ভারত সীমান্তের ভাঙন-কবলিত ফলিমারী চরের মানুষ কেমন আছে? || Life of Folimari Char

  Рет қаралды 708,701

Salahuddin Sumon

Salahuddin Sumon

Жыл бұрын

লালমনিরহাটে ভারত সীমান্তে ধরলা নদীর দুই ধারার মাঝে ছোট্ট একটি চর ফলিমারী। গা ঘেঁষে ভারতসীমান্ত। কৃষিকাজ ও পশুপালনের পাশাপাশি মাছ ধরাই এই চরের মানুষের মূল পেশা। ভাঙতে ভাঙতে চরের আবাদি জমি প্রায় শেষ হতে চলেছে। এভাবে ভাঙন চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই হয়তো মোগলহাট বন্দরের মতোই নদীগর্ভে বিলীন হয়ে যাবে ফলিমারী চর।

Пікірлер: 672
@koushikdas7808
@koushikdas7808 Жыл бұрын
বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আপনার ভিডিওগুলো বেশি ভালো লাগে সুমন ভাই। আরো এইরকম ভিডিও পাবার আশায় রইলাম।
@bappyraz2859
@bappyraz2859 Жыл бұрын
আমরাও
@chaanakka
@chaanakka Жыл бұрын
রসুলের বউkzfaq.info/get/bejne/bb6Bfcmd1civd4E.html
@sayeedali5069
@sayeedali5069 Жыл бұрын
@@bappyraz2859 o pop 0p8oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo999999oooooooo99ooo9o99ooo99ooo99o9oo9o90
@user-py1rg1ht9x
@user-py1rg1ht9x Жыл бұрын
লালমনিরহাটে বাবার সরকারি চাকুরির সুবাদে ৩ বছর ছিলাম।খুব সুন্দর জেলা।মানুষগুলো সহজ ও সরল।অধিকাংশ মানুষগুলো খুবেই গরিব।অথচ আমলা ও রাজনৈতিক ব্যাক্তিরা কত সুখে আছে।গরীব মানুষের হক মেরে
@HannanNowab
@HannanNowab Жыл бұрын
অসাধারণ আপনার কমেন্ট। অনেক ভালো লাগলো আপনার ভিডিও দেখে। দোয়া ও শুভ কামনা।
@moniruzzamankhanmasud4645
@moniruzzamankhanmasud4645 6 күн бұрын
আমি লালমনিরহাটের বাসিন্দা
@mhmahi5912
@mhmahi5912 Жыл бұрын
তারপর ও মনে হয় ওনারা কত সুখি! আধুনিকতার কোন ছোঁয়া নেই। আজকাল আধুনিকতার মধ্যে কোন আনন্দ নেই। সুখ নেই,শান্তি নেই। ভালো থাকবেন সবসময়।।।
@sarafnawar2134
@sarafnawar2134 Жыл бұрын
I agree 👍 💯
@azadahmed96
@azadahmed96 Жыл бұрын
100-/- Right
@rudra123calcutta
@rudra123calcutta Жыл бұрын
কোলকাতা থেকে দেখছি। খুবই সুন্দর একটি জায়গা। একদিনের বেড়ানো বা পিকনিক স্পট এর জন্য উপযুক্ত। এটা করতে পারলে তো লোকাল লোকেদের ও আর্থিক অবস্থার উন্নতি হবে।
@hridoy5767
@hridoy5767 Жыл бұрын
ধন্যবাদ সুমন ভাই নদীপাড়ের মানুষদের কথা তুলে ধরার জন্য।
@Raselkhan-bj8np
@Raselkhan-bj8np Жыл бұрын
বাংলাদেশের বৈচিত্র্যময় দৃশ্য মানুষের মাঝে তুলে ধরেন অনেক ভালো লাগে সুমন ভাই
@farabiahmmed5684
@farabiahmmed5684 Жыл бұрын
খুব ইচ্ছা করে পুরো বাংলাদেশ টাকে ঘুরে দেখতে,আহ, ইচ্ছে টা যদি পূরন হতো। সালাউদ্দিন ভাই জন্য দোয়া ও ভালোবাসা রইলো ❤️
@HannanNowab
@HannanNowab Жыл бұрын
আপনার কমেন্ট পড়ে ভীষণ ভালো লাগলো ভাই।
@jahangiralam6661
@jahangiralam6661 8 ай бұрын
ইনশাআল্লাহ আপনার ইচ্ছা কোন এক সময় পুরন হবে।
@shukchand_vp-tv
@shukchand_vp-tv Жыл бұрын
সত্যি ভাই অর্থ না থাকলে মানুষের যে কি কষ্ট সেটা বলে বোঝানো যায় না । আল্লাহ সবাই কে হেফাজত দান করুক আমিন
@rupachakraborty5911
@rupachakraborty5911 2 ай бұрын
এ পৃথিবী, কতো বৈচিত্র্যের লীলাভূমি, দুঃখ সুখের সাগরে ভেসে ই, চলেছে সঙগ্রামী মানুষ, মন ছুঁয়ে যাওয়া ভিডিও
@aishaabdulmalik2596
@aishaabdulmalik2596 Жыл бұрын
নদী যদি বার বার ভেঙে যায় ঐ খান কার মানুষ গুলো কি ভাবে ভালো থাকে তবে দোয়া রহিল আল্লাহ তাদের কে হেপাজত করুক আমিন
@rajkumarsarkar9008
@rajkumarsarkar9008 Жыл бұрын
ভারতের কোচবিহার জেলার ফলিমারী গ্রাম থেকে দেখছি বাংলাদেশের ফলিমারি গ্রাম । তবে আমাদের ফলিমারী গ্রামটি একটা সময় অনেক পিছিয়ে ছিল আজ আমাদের ফলিমারিতে বিদ্যুৎ, শিক্ষা, রাস্তা সব সুবিধা আছে ।
@aninditasworld3990
@aninditasworld3990 Жыл бұрын
আমি খুব খুশি হয়েছি মনসুর আলী ভাইয়ের আতিথিয়েতায়।অনেক ধন্যবাদ মনসুর আলী ভাইকে।আমি খুব করে মনে প্রানে চাইছিলাম,সুমন ভাই যেনো ফলিমারি চরেও আজিজুল ভাইয়ের মতো কাউকে পায়।
@azadahmed96
@azadahmed96 Жыл бұрын
আপনে কি এই অঞ্চলের মানুষ?
