Пікірлер
@skmdabutalha7416
@skmdabutalha7416 2 күн бұрын
আমার বাবা একটা জমি কেনে যার তিনজন শরীক ছিল। কিন্তু দুইজন শরিক বাংলাদেশ চলে গেছে বহু আগে। তারা কোন দিনই এদেশে আসে না। বাবা তাই একজনের কাছ থেকে সব জমিটি কিনে নেয়। জমিটিতে আমরা 1980 সাল থেকে অর্থাৎ 44 বছর ধরে বসবাস করছে। কিন্তু জমিটার তিন ভাগের এক ভাগ রেকর্ড করতে পেরেছি। আর দুই ভাগ রেকর্ড কিভাবে করবো জানালে কৃতজ্ঞ থাকবো।
@azizulislam6566
@azizulislam6566 2 күн бұрын
আপনার সাথে কথা বলা যাবে?
@shankarsaha9020
@shankarsaha9020 3 күн бұрын
ভাই দয়া করে আমার কমেন্ট এর উওর টা দিবেন
@shankarsaha9020
@shankarsaha9020 4 күн бұрын
ভাই আমার জমি খাজনা খারিজ আছে ১৪২৯ সাল পর্যন্ত খাজনা দেওয়া আছে কিন্তু ভুমি অফিসে খাজনা দিতে গেলে বলে আপনার সাবেক দাগ ক তপশিল ও খ তপশিলি এ আছে খাজনা নেওয়া যাবে না কিন্তু কিছু টাকা দিলে খাজনা নিয়ে নেয় ২৩৬০ দাগে অনেক খতিয়ান আছে কিন্তু আমার ৭১/৭৩/৭৫/ খতিয়ানে জমি আছে কিন্তু এই খতিয়ান গূলো কোন তপশিলে নেই ২৩৬০ দাগে ৭৬ নং খতিয়ান ক ও খ তপশিলে আছে এই অবস্থায় আমার কি করতে হবে তা যদি বলতেন খুব উপকৃত হতাম
@RezaulHasain
@RezaulHasain 4 күн бұрын
স্যার please আমার প্রশ্নের উত্তর দিবেন দাতা আমার জেঠু আমার বাবা আর আমার জেঠুর মা এক বাবা দুই কিন্ত আমরা এক ফেমিলিতে বসবাস রত ছিলাম উনার সারা জীবন আমাদের সাথে ছিলেন দাতা আমার জেঠু বিয়ে করে নাই তার কোন ভাই বোন নেই চাচা জেঠা ও ছিলোনা ওনার বাবা একা ছিলেন বাবার সম্পত্তিতে উনি আর উনার মা ওয়ারিশ সুএে মালিক থাকিয়া আমাদের কাছে সাফ কবলা বিক্রি করেন সহিদুল ইসলাম দাতার ফুফাতো ভাইয়ের ছেলে এখন তারা আমাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করে ইয়ুনিয়ন চেয়ারম্যান তাদের কে ওয়ারিশ সনদ দেন নাই চেয়ারম্যান বোলছে তোমরা দাতার ওয়ারিশ নয় এখন দাতার দাদার ওয়ারিশ নিয়ে সনদে দাতার বাবার নাম আর দাতার ফুফুর নাম দিয়ে আদালতে মিথ্যা মামলা করে দাতার ফুফু সহিদুল ইসলামের দাদু দাতা এখন মূত দাতা জিবিত থাকতে সহিদুল ইসলামেরা জানতো তখন কিছু বলে নাই এখন দাতা মূত এখন আমাদের সাথে ঝামেলা কোরতেছে স্যার আমার প্রশ্নের উত্তর দিবেন আমি একজন প্রবাসী সরি আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ধন্যবাদ
@rahelshah3483
@rahelshah3483 4 күн бұрын
আমরা তিন ভাই। আমাদের বাবা আমাদের নামে তিন সতাংস করে একটা জমি লিখে দিয়েছে। মোট ৯সতাংস জমি একটি দলিলে আমাদের তিনজনের নামে লিখে দেন। কিন্তু কেন চৌহদ্দি দেয়া হয় নি। এখন কি যে কোন দু জন দুজনের অংশ বিক্রি করতে পারবে?
