।😌💙 প্রনাম তোমায় কবিগুরু 🙏🏻😇
@anukulroy7966
@anukulroy7966 Жыл бұрын
মিউজিকটি শোনার পর আবেগে চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কবিগুরু তোমাকে বিনম্র শ্রদ্ধা জানাই। এত সুন্দর হৃদয় স্পর্শ কাতর গানের উৎস তুমি!!!আরও শ্রদ্ধা জানচ্ছি এস্রাজশিল্পীকে যিনি এত অপূর্ব করে সুরটি তুলে ধরেছেন
@snehabaag595
@snehabaag595 6 жыл бұрын
যখন ভাবি আমি একা আমের সাথে কথা বলার কেউ নেই তখন ই এই সুর গুলো শুনি আর ভাবি কেউ নেই তো কি আমার জন্য এই সুর গুলো তো আছে খুব ভালো লাগলো
@bhubanmohansardar4891
@bhubanmohansardar4891 Жыл бұрын
ek dom e madam,khub valo bolechen
@amarjitsarkar6817
@amarjitsarkar6817 2 жыл бұрын
ক্ষনিকের জন্য পৃথিবী থমকে গিয়েছিল! এই সুরে 😇
@sudipkumar4345
@sudipkumar4345 16 күн бұрын
মন ভরে গেলো। ধন্য হে কবিগুরু শতকোটি প্রণাম তোমার চরণে
@bharatpathik9036
@bharatpathik9036 2 жыл бұрын
জীবনে দুঃখে যখন কাতর হয়ে পড়বেন, গুরুদেব রবীন্দ্রনাথকে স্মরণ করবেন। এই মানুষটি সারাজীবন পুত্র-কন্যা, প্রিয়জন বিয়োগের শোককে পাথেয় করে নতুন সৃষ্টি সুখের সাগরে নিজে ভেসেছেন এবং আমাদেরও ভাসিয়ে নিয়ে চলেছেন। প্রণাম গুরুদেব।
@bablu73801
@bablu73801 4 ай бұрын
aaj amar pitri bioger ek bochor .keno janina kobigurur kotha mone pore gelo karonta holo pitri bioge ami disehara kintu kobiguru kivabe nijer jiboner kacher manush guloke haranor poro sokto hoye chilen.
@sunayanadatta4474
@sunayanadatta4474 6 жыл бұрын
আপনার ‌সাধনা স্বার্থক। আগেও অনেকবার শুনেছি আপনার এস্রাজ। প্রতিবার মোহিত করে রাখে। দেশের সঙ্গীত জগতের এক অনন্য নক্ষত্র আপনি। আরও উজ্জ্বল ভাবে সকলের সামনে আসুন, আরও বেশি মানুষ আপনার সুরের ধারায় প্লাবিত হোন।।
@manojbasak3099
@manojbasak3099 2 жыл бұрын
যখন তুমি কোথাও শান্তি খুঁজে পাবে না তখন তুমি এক রাশ বিষণ্ণতা নিয়ে এই গান টি শুনবে নিজেকে যেনো কোথায় হারিয়ে ফেলবে এই সুর তোমাকে পাগল করে তুলবে এ যেনো এক মায়ার সুর ❤️😌
@RootsMediaSazzad
@RootsMediaSazzad 3 жыл бұрын
সৃষ্টি এমনই হওয়া উচিত। যাতে মনুষ্য হৃদয় উদ্বেলিত হয়। ধন্যবাদ।
@manishachatterjee2720
@manishachatterjee2720 2 жыл бұрын
এই অপূর্ব সুরের তরঙ্গে কোথায় যেন হারিয়ে যায় সব মন খারাপ, ক্লান্তি, হতাশা, দুঃখ,রাগ, অভিমান, সত্যিই রবি ঠাকুর তোমার এই সুন্দর সৃষ্টি গুলোই হয়ত বহু মানুষের মন ভালো করার উপায়।
@Rony_RX
@Rony_RX 3 жыл бұрын
খুব মন খারাপের সময় এই সুরটা কেনো জানি খুব শুনতে ইচ্ছা করে।। আর যখন শুনি সব স্মৃতি গুলো কিভাবে যেনো মনে পড়ে যায়। যা মনে করলে কষ্ট হলেও তার পরও কেন জানি ভুলতে ইচ্ছা করেনা।
@joyantasarkar2452
@joyantasarkar2452 Жыл бұрын
একটা শিশির ভেজা শরতের সকাল... পার্কের বেঞ্চিতে বসে আছি দুজনে। তাকে এ গানটা শুনিয়েছিলাম। অশ্রু ভরা সে তাকিয়ে ছিল!!!!
