রামকৃষ্ণ বঙ্কিমচন্দ্র সাক্ষাৎকার : সত্যিটা কী? Ramkrishna Bankim Chandra Meeting: What is the truth?

  Рет қаралды 44,538

The Galposalpo

The Galposalpo

Жыл бұрын

Ramkrishna Paramhansa and Bankim Chandra Chattopadhyay Meeting ( রামকৃষ্ণ পরমহংস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাক্ষাৎকার ) is the topic of this video. The content presents its controversial side in True or False form.
নিঃসন্দেহে শ্রীরামকৃষ্ণের সাথে বঙ্কিমচন্দ্রের সাক্ষাৎকার একটি ঐতিহাসিক ঘটনা। কিন্তু সেই ঘটনাটির বাস্তবতা আছে কিনা -- তা নিয়েও যথেষ্ট বিতর্ক আছে। হতে পারে সেই ঐতিহাসিক সাক্ষাৎকারটি সত্যিই ঘটেছিল, আবার এটাও হতে পারে যে, সাক্ষাৎকারের গল্পটি আসলে মনগড়া।
যাই ঘটুক, এই ভিডিওতে আপনাদের সামনে পক্ষের এবং বিপক্ষের সমস্ত যুক্তিতর্ক উপস্থিত করেছি। এবার আপনারাই সিদ্ধান্ত নিন -- আসল ঘটনাটি কি ঘটেছিল! আপনারাই সর্বশ্রেষ্ঠ বিচারক।
শ্রীরামকৃষ্ণের সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সত্যিই সাক্ষাৎকার হয়েছিল কি হয়নি - আপনারা কে কি ভাবছেন, প্লিজ কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আমি অপেক্ষায় রইলাম।
For making this video, I am grateful to:
তথ্যঋণ:
১) বঙ্কিমচন্দ্র : জীবন ও সাহিত্য
By গোপাল চন্দ্র রায়
২) শ্রীরামকৃষ্ণ : বিতর্কিত সাক্ষাৎ প্রসঙ্গ
By অর্ণব নাগ
৩) শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত (৫ম ভাগ, ৩য় সংস্করণ)
By শ্রীম
৪) শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথি
By অক্ষয় কুমার সেন
৫) শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ
By স্বামী সারদানন্দ
৬) উইকিপিডিয়া
Thanks a lot.
yours faithfully
The Galposalpo
#ramkrishna #bankimchandra #রামকৃষ্ণ #বঙ্কিমচন্দ্র

Пікірлер: 148
@devdasghosh5215
@devdasghosh5215 Жыл бұрын
খুবই সুন্দর মনোজ্ঞ আলোচনা করেছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা পড়লে বোঝা যায় তিনি কখনোই অশালীন ভাষা প্রয়োগ করতে পারেন না।
@ramaprasadchakraborty764
@ramaprasadchakraborty764 Жыл бұрын
খুবই মনোজ্ঞ আলোচনা । যৌক্তিক আলোচনা । অবশ‍্য ই শ্রীম -র -ড়ায়েরীর সংশ্লিষ্ট পৃষ্ঠাটি এই বিতর্কের সমাধান করতে পারে । ঐ পৃষ্ঠাটি জনসমক্ষে না আনার কারণ কি ? এই সংগত প্রশ্ন উঠবেই ।
@hojoborolaw4702
@hojoborolaw4702 Жыл бұрын
Koi???? Kothamritey achhe toh amar kache 5 ti khondoi achhe babar prio grontho bola jaay...ami chotobela thekei sune sune boro hote hote bar bar porechi ...
@aparnabhattacharjee-lf6cp
@aparnabhattacharjee-lf6cp 4 ай бұрын
Shob kichhu ghete dilen. sri M😮😮 ke liar bhab te parchina abar apnar jukti gulo thik lagchhe. Bankim Chandra oi kothagulo bolenni bhebe bhalo lagchhe, karon onake bhalobashi. Biswas er bhit nariye dilen
@subhaschowdhury7644
@subhaschowdhury7644 Жыл бұрын
আপনি একজন চলমান বিশ্বকোষ। আপনার আলোচনার বিষয়বস্তু অত্যন্ত উন্নত মানের ও আগামী প্রজন্মের কাছে দস্তাবেজ স্বরূপ। আপনি এভাবেই আমাদের সম্বৃদ্ধ হতে উৎসাহিত করুন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
@androidoppo7394
@androidoppo7394 Жыл бұрын
আপনার বস্তু নিষ্ঠ ও গবেষণা মূলক ভিডিও বা আলোচনা সত্যিই যুক্তিযুক্ত এবং মনজ্ঞ। আশা করি শ্রীশ্রী প্রভু জগতবন্ধু সুন্দর এবং ভারতরত্ন ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারীকে নিয়ে একটি ভিডিও বা আলোচনা করবেন।
@amarsobujchadbagan3862
@amarsobujchadbagan3862 Жыл бұрын
