কোটা ব্যবস্থার আদ্যােপান্ত; কোটা আন্দোলন নিয়ে কী ভাবছেন মুক্তিযোদ্ধারা?

  Рет қаралды 164,196

BBC News বাংলা

BBC News বাংলা

14 күн бұрын

গত পাঁচ জুন ‘মুক্তিযোদ্ধা কোটা’ পুনর্বহালের রায় দেয় আদালত। এরপরই কোটাব্যবস্থা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় আন্দোলন। কিন্তু এই কোটা আসলে কী? এটা কাদের দেয়া হয়? বাংলাদেশে কোটা ব্যবস্থার চালু কবে থেকে? যেই ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এত আলোচনা- সেটা নিয়েই বা কী ভাবছেন মুক্তিযোদ্ধারা? তানহা তাসনিমের প্রতিবেদন...
*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল কন্টেন্ট। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: bbcbangla.com
ফেসবুক: / bbcbengaliservice
টুইটার: / bbcbangla
#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

Пікірлер: 694
@kamrunnahar5896
@kamrunnahar5896 13 күн бұрын
মুক্তিযোদ্ধার পরিবার পরিজনরাই এদেশে থাকুক। আমাদের অন্য দেশে পাঠিয়ে দেওয়া হোক ।
@Heidelberghuman98
@Heidelberghuman98 7 күн бұрын
@@kamrunnahar5896 আমনে তো ব্যাফক ম্যাদাবী। আমনেরে পাডান লাগবো? এম্ন্যাই যাইতইন গা। ব্যাডারা ডাইক্কা লইয়া যাইবো।
@bcscare944
@bcscare944 13 күн бұрын
কোটা বাতিল চাই
@user-xx6fe1xs7n
@user-xx6fe1xs7n 10 күн бұрын
সরকারি স্কুল পঁচা, সরকারি হাসপাতাল আরো পঁচা, সরকারি কর্মচারিরা ঘুষখোর-- কিন্তু সরকারি চাকরি খুব ভালো!!
@MoitryMoitry-px9sy
@MoitryMoitry-px9sy 13 күн бұрын
কোটা চাই না,মেধার যোগ্যতা কোথায়
@rajuahmmad3708
@rajuahmmad3708 13 күн бұрын
প্রাইমারিতে ৬০% নারী কোটা বাতিল সহ সব চাকরি থেকে নারী কোটা বাতিল করতে হবে।
@monir756
@monir756 13 күн бұрын
বাংলাদেশের উপজাতি জনসংখ্যা মাত্র ১২ লাখ। ওদের জন্য ৫% কোটা বরাদ্দ দেওয়া হয়েছে?? দেশের মোট জনসংখ্যার কত পারসেন্ট তারা?? জবাব নেই 🙁 নাথান বমরা নতুন করে তাদের জন্য পৃথক কোটা দাবি করেতেছে। কখনো পৃথক দেশ দাবি করতেছে। কখনো স্বায়ত্তশাসন দাবি করতেছে। বম জনসংখ্যা মাত্র ১২ হাজার। কি চমেৎকার! কি চমেৎকার 😉
@jonysikder3838
@jonysikder3838 13 күн бұрын
😢সমস্ত সিস্টেমই যেখানে খারাপ সেখানে ভাল কিছুর আশা করা বোকামি😢😢
@user-xx6fe1xs7n
@user-xx6fe1xs7n 10 күн бұрын
দেশের শিক্ষা ব্যবস্থা নাকি ধ্বংস হয়ে গেছে, অথচ এই শিক্ষার্থিদের কখনো দেখলামনা সেটার প্রতিবাদে আন্দোলন করতে। নিরাপদ ও ফাঁকিবাজির সরকারি চাকুরির জন্যই কেন তাদের আন্দোলন?
