নেতাজী; কিছু ‘তৈরি করা’ বিতর্ক || NETAJI; MANIPULATED CONTROVERSIES || জয়দীপ মহারাজ

  Рет қаралды 49,578

Maramia Spiritual Society

Maramia Spiritual Society

Жыл бұрын

তেহট্টো মেলা তলার মাঠে ‘সুভাষ মেলায়’ আয়োজিত সভায় নেতাজি সংক্রান্ত আলোচনায় পর্যালাচনা করা হয়েছে তাঁর জীবন ঘিরে কিছু জিইয়ে রাখা বিতর্ক নিয়ে। যেমন,
১। বিবাহ
২। সন্ন্যাস ও ভগবানজীর ভূমিকা
৩। PTSD দাবি
৪। তথাকথিত মৃত্যু ও অন্তর্ধান নিয়ে জল্পনা
যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আসলে চর্চা ও বিতর্ক হওয়া উচিত কিন্তু হয়না, তার কিছু বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে। যথা,
১। দলাই লামার ভারতে পদার্পণ
২। ১৯৬৫ ভারত-পাক যুদ্ধ
৩। তাশখন্দ চুক্তির পটভূমিকা
৪। তাশখন্দে নেতাজির সম্ভাব্য উপস্থিতি
৫। ভিয়েতনাম যুদ্ধের পরিণতি
৬। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা
এ ছাড়াও প্রাসঙ্গিক আরও অনেক কথা নিয়ে দু ঘন্টার ভাষণের রেকর্ডিং পোস্ট করা হোল।
🙏🏻
www.amazon.in/dp/B07RSS2ZP5/r....
MITHYAR GADAY SOTYER CHHUCH

Пікірлер: 167
@dipendranarayanchowdhury2290
@dipendranarayanchowdhury2290 Жыл бұрын
অসাধারণ আলোচনা নেতাজী সম্মন্ধে।জয়দীপ মহারাজ আপনাকে সশ্রদ্ধ অভিবাদন জানায়।
@krishnapadabhattacharjee9116
@krishnapadabhattacharjee9116 Жыл бұрын
মহারাজ জী র আজকের নেতাজীর বিষয়ে বিশ্লেষণ অনবদ্য। মহারাজ জী কে ভক্তি পূর্ণ প্রণাম।
@santinathnandi3502
@santinathnandi3502 Жыл бұрын
Jai Hind
@sanjaydey6170
@sanjaydey6170 Жыл бұрын
মহারাজ আপনার শ্রীচরনে আমার শতকোটি প্রনাম জানাই এবং ভগবান জীর শ্রীচরনে শতকোটি প্রনাম জানাই
@ajoysuklamukherjee3255
@ajoysuklamukherjee3255 Жыл бұрын
প্রণাম মহারাজ। অপূর্ব সুন্দর বিশ্লেষণ কি অসাধারণ আলোচনা নেতাজীর সম্বন্ধে।অনেক অজানা তথ্য জানলাম।
@arunroysarkar7560
@arunroysarkar7560 6 ай бұрын
ভগবানজীর ভক্তদের জন্য - আমাদের কথা balakbrhamcharimaharajandnetaji.blogspot.com/2023/12/blog-post_22.html
@rahulsen1406
@rahulsen1406 Жыл бұрын
আপনাকে অভিনন্দন এই অসাধারণ উক্তিটি করার জন্য - "নেতাজি শ্রীকৃষ্ণের সমতুল্য একজন স্যাট্রিজিস্ট। 🙏
@audiofactory3058
@audiofactory3058 10 ай бұрын
সমতুল্য নয় । বরং সেইই হলেন সে ।
@rabindranathpal9153
@rabindranathpal9153 10 ай бұрын
​@@audiofactory3058ok ok po
@chhanditachatterjee8163
@chhanditachatterjee8163 Жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ l আমাদের মতো সাধারণ মানুষের অনেক সংশয় এর নিরসন হল। নমস্কার মহারাজ।
@shyamalghosh4344
@shyamalghosh4344 Жыл бұрын
অসাধারণ একটা প্রতিবেদন, অনেক অজানা তথ্য জানতে পারলাম, অজস্র ধন্যবাদ মহারাজকে
@sushovannath3571
@sushovannath3571 Жыл бұрын
অসাধারণ আলোচনা কত তথ্য!