@SohelRana-hd5rc
@SohelRana-hd5rc 7 жыл бұрын
সুর শুনেই মনে শান্তি চলে আসে । আর এই ইশরাজ শিখার ইচ্ছা হয় । যদি আমি শিখতে পারতাম........................
@sundaramdas7498
@sundaramdas7498 3 жыл бұрын
এই মহামারী, চারিদিকের কঠিন বাস্তবতার মাঝে যখন এই সুর শুনি আলাদাই এক প্রশান্তি খুঁজে পাই ❤️
@krishnenduroy863
@krishnenduroy863 2 жыл бұрын
আপনি ধন্য, আপনার বাজানো রবীন্দ্র সুর ধন্য, এভাবেই মানুষকে এই কোলাহলের সমাজ থেকে ক্ষনিকের দুরত্তে আপনার বাজানো সুরের মধ্যে দিয়ে নিয়ে চলে যান♥️
@sanjaybardhan4415
@sanjaybardhan4415 5 жыл бұрын
খুব ভাল লাগল, রবীন্দ্রনাথের গান মর্মে মর্মে উপলব্ধি করলাম, তার সুরের ঝঙ্কার যেন সর্বদা সকলের মনোরঞ্জন করে ।
@sunandahaldar103
@sunandahaldar103 Жыл бұрын
প্রিয়বিয়োগকে স্মরণীয় করে রাখতে এর চেয়ে মর্মভেদী সুর আর নেই। অভিবাদন শিল্পী আমাকে চোখের জলে ভাসানোর জন্য ❤❤
@goutamkumarmukherji4144
@goutamkumarmukherji4144 Жыл бұрын
শুনছি? নাকি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি! বেদনা কি বাণী তে? নাকি সুরেতে? নাকি সে-ও মিলেমিশে একাত্মা? সে তো কবেই নীরব হয়ে গেছে! আমি কবে হবো? 🌴
@shahriararnab2538
@shahriararnab2538 8 жыл бұрын
How man.....চোখে পানি চলে এসেছে.....এতো সুন্দর ছিলো বিষয়টা, বলার মতো না। What a fantastic creation !!! ইসস....সয়ং রবীন্দ্রনাথ ঠাকুর যদি এটা শুনতে পারতেন :-D
@goldjulius5580
@goldjulius5580 8 жыл бұрын
রবীন্দ্রনাথ sunte parle, uni kub-kushi hotan :)
@smritikanamaity78
@smritikanamaity78 7 жыл бұрын
Gold Julius একদম ঠিক বলেছেন আমি জানি উনি ওপর থেকে সব শুনচ্ছেন
@priyadarshinipal4169
@priyadarshinipal4169 6 жыл бұрын
+Gold Julius sur ta to onari..uni sunei gachhen..