@mazedurrahmanmithu2939
@mazedurrahmanmithu2939 13 күн бұрын
কোটা বাতিল করা হোক। মেধার মুল্যায়ন চাই
@naharbhuiyan31
@naharbhuiyan31 12 күн бұрын
Pora likha na korei job Exam dite jay amon o onek k dekci, return a na asle pore ki hoy j mokti joddha kotar dosh,j atar jonno meda kotay ashe na, are medha to tokhoni asve jokhon valo pora likha korven.koi amra to 4 bon koi mokti jodha te to job hoyni akhon porjon to, Sorvopore aktai kotha jei kota hok na keno meda lagei, ta na hole gore gore cakri thakto, 5:40
@MDAbir-wz6cm
@MDAbir-wz6cm 12 күн бұрын
​@@naharbhuiyan31 apni valo preparation niye ar kota niyeo chance pan na apni taile sadharon applicants theke koto pichai vabchen?
@Eternal_Drift
@Eternal_Drift 11 күн бұрын
​@@naharbhuiyan31 সেটা আপনার ব্যর্থতা, আপু।
@user-iw8fc1fn1v
@user-iw8fc1fn1v 10 күн бұрын
Tmi to etai jno na kota kokhon prog hoy
@Heidelberghuman98
@Heidelberghuman98 10 күн бұрын
বুঝলাম বাংলাদেশে মেধাবীদের দাম নাই। কিন্তু বিশাল এই পৃথিবীতে কেমব্রিজ, অক্সফোর্ড, এম আই টি, গুগল, মাইক্রোসফট, ইন্টেল, নাসা এসব জায়গা তো এই মেধাবীরা নিতে পারে।
@Maya-hg5fp
@Maya-hg5fp 13 күн бұрын
যেই বৈষম্য কারণে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন , সেই বৈষম্য ই এখন সৃষ্টি হয়েছে,কি আজব।
@titulroy5741
@titulroy5741 11 күн бұрын
ব্যাটা ১৯৭২ সাল থেকেই কোটা আছে,নতুন কিছুনা
@Heidelberghuman98
@Heidelberghuman98 7 күн бұрын
@@Maya-hg5fp বায়রে আমনেও দুষী না আমরারো দুষী না। যুদ্ধ হওয়াডাই হইতাসে দুষ।
@arifulhoque8901
@arifulhoque8901 13 күн бұрын
কোটা সব ধরনের চাকরি থেকে বাতিল করতে হবে।রেলওয়ে ও প্রাথমিকের পোষ্য কোটা বাতিল করতে হবে
@Rxroxxooo4932
@Rxroxxooo4932 13 күн бұрын
প্রাথমিকের কোটা যতগুলো সন্তান থাকুক না কেনো সর্বোচ্চ ১ জন কোটা প্রাপ্ত হয়।
@bdbusiness7896
@bdbusiness7896 13 күн бұрын
পোষ্য কোটা আবার কি? আমাদের মত গরীব দেশের এই সব বিলাসিতা মানায় না। চাকরি হবে হবে মেধার ভিত্তিতে।
@msshooki3997
@msshooki3997 13 күн бұрын
জনগনের সবার নামা উচিত কারন এর সাথে দ্রব্যমুল্যর দাম জরিত
@user-ye5wr6mc5e
@user-ye5wr6mc5e 12 күн бұрын
Right
@faysal-ahmed281
@faysal-ahmed281 13 күн бұрын
আপু আপনার প্রতিবেদন গুলা সেরা লাগে,আমি আপনার একজন ফ্যান।❤
@aminurkhan2770
@aminurkhan2770 13 күн бұрын
সাংবাদিকের মাইক্রোফোন দেখে আমি তো অবাক😂
@nushratjahan1244
@nushratjahan1244 13 күн бұрын
😅😅😅
@elegacybd8561
@elegacybd8561 12 күн бұрын
ata BBC darai somvab
@kamrultheyellowfish4331
@kamrultheyellowfish4331 13 күн бұрын
৩০ হাজার টাকা ভাতা ৩২ বছর আবেদনের বয়স আবার ৩০% কোটা শুনতেও কেমন লাগে না এটা?