আজ পর্যন্ত ঠাকুর ও বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের ঐতিহাসিক সম্মুখ সাক্ষাৎকার সম্বন্ধে যে ধারণা মনের মধ্যে অটল ছিল। আজ আপনার তথ্যসমৃদ্ধ ভিডিওটি দেখে সেই বিশ্বাসের উপর একটা চির ধরে গেল।
@sribashkr.mandal416
@sribashkr.mandal416 Жыл бұрын
দারুণ উপস্থাপনা ভালো লাগলো, এটা পরিষ্কার ঐ চারটে বইয়ের সাক্ষাৎকারের বিষয় গুলো ভূয়া, ওরা বঙ্কিমচন্দ্রকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন, আর রামকৃষ্ণপরমহংসের গুনগান করেছেন।
@dr.mrinalkantibiswas3708
@dr.mrinalkantibiswas3708 Жыл бұрын
আপনার প্রতিটি আলোচনা চিত্তাকর্ষক। অনেক পড়াশুনা ও খাটাখাটনি করতে হয় এর জন্য। আপনি হয়ত কিছু টাকা পেতে পারেন, কিন্তু আমরা যা পাই তার মূল্য অপরিসীম। অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য ...🙏🙏
@melodiousraj
@melodiousraj Жыл бұрын
আপনার প্রতিবেদন শুনে এইটুকু নিশ্চিত হলাম যে শ্রীশ্রী ঠাকুরের সঙ্গে সাহিত্য সম্রাটের সাক্ষাৎ হয়নি. স্বামী বিবেকানন্দের সঙ্গে বিদ্যাসাগরের সাক্ষাৎ সংক্রান্ত কোন ইনফরমেশন যদি থাকে তাহলে দয়া করে একটি প্রতিবেদন তৈরি করবেন. আপনার উপস্থাপনা সত্যি ই অসাধারণ ও অনবদ্য।.
@susthirbhanja1263
@susthirbhanja1263 Жыл бұрын
Very beautiful logical presentation. I personally think that Bamkim Chandra was so revered & respected that he might not have uttered such words in front of Sri Ramakrishna, another great spiritual personality of the 19th century
@GOUTAM-B4U
@GOUTAM-B4U Жыл бұрын
আপনি ঠিক বলেছেন ।বঙ্কিমবাবুর অনুরাগীর সংখ্যা নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণের ভক্ত সংখ্যা অপেক্ষা অনেক কম ছিল ।অতএব এই ধরণের প্রচার হওয়া কোন অস্বাভাবিক ঘটনা নয় ॥ বঙ্কিমচন্দ্রের সাহিত্যে কোথাও আমরা দেখি না বা উপলব্ধি করি না তিনি ভক্তিরসের মানুষ ছিলেন ॥
@rafalodeaogo3032
@rafalodeaogo3032 Жыл бұрын
কটা উপন্যাস পড়েছেন বঙ্কিমের? বঙ্কিমচন্দ্র গীতার ভাষ্য রচনা করেছিলেন জানেন?? কিন্তু তিনি অত্যন্ত কৌতুক প্রিয় ছিলেন যা তিনি শ্রীরামকৃষ্ণ এর সাথে করেছেন
@kaustavchatterjee4220
@kaustavchatterjee4220 Жыл бұрын
আমি এখানে সমস্ত ব্যক্তিত্বের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে নিজস্ব মতামত অনুযায়ী বলছি যে শুধু এক্ষেত্রে নয় বহু ঐতিহাসিক ব্যক্তিত্ব দের নিয়ে অনেক রকম ভুয়ো বা মিথ্যা খবর প্রকাশিত হয়েছে কালে কালে । এমনকি অনেক চরিত্র কে কলুষিত করার চেষ্টা করেছেন তাঁদেরই তথাকথিত অন্ধ ভক্তরা । তাই আমার কিছু ক্ষেত্রে মনে হয়েছে বেশী অন্ধ ভক্তের দাপাদাপি থাকাটাও জীবনে ভালো নয় । কারণ আদর্শ গত লড়াই এ পরবর্তীকালে এই ভক্তরাই নিজ নিজ সংকীর্ণ বিশ্বাস ও মতাদর্শ কে তাদের গুরুর মতাদর্শ বলে আখ্যায়িত করে নিজেদের মধ্যেই সংঘাতে জড়িয়ে পড়েন । এইরকম ঘটনা বিলক্ষণ দেখা গেছে । সব শেষে এই বলে শেষ করছি এই দুই ঐতিহাসিক ব্যক্তিত্ব দুই ভিন্ন মতাদর্শের অনুগামী ছিলেন । এ বিষয়ে কোনো সংঘাতের কোনো প্রশ্নই ওঠা উচিত নয় তাতে সাক্ষাৎকার হয়েছিল কী হয়নি সে বিতর্কে আমি যাচ্ছিনা । অত্যন্ত গুরত্বপূর্ণ আলোচনা এটি অচিরেই ইতিহাসের অনেক দিক কে আজ তুলে ধরতে সক্ষম হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই । A huge respect to you Sir ❤️❤️
@sudebghosh8330
@sudebghosh8330 Жыл бұрын
সঠিক মূল্যায়ন।
@naskar1232
@naskar1232 Жыл бұрын
অধর সেনের বাড়িতে গেছিলেন অন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে এই ব্যক্তি জানার ইচ্ছা রইল। ঘটনা অসাধারণ।
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
Go through the books that are given at the end of the video or in the description box of the video.