@bimalsaha132
@bimalsaha132 Жыл бұрын
মহারাজ আপনার বক্তব্য শুনে খুবই আনন্দিত হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ
@goutamroychowdhury8677
@goutamroychowdhury8677 Жыл бұрын
গুমনামি বাবাই‌ মে নেতাজি এ নিয়ে এখন আর কোন বিতর্ক থাকা উচিত নয়।
@shabanta
@shabanta Жыл бұрын
জয়তু নেতাজি। আপনাকে ও প্রণাম জানাই, সত্যি কথাগুলো বলার সাহস রাখার জন্য।
@sanjoyn
@sanjoyn Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম নেবেন মহারাজ।
@nirmalyabagh7142
@nirmalyabagh7142 Жыл бұрын
আপনার কে আমার শত প্রনাম 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐❤❤❤
@kunalchanda5295
@kunalchanda5295 Жыл бұрын
Pranam,Maharaj.Brilliant speech.Really excellent video.
@prahladdas3687
@prahladdas3687 Жыл бұрын
Gumnami babakei netaji bole ami mone kori tobe bibaho byapare apnar kothar jukti ache bole mone korchi joy hind 🇳🇪🇳🇪♥️🙏🙏🙏
@arpitabiswas1606
@arpitabiswas1606 Жыл бұрын
অসাধারণ বক্তব্য শুনলাম। অনেক অজানা তথ্য জানলাম । ভীষণ ভালো লাগলো । প্রণাম নেবেন।
@lipikasantra4032
@lipikasantra4032 Жыл бұрын
অসাধারণ । সহজ কিন্তু নিখুত। প্রণাম নেবেন মহারাজ।
@MyDailyLife_365
@MyDailyLife_365 Жыл бұрын
প্রণাম মহারাজ 🙏🏼 অসখ্য ধন্যবাদ জানাই আপনাকে 🙏🏼
@debuganguly8278
@debuganguly8278 Жыл бұрын
অসাধারণ.... অসাধারণ সুন্দর এবং এত গুরুত্ব পূর্ণ ও বহু মূল্যবান বক্তব্য মহারাজের কাছ শুনতে পেলাম, তাতে অনেক অজানা বিষয়কে যেমন জানতে পারলাম, তেমনি অনেক কিছু শিক্ষা লাভ হল। আগামী দিন আরও কিছু এই ধরণের বিষয় শোনবার অপেক্ষায় থাকলাম। মহারাজজি কে আমার ভক্তিপূর্ণ জানাই। 🙏🙏
@uttamsarkar6640
@uttamsarkar6640 Жыл бұрын
অসাধারণ আলোচনা।
@jolchobi1091
@jolchobi1091 Жыл бұрын
যতক্ষণ না একজন সাধারণ মানুষ থেকে মহামানব এ পরিবর্তীত না হয় ততক্ষণ এমন মহান কাজ করা অসম্ভব।
@nitaidebnath3406
@nitaidebnath3406 Жыл бұрын
অসাধারণ বক্তব্য আমাদের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ। আমার প্রণাম নেবেন মহারাজ🙏🙏
@kunalmukherje7751
@kunalmukherje7751 Жыл бұрын
প্রণাম নেবেন মহারাজ।
@mohuld
@mohuld Жыл бұрын
অভাবনীয়, জয় হিন্দ।
@arpitabiswas1606
@arpitabiswas1606 Жыл бұрын
মহারাজ ভক্তি পূর্ণ প্রণাম গ্রহণ করবেন। মহারাজ আমি আপনার স্মরনাপন্ন হতে চাই । আমার বাড়ি বহরমপুর, আমি আপনার কাছে দীক্ষিত হতে চাই ।
@Maramia
@Maramia Жыл бұрын
মুর্শিদাবাদের আজিমগঞ্জে 'মরমিয়া' আশ্রমে জয়দীপ মহারাজ থাকেন। এখানে এলে ওনার সাথে দেখা করা যাবে। আশ্রমে যোগাযোগ করতে 9735481259 অথবা 9903656785 নম্বরে ফোন করতে পারেন।
@compactcare.ahomeappliance3115
@compactcare.ahomeappliance3115 Жыл бұрын