@LivingCoxB
@LivingCoxB 13 күн бұрын
কারণ তারা এদেশের স্রষ্টা। তুরা রিফিউজি
@md.mustafakamal1609
@md.mustafakamal1609 13 күн бұрын
মুক্তিযুদ্ধের কথা শুনলেই চুলকায় রে রাজাকারের জারোজ??
@ArifUddin-kq4yg
@ArifUddin-kq4yg 12 күн бұрын
30%না 56% কোটা দিছে
@xyzoozo
@xyzoozo 10 күн бұрын
হারামজাদা বাকি ২৬% কই যাবে? তুই মনে মনে নারী?
@monowarjahanshorna6854
@monowarjahanshorna6854 10 күн бұрын
সাথে ফ্ল্যাট ও আছে
@mdyounus8478
@mdyounus8478 13 күн бұрын
ঘৃণা ঘৃণা আর ঘৃণা কোটার পক্ষে যারা কথা বলে।
@soundimpulse.
@soundimpulse. 10 күн бұрын
আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমরা চার ভাই। ভালো সার্টিফিকেট নাই বলে আমাদের কোন ভাই’ই সরকারি চাকরি পাই নাই। আমি গার্মেস্টেসে চাকুরি করি, আমার ছেটো ভাই মার্কেটিংএ চাকুরি করে সারাদিন রোদ্রে দৌরায়, অরেক ছেটে ভাই অটো চালায়, আরেক ছেটো ভাই লম্ভা ৬ফিট বডি ফাংশন চিকন তা্‌ই সে বিজিবিতে দাড়িয়ে চান্স পায়নি। কোঠা দিয়ে কি হয়? কোঠা দিয়ে খোটাইয়া খেটাইয়া কিছু বড়াই পারা যায়, আম পারা যায় ইত্যাদি।
@farhadhossain6093
@farhadhossain6093 9 күн бұрын
কোটা পদ্ধতির জন্য দেশে একটা গনভোটের আয়োজন করা যেতে পারে। তাহলে কারও অভিযোগ থাকবে না।
@Jorna-nj1gc
@Jorna-nj1gc 11 күн бұрын
কোটা চাই না আমরা চাই মেধা দিয়ে চাকরি হোক যোগ্য মানুষের চেয়ারে যোগ্য মানুষ বসুক তাহলে দেশ এবং জনগণ উভয়ই ভালো থাকবে ইনশাআল্লাহ
@EvaIslamEvaEva
@EvaIslamEvaEva 9 күн бұрын
হুম ঠিক বলেছেন ভাইয়া
@user-ye2os3jw2l
@user-ye2os3jw2l 10 күн бұрын
কোটা বাতিল করা হক
@sanawarkhan7196
@sanawarkhan7196 10 күн бұрын
এগিয়ে যাও জয় ইনশাল্লাহ হবে।
@zahirislam-eb8kk
@zahirislam-eb8kk 13 күн бұрын
ধন্যবাদ বিবিসিকে কিভাবে কোটা ব্যবস্থাকে কিভাবে দেখা হচ্ছে কিভাবে ব্যবহার করা হচ্ছে কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়ার পরেও ওই চাকরিতে আবার বহাল আছে
@user-dl9cw4dj5r
@user-dl9cw4dj5r 13 күн бұрын
মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযুদ্ধের আদর্শ লালন নাও করতে পারে, এমনকি মুক্তিযোদ্ধাও চিরকাল মুক্তিযোদ্ধা থাকেনা
@user-dl9cw4dj5r
@user-dl9cw4dj5r 13 күн бұрын
সরকারি স্কুল ভালোনা, সরকারি হাসপাতাল ভাল লাগেনা- কিন্তু সরকারি চাকরি খুব মজা!!