@mallikadas2857
@mallikadas2857 Жыл бұрын
অনেক কিছুই জানতে পারি দাদা আপনার গবেষক মনোভাব থেকে।অনেক আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই। মল্লিকা দাস । সিঙ্গাপুর
@mathbymkr
@mathbymkr Жыл бұрын
সর্বত্র ইতিহাসের পর্দাফাঁসের প্রচেষ্টা ...... তথ্য বহুল .... ধন্যবাদ 🙏🏻
@kalpanasen5012
@kalpanasen5012 Жыл бұрын
যথেষ্ট তথ্য সমৃদ্ধ আপনার এই আলোচনা একটা প্রশ্ন চিহ্ন যদিও থেকে গেল ।কিন্তু আপনার অনুসন্ধান করবার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই । ধন্যবাদ ।
@phom3080
@phom3080 Жыл бұрын
কোন ঘটনারই পুনঃ বর্ননা হুবহু হতে পারেনা। যেমন ভাব তেমন লাভ। ভগবান মিথ্যা, এটাও প্রমান করার বহু লোক আছে। তা সত্ত্বেও ভগবানের ভক্ত অসংখ্য।
@kathaobarta7839
@kathaobarta7839 Жыл бұрын
খুব সুন্দর বলেছেন। উনি ফেনিয়ে ফেনিয়ে শ্রীশ্রী রামকৃষ্ণদেবের নিন্দা করতে চেয়েছেন কারণ এই সব আজকাল বেশী লোকের ভালো লাগে। 😊
@PrasadSen-gi4wk
@PrasadSen-gi4wk 3 ай бұрын
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ছিলেন প্রেমের ঠাকুর। জ্ঞানীগুণী সকল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতেন। শ্রদ্ধার বশবর্তী হয়েই তিনি অনেক কর্মযোগী মানুষের সাহচর্য লাভের জন্য তঁ।দের বাড়িতে গিয়েছিলেন, গুরুগিরী করা ছিল তঁ।র স্বভাববিরুদ্ধ।প্রকৃতপক্ষে তিনি ছিলেন এক অহংকারমুক্ত সন্ন্যাসী ।অপরদিকে ঋষি বঙ্কিমচন্দ্র ছিলেন মনবধর্মে গভীর আস্থাশীল বাংলার তথা ভারতের নবজাগরণের কান্ডারী । দুজনেই ছিলেন মিতভাষী ।একজন সন্ন্যাসী অপরজন সংসার রসিক।
@tapasdutta9442
@tapasdutta9442 Жыл бұрын
Exçellent clarification. I think Sir Bankim never met sri Ramkrishna. Sir Bankim could not talk lower graded word, as per Sri Ramkrishna's remarks " Whatever one think, one talk."
@sumanbanerjee3464
@sumanbanerjee3464 Жыл бұрын
খুব সুন্দর লাগলো। স্যার! ঠাকুর ও বিদ্যাসাগর মহাশয়ের সাক্ষাৎকার শুনতে চাই।
@ashokdalui2004
@ashokdalui2004 11 ай бұрын
আলোচনা বা সমালোচনা কিম্বা বিতর্কিত তথ্য যাই হোক তবুও অসাধারণ ব্যাক্তিত্বপূর্ন মানুষের তথ্য জানার ভীষণ ইচ্ছা প্রকাশ করি। বৃহৎ এই পৃথিবীর কতটুকু জানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
@anilkumardas3870
@anilkumardas3870 Ай бұрын
Mone hochheaapni akjon boro gobeshok Thakur k planchet korun ❤❤❤❤
@nimaichandraghose2433
@nimaichandraghose2433 4 ай бұрын
খুবই সুন্দর আলোচ্য বিষয় ।অনেক বাঙালীর ভুল ভেঙে গেল।
@santanupain2143
@santanupain2143 Жыл бұрын
Very in depth analysis. And thought provoking. Iam fond of listen ing your programme. Never heard any lesson on Sri Arabinda or Mother.
@hojoborolaw4702
@hojoborolaw4702 Жыл бұрын
Thakur amar hridoy 🙏 Sotokoti pronaam 🙏
@arunavachoudhuri
@arunavachoudhuri 4 ай бұрын
খুবই ভালো ; অনেকেই দেখবে, এবং লাইক দেবে। সেটি জানালাম। আগামী দিনে কোন ভিডিও পুরো দেখবো কিনা ভেবে দেখবো। ধন্যবাদ।
@diptendranathghoshhazra3311
@diptendranathghoshhazra3311 Жыл бұрын
একটি অমূল্য ও অসাধারণ প্রতিবেদন। এই প্রতিবেদনটি শোনার আগে পর্যন্ত দুজনের সাক্ষাৎকারের বিষয়টি সঠিক বলেই জানতাম কিন্তু বিশ্লেষণ শোনার পর একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সে বিষয় কোনো সন্দেহ নেই। তবে যুক্তি গুলো প্রায় অকাট্য মনে হয়। যাইহোক খুব ভালো লাগলো।
@bimanbeharimondal1165
@bimanbeharimondal1165 8 ай бұрын
অসাধারণ তথ্যপূর্ণ আলোচনা।একটা নুতন দিগন্ত খুলে গেল।
@soumitrakundu2613
@soumitrakundu2613 Жыл бұрын
Darun sir... Salute to you.... Sottie asadharan.....