@abhishekmondal3662
@abhishekmondal3662 4 жыл бұрын
গুরুদেবের এই সুর টা শোনার পর কেনো জানি না .... চোখে জল এসে যায়।
@sangeetdey8445
@sangeetdey8445 Жыл бұрын
মন খারাপের দিনে যখন সেই মানুষটির কথা তীব্র ভাবে হৃদয়কে ক্ষত বিক্ষত করতে থাকে,যখন শূন্যতা জীবনকে গ্রাস করতে আসে সকলের নেপথ্যে তখন সকল জ্বালা জুড়িয়ে সব ভাবনা গুলিকে বাজে অভিজ্ঞতা গুলিকে মুছে দিয়ে বাঁচতে শেখায় এই সুর, যতবার শুনি ততবার কাঁদতে ইচ্ছে করে না চাইতেও চোখ দিয়ে জল বেড়িয়ে আসে মনের অজান্তেই.....🥲🥲 ভালো থাকুক ভালোবাসার মানুষটি...🥺💔
@nimagnasinha
@nimagnasinha 2 жыл бұрын
রবীন্দ্রনাথ ঠাকুরই যে সব কিছুর শেষ কথা তা বারবার প্রমাণ হয়ে যায় ❤️🥺😍
@sangitadas6370
@sangitadas6370 Жыл бұрын
যিনি বাদ্য টা বানিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। ভিতরের অনুভূতিগুলো জাগিয়ে তোলে আপনার tune ❤️
@sanwarsandlas4329
@sanwarsandlas4329 3 жыл бұрын
জীবনে সব সফলতা পাওয়ার পরেও কিছু অপূর্ণতা তাড়া করে বেড়ায় সারাজীবন। আমাকে তাড়া করে বেড়াচ্ছে। হয়ত সারাজীবন ই করবে। এটা খুবই পীড়াদায়ক তবুও চাই এটা তাড়া করুক। এটা আমার, কখনোই আমার করে না পাওয়া ভালোবাসার মানুষ। আমি এখনো তাকে প্রচন্ড রকম ভালোবাসি। এই গানটা শুনতে আসি কেবল তার জন্যেই। ভালো থাকুক সে এটাই চাওয়া🌸
@paromitabhowmick2669
@paromitabhowmick2669 7 ай бұрын
যতবার শুনি তাও বারবার শুনতে ইচ্ছা করে। কি যেন একটা আছে এই সুরে মন ছুঁয়ে যায়। চোখে জল এসে যায়❤️
@masudranateacher8914
@masudranateacher8914 2 жыл бұрын
চোখে পানি চলে আসলো আবেগে রবীন্দ্রনাথ নজরুল তোমরা সেরাদের সেরা। বাঙালি হিসাবে সত্যিই খুব গর্বিত
@arbitraryshatabdi7078
@arbitraryshatabdi7078 2 жыл бұрын
কি অসাধারণ। সবটা জুড়ে যেন একটা শান্ত হাওয়া বয়ে গেলো....... সুর আছে বলেই আমরা বেঁচে আছি। প্রণাম জানবেন 🙏🏻
@arnabbhar4492
@arnabbhar4492 4 жыл бұрын
মনে দুঃখ এটাই রয়ে গেল, যে জীবনে দুই বার শান্তিনিকেতনে গিয়ে এসরাজ শেখার সুযোগ কাজে লাগাতে পারিনি, বা পারবো না, এই রকম সর্বোচ্চ মানের শিল্পীদের থেকে। হয়তো বা অবসরের পরে।
@remokhan1570
@remokhan1570 Жыл бұрын
কোনো কিছু বলে বুকের ভেতরের শূন্যতা টা প্রকাশ করা যায় না.. শুধু feel করা যায়.. রবি ঠাকুর তোমায় পায়ে হাজারো প্রনাম.. এবং যিনি এই সুর টি এত সুন্দর করে বাজিয়েছেন তাঁকেও প্রনাম.. কেমন যেনো বুক টা খালি আর শান্ত হয়ে যাই যতবারি শুনেছি এই গানটি
@pintumandal8935
@pintumandal8935 6 жыл бұрын
এই সুরের কোনো ভাষা নেই৷শুধু রয়েছে এর মন উন্মাদ করা ধ্বণি,যে ধ্বনির আপনি সার্থক রুপকার৷
@qaisharirupa4531
@qaisharirupa4531 8 ай бұрын
অতীত, একাকিত্ব, কষ্ট, প্রিয়জন, ভালো লাগা সব যেন এই সুরে লুকিয়ে আছে।
@mallikabhattacharjee4127
@mallikabhattacharjee4127 4 жыл бұрын
রাতের আকাশ আর এই সুর...দুই মিশে গেলে এক অদ্ভুত ভালোলাগা তৈরি হয় যা সমস্ত মন খারাপ এক নিমেষে কাটিয়ে দেয়....🙂
@xamil64
@xamil64 11 ай бұрын
❤❤❤❤❤❤ Shottie Oshadharon. Greetings from Bangladesh
@chandrimahalder7696
@chandrimahalder7696 6 ай бұрын
ভীষন এক অদ্ভুত অনুভূতি ❤, সারাদিন এর পড়াশোনা শেষ করে ঘুমানোর আগে এক অদ্ভুত ওষুধ এটা, এটা শুধু সুর না, এটা অসম্ভব আনন্দের কিছু যা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না ❤
@smritikanamaity78
@smritikanamaity78 7 жыл бұрын
এতটাই ভালোলাগে যে বলার নেই।।। যিনি বাজিয়েছেন ওনাকে একটা বড় Thanks।।।😊
@debashisdas889
@debashisdas889 7 жыл бұрын
smritikana maity played by Shubhayu Sen Majumdar.