@md.mustafakamal1609
@md.mustafakamal1609 13 күн бұрын
তুই একটা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে দেখা? রাজাকার বাচ্চা।
@ariffakir9197
@ariffakir9197 13 күн бұрын
কোটা বাতিল করা হোক।
@matinurahman3606
@matinurahman3606 13 күн бұрын
It should be considered how a foreign press can publish such news about the matter pending in the court of Bangladesh.
@hamidulislam9800
@hamidulislam9800 12 күн бұрын
জীবনে প্রথম বিবিসির একজন সাংবাদিককে পছন্দ হইলো
@masudtechtips672
@masudtechtips672 7 күн бұрын
ছাত্র/ছাত্রীদের বাঁচাতে সারাদেশের মানুষ জাগো।
@mdabdulhannan3325
@mdabdulhannan3325 11 күн бұрын
বৈষম্য বাতিল চাই
@Shojib54
@Shojib54 11 күн бұрын
মুক্তিযোদ্ধাদের নাতি পুতের কোটা চাই না, মুক্তিযোদ্ধাদের এত লোভ কেন কোটার😢😢😢😢😢😢
@MohammadAli-cf7rs
@MohammadAli-cf7rs 11 күн бұрын
এমপি এবং মন্ত্রী মনোনয়নেও কোটা চালু হোক তাহলেই খেলা শুরু হবে।
@md.mashkathossain8613
@md.mashkathossain8613 10 күн бұрын
কোটা মুক্ত রাষ্ট্র চাই।
@sadiislam2794
@sadiislam2794 13 күн бұрын
Quality journalism
@mamun7337
@mamun7337 12 күн бұрын
কোটা মুক্ত চাকরি চাই
@SKSCorporation-bv2oq
@SKSCorporation-bv2oq 13 күн бұрын
সরকারি চাকরি পেতে আমরা সবাই এত আগ্রহী কেন???!!!
@md.mustafakamal1609
@md.mustafakamal1609 13 күн бұрын
ডুকেই দুর্নীতির করতে এতো আগ্রহী।
@imrantvbangla
@imrantvbangla 12 күн бұрын
১পর্দা কিনতে ২ কোটি টাকা খরচ দেখানো যায়
@SKSCorporation-bv2oq
@SKSCorporation-bv2oq 12 күн бұрын
@@imrantvbangla সহমত
@jagdishakarshan6352
@jagdishakarshan6352 12 күн бұрын
মেধাবীরা চোরের পদবি নিতে চায় কেন?সরকারি কর্মকর্তা- কর্মচারী মানেই এক একটা চো,,,,,,র।
@016.kazinakibafjal2
@016.kazinakibafjal2 12 күн бұрын
যারা রাজপথে আছে তারা দুর্নীতি করবে না অন্তত আশা করি। যারা অযোগ্য হওয়ার পরেও সুযোগ পায় তারাই আসলে দুর্নীতিতে বেশি লিপ্ত হয়
@howladerbahadur8940
@howladerbahadur8940 10 күн бұрын
1% প্রতিবন্ধী 😢😢😢😢😢😢😢30% মুক্তি যোদ্ধাদের নাতি নাতনি।
@iqnesar
@iqnesar 13 күн бұрын
সুন্দর ম মধুর্যপূর্ণ প্রতিবেদন
@romanticmelodies9474
@romanticmelodies9474 13 күн бұрын
অত্যন্ত সুন্দর একটি প্রতিবেদন । ❤
@MahmudulHasan-uz4kw
@MahmudulHasan-uz4kw 13 күн бұрын
কোটা বৈষম্য নিপাত যাক,,,
@md.tamimhossain1790
@md.tamimhossain1790 10 күн бұрын
সাংবাদিককে এখানে একচেটিয়া কোটাপক্ষ দেখাচ্ছে।বারবার মাথা নাড়ায় কথার সাথে অতিরিক্ত সম্মতি মোটেও কাম্য নয়
@MdMosharaf-e6h
@MdMosharaf-e6h 10 күн бұрын
ইনশাআল্লাহ চালিয়ে জাও ভাই বোনেরা ❤❤❤