@bangladesh12244
@bangladesh12244 Жыл бұрын
কত সহজ সরল মানুষ গুলা।। কত কষ্ট তাদের জীবন।। আল্লাহ তাদেরকে হেফাজত করুন।।
@duttamoshaibipul
@duttamoshaibipul Жыл бұрын
দাদীর কথা গুলো শুনতে শুনতে আমার চোখ দুটো ভিজে গেলো।
@thegreatestofalltime777
@thegreatestofalltime777 Жыл бұрын
লোকের দুর্দশা দেখে বড় কষ্ট হয়!! ওই বৃদ্ধ ঠাকুমার কথা আর চোখের জল দেখে মনে হচ্ছে ওরা আমাদের নিজের মানুষ যারা খুব কষ্টে আছে, কারণ আমার আর ওনাদের মাতৃভাষা একই। আমি ভারতীয় হলেও কোচ রাজবংশী ও কোচবিহার জেলার সীমান্তে পাশের জেলায় বাড়ি। দিনহাটায় আমার দিদির বাড়ি। আমি বর্ডারে ঘুরে এসেছি, কিন্তু কোনোদিন ভাবিনি যে ওপরের লোকগুলো এত কষ্টে দিন যাপন করছে। ভগবনের কাছে পর্থনা/ আল্লাহর কাছে দোয়া করি যেনো ওনাদের জীবন থেকে দুঃখ,কষ্ট দূর হয়। আর শেষ জীবন সবার যেনো শান্তিময় হয়।🙏 আর ধন্যবাদ সুমন ভাই আপনাকে আপনার সুন্দর প্রতিস্থাপনার জন্য। আপনিই একমাত্র বাংলাদেশি ইউটিউবার যার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি।
@shafikulbablu9705
@shafikulbablu9705 Жыл бұрын
দাদা বাংলাদেশের গরিব মানুষগুলোর জন্য আপনার অনুভূতির ও দূক্ষঃবোধ আমাকে আপ্লুত করেছে। দোওয়া করি আপনি আপনার পরিবার পরীজন নিয়ে সূখে থাকেন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। বাংলাদেশ থেকে।
@ayatullahhussain699
@ayatullahhussain699 Жыл бұрын
এই অসহায় মানুষ দের কথা যখন ভাবী বা ভিডিও দেখি তখন চোখের পানি আর ধরে রাখতে পারি না,, হে আল্লাহ এই অসহায় মানুষদের প্রতি রহম করুন 🤲🤲 ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাইকে এমন একটি ভিডিও তুলে ধরার জন্যে 💙
@bappyraz2859
@bappyraz2859 Жыл бұрын
Amin
@chaanakka
@chaanakka Жыл бұрын
রসুলের বউkzfaq.info/get/bejne/bb6Bfcmd1civd4E.html
@Raselkhan-bj8np
@Raselkhan-bj8np Жыл бұрын
চর বাসীর কষ্টের জীবন যাপন দেখে অনেক কষ্ট লাগল সুমন ভাই
@bablubarman362
@bablubarman362 Жыл бұрын
আমি কোচবিহার -এর দিনহাটার বাসিন্দা। আপনার দেখানো চরবাসীদের মর্মস্পর্শী জীবনযাত্রা কখনোই ভোলার নয় ।
@abdulmonaf376
@abdulmonaf376 Жыл бұрын
আল্লাহ এই মানুষ গুলার মনে অনেক বড় কস্ট আল্লাহ তুমি তাদের হেফাজতের মালিক
@mdshohid9561
@mdshohid9561 Жыл бұрын
এই মানুষগুলোকে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা উঁচিত।সরকারকে অবশ্যই এই দ্বীপ অঞ্চলের মানুষগুলোর পাশে দাঁড়াতে হব।
@santaislam8123
@santaislam8123 Жыл бұрын
সত্যি ভাইয়া,,এসব নদী পাড়ের মানুষদের অনেক কষ্ট,, চলা ফেরা,,সবকিছুতেই তারা অনেক পিছিয়ে,,সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি
@santoshray3106
@santoshray3106 Жыл бұрын
Amar babaro janmavumi BD and tin bigha koridor theke alakati dekha jay khub ichha hoy jaoar janney
@HannanNowab
@HannanNowab Жыл бұрын
ঠিকই বলেছেন ভাই। সুমন ভাইয়ের ভিডিও দেখলে সত্যিই মন ছুয়ে যায়!
@arindommallick5330
@arindommallick5330 Жыл бұрын
মানুষ কতো কষ্টে বেঁচে থাকে কষ্টের মাপ কাঠি নাই খুব ভালো লাগলো ভাই ।
@monirhossan5678
@monirhossan5678 Жыл бұрын
সুমন ভাইয়ের জন্য শুভকামনা আর দোয়া রহিল সর্বদা সুস্থ থাকুন ভাল থাকুন আপনার মাধ্যমে দেখলাম জীবনে কত কষ্টদায়ক == এমন সীমানা অতিক্রম করা তো বিপদ জনক যে কোন সময় গোলা গুলি হতে পারে ===চিন্তা হয় চরের মানুষ যখন অসুস্থ হয় তখন কি করে এটাই চিন্তা করি=====?????
@satyabani6758
@satyabani6758 Жыл бұрын
ধন্যবাদ ভাই,জীবনের বাস্তবতাকে তুলে ধরার জন্য।
@sahmed1533
@sahmed1533 Жыл бұрын
ভালোবাসা অবিরাম ডুবাই থেকে সিলেটি ছেলে ❤️❤️❤️
@najirhossain8013
@najirhossain8013 Жыл бұрын
আমি ভারতের দিনহাটা থেকে ভাইজান, আমিও মোগল হাট ব্রিজ বেড়াতে গিয়েছিলাম ,আমার বাড়ি থেকে কাছেই । এপারের জনজীবন নিজের চোখে দেখেছি আর ওপারের জনজীবন আপনার ভিডিও এর মাধ্যমে দেখার সুযোগ হলো। ধন্যবাদ
@7h-raihan424
@7h-raihan424 Жыл бұрын
আমি শীতল কুচি থেকে দেখছি
@sukantasarkar4492
@sukantasarkar4492 Жыл бұрын
সুমন ভাই আপনি আমাদের অনেক অজানা বিষয় জানতে সাহায্য করছেন। কত মানুষের দুঃখ কষ্ট যে লুকিয়ে আছে। দেশ ভাগ হয়ে যেন আরও দুঃখ কষ্ট বেড়ে গেছে।
@joshimuddin3228
@joshimuddin3228 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে যে আমাদের পাশের গ্রামে চর ফলিমারী
@ashrafulislam2404
@ashrafulislam2404 Жыл бұрын
সালাউদ্দিন সুমন ভাই আপনার ধারন করা ভিডিও গুলা বাংলার বোকের মানুষের সুখ দুঃখের জিবনের বাস্তব চিত্র চলে আসে।আর আমরা আপনার ক্যামেরাই করে নিজের ঘরে বসে তা উপলব্ধি করতে পাড়ি।আর আমরা উপভোগ করি যেন নিজেই সেখানে আছি।ভাল থাকবেন সাবধানে চলাচল করবেন সালাউদ্দিন সুমন ভাই।
@dipankarsinha4559
@dipankarsinha4559 Жыл бұрын
ধরলা পারের বৃত্তান্ত ! নদী ভাঙনে মানুষের দুঃখ বেদনার গাথাকাব্য । অন্যতম শ্রেষ্ঠ একটি ডকুমেন্টারি। ----------------- কলকাতা, ভারত থেকে।
@nuralamkisan6497
@nuralamkisan6497 Жыл бұрын
আল্লাহ সবাইকে হেফাজত করুন, তাদের কথা শুনে কলিজা কাঁপে,
@nadimahammed6299
@nadimahammed6299 Жыл бұрын
আল্লাহ, দয়া করে আমাদের সকলের জন্য একটি মানবিক পৃথিবী তৈরি করুন.
@chaanakka
@chaanakka Жыл бұрын
রসুলের বউkzfaq.info/get/bejne/bb6Bfcmd1civd4E.html
@abirasfascinatingblog7163
@abirasfascinatingblog7163 Жыл бұрын
সুমন ভাই, আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর স'বত্রই আজও মনসুর ভাইয়ের মতো নিষ্পাপ মনের মানুষেরা আছে বলে পৃথিবীটা সুন্দর। তবে প্রিয় মানুষদের এতো কস্টো তা দেখে মনকে শান্ত রাখা সত্যি খুব কঠিন।
@buslovingforbd3270
@buslovingforbd3270 Жыл бұрын
আহ তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক সুখে রাখছে। এরা এত কষ্ট করে আছে আল্লাহ 🥺
@FreedomFighter8296
@FreedomFighter8296 Жыл бұрын
গ্রামের সহজ সরল মানুষ যাদের দেখলেই মন টা ভরে যায়
@SaidulIslamAH
@SaidulIslamAH Жыл бұрын
কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরে এবারের বন্যায় যাওয়া হয়েছিলো, তখন খুব কাছে থেকে দেখেছি কি দুঃসহ জীবন কাটছে তাদের। হে আল্লাহ্ আপনি তাদের সহায় হউন।
@tajalkhan6494
@tajalkhan6494 Жыл бұрын
আমি একজন কুয়েত প্রবাসী, সত্যি সুমন ভাই চোখে পানি রাখা দায়, আমাদের দেশের কোটি পতি মানুষ গুলো আমেরিকার লন্ডন না গিয়ে আমাদের দেশে এই সব গ্রামের গিয়ে অসহায় পরিবার দের পাশে দাঁড়ায় একটু হলে তাদের কস্ট দুড় হবে,😭😭
@HannanNowab
@HannanNowab Жыл бұрын
আপনার কমেন্ট পড়ে সত্যিই ভালো লাগলো ভাই। সুমন ভাইয়ের ভিডিও দেখলে সত্যিই চোখে পানি এসে যায়। মন ছুয়ে যায়। অসাধারণ সব ভিডিও।
@asimbasu5322
@asimbasu5322 Жыл бұрын
আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই এতো সুন্দর জীবন্ত তথ্য উপহার দেয়ার জন্য। আপনার প্রত্যেকটি তথ্যচিত্র একেবারেই সঠিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।
@sonalisonali2461
@sonalisonali2461 Жыл бұрын
আমরা কত ভালো আছি এইসব দেখলেই বুঝা যায় ওপরয়ালার কাছে ধন্যবাদ প্রকাশ করি কয়জন আমরা 🤲
@kohinoorakther4453
@kohinoorakther4453 Жыл бұрын
মনের কথা বলেছেন, 🤲
@JalalUddin-uu2zr
@JalalUddin-uu2zr Жыл бұрын
অসংখ্য সালাম ও অসংখ্য ধন্যবাদ ,দেশের বিষয় তুলে ধরার জন্য অসংখ্য সালাম ও শুভেচ্ছা
@villagetoday7585
@villagetoday7585 Жыл бұрын
সুমন দা আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি- আপনার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়। আপনি ভালো থাকবেন দাদা। পশ্চিমবঙ্গ আসলে অবশ্যই আসবেন আমার বাড়ি।
@rkrrobin7646
@rkrrobin7646 Жыл бұрын
এই ধরনের ব্লগ সালাউদ্দিন ভাইয়ের পক্ষেই সম্ভব। এককথায় ‍সৃজনশীল আয়োজন। আপনার ভিডিওগুলো দেশের প্রতি, মানুষের প্রতি আগ্রহ জাগায়।
@mistymonimoni9981
@mistymonimoni9981 Жыл бұрын
Dhonnobad vaiya❤️❤️ Amder Kurigram k tule dhorer jonnee🥰
@tarakbinkhayez9951
@tarakbinkhayez9951 Жыл бұрын
চরের মানুষ গুলোর দুঃখের শেষ নেই😥
@5minutes-947
@5minutes-947 Жыл бұрын
আনমনেই চোখে জল চলে আসল, আল্লাহ কত বিশাল করুনা আমার প্রতি। অথচ এই ফলিচরের মানুষ কতইনা,,,,,,,, আছে
@md.rakibulislambappy9066
@md.rakibulislambappy9066 Жыл бұрын
হামার লালমনি হামার ভাষা হামার মাইনষ্যেগুলা হামার সগায়❤️
@abdurrahman4397
@abdurrahman4397 Жыл бұрын
সালাউদ্দিন সুমন ভাই আপনার কারণে বাংলাদেশের অনেক সুন্দর জায়গা দেখা'র সুযোগ হয়।মানুষ কতো কষ্টে থাকে যায়গায় যায়গায় না ঘুরলে দেখা অসম্ভব। আর একজন আছে উনি হলো মহসিন উল হক হাকিম ভাই,উনি ও আমাদের বাংলাদেশের সুন্দরবনের অনেক অংশ দেখান ঘুরে ঘুরে ও জেলেদের জীবনসংগ্রামের কথা নিয়ে।ভালোবাসি ও দোয়া করি আল্লাহ জেন আপনাদের নেক হায়াত দান করুন,ও সবসময় আল্লাহর পথে কবুল করুন,আমিন।
@shibasmasterclass7590
@shibasmasterclass7590 13 күн бұрын
এক অসাধারণ ভিডিওর দারা মানুষের বাস্তব জীবনের চিত্র ফুটে উঠিয়েছেন। দিনহাটা থেকে বলছি আমি। এতো মিল দুই দেশের তবু একটা বর্ডার আর নদীর কাছে আমরা হেরে গেলাম। খুব ইচ্ছে রইলো এখানে একদিন যাবার। ভগবান চাইলে এটা হবে একদিন। ♥️ আর লালমনির হাট তথা মোগলহাট এর ভাই দের বলছি যে, আপনারা আপনাদের রাজনৈতিক নেতা কর্মীদের প্রেসার দেন যেনো এই ব্রিজ পুনরায় শুরু হয় এই ব্রিজ পুনরায় শুরু হলে আপনদের এই জীবন নতুন আলোর দিশা পাবে। বন্দর হওয়া মানেই উন্নতির ছোঁয়া। এতে দু দেশের মানুষের মিলন ও সহজ হবে আর দুই দেশ সুন্দর ভাবে ব্যবসায়িক তথা ট্যুরিজম এর দ্বারা জেলা ভিত্তিক উন্নতি লাভ করবে। আমরা এপারের ভারতীয় রাও আওয়াজ তুলবো পুনরায় রেল পথ শুরু করার। আপনারাও শুরু করুন আপনাদের জেলায় ।
@rubelsandwiprubelsandwip
@rubelsandwiprubelsandwip Жыл бұрын
সুমন ভাই আপনি মানুষ যেমন আল্লাহ আপনার জন্য সব খানে এমন একজন মানুষ মিলাই দেন।
@arifahmed8606
@arifahmed8606 Жыл бұрын
হে আল্লাহ তায়ালা আপনি এই সহজ সরল মানুষ গুলোকে ক্ষমা করে দেয়
@MHShahnowaz-hd5ze
@MHShahnowaz-hd5ze Ай бұрын
সুমন সাহেব নদীর চড়ের মানুষদের দুঃখ দর্দশাব‍্যথা বেদনায় আপ্লুত হলাম। আপনি কষ্ট করে যে ভি ডিওগুলো তাই আগপনাকে ধন‍্যবাদ।
@subratachakraborty4836
@subratachakraborty4836 Жыл бұрын
অস্তিত্বের জন্য সংগ্রাম যে কত ভয়াবহ হতে পারে আর মানুষ যে কত দুর্দশার মধ্যে বসবাস করতে পারে তা আপনার উপস্থাপনায় প্রত্যক্ষ করলাম। ওদের জন্য সহানুভূতি রইলো। ওদের অবস্থার উন্নতি হোক এই প্রার্থনা রইলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।ধন্যবাদ ।
@abdulkhalequemondal9591
@abdulkhalequemondal9591 Жыл бұрын
Shubroto chakraborty, apnar mullyaban commenter jonnya dhonnyabad
@subratachakraborty4836
@subratachakraborty4836 Жыл бұрын
@@abdulkhalequemondal9591 অনেক অনেক ধন্যবাদ
@bongsunday145
@bongsunday145 Жыл бұрын
Sumon দা আমি ভারতের বাংলার হাওড়া থেকে sanu Naskar. তোমার এই চরের গ্রাম পরিদর্শন খুব ভালো লাগে. ❤️ এই সব গ্রামের বাসিন্দা দের পাশে থেকো. এটাই চাই
@oyesahmed1920
@oyesahmed1920 Жыл бұрын
সালাউদ্দিন সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই জন্যে আপনার ভিডিও গুলো খুব সুন্দর মাশাল্লাহ বাংলাদেশের সিমান্ত বর্তি জেলা ও চরের মানুষ গুলোর জীবন যাপন হয়তো আমরা কোনো দিন দেখতে পারতাম না আপনার ভিডিও দ্বারা দেখা সম্ভব হলো আল্লাহ হাফিজ
@masud1313
@masud1313 Жыл бұрын
এরকম জীবনচিত্র তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
@itihaseraanusandhane7G
@itihaseraanusandhane7G Жыл бұрын
আজকে আপনার ভিডিওটা দেখলাম আর অনুভব করালাম চোখে পানি চলে আসছে। সত্যি তাদের এরকম জীবন বৈচিত্র দেখে মনটা কেঁদে উঠলো। আমরা যারা একটু ভালো জায়গায় থাকি বা শহরে অথবা নদী ভাঙন থেকে যারা দূরে আছি তারা কখনো এই চরবাসীর কষ্ট বুঝবে না, আচ্ছা আমার যারা ভালো আছি তারা কি কখনো আপনার মতো এরকম ঘুরে ঘুরে খুজ নিয়েছি? না নেই নি। তবে আমাদের উচিৎ তাদের সহ সকল সুবিধা বঞ্চিত মানুষ গুলো খুজ খবর রাখা। আল্লাহ তাদের রক্ষা করুক তাদের শান্তি দান করুক।
@selinaakter4257
@selinaakter4257 Жыл бұрын
সালাহউদ্দীন ভাইয়া ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অসাধারণ ভিডিও তৈরী করেন।।। তখন আমার ও ইচ্ছে জাগে ভাইয়ার সাথে ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ভিডিও তৈরী করি।।।আলহামদুলিল্লাহ ♥️🌏🇧🇩
@rinkiwahidrafi9299
@rinkiwahidrafi9299 Жыл бұрын
আপনার জন্য অনেক দোয়া করি সুমন ভাই,,,,আপনার কারণেই অনেককিছু শিখতে পারি,,বুঝতে পারি,,, এমনকি উপলব্ধিও করতে পারি।
@ShahadatHossain-xm8es
@ShahadatHossain-xm8es Жыл бұрын
এই পর্বে শেষের দিকে বৃদ্ধা দাদীর কথা শুনে আমার মনের অজান্তেই চোখের কোনে পানি চলে আসছে,মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ যেন ওনাদের কষ্টের প্রতিদান দিয়ে দেন,আমিন
@kohinoorakther4453
@kohinoorakther4453 Жыл бұрын
আমিন,
@maksudurrahman4578
@maksudurrahman4578 Жыл бұрын
ভাই ছালাম নিবেন। ধন্যবাদ আবার দেখলাম। 1980 সনের মে মাসে মরহুম নাজেম মুনসির সাহেবের সাথে এই ব্রিজ দেখেছিলাম। আমার ভাইয়ের শশুর।মোগল হাট এবং গিতাল দাহ।
@NurulIslam-lj8kw
@NurulIslam-lj8kw Жыл бұрын
খুব কস্ট পেলাম এই চরের মানুষের জীবন-যাপন দেখে ! আল্লাহ যেন দয়া করে তাঁদের সাহায্য করেন !
@ItxBabai
@ItxBabai Жыл бұрын
তাহারা সত্যি অনেক কষ্টে বসবাস করেন 😥 তারা সকল এই ভালো থাকুক সুস্থ থাকুক 🥰🙏
@mohammadosman4186
@mohammadosman4186 Жыл бұрын
যেমন কন্টেন্ট তেমন উপস্থাপনা মন ভোলানো ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যিই ভাই অসাধারণ 💝🌺
@simonroy2472
@simonroy2472 Жыл бұрын
সুমন ভাই আমার একটা জিজ্ঞাসা আছে, সরকারি সুযোগ সুবিধা গুলো কি তারা পায়? যেমনঃ গৃহহীনদের ঘরের ব্যবস্থা, বিভিন্ন ভাতা। আসলে চরের মানুষের জীবন কষ্টে ভরা। সরকারের উচিত তাদের দিকে নজর দেওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
@arupbhattacharya671
@arupbhattacharya671 Жыл бұрын
খুবই কষ্টকর জীবন ।।।।। কখনও বাংলাদেশ যেতে পারবো কি না জানা নাই তবুও আপনার দ্বারা বাংলাদেশ দেখতে পাই ।।
@moniraakter2918
@moniraakter2918 Жыл бұрын
ভাই আপনার প্রতি অনেক অনেক দোয়া,,, আফসোস সিলেটে ধনীদের মেলা সেখানেও বন্যায় কোটি কোটি টাকা দান করা হয়েছে সারা বাংলাদেশের মানুষেরা,,, অথচ এই, এমন চিরো ব্যথিত চরভাসিদের পাশে কেউ দারায় না,,আফসোস
@justshowgrafting
@justshowgrafting Жыл бұрын
আপনার ভিডিওর অপেক্ষায় থাকা ব্যক্তিদের মধ্যে আমিও একজন || অনেক ভালো লাগে আপনার ভিডিও আপনার প্রেজেন্ট করার ধরন সবকিছু ||
@user-nf6bz9jp5b
@user-nf6bz9jp5b Жыл бұрын
আমি ভারতীয় , কিন্তু একটা কথা না বলে পারছি না যে , সত্যি দাদা লজ্জা করে কিছু মানুষের স্বার্থের জন্য আজ ওই মানুষ গুলো দুর্ভোগ সহ্য করছে । ছি ছি, এ লজ্জা আমাদের ।
@sundorbonermuslimindia1272
@sundorbonermuslimindia1272 Жыл бұрын
দাদা আপনার বাড়ি কোথায় আমি জানিনা তবে আপনি সুন্দরবনের সম্বন্ধে একটু জেনে দেখেন সুন্দরবনের মানুষের জীবনযাপনা আসলে কতটা কঠিন
@devpritam7398
@devpritam7398 Жыл бұрын
আপনার লজ্জা করার জায়গাটা সম্পর্কে কিছু বললে খুবই... অনুপ্রাণিত হইবো....
@user-lg1pb1db7r
@user-lg1pb1db7r Жыл бұрын
পাম দিসনা পাম দিসনা আমার তাহেরির দেশের লোক। সময় হয়লেই সব ধরমু
@robiulalom7371
@robiulalom7371 Жыл бұрын
@@sundorbonermuslimindia1272 বগুড়া
@nirobxx4xx933
@nirobxx4xx933 Жыл бұрын
@@sundorbonermuslimindia1272 A
@amitkumarroy9240
@amitkumarroy9240 Жыл бұрын
দাদা, আমি কোচবিহার থেকে বলছি । আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে। এর আগে আপনার তিন বিঘা করিডোর ভিডিও তে ভারত এবং বাংলাদেশের মানচিত্র যে ভাবে তুলে ধরেছেন, সেরকম এখানেও মানচিত্র সংযোগ করলে আরো ভালো হতো।
@forhadmahmud4900
@forhadmahmud4900 Жыл бұрын
E jaygatra koch biharer oparer Bangladeshger ongsho dada. e pase Mogolhat( folimari char) opase kochbihar.
@amitkumarroy9240
@amitkumarroy9240 Жыл бұрын
@@forhadmahmud4900 পরবর্তী ভিডিও গুলো তে মানচিত্র সংযোগ করবেন, তাহলে আরো আকর্ষিত হবে।
@mahbubalom3268
@mahbubalom3268 Жыл бұрын
ভাই অনেকদিন পর আপনার ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো এক সময় অনেক ভিডিও দেখতাম আপনার
@user-jz2fh8hv2y
@user-jz2fh8hv2y 11 ай бұрын
আপনার উদ্যোগটা ভাই খুব ভালো আপনি এই গ্রাম বাংলার ভিডিও গুলা বানান আমরা দেখি এবং বুঝতে পারি যে আমাদের দেশের মানুষ কত কষ্টে জীবন যাপন করছে
@bijen7415
@bijen7415 Жыл бұрын
দাদা তোমার এই ভিডিও গুলোর মাধ্যমে আমার জীবনের অনেক কিছু জানার কোতূহল মিটে গেছে।
@mdsahebmdsaheb5469
@mdsahebmdsaheb5469 Жыл бұрын
আমাদের লালমনিরহাট এর ঐতিহ্য বাহি ফলীমারিনদি দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
@tapaskumar1666
@tapaskumar1666 Жыл бұрын
আজিজুল ভাই আর মনসুর ভাই দু জনেই মাটির মানুষ, পরের পর্বের অপেক্ষায় রইলাম
@streetviwer6161
@streetviwer6161 Жыл бұрын
লালমনিরহাট হোম ডিস্ট্রিক। মোগলহাট দুর্গাপুর সবগুলো আমার চেনা। Now watching from Romania. thank you ❤️❤️ so much
@halagabd3940
@halagabd3940 Жыл бұрын
আসসালামু আলাইকুম সুমন ভাই ধন্যবাদ দিয়ে ছোট করবোনা আপনার প্রতিটা এপিসোড দেখি বিশেষ করে চর অঞ্চলের এপিসোড গুলো দেখার পড়ে চোখের পানি আর ধরে রাখতে পারিনা খুব খারাপ লাগে এই মানুষ গুলো কিভাবে জিবন যাপন করে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন এই মানুষ গুলো কে সবসময় আল্লাহ ভালো রাখুন পরিশেষে সুমন ভাই কে অসংখ্য ধন্যবাদ চর অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট মানুষের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন
@grammoEntertainmentbd
@grammoEntertainmentbd Жыл бұрын
এই লালমনিরহাটের প্রত্যন্ত তিস্তার একটা চড়ে আমার জন্ম বর্তমানে জীবনের প্রয়োজনে আমি ঢাকায় জব করতেছি। চেষ্টা করি নিজের শিকরকে ভালোবেসে আকড়ে ধরতে । একদম শান্ত প্রাকৃতিক পরিবেশে আমার বেড়ে ওঠা তাই ঢাকার পরিবেশে দির্ঘসময় অবস্থান করা আমার জন্য ভিষণ কষ্টদায়ক। তাই ঢাকা আসার পরেই ঢাকার পরিরেশ নিয়ে কাজ করছি । তবে ঢাকার মানুষগুলো এবিষয়ে একদম উদাসীন । তারা save Dhaka (Stop pollution) ফেসবুক গ্রুপে ভুয়া চাকুরীর পোস্ট করে । তবু জনসচেতনাতার জন্য কোন পোস্ট করে ন। আফসোস । তাই আবারো নিজ জেলার প্রাকৃতিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিঘ্রই চলে যাব
@ManikAli-zk2oc
@ManikAli-zk2oc Жыл бұрын
চরের বসবাস করার বাসীদের খুব কষ্টের জীবন তাদের কষ্ট দেখলে মন উত্তাল হয়ে যায় জীবন চলার জন্য কত কষ্ট করা লাগে বাস্তব দুনিয়া
@shahnazkabir1
@shahnazkabir1 Жыл бұрын
Today’s episode moved me to tears . So touching. My heart breaks to listen their stories ! Allaah Amader koto valo rakhsen Alhamdulillah. Tarpor o Amra koto afsos kori .
@gazisohag1671
@gazisohag1671 Жыл бұрын
সুমন ভাই হলো একজন পর্যটক,, আমাদের বাংলাদেশের জন্য তিনি একজন অমায়িক বন্ধুবাৎসল মানুষ,,, সাথে তিনি একজন প্রকৃতিপ্রেমিক,,মানুষের দুঃখ কষ্ট তুলে ধরার চেষ্টা করেন এজন্য আমি তিনার ভিডিও গুলো ভালো করে দেখি,,, জীবনে কোনদিন দেখা হলে ভালোবাসা বিলিয়ে দিবো ইনশাআল্লাহ,,
@shahalamkk5442
@shahalamkk5442 Жыл бұрын
আমাদের বাংলাদেশ প্রকৃতির সৌন্দর্যে ভরা,,আহা মনটা ভরে গেল
@chaanakka
@chaanakka Жыл бұрын
রসুলের বউkzfaq.info/get/bejne/bb6Bfcmd1civd4E.html
@sumersinghbumb197
@sumersinghbumb197 Жыл бұрын
Akhon o Bharat ghuro nai , Bharat hoilo Duniawi zannat !