@smritikanamaity78
@smritikanamaity78 7 жыл бұрын
+Debashis Das বলার জন্য Thanks😊😊
@pkabir4625
@pkabir4625 Жыл бұрын
the best creation of Tagore...hat's off
@chatinaligps4648
@chatinaligps4648 6 жыл бұрын
শুক্রবার এর সুন্দর দুপুরবেলা এই সুর শুনে কতই যে ভালোলাগা মনের ভেতর একপা দুপা করে নেচে বেড়াচ্ছে,!!!!শান্তি---সবকিছু শান্তিময়
@iamss8415
@iamss8415 2 жыл бұрын
যতো বার এই সুরটা শুনি ততবার রবি ঠাকুরের কথা মনে পড়ে , কি করে তিনি এই সুরের সৃষ্টি করলেন
@ipshitabhattacharjee7476
@ipshitabhattacharjee7476 2 жыл бұрын
নিজের ভিতরে জমে থাকা হাজার হাজার ক্ষত গুলো যেনো এই সুর শোনার পর ভিতর হইতে বাহিরে এসে আমার চোখের সামনে আমারই মত একলা আকাশের দিকে তাকাইয়া থাকে....
@satabdidas149
@satabdidas149 2 жыл бұрын
অভূতপূর্ব🙏 বাকরুদ্ধ হয়ে গেলাম এমন সুর শুনে। এমন নিখুঁত বাজিয়েছেন সত্যিই বলার ভাষা খুঁজে পাচ্ছি না🙏🙏👏👏👏
@glazinggirls2089
@glazinggirls2089 2 жыл бұрын
জানিনা আজ কি হয়েছে।এই দিয়ে ১৯ বার শুনছি পর পর।সারারাত আমার ফোনে আজ এই মিউজিক টাই বাজবে❤️
@tonmoynarayan275
@tonmoynarayan275 Жыл бұрын
এ এক অদ্ভুত সুর।রাত মনে হয় প্রহাবার নয়।চোখের কোনের পানিতে বালিশ ভিজে যায়।
@shampadas1743
@shampadas1743 2 жыл бұрын
প্রান নিয়ে মরে যাওয়া মানুষটা আবারও নতুন করে জীবন ফিরে পাই এই সুরের মাধ্যমে ❤️❤️
@tanvirharonno5559
@tanvirharonno5559 8 жыл бұрын
This is a great source of crying. it helps me to cry at my painful times.
@amiemon8914
@amiemon8914 2 жыл бұрын
😔
@SuroviRoy-y5x
@SuroviRoy-y5x Күн бұрын
রাতের সব তারাই আছে দিনের আলোর আঁধারে -এই কথাটিকেই পূর্নতা দিয়েছে তুমি রবে নীরবে।
@taniadutta6163
@taniadutta6163 Жыл бұрын
Unforgettable...moves one to tears.
@adrijanandi2813
@adrijanandi2813 5 жыл бұрын
During the last few hours of my life I want to hear this music again and again ♥️
@suparnasarkar1810
@suparnasarkar1810 3 жыл бұрын
Absolutely, you have expressed exactly the feelings.
@tatinbhowmick1188
@tatinbhowmick1188 2 жыл бұрын
Ekdom❤️
@tanimamajumder6456
@tanimamajumder6456 5 жыл бұрын
এত ভালো সুর আগে কখোন শুনিনি। যতবার শুনি মন ভরে যায়
@sauradyuti
@sauradyuti 7 жыл бұрын
One of the best instrumental versions of the song I've ever heard!