@Whiteofficial507
@Whiteofficial507 4 күн бұрын
দাদা আমার নানি দ্বিতীয় বিয়ে করে তার সন্তান একমাএ আমার মা। এখন জায়গা মাপার পর ১ম পক্ষের ৪ বোন ও আমার মা সহ মোট ৫ বোন ১.২৫ করে ভাগে জায়গা বের হয় জায়গা মাপার পর। আমার মা এর পুকুর এর জায়গা এর সাথে প্লটটি মা নেয় আমরা বল্টননামা দলিল করিনি। মায়ের ১ম পক্ষের বোন আমার মায়ের প্লটটা বিক্রি করে দেয় আমার মা কে না জানিয়ে। তারা বলে তারা বল্টননমা দলিল করে বিক্রি করে লিখে দিয়েছি এবং তারা এটাও দাবি করে আমার মা কোন অংশ পায় না এখানে এক্ষেত্রে কি করণীয় এক্ষেত্রে কি করা যাবে
@musafirmedia8969
@musafirmedia8969 5 күн бұрын
মাশাল্লাহ
@SkLitonDeuhan23
@SkLitonDeuhan23 5 күн бұрын
ভাই আমি লিটন বলছি আমার ও সেম সমস্যা আমার দাদার কেনা সম্পত্তি দলিল আমার দাদার নামেই কি চাচারা দিচ্ছে না তাহলে
@sirajulislam3985
@sirajulislam3985 5 күн бұрын
ভাই প্রতিপক্ষ দশ দাগে জমি কিনে দলিলে একদাগে ভোগ দখল করছে তাহলেকি তার জমির দলিল টিকবে দয়া করে জানাবেন। ধন্যবাদ।
@lablihaji472
@lablihaji472 5 күн бұрын
আমাদের জমি দখল করে খাচ্ছে 8বছর ধরে আমাদের জমি ভোগ দখল দিচ্ছে না। আমাদের দলিল খতিয়ান সব আছে। ওয়ারিশ জমি কিনে ছি । আমাদের কি করনীয়। আপনি একটু দয়া করে জানান।
@raselhosen1344
@raselhosen1344 6 күн бұрын
❤Sir,১/১খতিয়ান জমি চলে গেছিলো,মামলা করে ১৩/৬/২৪ তাং ডিগ্রী পাইছি।।এখন এই কি নামজারি আবেদব করতে পারবো। না রাষ্ট পখকে আপিল করার জন্য কত মাস সময় ধার্য করেছে? সরকার
@easirarafat1453
@easirarafat1453 6 күн бұрын
হাসাইলেন। ভালো জমিই অনলাইনে নামজারী করতে গেলে কত প্রকার হয়রানী হতে হয় আপনি আসছেন এনিমি প্রপার্টি নামজারী করতে। বিনোদন দিলেন।
@MdAnsarali-xd8xt
@MdAnsarali-xd8xt 6 күн бұрын
সিএসএসএআছেআরেসনাইতাহলেকিকরবমালিকানাদাবিকরাজাবেকিনা
@raselhasan7850
@raselhasan7850 6 күн бұрын
ভাই ৩০ সালের রেকর্ড আমার দাদার নামে ৩৮ সালে এটা নিলাম দেখাচ্ছে এখন আমি কি এই জমি ফেরত পাব আর যদি ফেরত পাই তবে কোন পথে এগোবো দয়া করে পরামর্শ দেবেন
@yasminsultana-bh8xk
@yasminsultana-bh8xk 6 күн бұрын
কিন্তু, এখন তো সব ওয়ারিশ সনদ অন লাইনে আপডেট করা না থাকলে, খাজনা দিতে পারবে না। তাহলে, আপনি যা বলছেন, তা তো এখন অচল!!