@sandipchatterjee9106
@sandipchatterjee9106 Жыл бұрын
Thank you for your information
@samirmukherjee3174
@samirmukherjee3174 Жыл бұрын
Curious to know this interesting VDO.
@krishnadey4466
@krishnadey4466 Жыл бұрын
Apnake asankhya dhanybaad ai dharaner tatthya prokash karar janya. Eta biswas karar mata jukti abashyai diyechhen.
@mugdhomugdho1763
@mugdhomugdho1763 Жыл бұрын
Joy Ramkrisna🥰🥰🥰🥰
@khoj0km368
@khoj0km368 Жыл бұрын
খুব ভালো লাগলো আপনার মত, এবং আমি আপনার মতে এই সমর্থ! তবে ,অন্য রা ,আপনার মত টা বুজতে পেরেছ কী না আমার সন্ধেও "
@samsulalam572
@samsulalam572 4 ай бұрын
দুজন মহান ব্যক্তি সাক্ষাৎ হয়েছে। না হ ওয়ার কারন নেই।
@santanu88
@santanu88 Жыл бұрын
সত্যি এই সময়ে এইটা বলা খুব কঠিন। কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছিল যেটা‌ চারটি বইএ‌ লিপিবদ্ধ আছে।
@gobindalalkarmakar8540
@gobindalalkarmakar8540 Жыл бұрын
এটাই গোয়েবলিও পদ্ধতি। আর ভারতীয়দের কাছে আর একটি বিশেষ গুণ ধর্মের নামে যা কিছু বলা যাবে তাই শিরধার্য। আর এটাই ব্যবসা করার মূলধন।
@sucharitabanerjee9100
@sucharitabanerjee9100 Жыл бұрын
আপনার প্রতিবেদন খুব ভালোএবং যুক্তিপূর্ণ।
@subratacharanrakshit9172
@subratacharanrakshit9172 Жыл бұрын
আপনার এই তথ্যবহুল আলোচনার শেষের অংশটি শুনে আমার মনেহয় ওনাদের সাক্ষাৎকার হয়নি। যদিও একটি সাক্ষাৎকার হয়ে থাকে তবে দ্বিতীয় বঙ্কিম চন্দ্রের সঙ্গে, সাহিত্য সম্রাটের সঙ্গে নয়। আপনার আলোচনার মাঝে বলেছেন সাহিত্য সম্রাট খারাপ উক্তি কখনো করেননি, কিন্ত 'কমলাকান্তের' দপ্তরে উনি সওয়াল জবাবে 'দুর মাগী' বলিয়া গালি দিয়েছিলেন।
@dipankarmajumdar9937
@dipankarmajumdar9937 Жыл бұрын
আপনার আলোচনা শোনার পর আমার ধারনা পাল্টে গেলো। গোপাল বাবুর যুক্তিই সঠিক, বঙ্কিম বাবু কি রকম রুচির মানুষ ছিলেন তা রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্কিমচন্দ্র প্রবন্ধ পড়লেই জানা যায়, সেই জন্য এই সিদ্ধান্তে আসা যায় মৈথুন এই শব্দ আর একজন মানি শ্রদ্ধেয় মানুষের সামনে বলবেন না।
@sandybow1
@sandybow1 Жыл бұрын
Sabash! Anek subhechcha
@abhirupdasbarman7378
@abhirupdasbarman7378 Жыл бұрын
Both Bankim Chandra and Sri Ramakrishna were great personalities during their time. Both the person were wise enough not to say any controversial comments against each other. On the other hand it is difficult to believe that two contemporary great person never met eachother. We should stop discussing this controversial matter.
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
We should find out the logics behind every incident.
@souravdan2719
@souravdan2719 Жыл бұрын
খুব ভালো আলোচনা।
@parthasm
@parthasm Жыл бұрын
O - Sadharan .. aapnar channel e prothom video dekhlum.. Eai rokom research based content bangla bhashai KZfaq e aapnar e .. Kudos.. Keep Going..