@najmabegam3030
@najmabegam3030 4 күн бұрын
মুক্তিযোদ্ধার কৌটা টা না বাদ দিয়ে কমিয়ে ১৫ করা হউক🇮🇳🇮🇳🇮🇳
@milonmunshi35
@milonmunshi35 9 күн бұрын
বন্ধ হোক কোটা
@SathiShopno-qp6gp
@SathiShopno-qp6gp 9 күн бұрын
রেল ট্যান্সিট ধামা চাপা দিতে চাইছে
@mozammelhaque368
@mozammelhaque368 12 күн бұрын
সব মিলেয়ে ৮-১০% কোটা রাখা উচিত।
@farzanaahmed8302
@farzanaahmed8302 11 күн бұрын
বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা মুক্তিযুদ্ধ করেছিলেন সম অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কোটার মত বৈষম্যমূলক ব্যবস্থা উনারা কিভাবে সমর্থন করেন? যদি জন্মগতভাবে প্রত্যেক নাগরিকের সমান সুযোগ পাওয়ার অধিকার থাকে তাহলে স্বাধীনতার ৫৩ বছর পর পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকার কথা নয়।
@MdtipuSultan-py2sy
@MdtipuSultan-py2sy 12 күн бұрын
কোটা ব্যবস্তা বন্ধ করে মেধাবীদের মেধার মূল্যায়ন করা হউক। মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রয়োজনমত আর্থিক সহায়তা অথবা এমপি, মন্ত্রী,মেয়র,চেয়ারম্যান, পরিষদ সদস্য, ইত্যাদি পদে দেওয়া দরকার। কারন ওখানেতো অতি মেধার দরকার নেই।
@mostafaalam7380
@mostafaalam7380 9 күн бұрын
যে সব জেলার কোটা বর্তমানে পূরর্ন হযেছে৷ তাদের পরিক্ষায অংশ গ্রহন করতে না দেয়া উচিত।
@mdjohnny548
@mdjohnny548 10 күн бұрын
কোটা নিয়ে আন্দোলনকারীদের আন্দোলনের নামে দেশ অচল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে
@smshamim4351
@smshamim4351 13 күн бұрын
সমস্ত কোটা বাতিল করা হোক এটার পক্ষে আমি।
@NUR-A8
@NUR-A8 13 күн бұрын
কারণ মুক্তিযুদ্ধের মত মহান বিষয় নিয়ে খুবই সহজেই শ্রদ্ধার মোড়কে রাজনৈতিক খেলা সম্ভব হয়...
@fauziaahmed4542
@fauziaahmed4542 13 күн бұрын
এই কোটা বাতিলের আন্দোলনে আমার বিদনু মাত্র আগ্রহ নেই। কারন দেশের সব সমস্যার উৎসমূখ তো একটাই । সেটা বাতিলের খাতায় না নিয়ে যেতে পারলে, কোনো সমস্যারই সমাধান হবে-না।
@Simple-tech-ed
@Simple-tech-ed 11 күн бұрын
কোটা হয় হয় সুবিধাবঞ্চিতদের জন্য । তারা আর সুবিধাবঞ্চিত নাই তারা এখন ওভার রেটেড হয়ে গেছে এই দেশে ।
@rongerduniya7858
@rongerduniya7858 8 күн бұрын
কোটা বাতিল করা খুবই জরুরি। মেধা ও যোগ্যতায় চাকুরি পাবে।
@muhammadmasud5907
@muhammadmasud5907 13 күн бұрын
নাতি-নাতনি সহ😮😮
@joecody4541
@joecody4541 13 күн бұрын
এগিয়ে যাও ব্রদার
@bellalhossain-wv6ow
@bellalhossain-wv6ow 11 күн бұрын
কোটা আন্দোলনের পর আসবে বয়স ৩২ করার আন্দোলন কে কে এক মত লাইক দিন
@sirat.shifat
@sirat.shifat 12 күн бұрын
বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধা বেচে আছে??