@nurjaman9641
@nurjaman9641 Жыл бұрын
সুমনা ভাই আপনার যত ভিডিও ছাড়ছেন সব দেখছি অনেক ভালো লেগেছে ফলিমারির চার পর্ব ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি তারপর আপনার ভিডিওর অপেক্ষায় রইলাম
@mdzaprul6264
@mdzaprul6264 Жыл бұрын
ভাই ফলিমারি চর দেখে অনেক ভালো লাগলো। আবার চরের মানুষের জন্য অনেক কষ্ট হচ্ছে।
@mozammelhauk1753
@mozammelhauk1753 Жыл бұрын
আল্লাহ সবাইকে হেফাজত করুন
@shtarek1595
@shtarek1595 Жыл бұрын
সুমন ভাই সালাম গ্রহন করবেন আমার। প্রায় অনেক দিন ধরেই আপনার ভিডিও দেখতাছি।এহন সৌদি আরবে এসে ও আপনার ভিডিও এর মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর সুন্দর ভিডিও আমাদের মাঝে তুলে ধরার জন্য।
@abulaisady5939
@abulaisady5939 Жыл бұрын
সত্যি ভাই কলমিলতা জীবনের একটা অংশের মতোই আছে ছিল। সিরাজগঞ্জ থেকে বলছি ভাই। জেনে ভালো লাগলো যে আপনার বাড়ি বগুড়ায়
@user-oc3mw8nh7v
@user-oc3mw8nh7v Жыл бұрын
আপনার কথা গুলো হৃদয় ছুয়ে যায়। দারুণ লাগলো ভাই ধন্যবাদ
@rafinfarhan6888
@rafinfarhan6888 9 ай бұрын
ভালো মানুষগুলো কত কষ্টে আছে আর খারাপ মানুষরা কতো আনন্দে আছে
@FindEarthSecret1M
@FindEarthSecret1M 4 ай бұрын
আমার বাড়ির পাশে এটা দিনহাটা থেকে দেখছি খুব ভালো লাগছে
@user-gs1yv3ml1h
@user-gs1yv3ml1h Жыл бұрын
আবহমান বাংলার সুখ দুঃখ তোলে ধরার জন্য ধন্যবাদ সালাউদ্দিন সুমন কে।
@khorshedalam8351
@khorshedalam8351 Жыл бұрын
ইয়া আল্লাহ কতই না সুখে আছি তাদের কষ্ট না দেখলে বুজতামনা 😭 তাদের জন্য দোয়াও রইলো
@razibshah5961
@razibshah5961 Жыл бұрын
চোখ ভিজে গেল! আল্লাহ্ পাক এই মানুষদের সহায় হোন!
@chaanakka
@chaanakka Жыл бұрын
রসুলের বউkzfaq.info/get/bejne/bb6Bfcmd1civd4E.html
@explorewithshaown3206
@explorewithshaown3206 Жыл бұрын
আপনার প্রত্যেকটা ভিডিও পরিবারের সকলে মিলে টিভিতে দেখি। খুবই ভালো লাগে। ভারতবর্ষের বিপ্লবী নেতা, চট্টগ্রাম তথা বাংলার গর্ব "মাস্টার দা সূর্য সেন" কে নিয়ে আপনার একটা ডকুমেন্টারি দেখতে চাই।
@jyotishmajumdar1546
@jyotishmajumdar1546 Жыл бұрын
একাত্ম অনুভূতি, খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন সবসময় এই কামনা করি।
@mahmudulhasankhan3732
@mahmudulhasankhan3732 Жыл бұрын
আল্লাহ তুমি কষ্টে জীবন যাপন করা মানুষ গুলোকে বাকী জীবন শান্তিতে রাখিও ৷ আর আমাকে শান্তিতে রেখেছো তাই আমি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ৷
@JMusa
@JMusa Жыл бұрын
এ দেশের সরকার যে এই দুঃখী চরবাসীর জন্য কিছুই করে না এই ভিডিওটি তার উজ্জ্বল দৃষ্টান্ত।
@sampadmukherjee7937
@sampadmukherjee7937 Жыл бұрын
অসাধারণ পোস্ট।কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।
@locutoriointernacional1895
@locutoriointernacional1895 Жыл бұрын
as salamualaikum owa rahmatullahi owaba rakatuhu , allah amader sobayke neck hayat dan korun ameen , masha allah khub sundor itihash alhamdullah onek sundor senary bhai , valoy lage arokom chitro dekhle . aponader koster karone amora vedio dekhte pai alhamdullah ami spain theke dowa korben bhaijan .
@somonhasan473
@somonhasan473 11 ай бұрын
ভাই মানুষের কষ্ট দেখলে খুব খারাপ লাগে।এক দিন এরকম মানুষের পাশে দাঁড়াবো। মালয়েশিয়া থেকে।
@dilrubakhanom6840
@dilrubakhanom6840 Жыл бұрын
সমস্ত দূর্ভোগ মহান রাব্বুল আলামিন আল্লাহ দূর করে দিন,পৃথিবীর সকল মানুষকে ভাল রাখুন,আমিন।🇧🇩🇧🇩🇧🇩🍁🍁🍁🌳🌳🌳🍀🍀🌴🌴💚💚🧡🧡❤️❤️
@jakirali2467
@jakirali2467 Жыл бұрын
সত্যি কারের বাংলাদেশের কিছু জাইগার মানুষ খুবই কষ্টেই দিন কাটায় বাংলাদেশ সরকার তাদের জন্য কিছুই করেনা বাংলাদেশের মানুষ যারা বিদেশে থাকেন এইসব মানুষের জন্য কিছু করার দরকার 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@gourratandebnath7256
@gourratandebnath7256 Жыл бұрын
সুমন ভাই... তোমাকে যেমন চরখানপুরে বারবার যেতে হয় আজিজুল ভাইয়ের টানে তেমনি ফলিমারি চড়েও তোমাকে বার বার যেতে হবে মনসুর ভাইয়ের টানে। আজিজুল ভাই আর মনসুর ভাই.... মনে হল মুদ্রার এপিঠ ওপিঠ ।
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 108 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 90 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 60 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 50 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 108 МЛН