@Jyotsna667
@Jyotsna667 3 ай бұрын
Excellent explanation
@samirmukherjee3174
@samirmukherjee3174 Жыл бұрын
Religion and logic beautifully integrated
@dhrubajyotighosh3805
@dhrubajyotighosh3805 Жыл бұрын
অসাধারণ লাগলো গল্পটা ।
@rekhapathak79
@rekhapathak79 Жыл бұрын
আপনাকে আন্তরিক অভিবাদন। আমি আমার অতি দীন জ্ঞান হতে বলতে চাই( যে হেতু বাক্ স্বাধীনতা আছে) সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে রামকৃষ্ণ পরম অংশ দেবের আদৌ কোন সাক্ষাৎ হয়নি। তথাকথিত সাক্ষাৎ কারে রামকৃষ্ণ ঠাকুরের প্রশ্নে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় এর মতো সর্ববিষয়ে উচ্চ কোটির এক জন ভারত বিখ্যাত ব্যক্তির মুখ দিয়ে উত্তরে যে ভাষা প্রয়োগ করা হয়েছে, তা যথেষ্ট সন্দেহ জনক। আপনার জ্ঞান গর্ভ এবং প্রমাণ সাপেক্ষে পক্ষে বিপক্ষের আলোচনা হতে মনে হয় ঐঁ দুই মহানের সাক্ষাৎ কার পর্বটি বিজ্ঞ, বিদগ্ধ সাংবাদিক ঁ গোপাল চন্দ্র রায়ের মন্তব্যের দিকেই বেশি প্রবাহমান।
@sajalchatterjee5860
@sajalchatterjee5860 Жыл бұрын
আমি বঙ্কিমচন্দ্র র নাতী বা (উত্তরসূরি) এটা একদম সত্য ঘটনা
@ranjansarkar3228
@ranjansarkar3228 Жыл бұрын
Your argument is excellent
@achintyabiswas5388
@achintyabiswas5388 Жыл бұрын
Deepak Gupta didn't get the manuscript.
@ritapal4831
@ritapal4831 Жыл бұрын
Some day you say ,there was no man like Sri Ramakrishna. You will give so many urguments.
@pranabkundu8580
@pranabkundu8580 8 ай бұрын
Begun wala ki kore hirer mulya bujhbe balun? Du poisa kore khachche khete din. Erokom koto abal elo r gelo. Era kaler srote ekdin nischinno hoye jabe...Ar Thakur Ramkrishna Dev modhyo gogone Suryer moto jogotke sonar kiron debe..hajar batsar poreo
@dipankardutta3688
@dipankardutta3688 Жыл бұрын
অসাধারণ তথ্য। দাদা, ভালো থাকবেন।
@mitalichatterjee3857
@mitalichatterjee3857 Жыл бұрын
Joy Thakur Sri Sri Ramkrishna Paramhngsodeb Amar Pronam Nio Thakur🙏🙏🙏
@sikdarmainuddin3035
@sikdarmainuddin3035 Жыл бұрын
Your presentation is very aesthetic.
@biswanathde5219
@biswanathde5219 Жыл бұрын
From your discussion on meeting great Bankimchandra & Sri Sri Thakur I am on this opinion that 1 .Trakur met with other Bankim ch Chattapadhyay not our Sahitya Samrat who wrote Durgesh Nandini.. 2.Sri Ma must not wrote any story in Holy book. 3.Sahitya Samrat was not vulgar writer etc 4. We have to find out other Bankim to resolve it
@bimanmondal4627
@bimanmondal4627 Жыл бұрын
Thank you,
@radheshyamsarkar8487
@radheshyamsarkar8487 Жыл бұрын
মাষ্টার মহাশয় ছিলেন সে যুগের একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি - এম এ পাশ। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কাজেই তিনি তদানীন্তন সাহিত্য এবং সাহিত্যিকদের সাথে ভাল ভাবেই পরিচিত ছিলেন। অতএব তিনি ঠিক বঙ্কিমচেন্দ্রর সাথে ঠাকুরের সাক্ষাৎকারের কথা, কথামৃতে লেখেননি তা একেবারেই অবান্তর। তাছাড়া কথামৃতের অন্য এক জায়গায় উনি ঠাকুরকে 'দেবী চৌধুরাণী' উপন্যাস পড়ে শুনিয়েছিলেন। কথা হচ্ছে কেউ হয়ত উচ্চ শিক্ষিত পন্ডিত হতে পারেন তবে ঈশ্বর উপলব্ধি নাহলে বাক্য নিয়ন্ত্রণে নাও থাকতে পারে।
@pranabkundu8580
@pranabkundu8580 8 ай бұрын
You hit at the very very right point..🥰🥰🥰🥰
@biswajitnaskar8264
@biswajitnaskar8264 Жыл бұрын
খুব ভালো লাগলো দাদা/ Sir
@dulalgoswami1381
@dulalgoswami1381 Жыл бұрын
আমার মনে হয় বঙ্কিমচন্দ্র চট্টৌপাধ্যায় নামে যে দ্বিতীয় এক ব্যক্তির নাম উল্লেখ করা হ্য়েছে সেই কাহিনী টিই গ্রহনযোগ্য।
@sonjoybanerjee4139
@sonjoybanerjee4139 Жыл бұрын
Bankim Chandra chattopadhyay was great philosopher and vedik culture thought
@somnathsengupta6975
@somnathsengupta6975 Жыл бұрын
আপনার প্রগ্রাম আমাদের অনেক শিক্ষা দেয়।
@bengalias2023
@bengalias2023 Жыл бұрын
দেখা হয় নি।এই আলোচনাটি খুব দরকার ছিল।
@kaustavchatterjee4220
@kaustavchatterjee4220 Жыл бұрын
বিদ্যাসাগর মহাশয়ের সাথে বঙ্কিচন্দ্রের সাক্ষাৎকার নিয়ে ভিডিও বানাবার অনুরোধ রইলো ।
@achintyabiswas5388
@achintyabiswas5388 Жыл бұрын
It is difficult to think the famous Bankim went to Adhar Lals house
@srimatimukherjee9593
@srimatimukherjee9593 Жыл бұрын
Hope Bankimchandra a didn't meet Ramakrishna.His literature and education is so highly reputed that if Ramakrishna would say this we can't believe it.Both are well respected persons.