@SathiShopno-qp6gp
@SathiShopno-qp6gp 9 күн бұрын
আমিও এটাই জানতে চাই
@ataulayan
@ataulayan 13 күн бұрын
সারা বাংলা খবর দে কোটা প্রথার কবর দে
@masrulsheikh4175
@masrulsheikh4175 13 күн бұрын
যোগ্যতা দিয়ে চাকরি পাবে। এখানে আবার কোটা থাকবে কেনো?
@mohammadhoque523
@mohammadhoque523 13 күн бұрын
We’re the generation of Freedom Fighters. We deserve respect and dignity right.
@mdjoynalhajari6792
@mdjoynalhajari6792 9 күн бұрын
কোটা বাতিল চাই মেধার কোন বিকল্প নাই
@s.i.shafiq1693
@s.i.shafiq1693 13 күн бұрын
কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে যারাই আসবে তারাই তো প্রকৃত বাংলাদেশের প্রাণের দাবিতে হাজির, অভিনন্দন। এতে যদি রাজনৈতিক দলও অংশগ্রহণ করে অভিনন্দন।
@nkalammiron6532
@nkalammiron6532 13 күн бұрын
সফল হোক। কোটা বৈষম্যের অবশন হোক। সাধারন ছাএরা মুক্তি পাক।
@nafizamin
@nafizamin 12 күн бұрын
Quota system should be completely canceled, everyone understands it, but the subordinate judiciary does not understand it! It is very shameful!
@arifulpallab8250
@arifulpallab8250 13 күн бұрын
৩০% কোটা সম্ভবত জনসংখ্যা অনুপাতে সবচেয়ে বেশি সুবিধাভোগী ইতিহাসে
@walidhossain8271
@walidhossain8271 11 күн бұрын
মাসে টাকা, বাড়ি, ভার্সিটিতে কোটা, চাকরিতে কোট আর কি চাই নাতি নাতনিদের??
@md.shamim2222
@md.shamim2222 13 күн бұрын
মুক্তিযুদ্ধা কোটা যারা বাতিল করেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত।। ছাত্রদের দবি কোটা সহনশীল অবস্থায় আনা,,বাতিল করা নয়।।
@kamrunnahar5896
@kamrunnahar5896 13 күн бұрын
তাহলে তো খোদ প্রধানমন্ত্রীকেই শাস্তির আওতায় আনতে হবে 😂😂
@md.shamim2222
@md.shamim2222 13 күн бұрын
@@kamrunnahar5896 পরলে আমার কি করার আছে।।কোটা বাতিল বা বহাল রাখা যদি আইনের কাজ হয়।।তাহলে প্রধান মন্ত্রী কোন আইনে কোটা বাতিল করেছিল,,জাতি জানতে চায়।।
@saifulislam7226
@saifulislam7226 13 күн бұрын
যে অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধ হয়েছে তার উদ্দেশ্য পূরণে আন্তরিক হতে পারে নি অথবা চেষ্টা ই করা হয় নি। পদক্ষেপ নেয়া হলেও আলোর মুখ দেখা যায় নি, নিজেদের কোন্দলের কারণে সেইসব প্রচেষ্টা যতটুকু ফলপ্রসূ হওয়ার দরকার ছিল তা হয় নি। সেজন্য এই জনস্রোত এই আবেদন।। i think ❤🇧🇩❤️
@mostaqueahmed9622
@mostaqueahmed9622 13 күн бұрын
আমি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা । আমিও কোটা প্রথার বিপক্ষে মতামত পোষণ করছি ।
@mdzakirhossain1569
@mdzakirhossain1569 10 күн бұрын