@titlibhattacharyya6306
@titlibhattacharyya6306 7 жыл бұрын
This song is just not a song, it's an emotion. :')
@ashitdas4957
@ashitdas4957 7 жыл бұрын
U
@nilanu73
@nilanu73 7 жыл бұрын
Actually blast of emotion from the bottom of one's heart!!
@JyotirmoyNandy1992
@JyotirmoyNandy1992 7 жыл бұрын
So true what you said, and only real people can feel this emotion!
@debojyotiadhikary1285
@debojyotiadhikary1285 6 жыл бұрын
Absolutely right....its touch my heart
@kaustavbhattacharjee423
@kaustavbhattacharjee423 6 жыл бұрын
Titli Bhattacharyya yes
@kunalhazra1616
@kunalhazra1616 3 ай бұрын
সত্যিই এক অপরূপ সৃষ্টি ।।। প্রাণ ভরিয়ে অথচ মন খারাপ করে দেয়।।
@SBGreenary
@SBGreenary 2 жыл бұрын
গানটা শুনলে যতটা না বেদনা অনুভব হয় তার চেয়ে এই সুরে বেদনা অনেক বেশি অনুভূত হচ্ছে।।
@saswataguhathakurata7070
@saswataguhathakurata7070 8 жыл бұрын
জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি ...
@sarbanijanau3104
@sarbanijanau3104 4 жыл бұрын
Mamo duhkhobedano......😩
@curlbookbites8340
@curlbookbites8340 3 жыл бұрын
Mamo safalo swapono
@sujitranjansarkar5160
@sujitranjansarkar5160 3 жыл бұрын
তুমি ভরিবে গৌরবে
@sudipmukherjee281
@sudipmukherjee281 2 жыл бұрын
TABO ANCHALO CHAYA MORE RAHIBE DHAKI 😥😥😥😥😭😭😭😭
@suryakantamukherjee4669
@suryakantamukherjee4669 Жыл бұрын
চারিদিকের এই কোলাহলপূর্ণ জীবনে এ যেন এক চরম প্রশস্তি। আপনার তপস্যা স্বার্থক। সত্যিই এস্রাজের সুর অনন্য।মনের মধ্যে দিয়ে যেন এক হিমস্রোত বয়ে গেল। আজ রবীঠাকুর বেঁচে থাকলে খুব খুশি হতেন। এভাবেই আপনাদের মধ্যে দিয়ে এই মহান সৃষ্টি গুলি অমরত্বে পূর্ণতা পাক। ভালো থাকবেন।
@jotybarmon6949
@jotybarmon6949 2 жыл бұрын
যখন কিছু গল্পের সমাপ্তি ঘটে ঠিক তখন থেকেই অনুভূতি গুলো নিরবতার মধ্যে এসে আশ্রয় নেয় এটাই অনুভূতির শেষ ঠিকানা ।তাই তুমি রবে নীরবে ,যেখান থেকে তোমাকে কোনো শক্তি আর আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি নিজেও না। এখানে তুমি একান্তই আমার 🌼
@satyajitsikder7282
@satyajitsikder7282 6 жыл бұрын
সুর যে চোখে জল আনতে পারে জানতাম না !
@PradoshBanerjee
@PradoshBanerjee 7 жыл бұрын
probably this is the secret of every music , it makes ur emotion complete.....it awakes all sadness happiness in our subconscious mind, doesn't matter whether it has any relAtion with practical world or not....coz practical world is made very shitty by us....so sumtyms , itz very nyc to spend sum tym with subconscious ..
@nabanitabanerjee-xh8ri
@nabanitabanerjee-xh8ri Жыл бұрын
এতো সুন্দর করে বাজিয়েছেন। যতবার শুনি মন ভরে যায়।।
@sanjibkumarsaha559
@sanjibkumarsaha559 Жыл бұрын
জীবনের সমস্ত দুঃখ,কষ্ট,না পাওয়ার যন্ত্রনা গুলোকে যেন এক নিমেষে ভুলিয়ে দেয় এই সুর.