@moumitamukherjee5043
@moumitamukherjee5043 Жыл бұрын
darun ..
@tapanbanerjee6214
@tapanbanerjee6214 Жыл бұрын
Thakur's talked about the Newspaper is justified.
@user-oq9zi6ms4n
@user-oq9zi6ms4n Жыл бұрын
সাক্ষাৎকার হোক আর নাই হোক , আপনার যে এই সাক্ষাৎকার নিয়ে কী মত তা প্রথম থেকেই বুঝতে পারা যায় ৷ আরও স্পষ্ট করে আপনার মত টা বললেই বেশি ভালো লাগত ৷
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
আমার মতামতটা বড় কথা নয়, আমি চেষ্টা করি, এইসব তথ্য দেখে দর্শক বন্ধুরা যাতে নিজেদের মত করে নিজেদের মতটাকে তৈরি করতে পারেন।
@user-oq9zi6ms4n
@user-oq9zi6ms4n Жыл бұрын
দর্শকের কাছে বক্তার ভাবের একটা effect পরে ৷ আর , আজকাল দর্শক হল বড্ড হুজুকে , তবে আপনার দর্শক দেখলুম বেশ ভালোই , তা না হলে , দর্শক হয়তো মিশনের ওপর ক্ষেপেই গেলো ৷ তাই আপনাদের একটু সাবধান হওয়া উচিত বইকী |
@achintyabiswas5388
@achintyabiswas5388 Жыл бұрын
This Bankim is different from famous Bankim It is my understanding
@hojoborolaw4702
@hojoborolaw4702 Жыл бұрын
Ei ghotona oitihasik 🙏
@ajitkumardas5729
@ajitkumardas5729 10 ай бұрын
অবশ্যই দেখা হয়েছিল, তবে তিনি সাহিতসম্রাট নন, ওই নামের আরো একজন।
@somnathbanerjee4622
@somnathbanerjee4622 Жыл бұрын
শ্রীরামকৃষ্ণের সাথে বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের সাক্ষাৎকার হয়েছিল। তিনি যে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় ছিলেন তা কোথায় বলা হয়নি।
@totongoswami8424
@totongoswami8424 Жыл бұрын
আমি মনে করি এটা রামকৃষ্ণ মিশনের একটি
@withsushobhan6295
@withsushobhan6295 Жыл бұрын
একদম
@goes9997
@goes9997 Жыл бұрын
In Sri Ramakrishna Vivekanand movement the name of "Bankim Chandra" is very insignificant. Well after your "historic fact finding" we, the lovers of this movement, will not count Bankim Chandra any more, because Sri Ramakrishna, Vivekanand and RKM is known by and respected by many people in this Globe where as many Indians don't know who had composed "Vande Ma taram"
@ujjalkumarroy9959
@ujjalkumarroy9959 Жыл бұрын
Perhaps you the writer isn't well educated person so you don't know what is the topic and what you should explain. It is very unfortunate.
@goes9997
@goes9997 Жыл бұрын
@@ujjalkumarroy9959 Yes, Sir, you've rightly judged me by determining me "uneducated". I shall be very obligated to you if you kindly enlighten the matter without any prejudice.
@sudhadharmukhopadhyay320
@sudhadharmukhopadhyay320 Жыл бұрын
আপনার প্রতিবেদন যথার্থ।
@jagadishroy7516
@jagadishroy7516 Жыл бұрын
শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে কে থাকতেন যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাণী এবং সাক্ষাৎ কার লিখে রাখতেন?
@t.kmahapatra9101
@t.kmahapatra9101 Жыл бұрын
It is not possible to Bankim Chandra to answer the question of Ramkrishna in this fashion.
@Storiz-rh3oz
@Storiz-rh3oz Жыл бұрын
Amar itihash valo lage
@ratankumarroy9087
@ratankumarroy9087 Жыл бұрын
আপনি মনে হচ্ছে, ঐ সাক্ষাৎকারটি ভুয়ো ভাবতেই বেশী পছন্দ করছেন ! এর প্রত্যক্ষদর্শী ছিলেন স্বয়ং শ্রীম যা তিনি ডায়েরীতে লিখে রাখেন । কাজেই এ নিয়ে তালগুল পাকিয়ে খুব বেশী সুবিধা করতে পারবেন বলে মনে হয় না ।
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
ভিডিওতে আমি আমার ভাবনা প্রকাশ করিনি। তালগোল পাকানোর জন্য ভিডিওটি নয়, তালগোল যাতে না পাকায় তার জন্য ভিডিওটি। আবেগকে সরিয়ে , পক্ষপাতিত্ব সরিয়ে খোলা মনে ভিডিওটি দেখুন। চিন্তাভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হলেও হতে পারে।
@gobindalalkarmakar8540
@gobindalalkarmakar8540 Жыл бұрын
তা ডায়েরির পাতাটি দেখাতে অপারগ কেন।
@kalidas1965
@kalidas1965 Жыл бұрын
বঙ্কিমচন্দ্রের ঐ সময়ের বা তার অল্প আগের রচনা পড়লেই অনুমান করা যায় যে বঙ্কিমচন্দ্রের পক্ষে ঐ কথা বলা সম্ভব ছিল কিনা।আমার তো মনে হয়, বঙ্কিমচন্দ্রের পক্ষে সম্ভব ছিল না।
@milansingha7356
@milansingha7356 Жыл бұрын
Apnar aei sab jukti sahakare alochana khub valo lage, bises kare mahapurus der niye. Kintu eder sathe jakhan Suchitra sen , Amitav bacchan der niye alochana karen takhan kintu bhalo lage na.
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
আমার চ্যানেলে চলচ্চিত্র, চলচ্চিত্র সম্পর্কিত নানান কুশীলবদের কথা জানার জন্য অনেক দর্শকবন্ধুরা যুক্ত আছেন। আমাকে তো তাঁদের কথা ভাবতেই হয়। আর সুচিত্রা সেন, অমিতাভ বচ্চন প্রমূখ ---- এঁদের জীবনেও স্ট্রাগল আছে, মহান সত্য আছে। এঁরা কেউই অবহেলার মানুষ নন।
@srimatimukherjee9593
@srimatimukherjee9593 Жыл бұрын
Bankimchandra rishitulya manus chhilen..tnar samparke ei rakam mithye ratana Bangalir kachhe lajjajanak o nindyaniyo
@user-sz9wc7xo6m
@user-sz9wc7xo6m Жыл бұрын
আপনার গবেষণা বিধি সম্মত । সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় কখনই এমন খেল কথা বলতে পারেন না।
@bandanaghosh4832
@bandanaghosh4832 4 ай бұрын
Master mahashayer kathmritar uparei amara samputna biswash rakhbo kajei eta dhareneowa jai je sahitya samrat Bangkim Chandra er sangge Sri Sri Ramakrishna Thakurer sakshat hoyni.
@preteeshswarnakar7037
@preteeshswarnakar7037 Жыл бұрын
The two persons may be met any time but this kind of talk never be occured.
@withsushobhan6295
@withsushobhan6295 Жыл бұрын
আমারও মনে হয় "ফেনিয়ে ফেনিয়ে লেখা"
@Storiz-rh3oz
@Storiz-rh3oz Жыл бұрын
Fenge fenge lekha
@biswakarmainfoworld
@biswakarmainfoworld Жыл бұрын
May be or not
@gopaldas-1345
@gopaldas-1345 Жыл бұрын
Sri Ram Krishna never met Bankim Chandra Chattyopadhyay.
@neeharghosh7105
@neeharghosh7105 Жыл бұрын
Ramkrishna, not met by Bankimachandra.
@prasenjitmahata1993
@prasenjitmahata1993 Жыл бұрын
🏵️🌹🌼🙏🙏🙏
@MINTUDAS-qk4nm
@MINTUDAS-qk4nm Жыл бұрын
আপনার ভিডিও ভিক্তি করে বলা যায় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য সঙ্গে রামকৃষ্ঞে সাক্ষাৎকার হয়নি.
@maharajmaharaj1282
@maharajmaharaj1282 Жыл бұрын
কোনো কিছুই অসম্ভব নয় , ঠাকুর তো মজা করে কথা বলতেন হতে পারে সেই মজা করে কথা বলার পর বঙ্কিমবাবুও মজা করে ঐ রকম ভাষা ব‍্যবহার করেছেন , বঙ্কিমবাবুর লেখায় অশালীন না থাকলেও মুখে হয়তো তাৎক্ষণিকভাবে ঐ শব্দ বন্ধ ব‍্যবহার করেছেন .