@MohiUddin-td1lu
@MohiUddin-td1lu 6 күн бұрын
সালামুআলাইকুম। আমার মায়ের সম্পত্তি জনৈক বমি আমিনের সাথে এর জনন কথাহয়২০০৪কিনতু মূল্য বিনাময় হয়নাই।কিন্তু সে আংশি টাকাদিয়েছিল অথচ এবিট পাতায় স্বাক্ষর নিয়েছে। পরবর্তী সময়ে সেই কাগজ ফেরতদিতে অস্বীকার করে। জমি রেজিস্ট্রি দিতে চাপদিতে থাকে।ইতিমধ্যে দীর্ঘ ১৫বছরঅতিবাহিতহয়।সেকিভাবে জালিয়তিরমাধদমে কোটের রায় নিয়া দখলনেয়?এখন আমাদের করণীয় কি দয়া করে জানতে চাই।
@HasebSikder-zv8in
@HasebSikder-zv8in 6 күн бұрын
ভাই এস এ রেকর্ড খাস খতিয়ানে কি করতে পারি দলিল আছে রেকর্ড আছে কিন্তু খাস খতিয়ানে
@RabbiKhan119
@RabbiKhan119 6 күн бұрын
mamla choltese 3 joner modhe . court injunction jari kore diese . ekhon 1 jon mamla theke withdraw korbe and kisu jomi bikri korbe . eta to possible obossoy ? and court theke ey injunction ses kote kotodin somoy lage ?
@ShahidulShahidul-tt2cx
@ShahidulShahidul-tt2cx 6 күн бұрын
আমার নানা ৪ একর ২০ শতাংশ জমি রেখে মৃত্যু বরন করেন এবং দুই ছেলে ও পাঁচ মেয়ের নামে হিশ্যা ও অংশ অনুযায়ী বি এস রেকর্ড করে দিয়েছেন সকল ছেলে ও মেয়ের নামে কিন্তু আমার দুই মামা প্রতারণা জালিয়াতির মাধ্যমে নানা র মৃত্যু বার্ষিক এতে দাওয়াত করে এনে বোন দের হিশ্যা অংশ অনুযায়ী দিবে বলে একটি বন্টন নামা দলিল তৈরি করেছে যেমন এক ভাই ১৮০+১৮০=৩৬০ শতাংশ জমি নিয়ে আমার মা কে শুধু মাএ ৬ শতাংশ জমি দিয়েছে আমার মা পায় ৪৬ শতাংশ ভাই পাবে ৯৩ শতাংশ কিন্তু ১৮০+১৮০= ৩৬০ শতাংশ জমি নিয়ে এখন আমারা বন্টন নামা দলিল বাতিল এর মামলা করেছি এই বেপারে একটু সহযোগিতা করলে উপকৃত হবো ভাই।
@MdjosimUddin-yq8qt
@MdjosimUddin-yq8qt 7 күн бұрын
সার আমার প্রশ্ন, আমার পিতার প্রথম স্ত্রীর একমাত্র ছেলে একজন মেয়ে রেখে মারা যায় । আমরা ঐ পিতার দ্বিতীয় স্ত্রীর সন্তানেরা কি ঐ ভাইয়ের সম্পত্তির ভাগ পাবো?
@user-iv3sk1hn3e
@user-iv3sk1hn3e 7 күн бұрын
আমি যারা ম্যাজিস্ট্রেটের নিকট দীর্ঘ পাঁচ মাস পড়বে দরখাস্ত করেছিলাম কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট সাহেব এসিল্যান্ড বরাবর চিঠি দিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন আজও অধ্যবধ কোন ব্যবস্থা নেওয়া হয় নাই আমি কয়েকদিন এসিল্যান্ড সাহেবের নিকট গিয়েছিলাম তিনি বলেন আমি বিধিমালা পায় নাই বিধায় তাহার কোন ব্যবস্থা নিতে পারিব না আপনি যদি মনে করেন কোর্টে দারস দহন এখন আমি কি ব্যবস্থা নিতে পারি জানাবেন মেহেরপুর থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মহিদুল ইসলাম ধন্যবাদ
@landlawproblemnsolutionBD
@landlawproblemnsolutionBD 7 күн бұрын
কোন উদ্দেশ্যে মামলা করেছিলেন?
@NazrulIslam-y8k
@NazrulIslam-y8k 7 күн бұрын
স্যার আমি সরকার নদীর জমি বন্দবস্ত দিয়েছে,ঐ, জমি কিনেছি, বি আর এস, এর সময়ে আমি। ছিলাম না, এখন ঐ জমি ১ নং।খতিয়ানে উঠে গেছে, এখন আমি কি করবো। জানালে উপকৃত হবো।
@HossainAlomgir-c3z
@HossainAlomgir-c3z 7 күн бұрын
স্যার,,আমার বাবা তার একটা বাড়ি আমার নামে হেবা দলিল করে দিয়েছেন,, সাক্ষী হলো আমার সব বোন,,এখন আমার ভাই বাড়ির জাল দলিল করে বাড়ি দখল দিয়ে রেখেছে।। আমি আদালতে মামলা করেছি,,২ বছর হলো,, জাল দলিল বাতিলও উচ্ছেদের জন্য এখনো কিছুই হচ্ছে না,,, এবেপারে আপনার পরামর্শ চাইছি।
@mdmonirkhan2058
@mdmonirkhan2058 8 күн бұрын
এনিমি সম্পত্তি খারিজ করা আছে, দলিল করা যাবে কি না?
@KutubKhan-he1ug
@KutubKhan-he1ug 8 күн бұрын
আমার দাদির নামে জমি আমার দাদি মারা গেছে।২৫শতক জমি চার ভাই আমার বাপ রা।।।কিনতু তাদের কাছে জমি দলিল রেকড আছে।।কিনতু সবাই মিলে যে নাম খারিজ করবো।।কিনতু কেউ কারও ডকুমেন্ট কাজগ দিতে চায় না।।তাহলে আমরা কি ভাবে কোথায় গেলে নিজের ওয়ারিশ ডকুমেন্ট পেপারস দিয়ে নাম খারিজ কি ভাবে করবো।।
@moenuddin87
@moenuddin87 8 күн бұрын
CS record এর সাথে হস্থান্তর দলিল SA record এর সাথে হস্তান্তর দলিল এবং Rs record এর সাথে হস্তানতর দলিল এবং এগুলোর খতিয়ান এবং দাগ নাম্বার রেফারেন্স এর ধারাবাহিকতা সহজে বোঝার জন্য ভিডিও দিন প্লিজ।
@nirovtv6397
@nirovtv6397 8 күн бұрын
অনেক ধন্যবাদ
@user-xe5pk8it9y
@user-xe5pk8it9y 8 күн бұрын
বাটোয়ারা মামলায় কত দিন সময় লাগে খরচ কেমন
@DalimEhl
@DalimEhl 8 күн бұрын
Sound clear na!
@user-pq6fm3we6p
@user-pq6fm3we6p 8 күн бұрын
Apnar number ta ki diben bhai
@MDkader-c8c
@MDkader-c8c 8 күн бұрын
Bonbevag jome gulor kevaba amra prokeroto Malik HOTA parbo.pleasse.
@rashedahmed6369
@rashedahmed6369 8 күн бұрын
অমার চাচা উনার দুই মেয়েকে ২০১০ সালে ওনার সাহাম ৪০ শতক হেবা করে দেন দশ দাগের মধ্যে এক টি দাগে ঐ দলিলে ওনার ৪ ভাই এর মধ্যে ১ ভাই ও ৪ বোনের মধ্যে ১বোন সাক্ষি আছে এই দলিল । ঐ দলিল কি টিকবে।
@shifulalam150
@shifulalam150 8 күн бұрын
আমার একই সমস্যা।ধন‍্যবাদ
@moininto-max9443
@moininto-max9443 8 күн бұрын
হতে পারে এটা বাংলাদেশের সব জায়গায় এখনো একটিভ না তাহলে পরিপূর্ণ কিভাবে হলো মানুষ তো প্রতারিত হবে কেউতো এই তথ্য জানতে পারবে না আশা করি আপনারা এই ব্যাপারে আরো আপডেট দিবেন।
@moininto-max9443
@moininto-max9443 8 күн бұрын
আমারও সেইম রেকর্ড টাইপে কাজ করছে না কেনো?