আইন মন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি আইনমন্ত্রী যথার্থ বলেছেন... দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকেরই আইনের অধিকার আছে সে ক্ষেত্রে ছাত্ররা আইনের আশ্রয় নিয়ে আইনে লড়াই করতে পারে কিন্তু তারা তা না করে তারা জনগণকে কষ্ট দিয়ে যাচ্ছে....। এই দেশ সবার ,সবার সুস্থভাবে চলাফেরার অধিকার আছে কেউ কাউকে কষ্ট দেয়ার কোন রাইট নাই।
@MdKawsar-fl4kq
@MdKawsar-fl4kq 9 күн бұрын
dalal
@saidurrahman2049
@saidurrahman2049 9 күн бұрын
কোটা পাকিস্তানি বৈষম্যের কথা স্মরণ করিয়ে দেয়
@khalidhasan6546
@khalidhasan6546 10 күн бұрын
কোটা বাতিল হোক মেধার মূল্যায়ন হোক।
@uzzalmia3129
@uzzalmia3129 13 күн бұрын
এ আন্দোলন = কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ =পরীক্ষা =টাকা:(প্রশ্নবিক্রি+ভাইভা)=চাকরি
@md.akhterfaruk4195
@md.akhterfaruk4195 13 күн бұрын
কোটা বাদ হলেও মনে হয় প্রস্ন ফাস করারিরা থেকেই যাবে
@bushrahoque9844
@bushrahoque9844 13 күн бұрын
আপনারা মুক্তিযোদ্ধা আপনারা সম্মানের যোগ্য,,কিনৃতু আপনাদের নাতি পুতিরা কেন সুযোগ পাবে? বলেন আমাকে?
@md.sirazulislam9443
@md.sirazulislam9443 13 күн бұрын
মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা আর অর্থনৈতিক সুবিধা ২ টাই দেওয়া হচ্ছে তাহলে কোটা আর কি দরকার?
@thuficislam4198
@thuficislam4198 12 күн бұрын
দেশ বিক্রি করে দিচ্ছে আর কোটা নিয়ে পড়ে আছে।এ জাতির পরিবর্তন কবে হবে
@sohelrana1412
@sohelrana1412 12 күн бұрын
রেডিওতে সম্প্রচার করা হোক বি বি সি বাংলা
@taebayeasminmeem3737
@taebayeasminmeem3737 12 күн бұрын
Congratulations
@merajhossinmurad152
@merajhossinmurad152 12 күн бұрын
সরকার বাতিল করে আদালত দিয়ে রায় দেওয়ায়। সে ভালো সেজে বসে আছে।
@m.hraiyan5302
@m.hraiyan5302 13 күн бұрын
❤❤❤
@user-zr1xt2zh9n
@user-zr1xt2zh9n 12 күн бұрын
Right
@whaitmegh3400
@whaitmegh3400 13 күн бұрын
আমি মনে করি কোঠা রাখা ইচিত না।৫% থাকলে পরে ৫০% লোক নিয়োগ হবে
@yahyaahmed021
@yahyaahmed021 13 күн бұрын
থামনেইল থেকে পিছনের জনতে মুনজেরিন ভাবা আমি
@nazmulislam96200
@nazmulislam96200 12 күн бұрын
Same broh 😂
@kothamala4722
@kothamala4722 11 күн бұрын
কোটা বিরোধী আনদোলন একটি সময়োপযোগী পদক্ষেপ কিন্তু এরসাথে এরসাথে প্রতিবাদী শিক্ষার্থীদেরকে একসাথে শপথ করতে হবে যে, সরকারী চাকরি পেলে ঘুষ খাবেনা এবং ক্ষমতাএ অপব্যবহার করবে না।
@sajibzaman843
@sajibzaman843 13 күн бұрын
আপনাদের খাইও না, পরিও না।আপনাদের সম্মান করার কী দায় আমাদের?