প্রনাম নেবেন মহারাজ। জানিনা কেন আমার মনে হয় আপনি মহাকালের যা যা অজানা তথ্য জানান তা সম্পূর্ণ শোনার যোগ্য মনে করেন না আমাদের। তাই অর্ধাহারে রেখে যান আমাদের। তাই মহারাজ ক্ষমা করবেন আমাকে। আমার ১৯৮৫ পর মহাকালের তথ্য সম্বন্ধে জানতে আপনার কাছে উদগ্রীব হয়ে রইলাম। 🙏
@kattickbiswas554
@kattickbiswas554 Жыл бұрын
মহা মানব নেতাজী সুভাষ অনন্ত মহাবিশ্বের ধ্রুব তারা, তিনিই দিক নির্দেশক সুতরাং তিনিই একক ।
@sougatanis
@sougatanis Жыл бұрын
Khub sundor
@sreekamolsaha772
@sreekamolsaha772 Жыл бұрын
মহারাজ শ্রীচরণে সশ্রদ্ধ ও বিনম্র প্রণাম নিবেদন রইল।
@rahulketansarkar1952
@rahulketansarkar1952 Жыл бұрын
মহারাজ নমস্কার নিবেন,এই দুজন লেখক কিসের ভিত্তিতে যে ওনাকে মারলেন বুঝতে পারছি না,এই ব্যাপারে আপনার সাথে একদিন আলোচনা করার ইচ্ছা থাকলো,ভালো থাকবেন আশ্রমের সবাইকে নিয়ে
@chinmoybhattacharya2837
@chinmoybhattacharya2837 Жыл бұрын
আপনি একদম সঠিক বলেছেন
@bipashadey1896
@bipashadey1896 Жыл бұрын
জয় হিন্দ।
@VitthalGucci
@VitthalGucci Жыл бұрын
Osadharon , anek kichu abaar notun kore janlam . Pronam neben.🙏🙏🙏
@munmunbanerjee3946
@munmunbanerjee3946 Жыл бұрын
Asadharo
@deepamukherjee9991
@deepamukherjee9991 Жыл бұрын
কিছু জানতাম, সব জানতাম না। যত শুনছি, মনের ভিতর ..... তোলপাড় হয়ে চলেছে।
@tahominaalam7744
@tahominaalam7744 Жыл бұрын
স্বাধীনতা শব্দের অর্থ দায়বদ্ধতা!!
@prodyotsikdar2445
@prodyotsikdar2445 11 ай бұрын
অপূর্ব। চোখে জল আসে। কাছের মানুষ গুলো এমন খারাপ হয়ে যায়? ভাবা যায় না।
@munmunbanerjee3946
@munmunbanerjee3946 Жыл бұрын
জয় হিন্দ
@jaisreeram3033
@jaisreeram3033 Жыл бұрын
জয় শ্রী রাম ভারতমাতা কি জয় জয় হিন্দ জয় নেতাজি সুভাষ চন্দ্র বসু হিন্দুস্থান জিন্দাবাদ हिन्दुस्तान जिन्दाबाद 🧡 🤍 💚
@basherbhy7963
@basherbhy7963 Жыл бұрын
জীবনের শ্রেষ্ঠ বক্তৃতা শুনালেন অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ।
@suparnamukherjee853
@suparnamukherjee853 Жыл бұрын
মহারাজীর চরণে ভক্তি পূর্ণ প্রণাম জানাই অনেক অজানা তথ্য জানতে পারলাম অসাধারণ তথ্য যেগুলো আমাদের জানা দরকার ছিল
@sushantapanday661
@sushantapanday661 Жыл бұрын
বিশ্ববরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু -বিবাহ করে ছিলেন এটা যারা মনে করেন/ভাবেন/বলেন তারা হিন্দুস্থানের কুলাঙ্গার/ভারতের, জয় নেতাজি সুভাষচন্দ্র বসু/জয় গুমনামী বাবা প্রণাম জানাই আন্তরিক ভাবে।
@jaybrahma4183
@jaybrahma4183 Жыл бұрын
RIGHT.
@goutamchatterjee6763
@goutamchatterjee6763 Жыл бұрын
The woman who claimes to be daughter of Netaji should get arrested immediately to get prominent answer on Netaji's marriage. Marriage of Netaji is the conspiracy of Gandhi & Nehru.
@BimalSinghaMahaPatra-wh2is
@BimalSinghaMahaPatra-wh2is 10 ай бұрын
নেতাজী গবেষক রা নেতাজী ও ভগবানজী সম্বন্ধে যাই বলুন না কেন নেতাজী র ব্যাপারে আমার আপনার বক্তব্য ই আমার সবচেয়ে সঠিক বলে মনে হচ্ছে। প্রনাম। মমতা সিংহ মহা পাএ ।
@suddhadas775
@suddhadas775 Жыл бұрын
আপনাকে আমার অন্তরের প্রনাম 🙏🙏🙏🙏🙏🙏🙏
@cmasusantakumarsaha9067
@cmasusantakumarsaha9067 Жыл бұрын
অকল্পনীয়। আমাদের কি ইতিহাস শেখানো হয়েছে? এটা একটা গোটা জাতির লজ্জা। আমাদের পাপের কোনো সীমা নেই। সময় হয়েছে এই পাপস্খলন করার। অপেক্ষায় আছি, কবে আবার সামনে আসবেন। জয়তু নেতাজি। সশ্রদ্ধ প্রণাম। 🙏
@tapaskumarsingha1086
@tapaskumarsingha1086 Жыл бұрын
দাদা, নির্লজ্জ বাঙালির নব প্রজন্ম তাদের পছন্দের নায়ক অভিনীত বলিউডি সিনেমা দেখছে। এরা ওইসব সিনেমা বয়কট করলে এতদিনে ওদের প্রযোজক, পরিচালকরা মানে মানে নেতাজীকে নিয়ে গবেষণানির্ভর ছবি করত । বলিহারি, ভারত সরকারের মনগড়া চিতাভস্ম আনার পদক্ষেপকেও, আচ্ছা, যদি গবেষকদের রিসার্চ ওয়ার্ক সত্যিই সঠিক হয় ,আর চীন এবং অন্যান্য দেশের সঙ্গে ভারতের এখন যা বর্তমান সম্পর্ক যদি ঐসব দেশে 1945-এর পরে নেতাজীর অবস্থানের কোনো নথিপত্র বা প্রমাণিত দলিল বেরিয়ে আসে তখন থোতা মুখ কিন্তু ভোঁতা হয়ে যাবে। তখন, হঠাৎ হঠাৎ করে ঘোমটার নিচে খেমটা নাচের ইচ্ছাটার কী হবে ? তাই ঢং না করে এবার সত্য প্রকাশ করাই তো ভাল।
@cmasusantakumarsaha9067
@cmasusantakumarsaha9067 Жыл бұрын
@@tapaskumarsingha1086 এতো কষ্ট, আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কোনো মূল্য এই প্রজন্মের কাছে নেই। দোষটা আমাদের। আমরা ই পারি নি এদের শেখাতে।
@tapaskumarsingha1086
@tapaskumarsingha1086 Жыл бұрын
@@cmasusantakumarsaha9067 ঠিক বলেছেন দাদা আপনি। আমরা এদের শেখাতে পারিনি, সেজন্য আমাদের নিশ্চয়ই দোষ। আবার স্বামী বিবেকানন্দের একটি উক্তি "একটা শিশুকেও তুমি শেখাইতে পারো না, শিশু আপনিই শেখে", এটা মানলে ওদেরও শেখার ইচ্ছা বা চেষ্টা নেই। আপনার সময়ে আপনি আমাদের থেকে ব্যাতিক্রমী মানুষ দেখতে পেতেন, এখন এদের মধ্যে কোথায় দেখেন ? সবাই যেন একই ছাঁচে ঢালাই। সমাজের অনেকেই নেশা ভাঙ করলে নিজেকেও তাই করতে হবে, এই যুক্তি চলে ? মানুষ নিজে যতই খারাপ হোক, কেউ নিজের ছেলেমেয়েদের খারাপ করে মানুষ করার চেষ্টা করে ? আসলে এদের কাছে মা-বাবার আত্মত্যাগ, শেখানো মূল্যবোধের কোনও মূল্য এদের কাছে নেই ,যতটা মূল্য আছে রং চং মেখে সং সেজে ঢং দেখানো পছন্দের নায়ক-নায়িকাদের অবাস্তবগালগল্পের,তা যতই অন্ত:সার শূন্য হোক না কেন ? ইংরেজ এবং অন্যান্য শক্তির এদেশে আগমনের আগে এদেশের যে একটা গৌরবোজ্জ্বল অতীত ছিল, যা পুরাণের অংশ নয়, ইতিহাসের অংশ, যা আমাদের কাছে অনেকটাই গোপন রাখা ছিল, এরা তার খোঁজ করে ? এইতো মানসিকতা। ছি:। আর কতদিন এসব দেখতে হবে কে জানে ?
@jaybrahma4183
@jaybrahma4183 Жыл бұрын
AMADER HISTORY MACU R SECU RA JA LIKHECHEN AMRA TAI GILECHI.
@sweetandsourkitchen9104
@sweetandsourkitchen9104 Жыл бұрын
Akdam thik bolechen ,bharatbasir paaper kono Seema nei .
@kamalkalita7387
@kamalkalita7387 Жыл бұрын
Amar Mone hae agamite jodi mahakabya rachit hae setar nam hobe netaj subhash , jakey samogro prithivi sikriti debe. Jai hind.
@shankarchat
@shankarchat Жыл бұрын
একদমই তাই। সুভাষচন্দ্র নেতাজি ভগবানজি মহাকাব্যর ই উপজিব্য
@chandranibanerjee9074
@chandranibanerjee9074 3 ай бұрын
1967 সালে জানা যায় চন্দননগরের সাধক বিপ্লবী মতিলাল রায় প্রতিষ্ঠিত প্রবর্ত্তক সঙ্ঘতে আসেন শ্রী সুভাষ বসু। তিনি নবদ্বীপে ছিলেন সেখান থেকে অরুণ চন্দ্র দত্তকে চিঠি লেখেন। সেই অরুণ দত্ত নিয়ে আসেন তাঁকে প্রবর্ত্তকে। এখনকার প্রবীণতম সদস্যা মমতা দাস মহাশয়া স্বয়ং নেতাজীকে সেবা করেন । আমরা তাঁকে Tashkent Man এর ছবি দেখাই... কিন্তু তিনি বলেন যে ইনি তিনি নন। আমি জানিনা এমনকী যাঁরা নেতাজীকে সেখানে নিয়ে গিসলেন তাঁরা নেতাজীর বিশেষ ঘনিষ্ঠ তাঁদের কোনও সন্দেহ ছিলোনা সেই সাধুর নেতাজী হওয়ার। কিন্তু হতে পারে সেটা নেতাজীরই কোনও trick । জানা নেই, এবার এমনও হতে পারে মমতাদির প্রায় 90 বয়স , তিনি হয়তো ঠিক সেই সাধুর মুখটি , কন্ঠস্বরটি মনে করতে পারছেন না। নেতাজী বেশিদিন থাকতেও পারেননি অবশ্য এখানে একটু জানাজানি হতেই লোকের প্রায়ই ভিড় হতে আরম্ভ করে, তাতে তিনি বিরক্ত হয়ে অন্যত্র চলে যান। তাঁর কথাবার্তা শুনে মনে হয় তিনি নেতাজীই , তিনি তাঁর মেজো বৌদির কথা বলতেন, কিভাবে তাঁকে ভাল ভাল নিরামিষ পদ রেঁধে খাওয়াতেন আবার মমতা দি একবার এমন কথা বলায় যে " বাড়িতে থাকলে এত কষ্ট করতে হতো না " তিনি বেশ জোরের সঙ্গে বলেন " কি মনে করেছিস আমাদের! আমরা কি ঘরে থাকবার ছেলে!!" যাই হোক, আসলে এই ঘটনাগুলির প্রচুর ছিন্ন সূত্র ইতি উতি ছাড়িয়ে রয়েছে এমনই ভাবে যে প্রবল বুদ্ধিমানেরাও হক চকিয়ে যাবে এই puzzle solve করতে। যেনো তারানাথ তান্ত্ৰিকের রহস্যময় মৃত্যুঞ্জয় "অমর জীবন"।🙏
@pratapbakshi1640
@pratapbakshi1640 Жыл бұрын
Apurbo 👌👌👌🙏🙏
@susmitadutta7845
@susmitadutta7845 Жыл бұрын
খুব ভালো লাগলো, এককথায় এই বক্তব্য শুনে আপ্লুত হলাম 🙏। যদিও আপনার সব বিশ্লেষণের সাথে একমত নই
@jaybrahma4183
@jaybrahma4183 Жыл бұрын
BHAGWANJI IS DEFINITELY OUR NETAJI SCB.
@user-lg4kf3nh7e
@user-lg4kf3nh7e Жыл бұрын
মহারাজ আমাদের প্রার্থনা উনি কি শুনতে পান?আমরা যারা আজও ওনার পথ চেয়ে বসে আছি আমাদের অন্তরাত্মার ক্রন্দন ওনার কাছে পৌঁছায়??
@joydeepmaramia176
@joydeepmaramia176 Жыл бұрын
শুধু ক্রন্দনে হবে না, বলিদান চাই।
@user-lg4kf3nh7e
@user-lg4kf3nh7e Жыл бұрын
উনি আমার ঈশ্বর।ওনার ডাকে দেশের জন্য বলিদান দিতে পারলে আমি ধন্য হব।সে ডাক,সে নির্দেশ পাবার সৌভাগ্য কি আমার হবে!!!!!! আপনাকেও শতকোটি প্রণাম জানাই মহারাজ।আপনার বক্তৃতা আমি রোজ শুনি যা আমার মনে,আমার ভাবনায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।এক অদ্ভুত পরিবর্তন এসেছে মনের মধ্যে এটা বেশ অনুভব করতে পারছি।
@user-lg4kf3nh7e
@user-lg4kf3nh7e Жыл бұрын
কিভাবে ওনার নির্দেশ পাবার জন্য আমি যোগ্য হয়ে উঠতে পারি মহারাজ?
@swarnalibagsarkar3277
@swarnalibagsarkar3277 Жыл бұрын
In the third world war "Balak brahmachari will play the part of lord Krishna and Netaji will play the part of lord Arjuna" Dr. Gope guru box(International bar at law)
@arunroysarkar7560
@arunroysarkar7560 6 ай бұрын
ভগবানজীর ভক্তদের জন্য - আমাদের কথা balakbrhamcharimaharajandnetaji.blogspot.com/2023/12/blog-post_22.html
@sanjitdebnath7255
@sanjitdebnath7255 Жыл бұрын
রাজনৈতিক মহর্ষি তথা নেতাজী সুভাষ চন্দ্র বসু ভারত তথা বিশ্বের সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ দেশ প্রেমিক তথা মাতৃভূমি প্রেমিক!তাই, ভারত তথা বিশ্ববাসী তাঁকে সবসময়ের জন্যে স্মরণে রাখতে ভারত উপমহাদেশের রাজধানী নিউ দিল্লিকে এনএস দিল্লী হিসেবে ঘোষণা দেওয়া একান্ত আবশ্যক! ---- আজাদ হিন্দ সমিতি।
@subhajitmanna5420
@subhajitmanna5420 Жыл бұрын
Jay Hind 🇮🇳🚩🪔⚔️⚔️⚔️⚔️Har har Mahadev 🚩🪔🚩🪔🚩🪔🚩⚔️⚔️⚔️⚔️🕉️🕉️🕉️🕉️✡️✡️✡️✡️
@bholanathdolui3619
@bholanathdolui3619 Жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা র বুদ্ধি জীবি দের জানানোর জন্য । বাংলা র বুদ্ধি জীবি দের মেধা নিয়ে আমাদের সংসয় আছে ।
@moubhattacharyya9167
@moubhattacharyya9167 Жыл бұрын
Koto ojana tothho apni pouchedilen sobar kachhe,otulonio ,osadharon bisleson,apnake amar voktipurno pronam moharaj🙏🙏🙏
@digambardas6203
@digambardas6203 Жыл бұрын
Jai bharatvarsh 🙏❤🌺🇮🇳 Jai Netaji 🙏❤🌺🇮🇳
@sanjitdutta7835
@sanjitdutta7835 Жыл бұрын
জয়হিন্দ
@parthapratimroychoudhury872
@parthapratimroychoudhury872 Жыл бұрын
Excellent Excellent Excellent .....
@arunroysarkar7560
@arunroysarkar7560 6 ай бұрын
ভগবানজীর ভক্তদের জন্য - আমাদের কথা balakbrhamcharimaharajandnetaji.blogspot.com/2023/12/blog-post_22.html
@arkodas3298
@arkodas3298 Жыл бұрын
AKHAND BHARAT JINDABAD 💯🙏✊️💪🚩🗡🕉⚔️🇮🇳⚔️🕉🗡🚩🙏✊️💪🚩🗡⚔️🕉⚔️🇮🇳
@sumandas9487
@sumandas9487 Жыл бұрын
akhand bharat jindabad.
@arunroysarkar7560
@arunroysarkar7560 6 ай бұрын
ভগবানজীর ভক্তদের জন্য - আমাদের কথা balakbrhamcharimaharajandnetaji.blogspot.com/2023/12/blog-post_22.html
@aadittoshen
@aadittoshen Жыл бұрын
🙏
@piyalidutta6462
@piyalidutta6462 Жыл бұрын
Kichu bolar nei.
@prankrishnamandal3137
@prankrishnamandal3137 Жыл бұрын
নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কের আপনার বক্তব্য বই আকারে ছাপিয়ে প্রকাশ করার জন‍্য অনুরোধ জানাই
@Maramia
@Maramia Жыл бұрын
www.amazon.in/dp/B07RSS2ZP5/r.... MITHYAR GADAY SOTYER CHHUCH বইটি না পড়ে থাকলে পড়তে পারেন।
@shibajeebose4595
@shibajeebose4595 Жыл бұрын
আমার মনে হয় কিছু অজানা তথ্য জয়দীপ মহারাজ এর কাছে আরো জানতে পারবো। আমার আরও মনে হয় ভগবানজীর পরবর্তী কার্যকলাপ সম্পর্কে ভারতের ইন্টিলিজেন্স বিভাগের কাছে সেই তথ্য রয়েছে।
@purandarbose4218
@purandarbose4218 Жыл бұрын
প্রণাম নেবেন মহারাজ, আপনার সাথে দেখা করতে গেলে কি করতে হবে অনুগ্রহ করে জানাবেন।
@Maramia
@Maramia Жыл бұрын
মুর্শিদাবাদের আজিমগঞ্জে 'মরমিয়া' আশ্রমে জয়দীপ মহারাজ থাকেন। এখানে এলে ওনার সাথে দেখা করা যাবে। আশ্রমে যোগাযোগ করতে 9735481259 অথবা 9903656785 নম্বরে ফোন করতে পারেন।
@arunroysarkar7560
@arunroysarkar7560 6 ай бұрын
ভগবানজীর ভক্তদের জন্য - আমাদের কথা balakbrhamcharimaharajandnetaji.blogspot.com/2023/12/blog-post_22.html
@debasisbanerjee3347
@debasisbanerjee3347 Жыл бұрын
maharaj ... eisob katha ki oi mahamanob ase te pabo ... ami detail porte chai ... kripa kore jodi janan
@joydeepmaramia176
@joydeepmaramia176 Жыл бұрын
সব নয়, কিছু পাবেন ওই বইতে।
@subhasish8329
@subhasish8329 Жыл бұрын
Outstanding 😇🙏
@ajitbarman2873
@ajitbarman2873 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Prottuthore
@Prottuthore Жыл бұрын
❤️❤️❤️
@gargimandal6230
@gargimandal6230 Жыл бұрын
I know
@shobhachakrvarti8746
@shobhachakrvarti8746 Жыл бұрын
Asadharan
@parthabarman3131
@parthabarman3131 Жыл бұрын
Darun bapar asol itihas জনগলো
@manasbiswas1962
@manasbiswas1962 Жыл бұрын
Netaji Research Bureau ,Kolkata should be named as Marriage research Bureau or better as Anita Research Bureau . They tried hard to promote Anita .
@bholanathdolui3619
@bholanathdolui3619 Жыл бұрын
নতুন ভারতের নতুন সত্য ইতিহাস লেখা হবে তাতে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী সুভাষ চন্দ্র বসু লেখা। হবে। ভারত মাতা কি জয় ।
@manojvaidya8356
@manojvaidya8356 Жыл бұрын
নেতাজির দেশপ্রেমের কোন সন্দেহ নেই তিনি সমস্ত ভারতীয়দের মনে চিরকাল থাকবেন। কংগ্রেসের সমন্ধে বলেছেন ঠিক আছে। বামেদের কিভাবে টানলেন বুঝতে পারলাম না। কিন্তু পারলাম আপনার বক্তব্যে আর এস এস ছায়া দেখতে পাচ্ছি। আপনার বক্তব্য খুবই ভালো লাগে ধন্যবাদ।
@manasbiswas1962
@manasbiswas1962 Жыл бұрын
Left parties are also involved in the conspiracy . Because they disclosed no file related to NETAJI , though they ruled West Bengal for long years .
@manojvaidya8356
@manojvaidya8356 Жыл бұрын
@@manasbiswas1962 কংগ্রেস খমতায় ছিল বহু বছর ধরে তারা কি করেছে। বামেদের শাসন শুরু হয় ৭৭ সালে তাদের দ্বারা কতটুকু কন্সপিরেসি করা সম্ভব বোঝাবেন। মমতার সরকার যে সমস্ত ফাইল সামনে আনেন তার অপ্রাসঙ্গিক তাঁতে কাজের কিছুই নেই।কারা সঠিক বোঝাবেন ?
@joydeepmaramia176
@joydeepmaramia176 Жыл бұрын
তাঁকে ‘তোজোর কুকুর’ বলতেন বামপন্থীরা।
@shibajeebose4595
@shibajeebose4595 Жыл бұрын
তোজোর কুকুর কারা যেনো বলেছিল নেতাজীকে?
@manasbiswas1962
@manasbiswas1962 Жыл бұрын
@@shibajeebose4595 , Indian communists told that . C P I was the platform of them . They also supported partition 1947 . But their ability of double -faced attitude is unique . They are sharply critical to Hinduism but never dare to utter anything about Islamist terror .
@bidhankumardebnath3119
@bidhankumardebnath3119 Жыл бұрын
Netaji bolechhilen, " Desh bondhu Chittaranjan, amar , political guruu, kintu SriAurobindo, amar , spiritual guruu."
@arunroysarkar7560
@arunroysarkar7560 6 ай бұрын
ভগবানজীর ভক্তদের জন্য - আমাদের কথা balakbrhamcharimaharajandnetaji.blogspot.com/2023/12/blog-post_22.html
@shobhachakrvarti8746
@shobhachakrvarti8746 Жыл бұрын
Congratulate. you
@chakrabortymistu4759
@chakrabortymistu4759 Жыл бұрын
Maharaj apnar kothar songe sahomot..kintu Bimal Nandy onar version e keno bolchen je Netaji sudhu ekjon kei beleief korten tini comrade emiliye..porer bar ei bishoye ektu alokpat korle valo hoy..
@jaybrahma4183
@jaybrahma4183 Жыл бұрын
KOTHAE BOLECHEN,LINK DIN.
@prasenjitchand6986
@prasenjitchand6986 Жыл бұрын
Infinite true.....
@shiladeb1164
@shiladeb1164 8 ай бұрын
🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏
@debapriyadas8899
@debapriyadas8899 Жыл бұрын
ভগবানজি থাকাকালীন তিনি রাশিয়া সহ বিভিন্ন স্থানে গেছেন। তখন হয়ত তাঁর হয়ে কেউ প্রকসি দিয়েছে। হতে পারে নিরেন মিত্র দিয়েছেন।
@rajashreechoudhury7155
@rajashreechoudhury7155 Жыл бұрын
At least half of india came to know about gumnami baba because of Anuj Dhar n chandrachur. Before that it was with few only
@prahladdas3687
@prahladdas3687 Жыл бұрын
Moharaj ji apnar kothar anek jukti ache tobe amader bir netaji biboho korechilen kina janina netajir bibaho bisoye kotha sunte sunte amar bibaher kotha aktu bolte echhe korche dekhun amader bibaho hobe seta ami abong amra keu e jantam na tobuo amader bibaho hoye gelo hoyto essorer echhe Tao jekhane bibaho hochhilo sekhane puro bari.pahara nichhilo bibaho somorthkra tobe amader dujoneri mot chilo joy hind joy netaji joy varotmata joy modiji joy desbasir joy 🇳🇪🇳🇪♥️🙏🙏🙏
@rajashreechoudhury7155
@rajashreechoudhury7155 Жыл бұрын
High time n reality is coming soon
@rajashreechoudhury7155
@rajashreechoudhury7155 Жыл бұрын
Complete india now know that , bhagwanji or gumnami baba is our netaji n no one else
@bijayasengupta8657
@bijayasengupta8657 Жыл бұрын
নেতাজী র সন্ন্যাস গুরুর নাম জানতে চাই।
@chandanbanerjee4116
@chandanbanerjee4116 Жыл бұрын
Swami Vivekananda
@bijayasengupta8657
@bijayasengupta8657 Жыл бұрын
@@chandanbanerjee4116 না , বিবেকানন্দের আদর্শে সুভাষচন্দ্র অনুপ্রাণিত ছিলেন ঠিকই, বিবেকানন্দ তাঁর সন্ন্যাস গুরু নন ।
@rajashreechoudhury7155
@rajashreechoudhury7155 Жыл бұрын
Gumnami baba of faizabad is our netaji, no doubt about it .
@jaybrahma4183
@jaybrahma4183 Жыл бұрын
LOK JON ONEK BHALO BHAVE BISLESON KORTE PARBE EI VDO DEKHE.
@swadeshranjanpanja5745
@swadeshranjanpanja5745 8 ай бұрын
Samosta prochar sisirrishna sugata and some other ei procher with the help of neheru koracha
@twilights7435
@twilights7435 3 ай бұрын
আবার সুভাস আসবে কোন পূন্যবতী ভারতীয় মাতার গর্ভে। একোন আবেগ নয়, প্রবল আকাঙ্খা।
@parthabarman3131
@parthabarman3131 Жыл бұрын
Nataji jibito jibito jibito tar kaj chalcha
@dr.sharmisthasinha8324
@dr.sharmisthasinha8324 6 ай бұрын
লোম খাড়া হয়ে গেলো..আরও শুনতে ইচ্ছা করছে.. মনে হচ্ছিলো আরও বলুন,ওনার কথা না শেষ হয়
@liberaldemocracy2024
@liberaldemocracy2024 Жыл бұрын
তিনি এক? দেশবন্ধু, বাসন্তী দেবী? কে বলল এসব নাম বলো বাবা। একক??? দিলীপ কুমার রায় এসব লিখে ছিলেন? কোন বইয়ে?
@ratangangopadhyaygangopadh9826
@ratangangopadhyaygangopadh9826 Жыл бұрын
What is true who knows? Are these people doing business in the name of finding out the truth.
@joydeepmaramia176
@joydeepmaramia176 Жыл бұрын
Most of them, yes.
@shuklabiswas790
@shuklabiswas790 Жыл бұрын
Anita ekta jali mohila .
@abhikdey3633
@abhikdey3633 9 ай бұрын
Spread this truth . Do your duty
@salilmukhopadhyay2119
@salilmukhopadhyay2119 Жыл бұрын
Why he is mahatma misnomer
@rumachoudhury9070
@rumachoudhury9070 Жыл бұрын
Not convincing
@abhikdey3633
@abhikdey3633 9 ай бұрын
Nehru boot licker you ?
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40
У Тебя Есть 3 Желания! 😌 @NutshellAnimations
0:46
Глеб Рандалайнен
Рет қаралды 2,8 МЛН