@ZakiaZakia-masud1234
@ZakiaZakia-masud1234 8 күн бұрын
জমি 2 ভাই এর নামে...1 ভাই যদি নিজের নামে রেকর্ড করে নেই সে ক্ষেত্রে কি করনিও
@niksonkanti9302
@niksonkanti9302 8 күн бұрын
কাজ করে না। রেকর্ড টাইপের জায়গায় কোনো অপশন দেওয়া হয়নি।
@fakhrulydo
@fakhrulydo 9 күн бұрын
মোবাইল নম্বর পেতে বা দিতে সমস্যা কি?
@fakhrulydo
@fakhrulydo 9 күн бұрын
আপনার মোবাইল নম্বর টি দিবেন।
@Joybabaloknath-kk5ru
@Joybabaloknath-kk5ru 9 күн бұрын
Sir amer husband mara jai 2021 covid.ami 30 years akti mahila.amer husband name akti flat kene.ami loan co applicant.amer kono santan nei.future ami oi bari sale korte pari
@sohaburrahman9182
@sohaburrahman9182 9 күн бұрын
২০১৩ সালে বাবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বসতভিটা ২ ছেলেকে হেবা দলিল করে দিয়েছেন। দলিলে এক ছেলে উত্তর সাইট আরেক ছেলে দক্ষিণ সাইট উল্লেখ আছে। বর্তমানে ১ ছেলের সাইট অফসাইট হওয়ায় কারণে সেই ছেলে হেবা দলিল বাতিল চাচ্ছে। বাবা বেঁচে নেই। বাবা-চাচারা ৩ ভাই ১ বোন। দাদার বসতভিটা বাবা-চাচা ও ফুপিদের মধ্যে বন্টকনামা/বাটোয়ারা দলিল হয়নি। বাবার নামে খারিজও করা নাই।বাটোয়ারা দলিল/খারিজ ছাড়াই বাবা তার ২ ছেলেকে উক্ত হেবা করে দেন। হেবা দলিলটি বাতিল করা যাবে কি? প্লিজ পরামর্শ দেন।
@RonnieKhan-ip6uv
@RonnieKhan-ip6uv 9 күн бұрын
২০০৮ সালে মামলা কিন্তু মামলার কিছু হচ্ছে না ভাই
@RonnieKhan-ip6uv
@RonnieKhan-ip6uv 9 күн бұрын
সি এস আছে আর এস নাই এসে নাই অন্যের নামে এটা কি করা যায়
@user-hs3nu5sh9p
@user-hs3nu5sh9p 9 күн бұрын
nice
@Muradfunnybd
@Muradfunnybd 9 күн бұрын
প্রশ্ন করলে উত্তর দেন না কেন ভাই
@fmmojammelkhan
@fmmojammelkhan 9 күн бұрын
ভাই আমার জমির কাওলা টিক আছে কিন্তু একটা দাগ সূচিতে নাই বলে আর সব জমির বাটোয়ারা চাই খারিজের জন্য এখন এত বাটোয়ারা পাব কোথায়
@mezbahuddinnijam1057
@mezbahuddinnijam1057 9 күн бұрын
বন্টন নামার আগে সন্তানের বা স্ত্রীর নামে হেবা করে দেয় , এটা গোপন রাখে । পরে বন্টন নামা করে তবে এ বন্টননামা টিকবে না
@zahedhossain6736
@zahedhossain6736 9 күн бұрын
মনে করুন আমরা ওয়ারিশরা সব দাগে প্রত্যেকের নামে নামজারি করলাম । কিন্তু এই ক্ষেত্রে আমরা ওয়ারিশগণ কি সবাই যে যে দাগে দখল আছি সেই অনুযায়ী ওয়ারিশদের মধ্যে একটি আন রেজিস্টার্ড চুক্তি নামা করে নিবো যাতে ভবিষ্যতে দখল নিয়ে কোন সমস্যা না হয় ?
@zahedhossain6736
@zahedhossain6736 9 күн бұрын
মনে করুন আমরা ওয়ারিশরা সব দাগে প্রত্যেকের নামে নামজারি করলাম । কিন্তু এই ক্ষেত্রে আমরা ওয়ারিশগণ কি সবাই যে যে দাগে দখল আছি সেই অনুযায়ী ওয়ারিশদের মধ্যে একটি আন রেজিস্টার্ড চুক্তি নামা করে নিবো যাতে ভবিষ্যতে দখল নিয়ে কোন সমস্যা না হয় ?