@yuvrajroy7687
@yuvrajroy7687 Жыл бұрын
Ai tune ta sune jei feeling ase seta full gaan sunleo ase na.... ❤
@shibluhaque670
@shibluhaque670 3 ай бұрын
এস্রাজ আসলে কানে লাগে, বুকে আঘাত হানে, আর চোখে এফেক্ট করে!! 😢😢
@shibluhaque670
@shibluhaque670 3 ай бұрын
এস্রাজের সুর বুকে লাগে, শেষে যেয়ে চোখে আঘাত হানে!! ❤️❤️
@user-ok3ey9ti6d
@user-ok3ey9ti6d 3 ай бұрын
কী মায়া!! কী যাতনা!! এই শুরের মধ্যে যে কত মায়া!
@shreyasiroy417
@shreyasiroy417 2 жыл бұрын
Jotobar suni totobar chokhe jol ase. Ki onobodyo Sur ❤️
@DifferentSaturner
@DifferentSaturner 3 жыл бұрын
Thank you. I love the sound of esraj. It's like something is crying inside but beautifully. Wants to escape. Thanks & love from Great Britain (Thu 15 Apr 2021 12h02)
@kingkumar6391
@kingkumar6391 Жыл бұрын
এই সুরের বাস্তবতা বোঝার জন্য বারবার বাঙালি হয়ে জন্ম নিতে রাজি 💗
@aniruddhabaul3461
@aniruddhabaul3461 6 жыл бұрын
eta sonar por theke ar karo konthe ei gaan ta sunte ichee kore na...osadharon
@ramnarayanpaul7824
@ramnarayanpaul7824 Жыл бұрын
ভীষন সুন্দর সুরের মূর্ছনায় হৃদয়ের গভীর প্রদেশকে ছুঁয়ে যায় 🙏🙏🌹🌹👌🏾👌🏾
@shreyapramanik9295
@shreyapramanik9295 4 жыл бұрын
এই সুরগুলোকেই কখনো কখনো জীবনের একমাত্র আশ্রয় বলে মনে হয়...
@amiemon8914
@amiemon8914 2 жыл бұрын
আশ্রয়?
@nandininagdas3428
@nandininagdas3428 4 жыл бұрын
মন ছুঁয়ে গেল.. চোখ বুজে যেন ফিরে গেলাম গভীর সমুদ্রের সেই চেনা তটে..
@rupeshdey9010
@rupeshdey9010 3 ай бұрын
কি অদ্ভুত শান্তি অনুভব করি😍,আমার ভালোবাসার সব মানুষকে যেনো আমার হৃদয় মধ্যে আবদ্ধ করে দিল 🥰।।।।
@tintin-ok6qr
@tintin-ok6qr Жыл бұрын
সুর টা যেনো হাজার হাজার মানুষের দুঃখ, কান্না ,এর বহিঃপ্রকাশ।
@Nemo.57
@Nemo.57 4 ай бұрын
অদ্ভুত বেদনার মত এক আনন্দ বয়ে যায় সারা অবয়বে… তাই বার বার শুনি। সার্থক শিল্পী, সার্থক কবি।🙏
@sayantanbhattacharjee217
@sayantanbhattacharjee217 6 жыл бұрын
my fav rabindra sangeet n what a strong performance Mr. Subhayu sen Majumder...thanks a lot
@dipakbiswas5914
@dipakbiswas5914 2 жыл бұрын
গান আমাদের দৈনন্দিন জীবনে কেমন প্রভাব ফেলে, তা নিয়ে গবেষনার প্রয়োজন। চারিদিকে এত-এত হতাশা, নিরাশা, নৈরাজ্য এগুলোকে শুধুমাত্র এরকম সংগীতই পারে মুক্তি দিতে।
@FunnyTunny420
@FunnyTunny420 Жыл бұрын
এতটা ভালোবাসার পরেও যে মানুষটা ছেড়ে যেতে বিন্দুমাত্র দ্বিধা করে না, সেই মানুষগুলো সুখি হোক। রাতের গভীর নিরবতায় সেই মানুষগুলো মিশে থাকুক শরীরের প্রতিটি শিরায়🥀 "তুমি রবে নীরবে" 💔
@debsubhrabanerjee7844
@debsubhrabanerjee7844 5 жыл бұрын
৫:৫৫ মিনিটের জন্য পৃথিবীর গতি যেন অনেকটা স্লথ হয়ে এল। আমি স্নাত।
@subratanandy2515
@subratanandy2515 Ай бұрын
শ্ৰীমদভগবৎগীতায় ঈশ্বরের আৱাধনা কৱাৱ যোগেৱ মধ্যে ভক্তিযোগ, karmajog, জ্ঞানযোগ, যেমন আছে, সুৱযোগ আমাৱ মতে আৱ ও এ্কটা যোগ, এৱ মাধ্যমেও সেই লক্ষে পৌঁছানো সম্ভব। মাননীয় শিল্পীকে আমাৱ প্ৰনাম।
@anandamohanmandal9407
@anandamohanmandal9407 7 жыл бұрын
Subhayu Sen Majumdar is a talented artist without whom the Rabindrasangit would have to be remained incomplete. very much fine and heart melting piece of music we listen.
@taniadutta6163
@taniadutta6163 Жыл бұрын
Very true.
@subharupdassharma3189
@subharupdassharma3189 6 жыл бұрын
Each time I listen to it, Tears come into my eyes... I love you, and I always will. Goodbye.
@nayansarker43
@nayansarker43 3 жыл бұрын
অসাধারণ 💝💝।সত্যিই গায়ের লোম দাঁড়িয়ে গেল। 😍😍
@swapnadey8861
@swapnadey8861 Жыл бұрын
কী যে অসাধারন এস্রাজের সুর যা শুনলেই মন কোথা-----য় চলে যায়
@CheflndranilNaskar
@CheflndranilNaskar Жыл бұрын
এটা শোনার পর আর কিছুই শোনার দরকার পড়ে না, বিশেষ করে যখন মন বিষণ্ণ থাকে, শেষ হয়ে হইল না শেষ।।
@sayefjahan1822
@sayefjahan1822 Жыл бұрын
তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে🙂
@pulakkabir2276
@pulakkabir2276 Жыл бұрын
every time I listen to this tune, I end up with tears
@subhojitchowdhury1035
@subhojitchowdhury1035 2 жыл бұрын
aj raat e sunchi gaan ta ...koto kosto koto anonder smriti vese uthlo chokher samne....mone akta odbhut onubhuti hocche sob bhalo mondo mile...sarthok tomar sristi robi thakur🙏
@user-ci7zl9hq4t
@user-ci7zl9hq4t 4 ай бұрын
জীবনের সমস্তটার মিলন প্রাঙ্গণ এই সুরের ছন্দের মায়া ❤ ফিরে পেলাম নিজেকে নতুন আঙিনায় 😌
@mrityunjoymukherjee9174
@mrityunjoymukherjee9174 3 жыл бұрын
সত্যিই এই সুরটির মধ্য রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজে পাই।
@nandhinim2676
@nandhinim2676 3 жыл бұрын
এস্রাজের তারের ওপর ছড় টেনে ভেসে আসা শব্দের মাধুর্য্য অপরিসীম।
RABINDRASANGEET COMPLETE PLAYLIST VOL 1 | PRITHWIDEV BHATTACHARYYA | INSTRUMENTAL | SAROD
1:05:37
Sarod and Esraj jugalbandi. Dr. Rajeeb Chakraborty and Shubhayu Sen Majumdar.
41:37
SAROD NOVICE সরোদ নবীশ
Рет қаралды 46 М.
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 31 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН
"TUMI ROBE NIROBE" RABINDRA SANGEET BY DEBAYAN MAJUMDER
3:48
Esraj by Debayan Majumder
Рет қаралды 10 М.
Healing Ragas || Rag Ahir Bhairav || Shakthidhar || Classical Instrumental ||
20:01
Geethanjali - Indian Classical Music
Рет қаралды 434 М.
A.R. Rahman - Kun Faya Kun (14 of 16)
11:51
Berklee College of Music
Рет қаралды 23 МЛН
Best of Durbadal Chatterjee | Bengali Tagore Songs on Violin Jukebox
40:43
Tumi Rabe Neerabe 1978
4:59
Debabrata Biswas - Topic
Рет қаралды 149 М.
Алексей Щербаков разнес ВДВшников
00:47