@MunaLife
@MunaLife Жыл бұрын
Khubi chittakarshak alochona ebong jotheshto tathyabahul. Kintu dekhun, je sab kagaj er sakkhatkar songbad apni tule dhorecchen, ta sab i Brahmo der dwara prokashito. Tai tara sei sab sakkhatkar er songbad prokash korecchen jara Brahmo samaj er songe pratyakkha ba apratyakkha bhabe jukto. Vidyasagar moshai ke apatobhabe Brahmo samaj er angsho mone na holeo tini je bohu bocchor Tattwabodhini sobhar secretary cchilen, ta nischoi apnar jana acche. Oporpokkhe, Bankimchandra kintu konobhabei Bramo samaj er songsporshe cchilen na. Otoeb tar sakkhatkar Brahmo samaj er potrika cchapbe na, setai swabhabik. Apni bhule jacchen je je somoy Sri Ramakrishna Bankimchandrer songe sakkhat korecchen, se ta tini korecchen nijer icchay ba udyoge. Bankim tokhon bikhyato byakti, Sri Ramakrishna motei bikhyato non. Taake khatir dekhiecchilen Keshab chandra, Indian mirror e tar kotha likhe Brahmo jonogan er songe porichito koriecchen matro, brihottoro Banga Samaj er kacche tokhon Ramakrishna keu non. Sri Ramakrishner Bharat jora prachar hoy 1893 er por Vivekanander khyatir modhye diye. Sri M tar Kathamrita te ar kono kalponik sakkhatkar er kotha likhlen na, sudhu Bankim er belatei kalponik likhlen? Kathamrita porle dekhben, sekhane Swami Vivekananda somporkeo khub bistarito kicchu lekha nei. Tar karon tini tar note theke, tar sei somoykar perspective theke likhcchen. Baniye likhte chaile tini anek bhalo kotha banie banie Vivekananda bishoye likhte parten karon KM prakashkale V bishwabikhata. Kintu ta tini koren ni. Dekhun, Bankim Krishna bhakta, sei songe kathor juktibadi. Ramakrishner samne ja bolecchen, halkabhabe bolecchen, mojar cchole. Ramakrishnao tar uttore kothar pithe kotha bolecchen. Sesab kothai likhecchen SriM. Ete kaukei cchoto ba boro kora hoy ni. Sri Ramakrishna jodi Bankim chandrer adhytmik bhab ke shraddha na korten, tobe nijer udyoge tar songe dekha korlen keno? Kotha bollen keno? Tini to controversy create kore bikhyato hote janni? Tini to bhabenni je 25 bocchor por tar bhakta SriM take nie boi likhben ar Bankim er theke take beshi bikhyato korben, tai tar Bankim er songe dekha kora proyojon. Tai apnar video uposthapana ati sundor holeo apnar boktobyo mante parlam na.
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
Valo likhechhen. Sri M rochito RKKM er criticism apnake Porte anurodh korbo. Desh potrikay tin-char mas age darun probondho chhapano hoyechhe. Video-er description box e je boitir nam dewoa achhe, sei boitir 'vimika'tuku apnake aboshyai Porte habe. Sri M diary te note korten, pore ta elaborate korten. Sekhane swa-kolpito bishay thakte pare bole bohu bidogdho manush montobyo korechhen. Sri M ke niye ekatha bollam bole kakhonoi vabben na je, ami Sri Ramkrishner darshon ke disrespect korchhi. Tobe abeg noy, jukti diye bishoyti dekhte habe. Bankimchandra bramhosomajer songsporshe chhilen na bole tar sathe Sri Ramkrishner sakshatkar chhapayni ---- ai jukti khub durbal mone holo. Tabe sotyi besh valo likhechhhen.
@bimanmondal4627
@bimanmondal4627 Жыл бұрын
Not meet Ramkrishna with Bankimchandra
@monoranjanbalo9862
@monoranjanbalo9862 Жыл бұрын
সাক্ষাত হয়নি বলেই ধারণা হয়
@ramprasadmandal1368
@ramprasadmandal1368 Жыл бұрын
Bankim chandar sathe সাক্ষাৎ হয় নি ।
@sudipchakraborty2581
@sudipchakraborty2581 Жыл бұрын
Purotai baniye lekha hoyeche...SriRamkrishna Thakur kokhono eivabe kno kotha bolten na r Rishi Bankim Chandra er mto manysh amon akjon Praggyo baktittyo akjon Adhattik Purusher kache Ei vasay kokhonoi kotha bolte paren na...Purotai Banano Golpo kotha...Udvot...Biswas joggyo noy...👍👍👍ami Thakurer Ashrome Porasona korechi, Thekechi tai onar Adorsho,Biswas,Kothabarta sombondhe,Jibon Brityanto Somporke kichu Gyan rakhi...👍👍👍
@indranathmishra1979
@indranathmishra1979 Жыл бұрын
Kaader sathe kaar tulana korchhen . ?? Abaar hese hese ?? .. .. Bankim Babu chhara .. .. sakaleyee Britishder ...BHAAT , CHARON !!
@blmalchakraborty1273
@blmalchakraborty1273 Жыл бұрын
Sanatani bondhura dharma grantha gulo ektu jachai kore neben
@biswakarmainfoworld
@biswakarmainfoworld Жыл бұрын
যোগাযোগ হয় নি
@parimalroy6783
@parimalroy6783 Жыл бұрын
no meeting
@tusharmondal6362
@tusharmondal6362 Жыл бұрын
এক কথায় কোনো সাক্ষাৎ হয় নি।
@manashidutta8257
@manashidutta8257 Жыл бұрын
Beshi pandit der I bojhano kathin. Apnar mind puro closed . Bhool information share koren na
@alobasanta620
@alobasanta620 Жыл бұрын
Sesh cheshta hishabe thakurke planchet kore Dekhle kemon hoy? Kothamritaker Shree MO Orthat Master Moshayer name 18 patar emon Mithya op0bad sojhyo Kora Jay na. Etao Thakurer ichha bole mante Hobe?
@sumandipghosh8830
@sumandipghosh8830 4 ай бұрын
❤❤❤👌
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 37 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 40 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 30 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 37 МЛН