@shawonhossain651
@shawonhossain651 13 күн бұрын
আমাদের প্রতিবন্ধী মানুষদের কি হবে বলো আমাদের কি হবে বলো
@NasiruddinMunna-z1d
@NasiruddinMunna-z1d 11 күн бұрын
কোটা দিলে ভাতা কেন ভাতা দিলে কোটা কেন
@md.riponhossain9362
@md.riponhossain9362 12 күн бұрын
এক পরিবারে ১ টার বেশি কোটা পাওয়া বন্ধ করতে হবে
@NazrulIslam-gk4jf
@NazrulIslam-gk4jf 13 күн бұрын
কোটা সংশোধন করা হোক
@Eyasin-em3pm
@Eyasin-em3pm 13 күн бұрын
এরপর নাতি নাতনি না থাকলে তার বংশের কেউ হলেই হবে।
@user-us4ys2cf5k
@user-us4ys2cf5k 13 күн бұрын
কিন্তু অধিকাংশইতো ভুয়াযুদ্ধা। সে কথা কেউই বলেনা।
@nasimrezatusar930
@nasimrezatusar930 13 күн бұрын
মেধার মূল্যায়ন অবশ্যই আগে প্রাধান্য দেওয়া হোক।কোটা পদ্ধতিও সংস্কার করা হোক।
@shakil_khan_badhon
@shakil_khan_badhon 13 күн бұрын
কারণ ০.১% মানুষের জন্য ৩০% কোটা। মেয়ে কিন্তু দেশের জনসংখ্যার অর্ধেক। তাই তাদের কোটা নিয়ে কেউ খুব একটা আপত্তি করে না।
@shawonhossain651
@shawonhossain651 13 күн бұрын
যে কোঠার দরকার নেই সেটা কে তোমরা তোলো কিন্তু আমাদের মত প্রতিবন্ধী কষ্ট দিও না তোমরা ভাই ও বোনেরা
@dogoodgetgood994
@dogoodgetgood994 13 күн бұрын
বাংলাদেশের কৃষক দের কোটার আওতায় রাখা উচিৎ, দেশের গ্রামের কৃষকরা নিম্নস্তরে আছে??
@alliancealamin4239
@alliancealamin4239 13 күн бұрын
কোটা বাতিল হোক।
@MdSaifulIslam-bv6up
@MdSaifulIslam-bv6up 13 күн бұрын
সাংবাদিকের সামনের অংশ আর মাইক্রোফোন দেখে আমি ত অবাক
@syfylislam1089
@syfylislam1089 11 күн бұрын
প্রতিবন্ধী কোটা ছাড়া সবধরনের কোটার বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে কিন্তু একটা মহল এই আন্দোলনকে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটায় আবদ্ধ করে ফেলছে। যাতে আন্দোলনটা প্রশ্নবিদ্ধ হয়।
@anowarhosen2803
@anowarhosen2803 13 күн бұрын
যাদেরকে আলোচনার জন্য নিয়ে আসলেন তারা সবাই কোটার পক্ষে।
@user-im1kq4je3k
@user-im1kq4je3k 9 күн бұрын
কোটা নামক কোন শব্দ ৎাকবে না।
@user-if2qg5rt1o
@user-if2qg5rt1o 13 күн бұрын
কোটার জন্য আমার চাকরি টা হলো না
@Sahad_MH
@Sahad_MH 11 күн бұрын
Thumbnail এর আপুটা কি মুনজেরিন শহীদ? 🤔
@razuahmed599
@razuahmed599 12 күн бұрын
কোটা পদ্ধতির সংস্কার চাই
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
কেন এত রক্ত, কেন এত লাশ?
58:46
DW খালেদ মুহিউদ্দীন জানতে চায়
Рет қаралды 859 М.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН